ভালোবাসার ঘৃণা

বুকের মাঝে ছিলে তুমি
আছো আজো সেখানেই
বাসবো ভালো জনম জনম
থাকবে তুমি যেখানেই।

কষ্ট, দুঃখ, জ্বালা যত
করছি স্বীকার দায় তার
সুখ গুলো সব হোক তোমারই
ভুল গুলো সব হোক আমার।

আমার তরে আর কোনদিন
ভিজবেনা জানি ঐ দু’চোখ
ঘৃণারা সব একজোট আজ
কখন নেবে সকল শোধ।

সুখস্মৃতি আজো কাঁদায় মোরে
তোমায় ভোলা যায়না তো
চাইনা আমি ভুলতে তোমায়
ঘৃণা তুমি করলেও।

জোছনা ভেজা কোন রাতে
কিংবা কোন সৈকতে
রিমঝিম ঝিম সুর লহরে
ঝড়বো প্রেমের বর্ষাতে।

ভালো থেকো সুখে থেকো
বেশী কিছু চাইনা আর
জগৎ জুড়ে সুখ যত
আজ থেকে হোক সব তোমার।

——————————————-
ওয়াও, দক্ষিন সুদান
১১/০৫/২০১৭

৫,৩৫৬ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “ভালোবাসার ঘৃণা”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।