খুশি লাগতাছে মোর…।

মনটা খুব ভাল।একে তো অনেকদিন পর সিসিবিতে লিখছি আবার একটা খুশির খবর পেলাম একটু আগে।কিভাবে শুরু করব বুঝতে পারছি না।

খবর টা খুব সাধারণ।আমি চাচা হচ্ছি। :party: আমার কোনো বড় ভাই নাই তবু চাচা হচ্ছি।চাচা ডাক শুনার খায়েশ আমার মিটছে আমার রুমমেটের জন্য।দোস্তের নাম শাওন।অনেক নাম আছে ওর। :grr: সবচেয়ে ভদ্র নাম টাই দিলাম এইখানে।কাল রাতে ফেইসবুকে দেখলাম লিখছে যে “going to be a F_A_T_H_E_R.” বুঝেন অবস্থা :gulli2: ।আমি তো দেইখা পুরা টাস্ক।কি কয় পোলা!এখন বিয়াই করতে পারলাম না আর ইনি বাবা হয়া গেলেন। :dreamy:
যখন আইইউটি তে মাত্র গেলাম তখন দেখটাম পোলাটায় সারাদিন খালি কথা কয় ফূনে।।কি যে কথা। মাত্র জয় এর অফার দিছে তখন।দুই তিন মাস পর বিয়া করল পোলাটা।উনি আবার আমার রুমমেট।আমি যেইখানে সারা সপ্তাহে এক কি দুই বার কথা কইতে পারতাম অইহানে উনি সমানে চার ছয় মাইরাই যাইতেছেন।দুই তিন মাস পর বিশাল কাহিনি কইরা বিয়াও করলো পোলাডা।চিন্তা করেন অবস্থা।১৮ বছরের একটা পোলা বাপ-মার সম্মতি নিয়া বিয়েও করে ফেলছে।কতো ভাল বাপ মা।আহারে …আর আমাগো বাপ -মা।নাহ ! মন টাই খারাপ হয়া যাইতেছে।বাপ শুনা তো দুরের কথা কোনো মাইয়ার নাম শুনলেই কাম হইছে!! 😡

আসলে এরেই কয় কপাল!আমার টাও একটা কপাল! 😕

যাই হোক আর নাই হোক আমার দোস্তো আব্বা হইতাছে এইডাই বড় কথা।২২ বছরের একটা পোলা বাপ হইতেছে।কি বিয়াপক ব্যাপার!আমার রুমে আমি ছাড়াও বরিশালের আহসান আছে।আর নন ক্যাডেট আছে একজন।এতদিন খালি আমরা কইতাম ওরে “দোস্ত,চাচ্চু ডাক শুনতে মন চায় খালি”।বন্ধু আমার এতদিনে আমাদের আবদার রেখেছে।শখ ছিল ভাতিজা কে নিয়ে convocation যাবো…।দোস্ত আরেক টু আগে যদি টেরাই নিতি রে…ইশ! একটুর জন্য মিস হয়া গেলরে খায়েশটা।

আপনারা সবাই আমার এই অনাগত ভাতিজা,ভাবি আর বন্ধুর জন্য দোয়া করবেন।

২,৯৬৯ বার দেখা হয়েছে

৩৯ টি মন্তব্য : “খুশি লাগতাছে মোর…।”

  1. জিহাদ (৯৯-০৫)

    বাহ! আঠারো বছরে বিয়ে। তারপর আবার আমাদের কনভোকেশনের আগেই বাবা হয়ে যাওয়া। শাওন আসলেই একটা মাল! তিনজনের জন্যই শুভকামনা রইলো :thumbup:

    শাওন কিন্তু এক্ষেত্রে আমাদের সিসিবিতে মনের দিক দিয়ে এখনো আঠারো বছর বয়েসী অনেকের জন্যই একটা দৃষ্টান্ত হয়ে রইলো। ;;;

    কি বলেন কাইউম ভাই? :grr:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  2. রেজওয়ান (৯৯-০৫)

    :bash: :bash: কি করলাম এই জিন্দেগীতে :(( :(( :((
    আহসান আছে কেমন ?????
    নন ক্যাডেট টা কেডা ??? শোয়েব নাকি ????
    ওহ...... 😛 😛
    শাওন এবং তার স্ত্রী এবং তাদের ভবিষ্যত অতিথীর জন্য অনেক শুভকামনা :hatsoff:

    জবাব দিন
  3. হাসনাইন (৯৯-০৫)
    আঠারো বছরে বিয়ে।

    পুলিশ কই???? :grr:

    আমি যেইখানে সারা সপ্তাহে এক কি দুই বার কথা কইতে পারতাম অইহানে উনি সমানে চার ছয় মাইরাই যাইতেছেন।

    এক দুইবার???? 😛

    শাওন শালা বাঘের বাচচা।...।।
    তার বাচচা... বাঘের বাচচার বাচচা :frontroll: :frontroll: 😀

    মঞ্জুর তুই বুড়া হইয়া গেছছ... :goragori:

    আন্ডাবাচ্চার নিরাপদাগমন হোক। :salute:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।