আজ থেকে ১৩-১৪ বছর আগের কথা!! ৯৬ সাল!! ঝিনাইদাহ ক্যাডেট কলেজে গিয়েছিলাম -ইন্টার ক্যাডেট কলেজ এথলেটিক্স মিটে। ক্লাস টেন-এ পড়ি তখন। ভীষণ উত্তেজনা, ভীষণ আনন্দ!! আজো স্মৃতিতে অম্লান।
সবাই জানি কলেজে এথলেটিক্স প্রতিযোগীতার সময় “পোল-ভোল্ট” আইটেম টা নিয়া কেমন ক্যারিক্যাচার হয়!নরমালি এই আইটেমটাতে কেউ ইন্টারেস্টেড হইত না। তখন বছরের শেষের দিক। ইন্টার হাউস ফাইনাল চ্যাম্পিয়নশীপ নির্ভর করছে এই একটা মাত্র আইটেমের উপর। এথলেটিক্স। আর মাত্র কয়েক দিন পরেই কম্পিটিশন। গেমস টাইমে তাই সবাই যে যার মত প্রাক্টিস করছে। এরকমই একদিন বিকাল বেলা আমি হাইজাম্প প্রাক্টিস করছিলাম। করতে করতে হঠাৎ চোখ গেল পাশেই রাখা পোল-ভোল্ট আইটেম টার দিকে। কেউ নাই। বেচারা লম্বা লম্বা স্ট্যান্ড দুইটা, ফোমটা আর দন্ডটা (পোল) একদম নির্লিপ্ত অবস্থায় পড়ে পড়ে ঝিমাচ্ছে। এক রকম শয়তানি করেই এগিয়ে গেলাম। পোলটা নিলাম। নেহায়েত নেড়ে-চেড়ে দেখা আর কি। যেই না নেয়া,অমনি ধরা। কোথায় থেকে জানি ক্লাদ টুয়েল্ভের জুলফিকার ভাই এসে হাজির। উনিও বোধয় এদিকেই আসছিলেন। কলেজে এই লোকটাই একমাত্র লোক তখন যিনি গত বছর ইন্টার ক্যাডেট কলেজ এথলেটিক্স মিটে এই আইটেমে কম্পিট করে এসেছেন। সেকারণে উনার এই বিষয়ে বেশ জ্ঞান গরিমা ছিল। উনি আমাকে পোল ধরা দেখেই বললেন…” কি দিতে পার জাম্প?” আমি বললাম -” জ্বি না ভাইয়া।” উনি আমাকে নগদ নগদ পোল ধরা শিখায়া দিলেন। এবং একটা জাম্প দিয়াও দেখায় দিলেন। এরপর বললেন -‘যাও একটা দাও দেখি”। আমি মনে মনে বলি- ” পড়বি তো পড় মালির ঘারে”। আমি কাঁপ কাঁপ করতে করতে রান-আপ নিতে নিতে এগিয়ে গেলাম। ভাগ্যিস ৬ কিংবা ৭ ফিট উচ্চতায় বার লাগানো ছিল। আমি এক্কেবারে পুরা বাংলা স্টাইলে এসে,গর্তের মধ্যে পোল ঠেকায়া কোনমতে শরীর টা উঠায়া দিলাম বারের উপর দিয়া। ওমা!! দেখি নিরাপদেই পার হয়া গেছি। বিপদ কাটছে। কিন্তু কিসের কি বিপদ কাটছে? তখন কে জানত, বিপদের কেবল শুরু!! আমার জাম্প দেখেই জুলফিকার ভাই বললেন -“সাব্বা বেটা, তোকে দিয়েই হবে”। এরপরের কাহিনী আর নাই বা বলি। লাগাতার শুরু হয়ে গেল জাম্প দেওয়া। ফলশ্রুতিতে ঐ বছর অন্যান্য আইটেমের সাথে পোল-ভোল্ট আইটেম টাও আমার যুক্ত হয়ে গেল।আমাদের হাউস প্রিফেক্ট বোধয় এই আইটেম থেকে কোন পয়েন্টই আশা করেন নি। হঠাৎ করে আমি সেখানে একটা সম্ভাবনা হয়ে দেখা দিলাম।
যাই হোক, সেই যে শুরু। আমি আর কলেজ ছাড়া অবধি এই আইটেম থেকে নিজেকে আলগা করতে পারিনি। ঐ বার কলেজ এথলেটিক্স প্রতিযোগীতায় প্রথম হয়ে গেলাম।জুলফিকার ভাইরা সেবার অংশগ্রহন করেনি।
সেই সুবাদে ইন্টার ক্যাডেট কলেজ এথলেটিক্স মিটের জন্য কেলজ টিমে চান্স পেলাম। বাইরে থেকে কোচ আসল। আমার এই আইটেমের উপর আরো গভীর ট্রেনিং হল।
ফিরে আসি ৯৬ এর কথায়। ঝিনাইদাহ ক্যাডেট কলেজের মাঠে সেদিন সকাল বেলা এই একটা মাত্র আইটেমই অনুষ্ঠিত হল। আমি কেমন কেমন করে যেন সব্বাই কে টপকে ফার্স্ট-ই হয়ে গেলাম। সেকেন্ড পজিশন টাও অবশ্য আমাদের কলেজেরই ছিল। মাসুম ভাইয়ের। ঐ বার আমরা বিপুল ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সে এক বিশাল আনন্দ। আমাকে রেকর্ড জাম্প অফার করা হল। আমার এই স্মৃতিচারণের সবচেয়ে মজার, রোমাঞ্চকর আর চুম্বক অংশটাই হল এইটা। আমি আমার প্রাকটিস লাইফে জীবনেও ১০ ফিট পার হইতে পারি নাই। ঐ দিন মরাল এমন হাই। আর বডীও এমন ফিট ছিল যে প্রথম বারের রেকর্ড জাম্পেই আমি ১০ ফিট পার কইরা ফালাইলাম। ওরে আল্লাহ্। কি আর বলি। পুরা রংপুর ক্যাডেট কলেজ টিম আমার উপর ভাইংগ পরলো!! আমি রেকর্ড কইরা ফালাইলাম। আমার জীবনের খুব বড় ধরনের একটা স্মরনীয় ঘটনা এইটা।
আজ হঠাৎ খুব জানতে ইচ্ছা করছে…এই রেকর্ড টা কি ভেংগেছে কিনা। নতুন কোন রেকর্ড? কেউ কি ১০ ফিট এর বেশি পার করেছে? কে করল? খুব জানতে ইচ্ছা করছে। নাকি এখনো কম্পিটিশনের সময় ছাপানো লিফলেট গুলোতে এই আইটেমের রেকর্ডের পাশে আমারই নাম লেখা থাকে?
আমি যদি ভুল না করে থাকি তাইলে আমাদের কলেজের জুয়েল ভাই(৯৫-০১) রেকর্ড ব্রেক করসিলো অথবা রেকর্ড স্পর্শ করেছিল।
মাহমুদ ভাই(৯৫-০১) তো অনলাইনে। উনি ভাল বলতে পারবেন আরো 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
🙁 তাই নাকি!! আয় হায় রে!! 🙁
যাক্ ক্যাডেট কলেজ স্ট্যান্ডার্ড আপ হচ্ছে এটাই বড় কথা...।
আর যাই হোক, ক্যাডেট কলেজের পোলভল্টার গুলা একেকজন জিনিস। কোন ডাউট নাই। ঠনঠনা একটা বাশ দিয়া ক্যামনে এত উপ্রে দিয়া পার হয় সেই রহস্য আমি ছয়বছরে বের করতে পারিনাই 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
B-)
জানি না ভাই 🙁 🙁 🙁 🙁 🙁 🙁
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কেন জানো না, কেন জানো না... শিটি ফাসটার্ম। স্টার্ট :frontroll: স্টার্ট।
স্যার ফাইনাল টার্মের স্যার এখনই দেখা করতে বলছে 😀 😀 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ডাউট শিকে গেছ... না? নো কলেজবাজি, গ্যারাইবাজি। ওকে বি-কক্! :grr: :grr: :grr:
রংপুর পাথরায়। সেই বাচ্চা বয়স থাইকাই :grr: :grr:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভাইয়া বুঝিনাই...
:khekz: :khekz:
এডু স্যার আপনারে আবার সিসিবির নভিসেস ড্রীল কইরা আসতে বলতে পারে। তাই যাই বলেন খুব খিয়াল কইরা ;;; ;;;
সাতেও নাই, পাঁচেও নাই
🙁
ড়ংপুর পুরাই ড়ক কড়ে। :grr: :grr:
" ড়ংপুড়" এবং "পুড়াই"...হবে মনে হয়। 🙁
পুড়াই দিতে চাইছিলাম। কিন্তু 😮 😮 আপ্নেরে ভয় পাইছি, আপনার কলেজ পুড়াই দিলে আমআর তো :chup: :chup:
ব্যাপার না, আমিও প্রথমে বুঝি নাই।
রক এর বাংলা কি?
তাহলে "কালবেলা রকস্" এর বাংলা কি হবে?
ব্ল্যাক্টাইম পাথ্রায় B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম, তোমার না প্যারেড গ্রাউণ্ডে থাকার কথা!! x-( x-(
আমিতো বস্ প্যারেড গ্রাউন্ড থেইকাই আওয়াজ দিলাম 🙁 😕 ~x(
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাই
বেস্ট অব লাক :grr:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
x-( 😡 😡 :gulli2:
সংসারে প্রবল বৈরাগ্য!
ব্ল্যাকটাইম :-/ = কালবেলা :awesome:
৯৬ এর ঐ আইসিসি মিট ছিল আমাদের দেখা সেরা... :thumbup:
এক সাথে এথলেটিক্স এবং ক্রিকেট... :awesome:
হেব্বি মজা হইছিল... :tuski:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সঠিক, সঠিক...সেইরকম একটা মিট ছিল।
দি দ্যান এডজুটেন্ট মেজর আজিজ স্যারের কথা মনে পড়ে গেল। উনি পিলখানা ট্রাজেডিতে মারা গেছেন। আমাদেরকে অনেক মরাল দিয়েছিলেন।
জেসিসির এক্স এ্যাডজুটেন্ট পিসিসির এক্স ক্যাডেট মেজর আজিজ স্যার? ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন-
এ ত দেখি কালবেলার কাহিনী পুরা বাংলা সিনেমার হিরো টাইপ B-)
আমিও পোলভল্টার ছিলাম। আমার দৌড় ইন্টার হাউসে মেডেল পাওয়া পর্যন্ত :))
হ্যান্ডশেক...
আমিও
দুনিয়ার, থুক্ক্যু...বাংলার...তুক্কু...ক্যাডেটের পোল-ভোল্টার এক হও, এক হও...।... 😛
দুনিয়ারটা 'থুক্ক্যু' কিন্তু বাংলারটা 'তুক্কু' ক্যান, ঝাতি ঝান্তে ছায় :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
আমরা যখন ইন্টারমিডিয়েট গ্রুপে ছিলাম তখন পোলভোল্টের অবস্থা খুব খারাপ..৬ জনের মধ্যে ৩জন কোনরকম দিতে পারত...শেষে অবস্থা বেগতিক দেখে স্যাররা নিয়ম একটু চেন্জ করল...দৌড়ে এসে বাশ ফেলে দিয়ে হাইজাম্প... :khekz: :khekz: :khekz: :khekz:
😮 🙁
😮 😮 :khekz: :khekz:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :khekz:
এই কে আছিস, বন্যরে আমার কাছে ধইরা নিয়া আয় তো? ও তো মাইরা ফালাইলো!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
=)) :pira:
:pira:
:goragori: :goragori: :goragori:
:khekz: :khekz: :khekz:
:khekz:
~x( :pira: :gulli: :gulli: :goragori: :goragori: :goragori: :khekz: :khekz:
=)) =))
আপনি দেখি বাংলার বুবকা 😀 :hatsoff:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কোথায় সেক্সাদি, কোতায় পারুল'দি। 😛
ভাইয়া, আপনাদেরকে আমরা ক্লাস ১২ এ পেয়েছিলাম। সেই সুবাদে আপনার 'পোল-ভোল্ট' জাম্প নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছিল। আমরা কলেজে থাকাকালীন ইন্টার ক্যাডেট কলেজ এথলেটিক্স মিটে পর পর ৩ বার বিজয়ী হয়ে রংপুর ক্যাডেট কলেজ মরিস ব্রাউন কাপটি পারমানেন্টলি নিয়ে আসে। B-) যতদূর মনে পড়ে, ঐ বারও আপনার রেকর্ড কেউ ব্রেক করতে পারেনি!! :hatsoff:
নাইয়াদ,
তোমারে নতুন করে চিনাতে হবে না। নাম দেখেই বুঝতে পেরেছি। ভালো আছো তো?
ভাল আছি ভাইয়া। দোয়া করবেন। 🙂
Ami tana 6yr non athlete, kono event, stage competition kissu te jai nai kono din. Purai ekta worst product of cc. 🙁
tobe inspection, principal parade, pt display, cross country, obstacle eishobe niomito ongsho nitam 😀
ccr er shobai kemne kemne jeno athlete hoya jay. 🙁
=)) =))
হাঁসের ছানা কিন্তু জেপিশীপের সময় এক্টিং কলেজ কালচারাল প্রিফেক্ট ছিল। এরেই কয় ওস্তাদের মাইরা শেষ রাইতে। :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
;))
হাঁসের ছানা টা পছন্দ হইছে......কুচ্ছিত না
আমিও তোর দলে 😀
আমার সাথে তো তপমার দারুণ মিল........ =)) =))
তপমা কেডা ??? ঝাতি ঝান্তে ছায় :grr: :grr: :grr:
কি অবস্থা? আমাদের কলেজ রেকর্ডই ছিল ১০ ফুট। ৯৫-০১ ব্যাচের রাশেদ ভাই দিয়েছিল। কলেজে এর চেয়ে বেশি উচু করার মত বার ছিল না তাই আর বেশি দিতে পারেন নাই। তবে আমার মনে হয় এর বেশি উঠানো গেলেও উনি পারতেন।
আমাকে বাধ্য করে কলেজ লাইফে ৩ টা ইভেন্টা পাঠানো হয়েছিল। একটা ৪০০ মিটার হার্ডেলস। ফলাফল ৬ষ্ঠ। আরেকটা পোল ভোল্ট। ফলাফল ৬ষ্ঠ। শেষ পর্যন্ত, লাফ-ধাপ-ঝাপ। আশ্চর্যজনক ভাবে ফলাফল ৩য় B-) B-) ।
আয় হায় কচ কি?
কালবেলা ভাইয়ের প্রত্যাবর্তনে স্বাগতম। আমার নিজের এথলেটিক এবিলিটি নিয়া একটা পোস্ট দিমু কিনা ভাবতেছি। 🙂
আমিও চিন্তা করতেছি আমার খেলোয়াড়ি জীবন নিয়া একটা লেখা দেয়া যেতে পারে। 😉
ধন্যবাদ।
পোস্ট দিয়া ফালাও। @ তৌফিক, রবিন
অফ দ্যা রেকর্ডঃ তৌফিক ভাই কঠিন এথলেট.......আসলে হকি টিমও আপনেরে ছাড়া হইতই না। :dreamy:
দিয়া ফালান। 🙂
কালবেলা : এথলেটিক্স? ওইডা আমারে দিয়া কুনুদিন হইতো না!! মকরা ক্যাডেট...... ;;) ;;) ;;)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আহ... প্রিন্সিপাল স্যারের সাথে আমার কতো মিল... ( কলেজে খালি ফুটবল ই খেলছি... )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:shy: আমার আইটেম ছিল লৌহগোলক নিক্ষেপ-গোল্ড :shy: :shy:
তুই যে গোলক হাতে নিয়ে না খেয়ে ফেলে সামনে মারছোস... এ জন্যই তো তোরে গোল্ড দেয়া উচিত...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz: :khekz: :khekz:
:khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
=))
:khekz: :pira: :pira: :pira:
:(( :(( :(( আমি মুটেও এইরাম খাদক না :(( :(( :((
x-( এই কমেন্টটা এতুদিন পরে আবার চউক্ষের সামনে পড়ল x-(
খাইছে.....
মাস্ফু ভাই, আমারো
হাত মিলান 😀 🙂 🙂
সানাউল্লাহ ভাই ব্যাপার না...
কলেজে একবার পোলভল্ট দেওয়া দেখসিলাম কোন এক সিনিয়ররের, সে হেভভি ভাব নিয়ে প্র্যাকটিস করত। তা মেইন ইভেন্টের দিন খুব ভাব নিয়ে দৌড়ায় এসে দিল লাফ, ক্যামনে জানি কি হলো দেখি বেচারা ফোমের দিকে না পড়ে তার উলটা দিকে পড়ল। এর পরের জন আরো ভালো করছিল সে কিছুক্ষন পড়েই নাই স্টিক নিয়ে শুন্যে ঝুলে ছিল তারপর বার টার সব কিছু নিয়ে পড়ছিল। :grr:
কালবেলা, খুব ভালো লাগলো লেখাটা। রংপুর তো দেখি পুরা এ্যাথলেটিক্সে পাথ্রায়।
=)) =))
সামি ভাই, কি লিখলেন বস্
:pira: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই খুব খিয়াল কইরা 😀
আপনার না জানি কই থাকার কথা :-B
:khekz: :pira:
:goragori: @ সামি ভাই।
পোলভল্টের রেকর্ড ভাঙ্গতে পারছিল কিনা জানি না, তবে আমাদের খায়ের পোলভল্ট দিতে গিয়ে ওর হাত ভাংছিল! 😛 😛
লেখা ভালো লাগল কালবেলা ভাই।
ধন্যবাদ @ তানভীর।
ক্লাস নাইনে থাকার সময় আমাকে কিসে জানি পাইছিল এক গাদা কম্পিটিশনে গিয়েছিলাম প্রায় সবগুলাই ভাল করেছিলাম। তখন কি মনে হতে পোলভল্টে হাউজে কেউ নাই দেখে ওটায় ও গিয়েছিলাম। প্র্যাকটিসে ভাল করার পর ও ফাইনালে গিয়ে ১০০ মিটারের পরেই ওটা পড়েছিল দেখে মনে হয় ৫ম হয়েছিলাম। আমার এথলেটিক্স লাইফ নিয়ে একটা পোস্ট দিব দেখি।
অপেক্ষায় থাকলাম।
আমিও
খালেক,
কি অবস্থা? প্রোফাইলে কি তোমার ছবি নাকি? আরেকটু স্পষ্ট ছবি দিও।
তোমার এথলেটিক স্কিলের প্রশংসা নতুন করে আর কি করবো? আমরা কলেজেই ত দেখে এসেছি।
সিসিআর রকস, জাহাঙ্গীর হাউস রকস B-) ।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
মাহমুদ ভাই,
সালাম। আপনার টাও লিখেন ভাইয়া।
রংপুর রক্স, জাহাঙ্গীর হাউস রকস্......
এই খানেতো দেখি সব বিরাট এ্যাথলেটরা জমায়েত হইছে।
অবশ্য কোন কম্পিটিশনে সর্বাধিক বার লাস্ট হয়ার রেকর্ড বোধ হয় আমার।
নাইনে থাকতে তিন ইভেন্টে লাস্ট হইছি।
ক্লাশ টুয়েলভেও একটায় লাস্ট হইছি। হাউসের কেউ নাই দেইখ্যা হাইজাম্পে গেছিলাম। ৫ ফুট পার হইয়াও হাইজাম্পে লাস্ট হওয়াটা রেকর্ড হওয়ার চান্স আছে।
লেখাটা অনেক দিন পরে পড়লাম 🙁 🙁 🙁
খালেক ভাই আগেই আপ্নের পাংখা আছিলাম এখন তো আপ্নের আরো বিশাল বড় পাংখা হয়ে গেলাম :boss: :boss: :boss: :hatsoff: :hatsoff: :hatsoff:
আমি আপ্নের মতো রেকর্ড হোল্ডার আছিলাম না কিন্তু কলেজ লাইফে ২০০ মিটার আর লাফ-ধাপ-ঝাপ এ কুনোদিন ১ম ছাড়া ২য় হই নাই 😀 😀 😀
মামুন ভাই যে.. আপনেরে এইখানে পামু চিন্তাও করি নাই... ভালো লাগল আপনার নামটা দেখে... কাছাকাছি মনে হলো কিছু পুরনো সময়কে...
-আলীম হায়দার.1312.
আমি মনে হয় আপনার রেকর্ডটা খেয়ে এসেছি.... আন্ত হাউস এ । ১১.৩ তুলেছিলাম কিন্তু পার হতে পারি নি, ১১ তেই থামতে বাধ্য হয়েছি .....
-আলীম হায়দার.1312.
ট্রাকে , মাঠে এবং রাস্তায় আগুন ঝড়ানো অনেক সময় আছে আমার। পরিচিত হতে পেরে ভালো লাগল..ত-১৩১২
-আলীম হায়দার.1312.