ভাইয়েরা, অতি উৎসাহী হয়ে কয়েকটা লাইন লিখে ফেললাম…ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন, আমি কোন বড় লেখক/ কবি নই…ঃ)
(প্রতিটি লাইনের প্রথম অক্ষর মিলায় আমার কলেজের নাম হয়!)
***********************************************************
ব রিশালের বৃষ্টি মাখা, স্নিগ্ধ দিনের ভাঁজে
রি ণিঝিনি হাওয়ার তালে, মাতাল মাদল বাজে।
শা ন্তি আজি তারই মাঝে, খুঁজছে কোলাহল
ল ক্ষ্য পানে আসছে ছুটে বাঁধন ছেড়ার দল!
ক্যা ডেট নামের বারুদমাখা গোলারা সব কই!
ডে রায় ফেরার সময় হলো কর রে হইচই
ট গবগিয়ে রক্ত ফোঁটায় শান্তি হারা হই।
ক থায় গানে চিৎকারে ভরাট হবে ক্ষণ,
লে গেছে তাল সুরে আজি, সাথে পাগল মন
জ লে ডাঙায় আকাশজুড়ে, আমার রিইউনিয়ন!
***********************************************************
:clap: :clap: :clap:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
🙂
বৃষ্টি স্নাত আমড়া কুড়ানোর সেই দিনগুলো!
🙂
মজা পেলাম
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
:clap: :clap:
:clap: :clap:
🙂 😀
আমার রিইউনিয়ন 😀
মুক্তি হোক আলোয় আলোয়...
আহা , রিইউনিয়নটা মিস করছি।আপনার আবেগ দেখে দুঃখ 🙁