ক্ষমা করো প্রিয়তমা

চোখের জলে ভেসে যাওয়া বুকে
গুমরে ওঠে কান্নারা
মুক্তোয় গড়া অশ্রু ফোটা
মনকে করে দিশেহারা।

অভিশাপ দাও প্রিয়তমা আজ
ভালোবাসার যোগ্য নই আমি
দু’পায়ে দলেছি প্রেম সকলই
দিয়েছো উজাড়ে যা তুমি।

রিমঝিম ঝিম বৃষ্টির সুরে
একাকার হবো দু’জনেতে
ছোট্ট নীড়ে তুমি আর আমি
আর তো কিছু চাওনি যে।

পারিনি দিতে চেয়েছিলে যা
ক্ষমা করে দিও তুমি মোরে
খেলিনি আমি তোমায় নিয়ে
ভালোবাসি আজো অন্তরে।

অক্ষমতার জ্বালায় জ্বলে
তিলে তিলে হবো একদিন শেষ
জানবে যেদিন বেসেছি কত ভালো
থাকবে তাকিয়ে জানি অনিমেষ।

অভিশাপ দাও অভিশাপ দিও
প্রার্থনা তবু রইলো মোর
পৃথিবীর যত সুখ আছে সব
আনুক তোমায় নতুন ভোর।
————————————————
ওয়াও, দক্ষিন সুদান
৩০/০৫/২০১৭

৫,৭৬৯ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “ক্ষমা করো প্রিয়তমা”

  1. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

    :clap:
    ঝকঝকে লেখা।
    প্রিয়ার প্রতি ভালবাসা আর নিজের সাথে অভিমান মিলে মিশে তোর লেখনীতে দ্যুতি ছড়িয়েছে বিরামহীন। আসুক আলোকিত ভোর - এ প্রার্থণা করি।

    অফটপিকঃ মিশনের সময়টুকু কাজে লাগিয়ে লেখার ভান্ডার সমৃদ্ধ করে ফেলিস। এ এক দারুন সুযোগ। বিমান যোগে ভ্রমন নিরাপদ হোক। ছুটির সময়টুকু আনন্দময় হোক প্রতিদিন - প্রতিক্ষন।


    সৈয়দ সাফী

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।