আর কিছুদিন পরেই আসছে ৩রা জুন।আমাদের ব্যাচের(৯৯-০৫) জন্মদিন।১৯৯৯ সালের এইদিনেই কতিপয় বালক ও কিছু বালিকা তাদের বাসা থেকে বিতাড়িত হয়েছিল।সেদিন তাদের মন ছিল কষ্টে ভারাক্রান্ত।চোখের কোণা ছিল জলে ভরা।সেদিন তাদের কান্নার ১০ম বছর পার হতে যাচ্ছে।এরই মধ্যে তাদের জীবন নদীতে বয়ে গেছে অনেক জল-ধারা।কিন্তু তাদের আবেগে একবিন্দু ও ঘোলা হয়নি এত বছর পরেও।সেদিন তারা জানতো না,বুঝতেও পারেনি কেউ যে, জীবনের সবচাইতে মজার সময়টা তারা কাটাতে যাচ্ছে।
আমার মনে আছে সেই সময়টা যখন আমার আব্বা বলেছিল যে ক্যাডেট কলেজে admission test
দিতে হবে।এইটা শুনেই আমার মন খুব খারাপ ছিল।বাসা ছেড়ে বাইরে থাকতে হবে এইতা শুইনাই তো আমার কান্দন থামে না।শুধু আম্মু-আব্বুর ইচ্ছায় test দিতে রাজি হইছিলাম তখন।ভাগ্যিস রাজি হইছিলাম!নাইতো তো যেই জিনিস মিস করতাম সেইটা সারা জীবন কানলেও তো পাইতাম না।
আমার কলেজে যাবার পিছনে যার অবদান সবচাইতে বেশি উনি হলেন আমার দুলাভাই।আমার বোনের ছেলে আমাদের কলেজে পড়ত।মামা তখন কুমিল্লা board থেকে মেধা তালিকায় ২য় হইছিল।কলেজ নাম ছিল মাহবুব(৯৩-৯৯)।আমার তখন খুব ইচ্ছা যে board এ স্ট্যাণ্ড করব।আমি আগে সারা জীবনে স্ট্যান্ড করতে দেখছি হাতে গনা কয়েকজন।আর একবার বোনের বাসায় গিয়াই একসাথে দেখলাম ১৯জন।আমি তো পুরা টাস্কি!!!!!
পরে মামার শেষ athelatics এ যখন কলেজ গেলাম কলেজ দেইখা বাকিটা কাইত।তখন লাগ্লাম আদাজল খাইয়া যে এইখানে আমারে টিকতেই হবে।নয়ত জীবন শেষ!
আজ দেখতে দেখতে নাকি ১০টি বছর চলে গেছে।হয়তো আরো যাবে।তবু অনুভূতি গুলো একটু ও বদলাবে না।আজ ও কলেজের কথা শুনলেই সজাগ হয়ে যাই।কলেজ নিয়ে বাইরের কেউ খারাপ কিছু বললে মনটা বিষিয়ে উঠে।ইচ্ছা হয় যেন কষে এক চড় লাগাই।
অনেক কিছুই লিখেছি।পরিশেষে শুধু বলতে চাই,
“জয়তু ক্যাডেট কলেজ।জয়তু ‘৯৯-০৫’ইনটেক”
‘৯৯-০৫’ এর সবাইকে জন্মদিনের অগ্রিম অভিনন্দন।
৪৯ টি মন্তব্য : “জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা…”
মন্তব্য করুন
৯৯-০৫ ব্যাচের সবাইকে অগ্রীম শুভেচ্ছা। :clap: :clap: :clap:
ধন্যবাদ ভাইয়া।
🙁 আর আমগো গেছে ১২ বচ্ছর-নাহ বুরা হয়া যাইতাছি 😕 😕
বড়ই চিন্তার বিষয়। 😕 😕
খুবই চিন্তিত হয়া গেলাম :-/
বুড়া হয়ে গেছি এইটা বলে মাস্ফু ভাই কি অন্য কিছু মীন করতে চাচ্ছে 😛
মানুষ তার স্বপ্নের সমান বড়
৯৯-০৫ ব্যাচের সবাইকে অগ্রীম শুভেচ্ছা... আমাদেরটাও চলে এসেছে, ৪ জুন।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ভাইয়া,আপনাদের কেও অগ্রিম শুভেচ্ছা।
আজাদ ভাই , আগে পাশের রুমে শুভেচ্ছা দিয়ে নেন । 😀 :))
আমাদের ব্যাচ তাইলে আপনেগো চেয়ে একদিনের সিনিয়র .... :grr: :grr: :grr:
ভাবছিলাম কুমিল্লার পক্ষ থেকে আমিও লিখব 😛 যাই হোক আমরা আমরাই তো :hug:
খান সাহেব তোর উইশ কিন্তু পূরন হইছিল 😀 তুই ভাই জিপিএ পাওয়া মানুষ 🙂
ভাগ্যিস তুই ছিলি নাইলে কলেজে আমারে ক্যালকুলাস কে যে শিখাইত 😉
ব্লগে বন্য, জুবুদের অনেকদিন দেখিনা, তাই তোরে নিয়মিত দেখে বড়োই সাম্প্রদায়িক ফিলিংস হচ্ছে B-)
মানুষ তার স্বপ্নের সমান বড়
আমারে না পচাইলে কি তোর পেটের ভাত হজম হয় নারে রাশু?
😀 😀
আরে তোরে আমি কেমনে পচাই বল 😀 তুইও ৬নাম্বার রুমের বাসিন্দা আর আমিও :hug:
মানুষ তার স্বপ্নের সমান বড়
দোস্ত , আমিও তো ৬ নম্বর রুমের বাসিন্দা ছিলাম । মনে হয় যোগ দিতে না দিতেই ভারী দল পেয়ে গেলাম ।
নাজমুল (৯৯-০৫) বি,সি,সি
আরে নাজমুল,তোরে তো চোখের সামনে থাকার পরেও দেরিতে দেখতে পাইলাম,অনেক দিন পর তোরে দেখলাম...।
Advance happy birthday boys
রিবিন ভিই কি বিংলা ভিলি গিলেন নিকি :-B
মানুষ তার স্বপ্নের সমান বড়
ধন্যবাদ ভাইজান।
রবিন ভাই ,
আরা কি জলে ভেসে এসেছি? x-(
আমাদের শুভেচ্ছা কই? 😡
বন্ধুরা
আমি কাল ঢাকা ছেড়ে চলে যাবো-- ক্লাস শুরু হয়ে গেছে। এইবারো এইদিনটা পারলাম না তোদের সাথে কাটাতে। প্রথম দু'বার পেরেছিলাম।
তোরা খুব ভালো থাকিস। আমি ওই কয়টা বছরকে দারুণ অনুভব করি বলেই প্রতিদিন এই সিসিবি'র সাথে থাকি-- সবার সাথে থেকে পুরোনো দিনের স্মৃতিচারণ করি...
দোস্ত, আগাম এই আয়োজনের লেখাটার জন্য তোকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ দোস্ত।
দোস্ত , এইবার তুই থাকবিনা । আর আমি এইজীবনে প্রথম বারের মত এই দিনে ঢাকায় থাকার সুযোগ পেলাম । আয়োজনের অনেক আলামত পাওয়া যাচ্ছে । মনে হচ্ছে দিনটা ভালই কাটবে ।
বুয়েটের ক্যাফেতে বিকেলে পোলাপাইন গেট টুগেদার করার plan নিছে।থাকিস অইখানে।
Nare. Dhk er baire. Laptop ani nai.mobile theke bangla lekha jai na re.
:(( :(( :((
৯৯-০৫ ব্যাচের সবাইকে অগ্রীম শুভেচ্ছা।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
এই ধন্যবাদটা আমি নিলাম। :grr: :grr: :grr:
১৯৯৯-২০০৫ ব্যাচের সবাইকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা 🙂
এইডাও :grr: :grr: :grr:
শুভ জম্নদিন......... (অগ্রিম) :thumbup: :thumbup:
'জম্নদিন' 😮
অগ্রিম বলেই বোধহয় জন্মদিনের 'ম' টা আগে চলে এসেছে। :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সবাইকে ধন্যবাদ।
দোস্ত,এতো ধন্যবাদ যে কেউ দিতে পারে আগে দেখিও নাই আর ভাবা তো পরের কথা!
তোরে এইবার আমি ধন্যবাদ দিলাম...সেই খুশিতে নাচতে থাক......... :awesome: :tuski:
“জয়তু ক্যাডেট কলেজ।জয়তু ‘৯৯-০৫’ইনটেক”
‘৯৯-০৫’ এর সবাইকে জন্মদিনের অগ্রিম অভিনন্দন।
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
এইটাও আমি নিলাম, হ্যাটট্রিক এন্ড হ্যাটস অফ :hatsoff: :hatsoff: :hatsoff:
'৯৯ ব্যাচের সবাইকে অগ্রীম শুভেচ্ছা। 😛
এই আঁতেল, তোরেও শুভেচ্ছা :grr: :grr:
জন্মদিন শুভ হোক, সবাই ভালো থেকো ।
মনেরমত কথা বলসো। ক্যাডেটরা বুড়া হয়না।হিহিহি 🙂
তাইলে কি হয়? :-/
তাইলে
বুড়ী হয়
=)) =))
ইশ বুড়ী হয়ার কত শখ ...... :))
~x(
কি কইলাম
আর কি যে বুঝে !!
~x(
অই পোলা সানা ভাইয়রে দেখনা? বুড়া হইসে নাকি?আমরাও সানা ভাই হব।হিহিহি :))
সানা ভাই হইলো একটা জিনিস...
evergreen
:guitar: :guitar:
দোস্ত তুই লাবলু ভাইকে মাল বললি? 😮 ;))
আমিও সানা ভাই হপো :(( :((
৯৯-০৫ এর সবাইকে এক দশক পূর্তির শুভেচ্ছা!