চোখে আমার এখন নগরের ঘুম।
কী গভীর সেই ঘুম! স্নায়ুগুলো যত
শ্রান্তক্লান্ত পথহারা পথিকের মত
পেয়েছে গহীনে তার হারানোর ধুম।
এখানেই শেষ হয় ভালোবাসাবাসি
লাল নীল স্বপ্নগুলো থমকে দাঁড়ায়
হতাশাকে না পাওয়া বিদায় জানায়
আনন্দ বেদনা শুয়ে থাকে পাশাপাশি।
* এটি একটি সনেটের অষ্টক। ষষ্ঠক হারিয়ে ফেলেছি, খুঁজে পেলে জুড়ে দেব।
ষষ্ঠকের অপেক্ষায় রইলাম।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অষ্টক ভাল হয়েছে, ষষ্ঠকের অপেক্ষায় রইলাম।
:boss:
হারিয়ে ফেলেছি মানে কিরে বাবা?
তুই আইসা খুঁইজা দিয়া যা 😡
উরিব্বাপ্স :clap:
সংসারে প্রবল বৈরাগ্য!
যা মনে হচ্ছে নতুন করে লিখতে হবে ষষ্ঠক ~x( (নাকি ষটক?)
অপেক্কায় আছি তাহলে 😛