মানুষ নিংড়ানো এই শহরে
সপ্নেরা অহরহ আঁতাত করে
তেল-নুন, চাল-ডালের সাথে
স্কেচ খাতাটা আমার খুব শখের। লাল মলাট বাধানো, ওপরে পোড়া মাটির বোতামে চে’র মুখ……
ঝেড়ে মুছে রাখি, দাগ দিতে বাধে। আমার মাস্টার পিস কোন কবিতা কিংবা কোন কাল উত্তীর্ন প্রজেক্টের স্কেচ থাকবে খাতায় … দিনের পর দিন অপেক্ষায় থাকি কবে সেই দিন আসবে … কাল উত্তীর্ন কোন মাস্টার পিস …
সযত্নে পড়ে থাকে, ধুলা ঝেড়ে মুছে রাখি আসবে নিশ্চয়ই …
সংসারের নজরে পড়ে, বাজারের হিসাব লেখার জন্য একটা ভালো খাতা দরকার। হা হা করে উঠি। সময় পার হতে থাকে নিজের গতিতে।
আবারও মাসিক বাজারের খাতার দরকার হয়। শুধু পেছনের পাতা গুলি ব্যবহারের শর্তে আমার খাতায় উঠে আসে চাল ডাল হারপিকের দর … পাতার পর পাতা দখল হতে থাকে। সময় গড়ায়…
আচমকা একদিন দেখলাম সামনের পাতাগুলি মাছ মুরগী আর সবজিওয়ালার দৈনিক লেনদেনের হিসাব রাখছে।
স্কেচ খাতাটা এখন আরও সযত্নে রাখা থাকে …
সেই না দেখা প্রজেক্ট আর না লেখা কবিতাগুলি মাথার ভেতর স্নায়ুর ওপর ক্রমশ চাপ বাড়াতেই থাকে, তাদের কে কোথাও রেখে আসা আর হয়ে ওঠে না।
:clap: :clap: :clap: :clap:
সুপার লাইক, দাদা! সকালে চায়ের সাথে কুড়মুড়ে লেখাটি পড়ে মন ভরে গেলো!
আরো আরো লেখা আসুক প্রতিদিন আপনার কলম (পড়ুন কিবোর্ড) থেকে!
🙂 সাবিনা ধন্যবাদ ...
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ভীষণ রকমের মন খারাপ করে দেয়া চমৎকার একটা লেখা! খুব অল্প কথায় অনেক কিছু বলে ফেলা...
ভাইয়া, খুব তাড়াতাড়ি আরো কিছু লেখা পাবো আপনার, এই প্রত্যাশায় থাকলাম 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
🙂 তানজিনা ধন্যবাদ ...
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:frontroll: এর আগেই দ্বিতীয় লিখা এসে গেলে কি করনীয়, প্রিন্সিপাল স্যারকে জিজ্ঞাসা করতে হবে।
প্রথম লিখার জন্য প্লাস টু :frontroll: আর দ্বিতীয়টার জন্য মাইনাস টু :frontroll: ইস্যু হলে এ যাত্রায় রক্ষা।
লিখা অতি উত্তম তাই :frontroll: এক্সকিউজ করার জোর সুপারিশ করা হলো
😀 😀 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:frontroll: :frontroll: :frontroll: পারভেজ ভাই অনেক ধন্যবাদ ... আগাম কয়েকটা দিয়া রাখলাম :frontroll: :frontroll: :frontroll:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
এখন এক্সকিউজ করলে তো আমারই দিতে হবে দেখছি।
দৌড়াই।
😀 😀 😀 😀
বাই দ্যা ওয়ে শুধু লিখাই না, ভাই, তোমার প্রেজেন্সও একদমই জমজমাট!!!
মনে হচ্ছে সিসিবির সেই পুরনো দিন মনেহয় আবার ফিরে আসার সুবাস পাচ্ছি 🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
অনেক সুন্দর লাগলো ভাই। :clap:
বলেছেন, ব্লগর ব্লগর, কিন্তু আমিতো কবিতার মৃদু মিষ্টি বাতাস পাচ্ছি। :boss:
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
সামিউল ... ধন্যবাদ অনেকগুলি 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
মন খারাপ করে দিলেও দারুন লাগলো আরূপদা।
নিয়মিত লেখা চাই 🙂
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আহসান ... 🙂 ধন্যবাদ
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
অরূপ দা',
ব্লগরোল চলছে -- ফ্রন্টরোলও থেমে নেই!
এখানে আপনাকে দেখে কি জে ভালো লাগছে বলে বোঝানো যাবে না।
যতদুর বুঝেছি, আপনি এখনো কবিতার নিষ্ফল যুক্তিতে জীবনকে যাপন করার প্রত্যয় পুষে রাখেন। সহজ না।
অনেক এলোমেলো লেখামালা দাবি রইলো আপনার কাছে
লেখাটার শিরোমনি উপরের ঐ তিনটি পংক্তি।
অসাধারণ হয়েছে লেখা, খুব ভালো লেগেছে।
তুমি কিছু না বলে কয়ে সিসিবি থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলে, অরূপ? ফিরে আসো তাড়াতাড়ি।
খায়রুল ভাই,
আমি আছি। আপনাদের অনেক কাছাকাছিই। সিসিবিতে অনিয়মিত হবার বড় কারণ নিজের আলস্য আর তেল নুনের সাথে আঁতাত। আশা করছি আবার নিয়মিত হব। কোথায় যাবো আপনাদের ছেড়ে। 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার