বরফকল

মাঝে মাঝে ঘরের দেয়ালগুলি
তরল হয়ে যায়,
আমি ইট-ভেজা হয়ে
বাইরে এসে দাড়াই।
স্বপ্ন বারান্দায়
বুক ভরে শ্বাস নেই ;

ঘরের ভেতর ক্রমাগত
জমাট বরফ ভাঙ্গতে ভাঙ্গতে
জীবনানন্দ ক্লান্ত,
ক্লান্ত আমিও, ক্লান্ত সুবোধ বাবু
অথচ বরফকল অবিশ্রান্ত
চলছেই চলবেই …

৪,১৫৭ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “বরফকল”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ছোটবেলায় বাসার কাছে একটা আইসক্রিম ফ্যাক্টরি ছিলো।
    শুধু বরফের কথা মনে হলে প্রথমেই হয় লাশের কথা।
    চাপাতি আর বরফ দেয়া লাশ।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    বাইরে দাঁড়ানোর ব্যাপারটা ভাল লাগলো।
    এইটার দরকার আছে।
    তবে কাজটা সাহসের। সেই সাহস সবার থাকে না।

    আর থাকে না বলেই নিয়মের ঘেরাটোপে বন্দি একঘেয়ে জীবন বয়ে বেড়ানো ছাড়া আর কোনো গতি থাকে না.........


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।