আজ শ্বাসের দাম নেই,
নেই জীবনের দাম।
দাম আছে অক্সিজেন সিলিন্ডার,
গ্যাস মাস্ক, গ্লাভস আর হ্যান্ড স্যানিটাইজার।
ফুসফুসের মালিক অক্সিজেনে কর বসিয়েছে
আর অক্সিজেন ভিতরে যায় না
জোর করে ঠেলে ঢুকানো লাগছে।
বাতাস বড়ো বিষাক্ত
নির্মল বাতাস আজ শ্বাস নেয়ার
অনুপযোগী।
নিয়ন্ত্রণহীন ট্রাক আর মানুষ
এখন
একই কথা
শত হাত দূরে থাকুন!
দুটোই অনিরাপদ।
২ টি মন্তব্য : “বিষাক্ত প্রশ্বাস”
মন্তব্য করুন
প্রশ্বাস আগেও বিষাক্ত ছিল, এখন হয়েছে মারণাস্ত্র।
যথার্থই বলেছেন, আহসান ভাই।
বিবেক হচ্ছে অ্যানালগ ঘড়ি, খালি টিক টিক করে।