পরম মমতায় জড়িয়ে থাকা
তুমিময় কম্বলের উষ্ণতা সারারাত,
দেয়ালে ঝুলানো আরশিতে মুখ দেখা
যেন তোমার দু’চোখ বলে সুপ্রভাত।
টিক টিক করে চলছে হাতঘড়ি
যেন তোমারই হৃদস্পন্দন,
জানিয়ে দেয় তোমার উপস্থিতি
সারাদিন আর প্রতিটি ক্ষণ।
ভেংগে পড়োনা- এই তো আছি
শক্ত করে রাখো শিরদাঁড়া,
কোমরবন্দখানি নিরাশ করেনি
বুঝিইনি আমি তুমি ছাড়া।
পাঞ্জাবীটা আলমারীতে
ভাজে ভাজে তার প্রতীক্ষা,
কবে আসবে সেই শুভদিন
সাংগ হবে সব অপেক্ষা।
এভাবেই ছড়িয়ে দিয়ে
ভালোবাসা অফুরন্ত দিনময়,
বুঝিয়ে দিলে- না থেকেও
তুমিহীনা এক মুহুর্ত হবার নয়।
চাইলেই যায়না ভোলা
মনের উপর চলে কি জোড়?
তুমিময় হয়ে যাচ্ছে কেটে
আমার সকল রাত্রি ভোর।
……………………………………..
১১. ০৩. ২০১৭
ওয়াও, দক্ষিণ সুদান।
৪ টি মন্তব্য : “তুমিময় আমি”
মন্তব্য করুন
আহসান ভাইডি, তোকে সিসিবিতে দেখে 'ওএমজি' বলবো নাকি 'ও আমার আল্লা গো' বলে চেঁচাবো ভাবছিলাম! আহা রে বেচারা! কত ঠ্যালায় পড়েই না তুই প্রেম প্রেম মার্কা কবিতা লিখতে বসেছিস! সে যাক, পুরান পাপী ভাইটি নতুন করে ঘরে ফিরে এসেছে; সবাই জোরসে তালিয়া বাজাও!
তোর লেখালেখি চলতে থাকুক সিসিবিতে। নিয়মমত হাজির থাকিস, ভাইটি। অনেক অনেক লেখার জন্য আবদার জানিয়ে গেলাম। ভাল আছিস আশাকরি।
ধন্যবাদ আপু। অনেক অনেক দিন পরে ফেরা।
সিসিবি'র দিনগুলো এখনো ভুলতে পারিনি। সবসময়ই ফেরার তাগিদ অনুভব করতাম। মাঝে ফেবু'তে অনেক কবিতা এবং লেখা লিখেছি। ভাবছি ধীরে ধীরে ঐগুলো সব এখানে এনে রাখবো। আফটার অল, সিসিবি আমার লেখার আঁতুর ঘড়।
এভাবেই ছড়িয়ে দিয়ে
ভালোবাসা অফুরন্ত দিনময়,
বুঝিয়ে দিলে- না থেকেও
তুমিহীনা এক মুহুর্ত হবার নয়। - চমৎকার হয়েছে।
প্রেমের কবিতা বরাবরই মন ছুঁইয়ে যায়। বেশ কটি শব্দ ব্যবহার দাগ কাটলো বন্ধু।
এই যেমন -
"পাঞ্জাবীটা আলমারীতে
ভাজে ভাজে তার প্রতীক্ষা," :clap:
সুন্দর। ভাল থাকিস প্রিয় - সারাক্ষন, সারা বেলা।
সৈয়দ সাফী