।।১।।
১৬ কোটি বাংগালীর হে মুগ্ধ জননী,
রেখেছ বাংগালী করে মানুষ করোনি।
সবাই ঘুমিয়ে পড়েছে। পৃথিবীর ছায়াপথে অগুনতি নক্ষত্র জুটির মতই জেগে আছে আকাশ আর নীলু নামের এক জুটি নক্ষত্র । ওদের একজনের নিঃশ্বাস পড়ছে আর একজনের উপর। আসন্ন ঝড়ের অপেক্ষায় একজন আর একজনের চোখে চোখ ফেলে তাকিয়ে ।
হঠাৎ নীলু বললঃ আচ্ছা আমরা বাচ্চা নিব কবে?
আকাশঃ পি এচডি টা একবারে শেষই করে নিই, তারপর দেখা যাবে। একটু পর আবার বলল, আচ্ছা না নিলে কেমন হয়?
নীলুঃ কেন?
আকাশঃ ভয় লাগে।
নীলুঃ কিসের ভয়?
আকাশঃ যদি মানুষ করতে না পারি?
।।২।।
আকাশ-নীলু
হানিমুনে গেছে আকাশ-নীলু নক্ষত্র জুটি। সাগর পারে নীলুর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে আকাশ। ঘুমিয়েই পড়ল নাকি? নীলুর নরম নরম শাড়ির ছোঁয়াটাই অদ্ভুত, কি যে মায়া জড়িয়ে থাকে সবসময়!!
নীলু বসেছে গাছে হেলান দিয়ে। সাগরের বাতাসে ওর চুল উড়ছে। সাগরের ওপার থেকে হঠাৎ দৃষ্টি ফেরালে দেখতে পেল, আকাশ ঘুমিয়ে পড়েছে।
নীলুঃ এই, কি ব্যাপার? ঘুমাচ্ছো কেন?
আকাশঃ আহ ডিস্টার্ব করোনা।ঘুমাইনি। একটু পর আবার বলল, আচ্ছা তুমি কি ওই ডায়ালগটা শুনেছ?
নীলুঃ কোনটা?
আকাশঃ যখন ওয়াইফ ঘুমাচ্ছে তখন বুঝতে হবে সে ডজ মারতেছে মানে ফাঁকি দিচ্ছে, আর যখন হাজবেন্ড ঘুমাচ্ছে, তখন ধরে নিতে হবে সে “ চিন্তা” করছে। মানে হি ইজ থিংকিং। বুঝেছেন ম্যাডাম?
নীলু –“ওওও মাআআ” বলে চোখ পাকিয়ে, আকাশের থুত্নীটা ধরে জোড়ে জোড়ে নাড়াতে নাড়াতে বলল, ওরে শয়তান, তাই? উম্(!)…তাই(!)…না…?
১ম
আয় হায় দিহান ভাবী কই?
ভাইয়া রাত ২টার সময় আর কই যাব? 🙁
তাইলে প্রথম হন নাই কেন? 🙂
ভালো লাগল ভাইয়া।
অনেক রোমান্টিক.... 😡
নাহ! জীবনে কি প্লাম আর কি প্লাম না তার হিসাব করার সময় চলে আসছে...... =((
হিসাব করে ফলাফল জানাইস
হঠাৎ "রুমা+আন্টি" কে মনে পড়ে গেল... 😛
২ য় ইমোটা দেখে হাহাপগে... =))
:দীর্ঘশ্বাসের ইমো : :(( :(( :((
খিকজ্...
কি মঞ্চায়?
জীবন থেকে নেওয়া নাকি ভাই? অনেক রোমান্টিক। :boss:
"জীবন থেকে নেয়া " তে এই রকমের কোন সিন নাই...
কি খবর খালেক?
গল্পগুলো কোত্থেকে নিছো? ভালো হয়েছে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
বস্ বেঁচে আছি। আমরো আপনার মত লস এঞ্জেলসে থাকতে মঞ্চায়। 😀
গল্প হাওয়া থেকে পাইছি। অণুগল্প লেখার একটা ব্যার্থ চেষ্টা আরকি!
দুইদিন ধরে San Jose আর San Fransisco ঘুরছি। লস এঞ্জেলসরে এখন পুরাই ভুয়া লাগতেছে।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
আম্রা কিছুই দেক্তার্লাম্না আর্মিয়া আপ্নেরা সারা দুইন্না ঘুইরা শ্যাষ্কৈরা ফেল্লেন।
x-( x-( x-(
ব্যাপার না ছোটো ভাই। তোমরাও পারবা এখন, মানে আন্ডার গ্র্যাড শেষ হলে আর কি...।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
x-( তোরেইযুক্তাক্ষরেলিখাবন্ধকরাদর্কার x-(
দুটো গল্পই অসাধারন ...... :boss: :boss: :boss:
ধন্যবাদ স্বপ্নচারী
রক্স..।..।..।......
রংপুর দেখি মালে মালে সয়লাব হই গেছে। :thumbup:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
াপনাদের পথ ধরে ভাইয়া......
:hatsoff: :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আয় হায় মাথা গরম হইছে নাকি?...টুপি একবারে খুলেই রাখো না হয়... :))
এত অল্প কথায় এত এক্সপ্রেশন ! অভিজ্ঞতা ছাড়া কেমনে কি ? দুইটা গল্পই ভাল লগছে ।
এ আর এমন কি? 😛
এত ছোট লিখেছেন কেন ভাইয়া? যদিও অণু গল্প আগেই বলেছেন, 🙂
চমৎকার লাগলো 😀
ধন্যবাদ ভাবীসাব। আচ্ছা পরমাণু গল্প লেখলে কেমুন হয়? 😀
অনেকদিন পর কালবেলা ভাইকে দেখলাম। অণু গল্প দুটোও সুন্দর লেগেছে। তবে পরেরটা বেশি ভালো লাগছে। যাক এইগুলা ভবিষ্যতে চোথাবাজি করতে কাজে দিবে। 🙂 🙂
চোথাবাজি হা...হা...ভালো বলসো :clap:
(দীর্ঘশ্বাসের ইমো) (দীর্ঘশ্বাসের ইমো) (দীর্ঘশ্বাসের ইমো)!!
কালবেলা : দুইটাও দারুণ রোমান্টিক।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ধন্যবাদ সানা ভাই। কিন্তু আপনার এতো দীর্ঘশ্বাস কেন? 🙁
অদ্ভূত সুন্দর
অদ্ভুত ধন্যবাদ 😛