দু’টি অণুগল্প / কালবেলা

।।১।।
১৬ কোটি বাংগালীর হে মুগ্ধ জননী,
রেখেছ বাংগালী করে মানুষ করোনি।

সবাই ঘুমিয়ে পড়েছে। পৃথিবীর ছায়াপথে অগুনতি নক্ষত্র জুটির মতই জেগে আছে আকাশ আর নীলু নামের এক জুটি নক্ষত্র । ওদের একজনের নিঃশ্বাস পড়ছে আর একজনের উপর। আসন্ন ঝড়ের অপেক্ষায় একজন আর একজনের চোখে চোখ ফেলে তাকিয়ে ।
হঠাৎ নীলু বললঃ আচ্ছা আমরা বাচ্চা নিব কবে?
আকাশঃ পি এচডি টা একবারে শেষই করে নিই, তারপর দেখা যাবে। একটু পর আবার বলল, আচ্ছা না নিলে কেমন হয়?
নীলুঃ কেন?
আকাশঃ ভয় লাগে।
নীলুঃ কিসের ভয়?
আকাশঃ যদি মানুষ করতে না পারি?

।।২।।
আকাশ-নীলু
হানিমুনে গেছে আকাশ-নীলু নক্ষত্র জুটি। সাগর পারে নীলুর কোলে মাথা রেখে শুয়ে পড়েছে আকাশ। ঘুমিয়েই পড়ল নাকি? নীলুর নরম নরম শাড়ির ছোঁয়াটাই অদ্ভুত, কি যে মায়া জড়িয়ে থাকে সবসময়!!
নীলু বসেছে গাছে হেলান দিয়ে। সাগরের বাতাসে ওর চুল উড়ছে। সাগরের ওপার থেকে হঠাৎ দৃষ্টি ফেরালে দেখতে পেল, আকাশ ঘুমিয়ে পড়েছে।
নীলুঃ এই, কি ব্যাপার? ঘুমাচ্ছো কেন?
আকাশঃ আহ ডিস্টার্ব করোনা।ঘুমাইনি। একটু পর আবার বলল, আচ্ছা তুমি কি ওই ডায়ালগটা শুনেছ?
নীলুঃ কোনটা?
আকাশঃ যখন ওয়াইফ ঘুমাচ্ছে তখন বুঝতে হবে সে ডজ মারতেছে মানে ফাঁকি দিচ্ছে, আর যখন হাজবেন্ড ঘুমাচ্ছে, তখন ধরে নিতে হবে সে “ চিন্তা” করছে। মানে হি ইজ থিংকিং। বুঝেছেন ম্যাডাম?
নীলু –“ওওও মাআআ” বলে চোখ পাকিয়ে, আকাশের থুত্নীটা ধরে জোড়ে জোড়ে নাড়াতে নাড়াতে বলল, ওরে শয়তান, তাই? উম্‌(!)…তাই(!)…না…?

৩৩ টি মন্তব্য : “দু’টি অণুগল্প / কালবেলা”

  1. আমিন (১৯৯৬-২০০২)

    অনেকদিন পর কালবেলা ভাইকে দেখলাম। অণু গল্প দুটোও সুন্দর লেগেছে। তবে পরেরটা বেশি ভালো লাগছে। যাক এইগুলা ভবিষ্যতে চোথাবাজি করতে কাজে দিবে। 🙂 🙂

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।