বলতেই হবে,সুখে আছি,
গুঁজে আছি মাথা বেশ,
রাজা হল কে? ধুর মশাই,
ভাববো কেন অতশত?
ভাববার আছে, আরও যে ঢের!
কাজের ছেলে রেখেছি একটা,
বাজার করে সেই,
যেমন রেখেছি নেতা-পাতিনেতা,
চিন্তা করুক সেই।
বরং আমি মজে থাকি নিজে,
দেয়াল একটা তুলে।
বলতেই হবে, এই বেশ আছি,
সুখে আছি, এইতো বেশ ।।
১৬ টি মন্তব্য : “সুখেই আছি”
মন্তব্য করুন
ভাল ছিল
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ধন্যবাদ ভাইয়া
লেখা টা খুব হয়েছে
ধন্যবাদ
একজন ছাপোষা মানুষের আর কি ই বা করার থাকে, এ ছাড়া?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
একা একটা লাঠি ভাঙতে না পারলে, ১০ জন মিলে কিন্তু ভাঙা যায়
গত দুমাস বাকি ন'জন -
"কোথায় হারালো?
মাকাল লতার তলে, শিশিরের নীলজলে,
কেউ তার পাবে না সন্ধান........."
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ঘামে ছিলনা এমন গন্ধক, জ্বলে উঠতে পারি- কার যেন কবিতা, ভুলে গেছি ।
মনে পড়ি পড়ি করে পড়ছে না।
মনে হচ্ছে নির্মলেন্দু গুণ বা হেলাল হাফিয।
আবার মনের কিনারায় উকি দিচ্ছে সুনীল।
শিমুল মুস্তাফা র কন্ঠে আবৃত্তি কানে বাজছে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
Google search দিয়ে পেলাম, সুনীল এর কবিতা, "আমি কি রকম ভাবে বেঁচে আছি"
:boss:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
অনেক কঠিন কিছু কথা সহজ করে বললেন, ভাইয়া। সত্যিই তো, এসব এখন আমাদের ভাবায়ও না আর...!
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
যেটুকু ভাবায়, সেটাও বড় শৌখিন ভাবনা
🙂 🙂
চমৎকার মুচমুচে লেখা! ভাল লেগেছে!
ধন্যবাদ আপু
মনে হলো, আজকের দিনের আম জনতার ভাবনার প্রতিফলন ঘটেছে কবিতায়।