বাংলা সিনেমা কে কে পছন্দ করে ? কেউ না তাইনা ? কিন্তু যদি বলি গাবতলি (নাম মনে নেই) সিনেমা হলে তাহলে?এর পর তা যদি হয় ২ ইন ১ ?এইবার সবাই রাজি তাইনা …হা হা হা। আজকের গল্পটা আমার জনৈক এক ক্যাডেট বন্ধুকে নিয়ে । কলেজ ছুটির আগেরদিন রাতের প্ল্যান , গাবতলিতে বাস থেকে নেমেই সরাসরি মরনিং সো ধরবো , তখন আমরা ৯ এ।প্ল্যান মাফিক বাস থেকে নেমে যার যা পারসোনাল ড্রেস ছিল পরে নিলাম এরপর একজন গিয়ে টিকিট কাটল এবং ঢুকলাম ফ্যান্টাসির জগতে ।ঘটনাটা ঘটল সেকেন্ড মুভি যখন শুরু হল, হঠাৎ শুনি আমাদের জনৈক ঐ বন্ধুটি কিছুটা বাকবিতন্ডা করছে টিকিট চেকার এর সাথে , ব্যাপারটা বোঝার জন্য এগিয়ে গেলাম …বুঝলাম ও টিকিটটা হারিয়ে ফেলেছে। টিকিট চেকার নাছোড়বান্দা , কারন এক ছবি শেষ হবার পরে নাকি অনেকেই সু্যোগ নিয়ে বিনা টিকিট এ ঢুকে পরে …অবস্তা বেগতিক দেখে আমরা ওকে বললাম দোস্ত টাকা দিয়ে দে কিন্তু ও রাজি না । কিছুখখন পরে দেখি ও টিকিট চেকারের হাত ধরে কি জানি বলল আর বেটা ওর দিকে কিছুখখন দেখে হেঁসে চলে গেল ।আমরা তো তাজ্জব ! কি এমন বল্ল ও ? ব্যাপারটা ইন্টারেস্টিং , এরপর তাড়াতাড়ি ছবি শেষ করে বাইরে এসে ওকে জিগ্যাস করলাম দোস্ত তুই কি বলেছিলি ব্যাটাকে ? ও তখন গম্ভীরভাবে বলল …”এখনও দুনিয়াতে ভাল লোক আছে , আমি ওকে বললাম ভাই আমি এই লাইনে নতুন বুঝতেই পারছেন …কয়েকবার আসলে ঠিক হয়ে যাবে “………।।
ওইটাই আমার প্রথম এবং শেষ গাবতলির ওই হলে যাওয়া, যদিও আমিও এই লাইনে ওইদিন নতুন ছিলাম কিন্তু পুরান হবার চেষ্টা করিনি । তবে আমার ওই বন্ধুটি টিকিট চেকারের সাথে করা কমিটমেন্ট রেখেছিল এবং আমার জানা মতে গাবতলি হলের কোন শো সে মিস দিত না …লেটস্ট খবর জানিনা !
মোরাল – নতুন লাইনে না যাওয়াই ভাল এতে ঝামেলা আছে…
পরের ব্লগিং প্রিভিউঃ আমার প্রবাস লাইফ এবং ক্যাডেট লাইফ ।
হিল্লোল ভাই পাথরায়। ভাই আপনি এতোদিন কই ছিলেন?পাবনার জুনিয়র গুলা সব লং আপ এতোদিন ভাই রে খবর না দেয়ায়।
নতুন জিনিষ শিখলাম, পরের ব্লগের প্রিভিউ।
জটিল জটিল :thumbup: :thumbup:
হিল্লোল ভাই, আপনি তো একটা জিনিস, দুঃখিত জিনিয়াস। :frontroll: :frontroll: :frontroll: শুরু করছি।
চ্রম মজা পাইলাম :khekz: :khekz: :khekz:
ভাই মা* বললেও হিল্লোল ভাই মাইন্ড খাবেন না, তাই নাভাই?
মজা পাইলাম :)) :))
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
জটিলস্য! হলের নাম কি পর্বত? এখনকার পোলাপান কি গাবতলীর সিনেমা হলে যায়?!
বরিশাল শহরে ছিল সোনালী(খুব সম্ভবত) সিনেমা হল... কলেজ থেকে ছুটিতে যাওয়া বা ছুটি থেকে আসার দিন অনেকেই ঐখানে একটা ভিজিট দিত 😛
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup:
তা দাদা আপনি কি ওকানে গিয়েচিলেন নিকি? তা কি কি দেকলেন একটু বলবেন তো, নাকি? আপনাদের কোলকাতায় কি এমন কোন হল নেই? সত্যি করে বলুন দিকি, কতবার যাওয়া হয়েচে।
:gulli2: :gulli2: :gulli2:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
এখন আর সোনালী হ্ল নাই 😀 😀 😀
ভাইয়া, আপনি বেশি বস। চ্রম হচ্ছে। পরেরটার অপেক্ষায় রইলাম। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
হিল্লোল ভাই চরম রক করে!! :thumbup: :thumbup:
বস্, দারুন মজা পাইলাম। :)) :)) :))
হিল্লোল ভাই,পাবনার অনেকে পোলাপান কলেজ থেকে ছুটির দিন পাবনা শহরে মরনিং সো দেখে বাড়ি যাইত। 😀
চ্রম লাগছে =)) =))
আমি ছন্দে একবার দেখছিলাম, বেশি মজা পাই নি।
:))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমার বার্থ ডে উপলক্ষে আমার এক বন্ধু নিয়ে গিয়েছিলো ......... সেটাই শেষ ......
🙂 🙂 :)) :)) =)) =))
Life is Mad.