ঘুম

চোখে আমার এখন নগরের ঘুম।
কী গভীর সেই ঘুম! স্নায়ুগুলো যত
শ্রান্তক্লান্ত পথহারা পথিকের মত
পেয়েছে গহীনে তার হারানোর ধুম।

এখানেই শেষ হয় ভালোবাসাবাসি
লাল নীল স্বপ্নগুলো থমকে দাঁড়ায়
হতাশাকে না পাওয়া বিদায় জানায়
আনন্দ বেদনা শুয়ে থাকে পাশাপাশি।

* এটি একটি সনেটের অষ্টক। ষষ্ঠক হারিয়ে ফেলেছি, খুঁজে পেলে জুড়ে দেব।

১,০২৮ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “ঘুম”

মওন্তব্য করুন : আয়েশা (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।