অব্যক্ত ভালোবাসা

প্রিয়ার অভিশাপ নিয়ে পুড়ে যাওয়া
ভালোবাসার লতা-গুল্মগুলোর উপহাস,
বারান্দায় টবে ঝুলানো মানিপ্ল্যান্ট গাছটির
অহংকার মেশানো দোল খাওয়া,
কোন কিছুই আমায় আজ
স্পর্শ করেনা প্রিয়তমা।
না দেয়া মিথ্যে আশ্বাস
সত্যভাষণের নীল কষাঘাত,
ছিন্ন ভিন্ন করে দেয় হৃতপিন্ড…।
রক্তক্ষরণ…?
সেতো বুকের মধ্যে চলছে…
চলুক…
না হয় কেউ না-ই বা দেখলো …
না-ই বা জানলো…
বুকের মাঝে চাপ চাপ জমাট রক্তে
শাণিত ছুরি দিয়ে লিখে নেব…
ভালোবাসি…
আজো…
এখনো…।

————————————
ওয়াও, দক্ষিণ সুদান
৭ঃ৩০
১৮/১১/২০১৭

৫,৭৬৭ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “অব্যক্ত ভালোবাসা”

  1. পারভেজ (৭৮-৮৪)

    ছ'বছর মিসিং থাকার পর হঠাৎ শুধু লিখতেই শুরু করো নাই, দেখলাম, বেশ ক'টা কবিতাও পোস্ট করেছিলে।
    মিস করে গেছি বলে দুঃখিত।
    আজ পড়লাম সবগুলো।
    ভাল হচ্ছে।
    চালিয়ে যাও......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • আহ্সান (৮৮-৯৪)

      আসসালামু আলাইকুম স্যার।
      অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার মত অগ্রজদের উৎসাহ আমার মত নভিসদের জন্য অনেক বড় পাওনা।
      জ্বী স্যার অনেক দিন পরে। মিশনের শুরুতে কবিতা শুরু করেছিলাম। কিন্তু আব্বার মৃত্যুর পরে জীবনের পুরো ধারাই অনেক পরিবর্তন হয়ে গেছে। নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছি। তাই লেখালেখিতে ভীষণ অনুপস্থিত।
      দোয়া করবেন স্যার।

      জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।