ডিসক্লেইমারঃ আমার সৌভাগ্যে কেউ যদি ঈর্ষান্বিত হন, তাহলে আমার কিসসু করার নাই। পারলে নিজের দুলাভাইরে কলেজের প্রিন্সিপাল বানান গিয়া। আমার লগে পার্ট নিয়া লাভ নাই।
অফ টপিকঃ ভাবছিলাম ট্যাগ এ “রাজনীতি” দিব। সাহস হইল না।
———————————————————————————————————————
গতকাল দুপুরে বাসায় গিয়ে দেখি লাঞ্চে জটিল সব আইটেম। শসা দিয়ে চিংড়ী, পুঁইশাক-ডাল, এঁচোড় দিয়ে গরুর মাংশ, ইত্যাদি, ইত্যাদি। ঝাঁপ দিয়ে খাইতে বসলাম। আম্মু দেখি মিটিমিটি হাসে। কারণ শুনে বিদিক এক লাফ দিলাম।
এই শসা, কাঁচা কাঠাল, পুঁইশাক নাকি সরাসরি কলেজ থেকে আমদানিকৃত। আহ, খাইয়া কেমুন জানি শান্তি পাইলাম। আহ, কী স্বাদ?!! জীভ জুড়িয়ে গেল। ভাবলাম এই অমৃত একা কেমনে খাই। ফোন করে আমার পেয়ারা বন্ধু আব্দুল্লাহরে ডকলাম।
তারপর……………, দুইজন মিলে অনে———–ক দিন পরে কলেজের ডিনার করলাম।
পরিমান অল্প ছিল তো, তাই সবাইরে ডাকতে পারলাম না। ছরি, নিজগুনে ক্ষ্যামা দিয়েন।
:bash: :bash:
দুলাভাইয়ের না অন্য কাহিনী কইবি কইছিলি 😡 তাইলে এইগুলা কী :bash:
সংসারে প্রবল বৈরাগ্য!
অনেক অ...নে...ক কিছু বুঝতে পারি নাই। এই যেমন ধর, ট্যাগে সিলেট দিছ ক্যান? রংপুর দাও নাই ক্যান?
আরও কি কি জানি বুঝতে পারি নাই 🙁
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনে এম্রিকার জায়গায় রংপুর দিছেন ক্যা :gulli2: :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
আল্লার কসম, আমি সিলেট দেই নাই। এইটা কাইয়ুম এর ষড়যন্ত্র। আমি দেখলাম যে শালার পুত আমার লেখা এডিট করতেসে।
😡 :bash: :bash: :bash:
ফয়েজ ভাই, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হোতে হবে। :duel:
কামরুল সিলেট দিলেও দিবার পারে, কিন্তু কাইয়ূম সিলেট দিব ক্যান? কেস কি? কুমিল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাকি কাইয়ুম?
যাউজ্ঞা, তোমার লেখায় আলাদা টেষ্ট, বুঝাই যায় তুমি খুব রসিক লোক 🙂
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
😮 😮 😮 আমি!? ~x( ~x(
দোস্ত আমি কেমনে এডিট করুম 😕 :(( :((
এই অপবাদ নিয়া আমি আপাততঃ চলে যাচ্ছি :((
তবে অন্য পোস্টে, একটু পর আবার আইতাছি ;)) :gulli2: :gulli2: :gulli: :gulli:
সংসারে প্রবল বৈরাগ্য!
ফয়েজ ভাই, লজ্জা পাঈলাম। 🙂
সরি, ফয়েজ ভাই। আসলে, আমার বাবা-মা আমার বোনের বাসায় ঘুরতে গেসিল। যুগান্তরের ঘুর্ণিপাকে সেইটা আবার ঝকক এর প্রিন্সিপাল এর বাড়ী। আম্মুরে এই কয়টা জিনিস আপা ধরায়ে দিসে।
আর কিছু বোঝার থাকলে আওয়াজ দিয়েন ভাই।
সব ফকফক্কা হই গেছে এইবার...............
ইস আমার চৌদ্ধ গুষ্টিতে কোন সিসি প্রিন্সিপাল নাই :((
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
মিগ ২৯ ? মাথার উপর দিয়া গেল। কিছুই বুঝবার পারি নাই, 🙁
আরে,
আমি তো লেখাডা নীনীষ স্কেল - ২ এর উপযোগী করে লিখসিলাম। :no:
ইসসিরে, আরিট্টু নীচে নামা দরকার আছিলো। ওকে, নেক্সট টাইম।
😮 😐
নিনিষ স্কেল হইল বুদ্ধিমত্তা পরিমাপক স্কেল যা জাফর ইকবালের কাছ থিকা আরিফ ভাই না কইয়া মাইরা দিছেন 😛
থ্যাঙ্কু, O:-) নতুন জিনিস শিখলাম। :awesome:
ট্রিপল সুপার ফসফেট? লেখাটা এক্কেবারে মাটির তল দিয়া গেছে! আমিতো কোন গল্প কিংবা সিলেটের সাথে কোন কানেকশন খুঁইজা পাইলাম না?
ধুর ধুর! আরিফ ভাই আমাদেরকে না দিয়া খায়! :thumbdown: :thumbdown:
দুলাভাইয়ের অন্য কাহিনী শুনতে চাই!!
কলেজের বৃহস্পতিবারের ডাল-আলুভর্তা খুব মিস্ করি। 🙁 🙁
হ 🙁
সংসারে প্রবল বৈরাগ্য!
কি কয়? 😮
ঐ
আমি ঈর্ষান্বিত হইছি। :grr:
এবং এই কারণে তোমার দুলাভাইয়ের ব্যান চাই। :grr: :grr:
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
দুলাভাই শালা সবকয়টার ব্যানচাই :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
দুলাভাই-শালা জাতীয় সাম্প্রদাইকতার বিরুদ্ধে জাতি আজ রুখে দাঁড়াক।
:gulli2: :gulli2:
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
খাপো ...( জামাই)
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও... 😕 😕
আমিও… 🙁 🙁
:-B
কাইয়ুম মনে হয় এডু/মডু গ্রুপে আছে, কি কও ;;)
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আমিও এডু/মডু হপো (ক. রা. জামাই)
ফয়েজ ভাই, আমারে কুনু চান্স দেয়া যায় বস্ ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
ঝাতি ঝান্তে চায়
Mia apne oidin khawaner voy amare office dekhaya vaglen... :p Amagore na dia khaway apner "ki jeno ekta" chai. (kidding, plz dnt mind)
আহ কত্ত মজা
আরিফ ভাই, আমিও কলেজে যাপো :((
আমিও যাপো...............।। =)) =))
আরিফ ভাই, আমিও কলেজে যাপো :boss:
:dreamy:এই দুলাভাইকে যদি কলেজে থাকতে দুলাভাই ডাকতে পারতাম.....তাহলে আমার (সাথে আমার মত মার্কামারা আরও অনেকের) জীবনটা একটু সহজ হত।
উনি আবার আমাদেরই এক্স ক্যাডেট
আমাদের সময়কার এডজুটেন্ট
এবং আমাদেরই এখনকার প্রিন্সিপ্যাল.....