প্রায়ই ভাবি, আমার একটা অফিস থাকবে, অফিসে দেরাজ থাকবে… দেরাজ ভর্তি যুক্তি থাকবে … কিছু যুক্তি টেবিলের ড্রয়ারেও রাখবো। কে জানে কখন দরকার হবে, ঘ্যাচ করে বের করে এনে আশেপাশের সব ঘ্যাচাং করে দিবো…
লক্ষ টেরাবাইটের একটা হার্ড ড্রাইভ থাকবে, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি চেপে কুপোকাত করে দিবো সবাইকে… এগুলি শুধুই ভাবনা মাত্র…
কিন্তু স্বপ্নটা একটু ভিন্ন,
একটা চায়ের দোকান দিবো। নাম হবে “একা এবং কয়েক জন”। সুনীল বাবুকে চিঠিও দিয়েছিলাম, অনুমতি প্রার্থনা করে নাম ব্যবহারের জন্য। উত্তর দেননি।
তুমি ক্যাশে বসবে, আমি টেবিল থেকে টেবিলে সবার সাথে গল্প করে দিন পার করে দিবো।দেরাজ ভর্তি থাকবে বই, কবিতার, গল্পের আর মার্ক্সবাদের। উপন্যাসও রাখবো তুমি বললে। যার যা খুশি পড়বে।
সন্ধ্যায় দুজন একসাথে বসে চা খেতে খেতে, সারাদিনের হিসাব মেলাবো। টাকার না সময়ের।
ওয়ারীর বনগ্রাম রোডের চায়ের কারিগর হাফিজকেও সাথে নেবো আমাদের। ওর চা বানানোটাই সবার সেরা, চায়ের যে দুধটা সারাদিন জ্বাল দেয় সেটাতেই নাকি সমস্ত কারিগরি … চায়ের সাথে টাও থাকবে, শুধু কবিদের জন্যে ফ্রি। কিছু কলম আর সাদা কাগজও রাখতে হবে… ওদের জন্যে। আর কাউকে কিন্তু ফ্রি টা দেয়া যাবে না। দোকান লাটে উঠে যাবে যে।
কারিগর হাফিজকে বলেছিলাম, ওকে পার্টনার করে নেব … সে অপেক্ষায় আছে। এখনও স্বপ্ন দেখে, মাঝে মাঝে খোজ নেয়, “গুছাইতে পারলেন ভাইয়া”।
আমার গোছানো এখনও হয়ে ওঠেনি। ” ওকে বলি এইতো আর কটা দিন”।
“ভাইয়া সব কিছুর দাম কইলাম বাড়তি, আপনে হিসাব কইরা নাইমেন”।
আমিও ওর মতই স্বপ্ন দেখি, আরো একবার হিসাবের খাতা নিয়ে বসি। কিছু মেলে না, হিসাব মেলে না। জমা খরচের হিসাবে তোমাকে কোথাও পাই না।
জীবন পার হয়ে গেলো কুড়ি কুড়ি বছর। স্বপ্ন ওড়ে ধরা দেয় না।
মজা তো পেলামই, ভাবালোও...
গুড ওয়ান!!!
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂 🙂
পারভেজ ভাই অনেক ধন্যবাদ।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
খানিকটা স্ট্যাটাস ধাচের কিন্তু ক্ষতি নাই।
এরকম স্টাটাস ধাঁচের ব্লগও হতে যে পারে, সেটা দেখলাম।
মন্দ কি, এরকম কিছু পেলে?
কীপ অন রাইটিং দিজ চাইও অব থিংস.........
:hatsoff: :hatsoff: :hatsoff:
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
🙂 🙂
আমি আছি পারভেজ ভাই।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
বুকের শেকড় ধরে নাড়িয়ে দিয়ে গেলে হে।
মনে তো হলো যেনো উপড়ে ফেলতে চাইছিলে সব।
ভালো। তাও ভালো।
জীবনের একঘেঁয়ে দিনযাপনে নিড়ানিওতো জোটেনি স্মরণকালে।
উপড়ে দিলে তাও যদি নতুন শিকড়ে
খুব প্রিয় সেই পাগল করা সবুজের প্রাণবান পাতাদের দেখা মেলে !
:hatsoff: :hatsoff:
আপনার মন্তব্য পড়ে উৎসাহটা অনেক বাড়ে লুৎফুল ভাই।
ধন্যবাদ পড়বার জন্য। 🙂 🙂 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
সন্ধ্যায় দুজন একসাথে বসে চা খেতে খেতে, সারাদিনের হিসাব মেলাবো। টাকার না সময়ের।
এ ওয়ান
যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান
অনেক ধন্যবাদ সাইদুল ভাই ... 🙂 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
আহা! অরূপদা :clap: :clap: :clap: :clap:
কবিদের জন্য ফ্রি চা? তুমি কবিদের প্রতি পক্ষপাতদুষ্ট কেন? কেন? কেন?
অকবিদের জন্য এসপ্রেসো কি কাপাচিনো হলেও চলবে, দাদা!
ইশ সাবিনা, অ কবিরাও তো কবিই নাকি?? আর তোমার অকবিত্ব তো দেখছিই। 🙂 কি যে চমৎকার লিখো। মুগ্ধ হয়ে পড়ি।
আর এসপ্রেসো তো থাকছেই তোমার জন্য। বললে কাপোচিনোও।
"একা এবং কয়েকজন" এ চায়ের নিমন্ত্রণ রইলো ... :teacup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
সিসিবির কবি হতে চাইনা, অরূপদা 😛 সে যোগ্যতাও আমার নেইগো! আমার মত আলাভোলা অকবিকে যে ভালবাসা তোমরা দাও তাতেই জীবন ধন্য, দাদা :boss:
তোমার চায়ের নেমন্তন্ন কবুল করলাম। দেখো, একদিন সতি্যই....
ইশ, কবি না হওয়ার জন্য ফ্রি চা মিস হয়্যা গ্যালো... :(( :(( :((
অনেক আগে সিসিবিতে চা খাওয়ার ব্যাপারটা ছিল।
এই যে একটি ইমোটিকনও আছে... :teacup:
আমাদের টি বয় ছিল রকিব (০১-০৭)।
আপনার লেখা পড়ে সিসিবির পুরনো দিনের কথা মনে পড়ে গেল! 🙁
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনায়েদ, তোমার :teacup: ... রকিবকে ভারী দরকার।
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
দারুন লাগলো অরূপদা :boss:
স্বপ্ন শুধু ওড়েই, ধরা দেয় না 🙁 আমার স্বপন ছিল একটা বইয়ের দোকান দিব, বেচা বিক্রি যাই হোক, সারাদিন বসে বসে শুধু বই পড়বো।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আরে জটিল। প্লীজ একটা বইয়ের দোকান খুলেই ফেলো। কি যে ভালো হবে।
ভালো লেগেছে জেনে আমি খুশী। নিমন্ত্রণ রইলো চায়ের ...
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
আর বইয়ের দোকান, বই পড়ারই সময় পাই না 🙁
নিমন্ত্রন গ্রহন করার সুযোগের অপেক্ষায় থাকলাম।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
নেক্সট টাইম চলো সময়কে অ্যামবুশ করি ... ব্যাটা বড় ফাপড় দিচ্ছে।
তাকে আটকে দিয়ে আমরা বইয়ের দোকান খুলে ফেলি। 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
হা হা হা, প্রথম অনুচ্ছেদটা কি ভূমিকম্পের পরের "আফটার শক"? :))
আমি নিজে পাঁড় :teacup: -খোর। অনাগত স্বপ্নের এক কাপ বুকিং দিলাম। 😀
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
:)) :)) :)) বুলস আই।
নিমন্ত্রণ রইলো স্বপ্নের চায়ের দোকানে ... :teacup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
:goragori:
এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...
অরূপ ভাই, আপনার বসার ঘরের মুখে "একা এবং কয়েক জন" লিখে সাইন বোর্ড লাগিয়ে দেন... আর সব মনে হয় তৈরি আছে। কবির দল এমনি হাজির হয়ে যাবে।
🙂 তাই দিতে হবে মনে হয় ... চলে আস দেশে আসলেই :teacup:
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
বস,
নষ্ট লজিকে আক্রান্ত হইলাম।
🙂
:teacup: এর নিমন্ত্রণ
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
আমার ইচ্ছা ভাতের হোটেল দেবার।
দুজনের টা না হয় পাশাপাশিই থাকবে।
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
:thumbup: :thumbup: :thumbup:
হবে ... একদিন নিশ্চয়ই হবে
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
ভালো লাগলো লেখাটা ভাইয়া। পুরনো বইয়ের পাতা উল্টালে অতীতের যেমন একটা গন্ধ নাকে লাগে, যা সেই সময়ে ফিরিয়ে নিয়ে যায়, এমন লাগলো। স্বপ্ন চা, অত:পর চায়ের দোকানে অতীতের মানুষের সমাগম চোখে ভাসল।
ভাল থাকবেন ভাইয়া।
আমিন, অনেক ধন্যবাদ ... 🙂
নিজে কানা পথ চেনে না
পরকে ডাকে বার বার
"স্বপ্ন ওড়ে ধরা দেয় না" - এটাই শেষ কথা!
তোমার লেখাটা পড়তে পড়তে স্বপ্নে সিসিবিয়ানদের সাথে চা খেতে চলে গিয়েছিলাম। বাস্তবে এরকম একটা আয়োজন করলে কেমন হয়? হয়তো পারভেজ, নয়তো আরো কেউ, একটা উদ্যোগ নিয়ে দেখিয়ে দাও না, সিসিবিয়ান ব্লগার্স এন্ড পোয়েটস ক্যান মীট ওভার এ কাপ অব টী? অবশ্য কবিদের জন্য সেখানে ফী কোন কিছু না রাখলেও চলবে।