দেখা

নীল সাগরের তল দেখিনি
দেখেছি তোমার নীল দু’চোখ
দেখেছি কত গভীর সে তা
সেথা ডুবেই না হয় মরণ হোক।

দেখেছি গোলাপ পাঁপড়ি আমি
দিন শেষে সেও হয় মলিন
রাঙা তোমার ঠোঁটের হাসি
বুকে আমার বাজায় বীণ।

শান্ত দিঘীর জল দেখেছি
কি মায়াময় রুপ যে তার
দৃষ্টি তোমার ততই গভীর
শিহরণে মন জাগে আমার।

মসলিন আমি দেখিনি কভু
দেখেছি তোমার দু’টি হাত
রেশম কোমল পেলব সে হায়
ছুঁয়ে দিতে বড় হয় যে সাধ।

পূর্ণিমা চাঁদ নেই আজ আর
দূর আকাশে রাত জেগে
মুখটি তোমার চাঁদ হয়ে আজ
মন আকাশে রয় ভেসে।

ধন্য আমি তোমায় দেখে
কি অপরুপ রুপ তোমার
হারিয়ে যেওনা কোথাও কভু
ভেঙ্গে দিয়ে এই বুক আমার।
————————-
ওয়াও, দক্ষিণ সুদান।
২৩, ২৪ এপ্রিল, ২০১৮।

৬,৩৭৪ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “দেখা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।