আমরা তখন ১১ এ। নতুন প্রিন্সিপাল এসে আমাদের ৪ বছরের সম্পত্তি আম বাগান লিজ দিয়ে দিল। গত ৪ বছরে গাছের একটা আমও পাকতে দেইনি আর এখন কিনা এই বেরসিক প্রিন্সিপাল আম পাকিয়ে বিক্রি করবে !!! সবার তো মাথা গরম । প্রতিটা গাছের নিচে একটা করে গাডঁ , কোন উপাই নাই আম পাড়ার । কি করা যায় এই নিয়ে প্ল্যান করতে থাকলাম। বুদ্ধি বের হল। কাউন্টার এ্যাটাক…প্রেপ টাইমে ঠিক করলাম সবাই একসাথে আমগাছে এ্যাটাক করব। এ্যাটাক হল এবং আমও শেষ গাছের। আমরা সবাই এ্যাকাডেমি এর টয়লেটে গিয়ে আম খাচ্ছি এইসময় দেখি নিচ তলার সিঁড়ির কাছে একজন লোক দাঁড়িয়ে আছে। ভাবলাম এই বেটা নিশ্চইয় গাডঁ। মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপল, পলিথিন ব্যাগে করে পানি নিলাম আর তার সাথে প্যান্টের চেইনটা খুলে ……মিশালাম এরপর দিলাম বেটার মাথায় ঢেলে…এরপর দে ছুট ক্লাসরুমে , লক্ষী ছেলের মত বই খুলে পড়ছি। একটু পরে দেখি আমাদের খাইশটা ম্যাথ স্যার রুমাল দিয়ে মাথা মুছতে মুছতে লবি দিয়ে হেঁটে যাচ্ছে আর এদিক ওদিক চাইছে। হা হা হা ……… পরেরদিন আমাকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হল আর আমার তখন গরবে বুক ২ ফুট বেরে গেল।…কিন্তু এখন ঘটনাটি মনে হলে অনুশোচনা হয় মনে হয় স্যারকে পেলে মাফ চেয়ে নিতাম।
২৪ টি মন্তব্য : “স্মৃতিচারণ: পলাশীর আম্রকানন …”
মন্তব্য করুন
:pira: :khekz: :awesome: :khekz: :)) :pira:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বীরশ্রেষ্ঠ হিল্লোল ভাই :boss:
:thumbup: :thumbup:
বীরশ্রেষ্ঠ হিল্লোল ভাইকে :just: :salute:
দারুন মজা পাইলাম ভাইয়া। :)) :))
আপনে লোকটা খুব খারাপ এইটা আগেই ভাবছিলাম :))
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:)) :)) :)) ...তোমারতো দেখি দারুন গেসিং পাওয়ার !!! :clap:
এই প্রথম একজন জীবিত বীরশ্রেষ্ঠের :thumbup: দেখা পাইলাম। x-( জীবনডা আমার ধন্য হইয়া গেল। :salute: :boss:
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল ভাই =)) =))
এক্কেবারে জীবিত বীরশ্রেষ্ঠ বিশ্বাসই হচ্ছে না।
ভাইয়া পাবনার লেখা এমনিতেই কম তারউপর আপনি যদি ট্যাগে পাবনা দিতে ভুলে যান তাইলে কেমনে কি।
ইশশ আমি কত উদার রে... একদম সাম্প্রদায়িকতা নাই।
তোমার কথা শুনে পাবনা ট্যাগে দিলাম । আসলে এই লেখাটা সবার জন্য তাই ভাবলাম পাবনা ট্যাগে দিলে তোমরা আবার আবার মাইন্ড করতে পার...;) ...এই লাইনে নতুন তো এইজন্য একটু ভয়ে আছি, সানা ভাই যেইভাবে ফ্রন্ট্রল দেয়াল ... 🙁 আবার যদি......
ঐতিহ্যবাহী সানা ভাই যদি পাবনার হইতো তাইলে ট্যাগ না করার জন্য :frontroll: শুরু হইয়া যাইতো। বাইচা গেছেন
বীরশ্রেষ্ঠ হিল্লোল ভাই
:boss: :salute:
:hatsoff: বীরশ্রেষ্ঠ!! আমাদের আমগাছ ছিল না :(( । কিন্তু ছিল খেজুর গাছ, ডাব গাছ, আনারস বাগান................. আহ্!! ফকক'র খেজুর গাছগুলাও লিজ দেওয়া হইতো, কিন্তু আমাদের ঠেকাবে এমন বাপের ব্যাটা তখনো জন্ম লয় নাই!! :guitar: :guitar: :guitar:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আহ কলেজের আম কাঁঠাল জাম পেয়ারা....আগে কি সুন্দর দিন কাটাইতাম...
=)) =)) =)) :khekz: :pira:
হাহাহাহাহাহাহা.... :)) হিলারিয়াস হিল্লোল... লেখা এতো ছোট ক্যান?
দোস্ত কোপানি লেখা হইছে পুররা =)) :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস welcome. এইবার পাবনা পাবনা up up :party: :party: . কোন সাইডের টয়লেটটা ??
হাসপাতালের দিকের টয়লেট । তখন ওইটা সিনিয়র ব্লক ছিল । এখন জ়ানিনা কি অবস্তা । স্যার এর নামটা পারসোনালি জেনে নিও, এখানে বলাটা ঠিক হবেনা 😉 ।।
হিল্লোল ভাই ,আপনি যে বীরশ্রেষ্ঠ, তা তো কলেজে থাকতে জানতাম না 😮
:awesome: :awesome: :awesome: :guitar: :guitar: :tuski: :tuski:
Life is Mad.
:awesome: :awesome:
সাবাশ বীরশ্রেষ্ঠ হিল্লোল ভাই 😛