বরিশাল ক্যাডেট কলেজ রিউনিয়ন ২০১৫

ভাইয়েরা, অতি উৎসাহী হয়ে কয়েকটা লাইন লিখে ফেললাম…ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন, আমি কোন বড় লেখক/ কবি নই…ঃ)

(প্রতিটি লাইনের প্রথম অক্ষর মিলায় আমার কলেজের নাম হয়!)
***********************************************************
রিশালের বৃষ্টি মাখা, স্নিগ্ধ দিনের ভাঁজে
রি ণিঝিনি হাওয়ার তালে, মাতাল মাদল বাজে।
শা ন্তি আজি তারই মাঝে, খুঁজছে কোলাহল
ক্ষ্য পানে আসছে ছুটে বাঁধন ছেড়ার দল!

 
ক্যা ডেট নামের বারুদমাখা গোলারা সব কই!
ডে রায় ফেরার সময় হলো কর রে হইচই
গবগিয়ে রক্ত ফোঁটায় শান্তি হারা হই।

 
থায় গানে চিৎকারে ভরাট হবে ক্ষণ,
লে গেছে তাল সুরে আজি, সাথে পাগল মন
লে ডাঙায় আকাশজুড়ে, আমার রিইউনিয়ন!
***********************************************************

২,৬২৩ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “বরিশাল ক্যাডেট কলেজ রিউনিয়ন ২০১৫”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।