আজ একটা হিসেব কষা যাক –
“সত্য আর স্বপ্নের মাঝে দূ র ত্ব কতখানি?”
সত্য – সুন্দর,
স্বপ্ন – স্বপ্নময় ।
সত্য কে আঁকড়ে আমরা বাঁচতে চাই –
আর স্বপ্ন যোগায় সেই প্রেরণা ।
স্বপ্ন যদি হয় শরতের রাতের আকাশ জুড়ে জ্যোৎস্নার প্লাবন – আলো আঁধারের প্রেমালাপ,
তবে, সত্য – আলো,
হেমন্তের ঝকঝকে সকাল ।
কিন্তু, আলো যেমন সত্য, আঁধারও তো ঠিক ততটাই !
তবে, স্বপ্ন আর সত্য কি সমার্থক?
এবার, নিছক একটা প্রেক্ষাপট ।
তুমি আমার নও – তা হচ্ছে সত্য,
আর, তুমি আমার হবে – স্বপ্ন ।
আজ আমরা পথ চলছি অতি সামান্য মানব-মানবী হয়ে, পৃথিবীর নিয়ম মেনে – সত্য,
কাল যখন আমরা পাশাপাশি হেঁটে যাবো, পৃথিবী আবর্তিত হবে শুধু আমাদের জন্য – স্বপ্ন ।
আজ আর কাল,
বর্তমান – ভবিষ্যৎ।
তবে কি, সত্য আর স্বপ্নের সংঘর্ষ শুধু সময়ের?
ফলাফলে পৌঁছানো যাক এইবার।
যদি, বর্তমান = সত্য,
ভবিষ্যৎ = স্বপ্ন হয়,
এবং যেহেতু,
আজ যা ভবিষ্যৎ – কাল তা বর্তমান,
সুতরাং,
ভবিষ্যৎ = নেহাৎ-ই একটি আইডিয়া
আর, স্বপ্ন = ∅
সত্য আর স্বপ্নের ব্যাবধানে দাঁড়িয়ে তুমি আর আমি –
সমীকরণ না মিলিয়েই আজ অংক কষি, তাই –
গতানুগতিক কোন সূত্রে নয় –
প্রেমে বুঁদ হয়ে থেকে মুক্তির আনন্দ খুঁজে যাই…
আজ আমরা পথ চলছি অতি সামান্য মানব-মানবী হয়ে, পৃথিবীর নিয়ম মেনে – সত্য,
কাল যখন আমরা পাশাপাশি হেঁটে যাবো, পৃথিবী আবর্তিত হবে শুধু আমাদের জন্য – স্বপ্ন । - সত্য ও স্বপ্নের পথ সমান্তরাল বলেই মনে হয়।
গাণিতিক কবিতার এই হিসেবি নিকেষ বেশ চিন্তায় ফেলে দিল। তবে কবিতার শেষ কথাটাই যদি সার কথা হয়, তবে মন্দ নয়।
হুম, ভাইয়া! শেষ কথাটাই অবলম্বন বটে...! 🙂
মন্তব্যের জন্য ধন্যবাদ :shy:
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
দূরত্বের মাঝে দূ র ত্ব দেখে মজা লেগেছে 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
থ্যাংকস! এক্সপেরিমেন্টাল ছিল বিষয়টা ... 😛
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]