(১)
পণ্য কিনি হন্যে হয়ে
একটু সুখের জন্যে
আমার চেয়ে অধিক কিনে
প্রথম না হয় অন্যে।
.
(২)
হন্যে হয়ে পণ্য কিনি
সুখ পাখিটার জন্য
পয়সাকড়ি সেই পাখিটার
পরান বলে গণ্য।
.
তোমার আমার হৃদয়টাতে
থাকলে পরে দৈন্য
আসবে না সেই সুখের পাখি
শুধুই কড়ির জন্য।
.
🙂
চ্যারিটি বিগিনস এট হোম
মাহবুব ভাই,
হাদিসে পড়সিলাম বয়স বাড়ার সাথে সাথে নাকি টাকা ও সম্পত্তির লোভ বাড়তে থাকে এবং পেট মাটি দিয়ে পূর্ণ হওয়া ছাড়া থামে না.
আগের মত দিলে ভালো হইত. 😛