২৩ শে জুন,২০০২। এই সেই দিন যেদিন ৯৬-০২ ব্যাচের জন্য ছিল ক্যাডেট হিসেবে কলেজে কাটানো শেষ রাত। পরের দিন ২৪ শে জুন ২০০২, আমাদের কলেজের ৪৫ জন বন্ধুকে একে অপরের থেকে আলাদা হয়ে যেতে হবে। আর কোন দিন হয়তো এই ৪৫ জন আর একসাথে হতে পারবনা, আর কোন দিন এই কলেজের চত্বরে আনাগোনা করবে না এই বন্ধুগুলো। এমনিতেই সেইদিন গুলো অনেক মিস করি। কিন্তু আজকে এই দুরপরবাসে কেন যেন আরও বেশি মনে পরছে সবার কথা। ডিনারের সময় সবাই একসাথে হেঁটে ডাইনিং এ যেতে যেতে কত ধরনের গল্প। আহমেদ এর থেকে আরবি বলার চর্চা, রাতে কাঁঠাল চুরির প্ল্যান, কলেজ পালানোর প্ল্যান, গলা ছেড়ে গান গাওয়া, রায়হানের বিচিত্র সব প্রশ্নের সম্মুখীন যার শুরুটা থাকতো “আচ্ছা বন্ধু ………” ইত্যাদি। সবকিছু কেমন যেন চোখের পলকে অতিবাহিত হয়ে গেল। দেখতে দেখতে ১০ বছর পার হয়ে গেল। আজ এই ১০ বছর পরেও মনে হয় ইস আবার যদি সেই জীবনটা ফিরে পেতাম। সময়ের আবর্তনে আজ অনেকের খবর জানা নেই। যেদিন কলেজ থেকে চলে আসলাম সেই দিন আমার সেই বন্ধুগুলোর চোখেও পানি দেখেছিলাম যাদের কলেজে অতিবাহিত ৬ বছরে দেখিনি কোন কারণে চোখের পানি ফেলতে। আহারে কি বন্ধুত্ব! কলেজের প্রতি কি ভালবাসা!! অথচ এই শেষের দিন গুলোর সাথে কলেজে কাটানো দিন গুলোর অনুভূতি হল পয়সার এপিঠ-ওপিঠ। আগে মনে হত কবে কলেজ থেকে বের হব আর সেইদিন থেকে মনে হয় ইস আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম।
১৩ টি মন্তব্য : “বিক্ষিপ্ত সৃতিতে কলেজের শেষ রাত”
মন্তব্য করুন
তুমি এই ভিলেনীয় ছবি বদলে নিজের ছবি দাও। সিসিবি তে তোমার প্রফাইলে নায়কের ছবি লাগিয়ে কি লাভ?
@ সাকলায়েন ভাই,
ছবিতে ভিলেন না নায়কের মত লাগছে তা বলতে পারে কেবল দর্শনার্থী। ছবিটা আমার খুব পছন্দের তাই দিয়েছি।
Islam, CCR (1996-2002)
সেইম হেয়ার।
লেখাটা পড়ে এক ঝটকায় ২০০২ সালের ২৩ শে জুনে চলে গেলাম। সেটা ছিলো আমাদের বের হওয়ার দিন। তার আগের রাতটা মনে পড়ে। চোখের সামনে ছয় বছর ভাসছিলো বায়োস্কোপের মত।
তোকে এইখানে দেখে ভালো লাগলো।
ভালো থাকিস।
দোস্ত তারিখটা ভুলে গেছিলাম রে।
সাথে আরও অনেক তারিখ আছে তো তাই হয়তো ভুলে গেছিস।
Islam, CCR (1996-2002)
আপনাদের ইনটেককে আমরা কলেজে পেয়েছি ২ মাসের মত, আমরা ২৮ তম ইনটেক। এক ভোরে মসজিদে যাবার সময় আপনাকে বা সাদাত ভাইকে দেখে উচ্চতার কারনে মনে করেছিলাম কোন জ্বিন মসজিদে উজু করছে। 😮
কেমন আছেন ভাই?
@ রিদওয়ান,
তোমাদের ভাগ্য ভাল যে তোমরা আমাদের ৬ ব্যাচ সিনিয়রদের দেখনাই। দেখলেতো ফিট হয়ে যেতা।
আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি।
Islam, CCR (1996-2002)
পিচ্চি পুলাপাইনগুলা কত্ত বড় বড় হয়ে গেছে ......
কিন্তু একটা জিনিস বদলায় নাই- ফাঁকিবাজী করা। এই পোষ্টটাই তার প্রমাণ।
There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx
ডজার ছিলাম, আছি এবং থাকব। এইটাও কলেজ থেকে পাওয়া।
Islam, CCR (1996-2002)
ইসলাম এর প্রথম হাউস প্রিফেক্ট জানি কে ছিল??????????????
তোর উপরে যে কমেন্ট করেছে। মাহমুদ ভাই।
Islam, CCR (1996-2002)
টাচি লিখা, চালিয়ে যাও :thumbup:
ধন্যবাদ ভাইয়া...
Islam, CCR (1996-2002)