বড় ভাই রা সালাম। ছোটরা আদর। দয়া করে কেউ কি জানাতে পারবে নকিয়া ই -৭১ এ এই ব্লগ (অথবা যেকোন বাংলা ব্লগ বা পত্রিকা) দেখতে/পড়তে চাইলে কি করতে হবে? সমস্যা ফন্ট নিয়া। মোবাইলে ফন্ট ইন্সটল করতে হয় কেমনে?
১৩ টি মন্তব্য : “Nokia E71 এ কিভাবে ক্যাডেট কলেজ ব্লগ দেখব?”
মন্তব্য করুন
😀
মানে? 🙁
জানি না। আমি কি ফ্রাষ্ট হলাম নাকি। :tuski:
ব্যাপার না!পরের বার...... :)) :)) :))
People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.
এখানে দেখেন।
এই চামে বইলাও দিলেন নতুন E71 কিনসেন ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
:))
চ্যারিটি বিগিনস এট হোম
১. ভাই আপনি আপনার opera mini তে search এ www. কেটে about:config লিখে enter করেন
২. অনেক গুলো অপশন আসবে
৩. এর মধ্যে সবার নিচে use bitmap fonts for complex scripts এর ডানে no লিখা থাকলে yes করেন
৪. save করেন
৫. use bitmap fonts for complex scripts এই অপশন টা version ভেদে অন্য জায়গায় থাকতে পারে
৬. nokia এর default ব্রাউজার এর সলভ জানিনা তবে mobile এর জন্য opera best
আশা করি আপনার প্রবলেম সল্ভ হবে
:teacup:
আমি যতদুর জানি, অপেরা মিনি ৫.২ ইন্সটল করে এই পদ্ধতি অনুসরন করুন...
খাইছে... পার্টি দেন।
কত নিছে ভাই?
😀
লেখা পুরাই সিরাম হইছে। প্রিয়তে নিলাম ইত্যাদি ইত্যাদি।
অ.ট. ভাই জিনিষটা কেমন সার্ভিস দেয় জানাইয়েন। আমারও একটা E সিরিজ লাগব।
এরেই কয় কারো পৌষ মাস :guitar: কারো সর্বনাশ। :((
আমার মোবাইলটা কয়দিন আগে চুরি হইয়া গেছে। ~x(
😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ। prob solved.
ধন্যবাদ দিতে এত দেরী হয়ে গেছে যে নিজেই দুইটা ফ্রন্ট রোল দিয়া নিতে ইচ্ছা করতেসে। 🙁