২১ শে মে ১৯৯২ – প্রায় ৫৫০ এর মত নিবো’ধ কিছু বালক-বালিকার সাথে নিবো’ধ আমিও বোধশক্তি বৃদ্ধির জন্যে ক্যাডেট কলেজ নামক দেশের সনামধণ্য এক শিক্ষাপ্রতিষ্ঠাণে নিজেকে বিষজ’ন দিলাম।জয়েন করার দিন আমার সাথে বাবা,মা ছাড়াও গিয়েছিল আমার প্রতিবেশী এক আপু।সবকিছুই ক্যামন যেন একটা ঘোরের মত মনে হচ্ছিল ।আর আমার এবং আমার সজ্জনদের যেভাবে আপ্যায়ণ করা হচ্ছিল আমার কাছে কলেজের সবাইকে মনে হচ্ছিল ফেরেশতা। আনুষ্ঠানিকতা ছেড়ে যখন হাউসে গেলাম তখন আমার কাছে মনে হচ্ছিল সব সিনিয়র ভাইরা আমার দিকে বিশেষ যত্ন নিচ্ছে ব্যাপারটা আমার কাছে আরও দারুণ লাগছিলন। কেন আমার প্রতি সিনিয়ররা বিশেষ যত্ন লিচ্ছিল তা বুছতে পারলাম পরের বছর যখন আমার জুনিয়র আসল।
কুইজ সবার জন্যঃ কলেজে যয়েন করার দিন আমার প্রতি সিনিয়র ভাইদের বিশেষ যত্ন নেবার কারন কি?
সঠিক উত্তর দাতাকে পদ্মভুষণ খেতাবে ভুষিত করা হবে। moderator please ensure this . ;;; ।
১৯৯৮,ক্যাডেট কলেজ থেকে দীঘ’ ছয় বছরের সাধণার পর , ডারউইনের বিবত’নবাদ তত্তকে সম্পূণ’ ভূল প্রমাণ করে একি সংখ্যক বালক-বালিকা নিবো’ধ মানুষ থেকে পরিপূণ’ নতূণ এক জাতি হিসাবে সভ্য জগতে পা রাখল। সেই জাতির নাম বরাবরের মত ক্যাডেট রাখা হল। বলাই বাহুল্য আমিও ব্যাতিক্রম রইলাম না।সভ্য জগতের এতগুল মানুষের মাঝে আমি ক্যাডেট হাসফাস করতে লাগলাম তাই কিছুটা মানুষ জাতিত্তের চরিত্র বোঝার জন্য ২০০১ সালের ডিসেম্বরে পাড়ি জমালাম প্রবাসে।আমার উদ্দেশ্য ছিল ক্যাডেট জাতি থেকে মানুষ জাতিতে রূপান্তর হওয়া।কিন্তু এটা যে আসম্ভব ! বরং দেখি আমার সান্নিধ্যে যেই আসে সেই ক্যাডেট জাতির চরিত্রের দিকে ধাবিত হয়।শেষ পয’ন্ত সিদ্ধান্ত নিলাম যে এই জাতির জাত রক্ষার জন্যে সন্যাসী হয়ে যাব।
কুইজ সবার জন্যঃ ক্যাডেট জাতির চরিত্র উপরোক্ত দুইটি প্যারাগ্রাফ থেকে সংক্ষেপে প্রকাশ কর।
সব’শ্রেষ্ঠ উত্তরদাতাকে পদ্মলেখণ খেতাবে ভূষিত করা হবে moderator please ensure this also . ;;; ।
আমার মূল লেখাটি শুরূ হবে উপরের দুইটি প্রশ্নের উত্তর পাবার পর…তাই সবার উত্তরের অপেক্ষায় রইলাম।
চলবে…
১ম 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
২য় B-)
এইটা একটা প্রশ্ন হইল নাকি আপনিই তো উত্তর দিয়ে দিয়েছেন আপনার সাথে এক আপু গিয়েছিল। এইটার জন্য পদ্মভূষণ ... এহ ভাইয়া উত্তর দিতেই লজ্জা লাগছিল কিছু লাগবে না। এখানে আমরা সবাই ক্যাডেট এইটা না পারলে তারেই পদ্মভূষণ উপাধি দেওয়া হোক।
এইটা একটা ভাল প্রশ্ন, ক্যাডেট জাতির অনেক গুলা গুণের মধ্যে একটা হইল মেয়েদের নিয়ে প্রচুর উৎসাহ থাকবে ঠিকমত মেয়েদের সাথে কথা বলতে পারে না (প্রচুর ব্যতিক্রম বিদ্যমান) , মেয়েদের সামনে এই অপ্রস্তুত ভাব লুকানোর জন্য প্রচুর ভাব মারবে (এইটা বর্তমান ক্যাডেটদের বেশি) এবং কোন মেয়ে কথা বলতে আসলে একেবারে পাগল হয়ে যায় অনেক কবিতা ছড়া লিখে ফেললেও সামনে একেবারেই চুপচাপ থাকে। আপনি মনে হয় এইটা বুঝাইতে চাইছেন।
আমার পদ্মলেখন এর ও দরকার নাই জাস্ট আপনাকে তাড়াতাড়ি পরের পর্ব লেখানোর জন্য আর কি।
উদাহরণ- ________ :grr:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ঐ :thumbup: :thumbup: :thumbup:
:grr:
আমাদের কলেজে(এমসিসি) ৯২ ব্যাচ ২১ মে জয়েন করছিল 😀
এফ সি সি ও ২১শে মে 😀 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
বিসিসি'ও ২১শে মে 😀 😀 😀 😀 ।
Life is Mad.
১ম চিকি 😀
২য় বান্দর বেহেস্তে গেলেও বান্দর থাকে (মহামানৎ বেলাল সৎার উক্তি)
সব কলেজে ৯২ ব্যাচ তো ২১শে মে জয়েন করলো। ২৩শে মে ক্যামনে হইলো বুঝলাম না 😉
You were a chiki!!!!
Senior der choice dekhi age onek kharap chilo
সবাইকে অসংখ্য ধণ্যবাদ মন্তব্যের জন্য। কামতপুকে দুইটা
ভূসনে ভূসিত করা যেতে পারে।যদিও আমি জানতাম উত্তর দিতে কাউকেই বেগ পেতে হবেনা।আর যেটা দেখলাম সিসিবি এর রিডার রা খুবি মনোযোগী ,কলেজে জয়েণ ডেট আসলে ২১শে মে ছিল আমার জন্যেও।যাই হোক আমি পড়ের অংশ কনটিনিঊ করব । আর যারা আমাকে চিকি ভেবেছিল তাদেরকে ধণ্যবাদ , যদি চিকি হতাম তাহলে এত খেতাবের সাথে আরও একটা খেতাব জুটত। যাই হোক আমার ব্লগিং্যের পরের অংশ একটু সিরিয়াস হতে পারে । কারন ১৯৯২ থেকে ২০০৯ এই ১৭ বছর অনেক মজার মজার অভিগ্যতা হয়েছে সেগুলো পযা'য়ক্রমে সেয়ার করব।
হিল্লোল ভাইয়ের কাছে প্রশ্ন,প্রতিবেশি আপুটা কি অনেক সুইট ছিলেন?
উত্তর হ্যাঁ হবার সম্ভাবনাই অনেক বেশি দেখছি।
প্রতিবেশী আপুটা খুবি সুইট ছিল , তবে দুঃখজনকভাবে আমার থেকে ২ বছরের বড়। তা না হলে আমি নিজেই 😉 ...।
ধুর ব্যাডা ......... বয়স কোনো ব্যাপার হইলো ?????
দোস্ত এখন বুঝি এইটা কিন্তূ তখন তো বূঝতাম না ! বুঝতে বুঝতে আমার সুইট আপুর বিয়া হয়ে গেছিল ।
েসই সুইট আপুর েস সময়কার েকান ছবি নাই? 🙁 েসইটা এখােন েপাস্ট করা যায় না?? 😕
দোস্ত দুঃখ কইরা আর কী লাভ! 😛
যে যাবার সেতো চলেই যেতো, তা বড় হোক আর ছুডু 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
@Qaiyum vai: ei tai tahole rohoshsho. :grr:
আরে হাঁসের ছানা দেখি, ওয়েলকাম ব্যাক :hug:
তপুই তো সব বলে দিল । আপনার পরবর্তী পর্বের আপেক্ষায় থাকলাম ।
:clap: :clap: 🙂 🙂
আমিও এদের একজন 😛 😛 😛 😛
Life is Mad.
দোস্ত, আমিও :hug: :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
হিল্লোল ভাই আপনি চিকি ছিলেন? 😛