মনটা আর মন নেই
চাওয়া পাওয়ার হিসেবক্লিষ্ট
রোগাক্রান্ত মন আজ
স্বপ্নভারে ন্যুহ্য
কি চাও তুমি মন? জানো কি তা?
পূর্ণিমারচাঁদ দেখতে সাধ হয়
হাসিতে জলতরঙ্গ
দৃষ্টিতে রঙধনু
কিংবা শব্দ সুরের মুর্ছনা….
বড্ড বেশী চাওয়া গো তোমার…..।
নিজ ভুবনের রাণী হয়ে
সে করছে রাজত্ব
আর আমি…..?
তার স্বপ্নে বিভোর হয়ে
না পাওয়ার অপূর্ণতায় ডুবে
একদিন না হয় শেষই হবো…..।
তবু জেনো মিটবেনা আশা
দেখবার সাধ, শুনবার সাধ…
জীবনের ওপার থেকে অপলক তাকিয়ে
দেখে যাবো, শুনে যাবো…
পারবে সেদিন থামাতে আমায়?
সুখে থেকো….ভালো থেকো…..
নন্দিনী মোর জীবনভর
আবার কভু দেখা হবে
ওপার বসে অনন্তকাল
সুখে থেকো…..
ভালো থেকো….
নন্দিনী মোর…..।
————————————–
ওয়াও, দক্ষিণ সুদান।
২১ এপ্রিল ২০১৮।
আশাকরি, সুন্দর এ কবিতাটি তার উদ্দিষ্ট পাঠকের কাছে পৌঁছে গেছে/যাবে।