মাটির গান মানুষের গান

কয়েক দিন আগে বাড়িতে গিয়েছিলাম। নদী পাড়ে ঘুরতে গেলাম। দেখলাম প্রচুর মানুষ, কোলাহল আর হই হই আওয়াজ। বুঝতে বাকি রইলো না যে নৌকা বাইচ হচ্ছে। আগে যখন খুব ছোট ছিলাম, তখন একবার দেখেছিলাম, এই ব্রম্মহপুত্র নদী তীরে নৌকা বাইচ। ছোট বলতে স্কুলেও যাইনা। ভাবলাম এখনো নৌকা বাইচ হয়। এ জিনিস পরে আর কখন দেখতে পারবো চিন্তা করতে গিয়ে দেখলাম, চান্স নাই বলতে গেলেই হয়। আর কোন চিন্তা করতে হবে না। চলে গেলাম নৌকা বাইচ দেখতে।

হাতে সদ্য কেনা ক্যামেরা ছিল। এম্নিতেই ডিএসএলআর এর খুটি নাটি কিছুই বুজতেছিলাম না, তার ওপর আলো কমে আসছিলো। তেমন কোন ছবি তুলতে না পারলেও অসাধারন একটা জিনিস ধারন করতে পেরেছি। নৌকার বৈঠাল দের গান। শোনে মনে হচ্ছিলো এ যেন প্রানের গান, কেম যেন আধ্যাত্মিক। বার বার শুনলেও শেষ হবে না ইচ্ছা।
উদ্দমতা
IMG_0485

গানটি ইউটিইউবে ছাড়লাম , আশা করি মোবাইল কোম্পানি রবি যেমন খুজে পেয়েছিলো কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ছোট এক গানের নায়ক কে, সবার শোনার সুযোগ হয়েছিল সেই গান, তেমনি এটাও সবার কাছে পৌঁছে যাবে।
নিচে ইউটিউবের লিংক দেয়া হল
মাটির গান , মানুষের গান, যেন এক আধ্যাত্মিকতা

১টি মন্তব্য “মাটির গান মানুষের গান”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।