অনেকদিন পর সিসিবিতে আসলাম। ফয়সালের লেখাটা পড়ে মনটা ভাল হয়ে গেল। সবার অনেক লেখা দেখে খুব লিখতে ইচ্ছা করছে। কিন্তু আজ মনটা খুব খারাপ লাগছে। হঠাৎ বাবার কথা খুব বেশি মনে পরছে। কাল এক বন্ধুর সাথে প্রথম কথা বলতে গিয়ে জানলাম আমার এই বন্ধুটির বাবা নাই। ডিফেন্সে চাকরির সুবাদে তার বাবাকে কুয়েতে যেতে হয় এবং তিনি ওখানে মারা যান। আজ ২৫শে জুলাই তার ৪র্থ মৃত্যু বার্ষিকী। রাত ১২টার পর কথা বলতে গিয়ে আমিই বললাম আজ ২৫শে জুলাই। বলেই বুঝেছি আমার ওকে মনে করিয়ে দিয়াটা ঠিক হয়নি।
ফেসবুকে আমার বন্ধুটির স্ট্যাটাস দেখে মনে হল আমিও আমার বাবাকে ভালবাসি… কথাটা বলা হয়নি।ঘটনা চক্রে আমার বাবাও আজ দেশের বাইরে……। সেই একই ডিফেন্সের চাকরি। শুনেছি বাবা যেখানে গেছেন জায়গাটা ভাল না। আজ আমার সকাল থেকে ভয় লাগছে আজানা আশঙ্কায়।
আমার আজ এই অগোছালো লেখার উদ্দেশ্য আমার বাবাকে ভালবাসি বলা না……।
আমার ওই বন্ধুটির একটু পাশে থাকা। বন্ধুটি খুব দূরের কেউ না, বরিশাল ক্যাডেট কলেজের হাবিব।
মনে হয় না এই সময়ে কেউ আমার আগে থাকবে?? 😛
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
না পড়ে প্রথম হওয়ার মধ্যে কোন ক্রেডিট নাই 😛 😛 😛
পড়লে পারতেন না আমার সাথে......
পড়লেও ধারে কাছে থাকতে পারতা না!! মাত্র ৩৫ মিনিটের ব্যবধানে তুমি দ্বিতীয়!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
বন্ধুর পাশে তো বন্ধুই থাকবে। ধন্যবাদ তোমার অনুভূতি ভাগাভাগি করার জন্য।
আর একটা কাজ, আজই ফোন করে ভীষণ আদুরে গলায় বাবাকে বলে ফেল, "আমি তোমাকে ভীষণ ভালবাসি বাবা।" বাবাও নিশ্চয়ই তোমাদের কাছে না থাকাটা ভীষণ অনুভব করেন।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আমি না থাকলে সবাই খালি পোষ্ট দেই। ~x(
সবচেয়ে বেশিবার ফার্স্ট কে হইছে এইটা জরিপ করলে দেখা যাবে দিহান। তাও ফার্স্ট হওয়ার তৃষ্ণা কমেনা !
আমার ত মনে হয় ভাবী থাকলেই ইন্টেনশনালি সবাই ব্লগাইতে চায়। :))
একটুর জন্য আমার আগে আইসা পড়ছেন সানা ভাই... 😉
আমিও আমার বাবাকে ভালবাসি… কথাটা বলা হয়নি
হাবিবের খবরটা আমি জানতাম না...
ওর সাথে আমার অনেকদিন দেখাও হয়না...
হাবিব ভালো থাকুক... ওর বাবা শান্তিতে থাকুন... আল্লাহ তার সহায় হোন।
কেমন যেন বিষণ্ণ বোধ করছি... কেন যে এমন হয় ! 🙁 🙁
যা কিছু বাকী আছে করে ফেল তাড়াতাড়ি।
ভালো কাজ তো অনেক বার করা যায়, ভালো কথা বলা যায় বারবার। 🙂
ভালো থেক তুমি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ঐ
সংসারে প্রবল বৈরাগ্য!
Oi, ki bolen quyYum bhai?
ঐ...
আমি যেদিন ছুরিকাহত হয়েছিলাম, সাভার থেকে ডাক্তাররা "বাঁচার আশা নেই" বলে দেবার কিছুক্ষণ পর আমি আব্বু আম্মু দুজনকেই চামে চামে বলে ফেলছি, :grr: :grr: :grr:
নয়তো এই জীবনে আর বলা হত না।
হাবিবের বাবার জন্য প্রার্থনা এবং তোমার বাবার জন্য শুভকামনা রইল।
সাভার থেকে ডাক্তাররা “বাঁচার আশা নেই” বলে দেবার কিছুক্ষণ পর 😮 😮 😮 😮 😮 ডাক্তার এই কথা বলছিল?????
"আমি বাঁচতে চাই, আমি বাঁচব। এই পৃথিবী আমার, যেখানে ইচ্ছা সেখানে যাব, যা ইচ্ছা তাই পাব, নিঃস্বার্থ ভাবে সবার মঙ্গল কামনা করব।"
আরো কি কি জানি ছিল মনে পড়ছে না but কথাটা অসম্ভব সুন্দর; জীবনের প্রতি কনফিডেন্স বাড়িয়ে দেয়।
:hug: বাদনা কেমন আছো?
অনেক অনেক দিন পর লিখলা। 🙂
আপু অনেকদিন পর তোমার লেখা পেলাম।
শিগগির আংকেলরে ফোন দিয়ে বলো, " বাবা, আমি তোমাকে ভালবাসি "।
আমিও আব্বুকে ফোন দিয়ে এই কথা বলাতে, আমার আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা দিবস না চলে গেছে? 🙂
এতগুলা কমেন্ট পড়ে আমার কেমন জেনো লাগছে.........।খুব ভালো লাগার অনুভূতিটা কি ভাষায় প্রকাশ করা যায় আমি এখন ভুলে গেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আ্মার লেখাটা কষ্ট করে পড়ার জন্য।
আমি সকালেই বাবাকে বলেছি। হুম আমার বাবা আমাদের থেকেও বেশি ফিল করে আমাদের।এটাই হয়তো ।আমাদের নিয়ম দাঁত থাকতে দাঁতের মূল্য দেই না।
better late thn never....
বানানঃ
দাত--> দাঁত
কস্ট--> কষ্ট
একটু খেয়াল কইরো। চোখে লাগে আরকি ...
ঠিক করেছি......।এবার হয়েছে?সব জায়গায় এত চোখ দিতে হবেনা। x-(
ফয়সালের লেখাটা পড়ে মনটা ভাল হয়ে গেল। B-) B-) B-)
আমার নাম শুনলাম মনে হইলো 😉 😉 😀 😀
মেহবুবা কে আবারো ধন্যবাদ 🙂
তোর্নাম্ফয়সাল্কবেত্থিকে?
ক্যাঞ্চোক্ষেদেখোস্না?
তোমার নাম ফয়সাল নাকি? কেন তুমি ছাড়া দুনিয়ায় আর ফয়সাল নাই নাকি?
মেহবুবার পক্ষে আমিই ধন্যবাদ নিলাম...। 🙂
লেখাটা পড়ে আমার মন খারাপ হয়ে গেলো। সেই সাথে তাড়াতাড়ি বাবাকে জানাবার তাগিদ বোধ করছি। অবশ্যি আমার বাপরে বিরাট ডরাই । 🙁 🙁 🙁
ভাল লাগল। 🙂 🙂 🙂
আমি বাবা দিবসেও বলার সাহস পাইনা।কেমন আনইজি লাগে।তাই চামে এসএমএস পাঠাই।
মেহবুবা তোমার লেখাটা খুব হার্ট টাচি। 😡
আমি আমার বাপকে বলার কোন সাহস পাই না.... ডরাই 🙁