অনেক বেশী দেরী করে হলেও সবাইকে ঈদ মোবারক।
সুদীর্ঘ ১২টি দিন নেট থেকে অফ থাকার পরে সিসিবিতে আবার ফিরে এলাম। মাঝখানের এই কয়েকটি দিন বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজনদের সাথে কাটিয়ে এক মিশ্র অনুভূতি নিয়ে ফিরে এলাম। ভালো আর খারাপ এই দু’টি মিশেল অনুভূতি আমার এই ১২টি দিন কে আবৃত করে রাখলেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি…কারণ ছুটিটা এরচেয়ে খারাপ ও তো হতে পারতো…।
আশা করি সবার ঈদ খুব ভালো কেটেছে। প্রবাসী ভাই-বোনেরা হয়তো আমাদের মতো এতটা মজা করতে পারেননি। কিন্তূ আমার দৃঢ় বিশ্বাস, সবাই-ই যার যার সাধ্য, সুযোগ এবং সুবিধামত একটি আনন্দময় ঈদ কাটিয়েছেন।
ব্লগে এসে দেখলাম অনেক অনেক লেখা জমে আছে আমার জন্য। চেষ্টা করবো খুব দ্রুত সবার সব লেখা গুলো পড়ে ফেলতে। জানিনা আমার এই ছোট্ট লেখাটিকে কোন ক্যাটাগরীতে ফেলবো, কিংবা আদৌ এভাবে এরকম একটা ব্যক্তিগত গোছের লেখা পোস্ট করা ঠিক হচ্ছে কিনা। কিন্তু এতদিন পরে ব্লগে ফিরে আসার আনন্দে আর সবাইকে আমার উপস্থিতি জানান দেবার লোভ সামলাতে পারলামনা। আশা করি ব্যাপারটিকে সবাই সহজভাবে নিবেন (যদি আমার ভূল হয়ে থাকে)।
সবাই ভালো থাকুন। সামনে প্রচুর ব্যস্ততা আসছে। কিন্তু ব্লগে নিয়মিত থাকবো ইনশাল্লাহ।
সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
আহসান ভাই,
ওয়েলকাম ব্যাক।
আজই ফেসবুকে আপনার জন্য একটা খোঁজ লাগিয়েছি। আপনাকে খুব মিস করছিলাম।
আবারও পূর্ণদ্যমে শুরু করবেন এই আশা রাখছি।
Life is Mad.
সায়েদ,
ধন্যবাদ। তোমার ঈদ কেমন কাটলো?
১৯ অক্টোবর থেকে বিসিসি শুরু হবে। কিরকম ব্যস্ত থাকবো তাতো বুঝতেই পারছো...কিন্তু তবুও ব্লগে নিয়মিত থাকবো ইনশাল্লাহ...।
ভালো থেকো।
ওয়েলকাম ব্যাক ভাইয়া। :salute:
বয়েজ আমাদের সিও চইলা আসছে।
প্রেড, সাবধান হবে সাবধান।
চামে কামরুল সিও'র 2আই সি হবার চান্স নিসে 😉 😉
এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক বস্, আপনাকে আসলেই মিস করছিলাম খুব।
সংসারে প্রবল বৈরাগ্য!
কামরুল,
ওয়েলকাম করার জন্য ধন্যবাদ।
প্যারেড তাড়াতাড়ি আরামে দাড় করাও। আর, আমারে এমনে শরম দিওনা। আমার সিনিয়র ভাই-বোনরা দেখলেতো ভীষন লজ্জার ব্যাপার হইয়া যাইব...।
কেমন ছিলা বাডি?
ফৌজি,
নিজেরা নিজেরা ঝগড়া বিবাদ কইরনা...।
তারপরে বল, কেমন ছিলা...। ভাইরে, আমিও খুব মিস করতাছিলাম তোমাদেরকে আর সিসিবি কে...।
:hug:
দেরি হইলেও ঈদ মোবাওরক 🙂
দেরি যে হইছে বুঝা যায়। 'মোবারকে' একটা 'ও' বেশি হইয়া গেছে। 😉 😉
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
কোন কারণে কমেন্টের প্রিভিউ আউলা ঝাউলা জিনিস দেখায়, আমার ব্রাউজারের প্রব্লেম কিনা কে জানে? আন্ধা গুন্ধা লেখি, এই কারণে ভুল হয়া গেছে, ক্ষমা চাই।
তৌফিক,
ঈদ মোবারক :hug:
ঈদ কেমন কাটাইলা?
আহসান ভাই, আশা করি দারুণ ঈদ করেছেন আর আপনার যাবতীয় ঝামেলার অবসান ঘটেছে।মিস করছিলাম আপনাকে-অনেক অনেক।আবারো ঈদ মোবারক!
মাসরুফ,
ধন্যবাদ বাডি। ঈদ মোটামুটি ভালোই কেটেছে। অনেক দিন পরে আমরা ৪ ভাই-বোন একত্রে বাবা-মা'র সাথে ঈদ করলাম। আর ঝামেলা তো আমাদের জীবনের একটা অংশ...। জীবন যতদিন আছে ঝামেলা তো ততদিন থাকবেই।
আমিও তোমাদের মিস করছিলাম বাডি।
ভালো থেকো।
আহসান ভাইরে আগাম কোরবানীর শুভেচ্ছা.. 😀
🙁 😕 :-/ 😮
সমসাময়িক। একটু টেনশন কমল।
ঈদ মোবারক আর শুভ বিজয়া।
ফয়েজ ভাই,
ধন্যবাদ।
কেমন আছেন?
আছি, তোমাদের দোয়া।
কোমর বাইন্ধা ব্লগিং শুরু করছি।
ফয়েজ ভাই
আমি কিন্তু ভাবিরে কইয়া দিমু। :grr: :grr:
আহসান ভাইয়া, ওয়েলকাম ব্যাক। আপনি সহ অনেককেই মিস করতেছিলাম। ফিরে এসেছেন দেখে ভাল লাগল।আরো অনেকে এখনো আসেনি। তাড়াতাড়ি আপডেট হয়ে যান। আর যতই ব্যস্ত হন সিসিবির একটা দাবি আছে না।
ধন্যবাদ ভাইয়া।
আপডেট হচ্ছি...। একটু সময় লাগতেছে এই যা...।
হ্যা...সিসিবি'র দাবী আর যাই হোক, অগ্রাহ্য করা যায়না...। তাই শত ব্যস্ততার মাঝেও সিসিবিতে থাকব ইনশাল্লাহ। দোয়া করো।
ভালো থেকো।
আহসান ভাই,কমান্ডো কোর্সে প্রশিক্ষন দেওনের সময় সিসিবির কথা মাথায় রাইখেন-বেশি হিরো হইতে গিয়া ঠ্যাং ভাইঙ্গেন না কইতাছি, সিসিবিরে এতিম করার কুনু অধিকার নাই আপনার সেইটা খিয়াল থাকে জানি x-(
মাসরুফ,
দোয়া কইরো। অবশ্যই খেয়াল রাখবো ইনশাল্লাহ। কিন্তু "প্যারা জাম্প কোনভাবেই মিস করতে পারুমনা...। কপালে যা থাকে...। এইটা মিস হইলে পাগলই হইয়া যামু..."
x-( প্যারা জাম্প আর ফিরি ফল কুনুডাই মিস করতে কইতেছনা মাগার নিজের দিকে এট্টু খেয়াল রাইখেন ভাইজান।ব্যাথা পাইয়া হসপিটালে বইসা থাকবেন কারো তোয়াক্কা না কইরা-সেইসব সুখের দিন আর নাই ,মামা x-( পটুয়াখালি ছাড়াও এইখানে সিসিবিতে যে আপনের আরো আত্মীয়-স্বজন আছে সেই তালটা যেন পাগল হইলেও ঠিক ঠাক মাথায় থাকে...
That's what makes me to love you all and CCB. 🙂
🙂
সামিয়া,
আপু তুমি কিন্তু আসলেই ডজার হইয়া যাইতাছো দিন দিন... লেখা তো লেখোইনা...এমনকি কমেন্ট ও দেখি শর্টকাট মারতাছো...। তোমার নামে কিন্তু ডজনখানেক ব্লগ ইস্যু হইয়া যাইব...।