পারি না ; তাও চেষ্টা নেই

আমার কিছু নতুন ছবি । ঠিক নতুন বলা ভুল হবে । ব্লগে দেয়া হয়নি । এগুলি গত ফেব্রুয়ারীর এক্সিবিশনে ছিল ।

একজন নূরুল হুদা

enamoured

let there be light

inspiration

wedding of bangladesh

struggle

awaiting

২,৪৯৫ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “পারি না ; তাও চেষ্টা নেই”

  1. রুম্মান (১৯৯৩-৯৯)

    একজন নূরুল হুদা ছবিটা সম্পর্কে কিছু বলার আছে । এটা একটা সত্যি ঘটনা বেজড ছবি ।

    ৭১ এ যশোর এ নুরুল হুদা নামের এই লোকটি মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন । পরবর্তিতে রাজাকারের দেয়া খবরের মাধ্যমে পাক আর্মি তাকে ধরে নিয়ে যায় । পরিবারের কেউ তার আর কোন খোঁজ পায়নি । ১৬ ডিসেম্বরের পরে পাক আর্মি ক্যাম্প ছেড়ে চলে গেলে তার পরিবার ক্যাম্পে যায় তার খোঁজে । তার মা ; যিনি প্রাণপনে চাইছিলেন কোন এক কোণ থেকে তার ছেলে 'মা' বলে ডেকে উঠবে, তিনিই শেষমেশ খুঁজে পেলেন তার ব্যবহার করা স্যান্ডেল জোড়া । সমস্ত পরিবার আজও জানে না তাদের প্রিয়জনের ম<ত্যুর দিনটি কবে । ঐ স্যান্ডেল জোড়ার মাঝেই তাদের যত স্ম<তি । ঘটনাটি আমি জনাব নূরুল হুদার ভাইয়ের ছেলের কাছে শুনি । তারপর এঁকে ফেলি এটি । আর কি ই বা করতে পারি আমরা ? তবু যদি একটু কর্তব্য পালন হয় । সেদিন এই নূরুল হুদারা ছিলেন বলেই আজ আমরা । ছবিটি আমি পরে মুক্তিযুদ্ধ যাদুঘরে দান করেছি । (সম্পাদিত)


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      সত্যি ? আমি কিন্তু খুব একটা খুশি না ছবিগুলির আউটপুটে । তবে একজন নূরুল হুদা এঁকে মনে হয়েছে কিছুটা ঋণ শোধ হয়েছে । struggle,let there be light আর awaiting কিছুটা হয়েছে । বাকীগুলি যা তা । (সম্পাদিত)


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  2. অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)

    ভাই, আপনার "inspiration" ও "awaiting" দুটো ছবি আমার কম্পিউটারের ওয়ালপেপার ছিল অনেকদিন... নুপূরদা'র বিকেলে ১ ও ২ থেকে পেয়েছিলাম।

    খুব ভালো লাগলো ভাই ছবিগুলো। বিশেষ করে এ দুটি।

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      খাইছে !!! আমার ছবি তো আমার নিজের কম্পিউটারের ওয়ালপেপারেই থাকে না :shy:
      তবুও ধন্যবাদ ।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  3. মুসতাকীম (২০০২-২০০৮)

    রুম্মান ভাই আপনার না পরীক্ষা সামনে 😉 😉 😉
    সারাদিন নেটে কি করেন :grr: :grr: :grr:
    তয় ছবিগুলান :just: অছাম :boss: :boss: :boss:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      মাথার স্ক্রু ১টাও নাই রে.....................এই বুড়া বয়সে......আর ভাল্লাগে না


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      রাজীব ভাই,
      ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না ; তার চাইতে বরং লম্বাই থাকেন 😛


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    রুম্মান ভাই, না পেরেই এমন ছবি। 😮
    প্রথম দুটো এবং একেবারে শেষের ছবিটা আমার সবচেয়ে বেশি ভাল্লাগছে।
    আমার ছবি আঁকার হাত বেশ ভালোই। মোটামুটি পিকাসো, ভ্যান গগ'দের পর্যায়েই পড়ে। কিন্তু সমস্যা হলো আমার আঁকা ছবিগুলা কেউ বুঝতে পারে না 🙁 ; এমন কী ঘন্টা দুয়েক পর আমি নিজেও টের পাই না কী আঁকছিলাম। :((


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      তাইলে এক কাজ করিস । ২ ঘন্টা শেষ হওয়ার আগেই ১টা কাগজে লিখে ফেলিস কি আকছিস :grr:


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      :shy: কিঞ্চিত সরমিন্দা । এই ছবিতেই :hatsoff: ?


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  5. আসিফ খান (১৯৯৪-২০০০)

    রুম্মান ভাই, নুরুল হুদা ছবি্র জন্য।এছাড়া আমার সবচেয়ে ভাল লেগেছে "struggle". তবে ছবিগুলোর নাম বাংলাসহ দিলে ভাল হত না? ইংরেজীতে নুরুল হুদাকে বহুদুরের মানুষ মনে হয়, সংগ্রাম শব্দটা না জানা থেকে যায়।
    আর ঋণ অনেক জমা হয়ে আছে,আমাদের গুলাও আপনারে শোধ করার দায়িত্ব দিলাম। 😛

    জবাব দিন
  6. রুম্মান (১৯৯৩-৯৯)

    ধন্যবাদ । কেমন আছিস রে ব্যাটা ? নুরুল হুদা ছবিটার নাম কিন্তু বাংলাতেই দিছি । এক্সিবিশনে এই নামগুলিই দেয়া ছিল সবগুলি ছবির । তাই এখন তো আর বদলাতে পারিনা 🙂


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন
    • রুম্মান (১৯৯৩-৯৯)

      :gulli2: কোথায় ছিলা মিয়া ? যা হোক, কনগ্রাচুলেশন্স (কিয়ের লাইগ্যা হেইডা তুমি জানো)।


      আমার কি সমস্ত কিছুই হলো ভুল
      ভুল কথা, ভুল সম্মোধন
      ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
      সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
      ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
      আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

      জবাব দিন
  7. মুহিব (৯৬-০২)

    রুম্মান স্যার আমি আপনার আকা ছবি আজকে প্রথম দেখলাম। কিন্তু আপনি আইভোরিকোষ্টের ওডিয়েনে ক্যাম্পে যে পাথড়ের তৈরি বাঙ্গলাদেশের মানচিত্র বানিয়রে এসেছেন সেটার কোন তুলনা হয়না। আমি কতটা দেশপ্রেমিক সেটা জানি না কিন্তু কোন দিনও কেন জানি না মানচিত্রের উপরে উঠতে পারি নাই। অনেকেই ছবি তুলার জন্য উঠছে কিন্তু কেন জানি আমি পারলাম না। কোথায় যেন বাধা পড়েছে প্রতিবারই। :boss: :boss: :boss:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।