এইসব টুপটাপ বৃষ্টির রাতে,
সারস পাখির মত তোমার কাঁধে মাথা গুঁজতে সাধ হয়।
মাটির সোঁদা গন্ধ তখন তোমার-
পাঞ্জাবীর কলারে,
উৎসের খোঁজে-
প্রথমে তোমার গাল,
তারপর,
অ্যাডাম’স অ্যাপেল পেরিয়ে দেখা মেলে-
সব উপরের বোতাম দুটির।
ধরা পড়ে যাওয়া চাহনি নিয়ে
তোমার দিকে তাকাতেই-
আমার চিবুকে আলতো হাত রেখে বল,
“আর কবে আমি তোমার হবো?”
ঠিক তখনই বিদ্যুৎ খেলে যায়-
আমাদের আঙিনায়!
তোমার আঙ্গুল আমার চুলের মেঘে খোঁজে সখ্যতা-
কপাল ছুঁতেই অতীত উড়ে যায় বাষ্প হয়ে-
আলিঙ্গণে পাজরের ভেতর থেকে ভেসে আসা বজ্রনাদ-
তোমার ঠোঁটে এসরাজের সুর,
মেঘমল্লারের ঝংকার আমার নিঃশ্বাসে-
এরপর, একটু একটু করে বৃষ্টি ধরে এলে,
জানালায় গা এলিয়ে,
রংধনু বুনে যাওয়া-
বুনোফুলের ঘ্রাণে সুতীব্র আদিমতা,
ডানা ঝাপটিয়ে একটা পেঁচার ঘরে ফেরার শব্দ,
একটা-দুটো করে তারাদের জেগে ওঠা,
যেন-
তোমাতে-আমাতে মিলবে বলেই
প্রকৃতির এই এত আয়োজন-
বৃষ্টি,
ভেজা মাটি,
মেঘের চোখ রাঙানি,
বুনোফুল কিংবা তারার স্নিগ্ধতা, পেঁচার আশ্রয়,
আর জানালায় দুই মানব-মানবী…
-প্রেমের এক নিখুঁত ছবি!
এইসব টুপটাপ বৃষ্টির রাতে
রংধনু ছুঁতে বড় সাধ হয়!
জেগে থাকি আমি,
আর,
অনন্ত এই রাত।
বাইরে অবিরাম-
টিপটিপ টিপটিপ টিপ টিপ টিপটিপ…
:clap: :clap: :clap:
একটা বিশেষ আবেগঘন ক্ষণিকের ভাবনা রংধনু হয়ে আকাশে যেন পাখা মেলেছে। পাঠক সেদিকে তাকিয়ে তার সৌন্দর্যে বিমোহিত হবে নিঃসন্দেহে।
কবিতার উপমাগুলো চমৎকার হয়েছে। প্রেমিক মনের আহ্বানে প্রকৃ্তির সাড়া দেয়ার আয়োজনের কথাগুলোও খুব সুন্দর করে বিবৃত হয়েছে।
চমৎকার কবিতা।
অনেক ধন্যবাদ, ভাইয়া, এত্ত এত্ত প্রশংসার জন্য ! 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
কবিতাটা আসলেই অসাধারন।
"পাঠ" করতে খুব ইচ্ছা হলো কিন্তু পরে মনে হলো, এটা নারী কন্ঠে অনেক বেশি উপযুক্ত।
তাই এখানে পাঠ করা থেকে বিরত থাকলাম।
তবে আশা করছি, যেভাবে যেভাবে ভেবেছি, সেভাবে সেভাবে তোমার বা অন্য কারো কন্ঠে একদিন শুনতে পারবো কবিতাটা।
না পেলেও সমস্যা নাই কোনো, মনে মনে শুনতে তো আর কোনো বাঁধা নাই, তাই না?
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
'অসাধারণ' - অনেক বড় কমপ্লিমেন্ট, ভাইয়া! রীতিমত বাচ্চাদের মত আনন্দ হচ্ছে 🙂
আর, দেখি আপনার ইচ্ছা পূরণ করা যায় কি না, আমার অপরিপক্ক কণ্ঠে 😛
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
"আর, দেখি আপনার ইচ্ছা পূরণ করা যায় কি না, আমার অপরিপক্ক কণ্ঠে "
তাইলেতো সুপার ফাইন...
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
খুবই ভালো লাগলো তিশা। সাধারণ শব্দে অসাধারণ বর্ণনা। কবি কণ্ঠে আবৃত্তি শোনার অপেক্ষায় রইলাম :boss:
পুরাদস্তুর বাঙ্গাল
ধন্যবাদ, ভাইয়া! আপনাদের অনুপ্রেরণা আমাকে যে কতটা সাহস যোগায়, বলে বুঝাতে পারবোনা! আমি সত্যিই কৃতজ্ঞ... 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
আরেকজন সম্ভাব্য শ্রোতা যখন পাওয়াই গেল, তখন আর কিসের অপেক্ষা?
চলুক! চলুক!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
আবৃত্তি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ :clap:
ধন্যাবাদ আপনাদের, ভাইয়া!
আপনাদের অনুপ্রেরণায় সাহস পাই এমন দুঃসাহসিক কাজ করার... 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
🙂 🙂
পুরাদস্তুর বাঙ্গাল
বিদ্যুৎ খেলা আঙিনায়
ডানা ঝাপটায় পেঁচা
বনফুলের রঙধনু ছোঁয়া
আহলাদে সারসের বাঁচা
~ জীবনমুখী এক শব্দ-দৃশ্য-কল্প-পট। (সম্পাদিত)
শব্দ-দৃশ্য-কল্প-পট : প্রচেষ্টা তাহলে মোটামুটি সফল-ই বলা যায়, না ভাইয়া? 🙂
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
আবৃত্তি ভাল হয়েছে।
:clap: :clap: :clap:
একটা মেঘমল্লার রাগ সহযোগে করতে পারলে দারুন হতো কিন্তু!!!
এবার এটাতেই চলবে।
ভবিষ্যতে ওটাও ট্রাই করে দেখো...
🙂 🙂 🙂
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:thumbup: :thumbup:
জী ভাইয়া! আমিও ভেবেছিলাম, কিন্তু টোটাল ইফেক্ট কেমন হবে - ভরসা পাচ্ছিলাম না ঠিক! তার উপর আবার প্রথম পাঠ এর নারভাসনেস...! 😛
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
পারভেজ ভাই, আপনার মন্তব্যের জবাব ভুল করে নূপুর'দা-র মন্তব্যের পর চলে গেছে!! 🙁 😛
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
ওটা ভুল না।
সেকেন্ড উত্তর পরেই এপিয়ার করে।
😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভালো লেগেছে তিশা।
বৃষ্টির ধারা গড়িয়ে চলার মত --- তোমার পাঠও তাই।
প্রেমের ছবিটি এঁকেছ বেশ যত্ন করে।
কেবল 'সুতীব্র আদিমতা' কথাটা মনে ধরেনি খুব। মনে হচ্ছে 'সুতীব্র' শব্দটা ছাড়াই ইমোশন বোঝা যাচ্ছে।
বানান ঃ ধরা পড়ে
ধন্যবাদ, নূপুর'দা... 🙂 ভুল ধরিয়ে দেয়ার জন্য ডাবল ধন্যবাদ 😛
তবে, 'প্রেম' থেকে বের হতে পারছিনা - তা চিন্তার বিষয় বটে! 🙁
For most of history, Anonymous was a woman. [Woolf, Virginia]
আর আমরা প্রেমের ভিতর ঢুকতেই পারিনা, বের হওয়ার প্রশ্ন তো পরের কথা! :p বেইনসাফী দুনিয়া
সাতেও নাই, পাঁচেও নাই
প্রেমও আরেকখানা দিল্লিকা লাড্ডু।
যে ঢুকে আছে, তার আক্ষেপ - ক্যান ঢুকলাম!!!
যে ঢুকে নাই, তারও আক্ষেপ - ক্যান ঢুকতে পারতেছি না!!!
বিনোদনই বিনোদন... 😀 😀 😀
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.