ডিসক্লেইমারঃ যদিও ডিসক্লেইমার সম্মন্ধে অনেকেরই আপত্তি আছে, কিন্তু তার পরেও পোস্টের শুরুতেই এই অপ্রিয় কাজটি না করে পারছিনা। কারণ, আমি একটা ভয়ঙ্কর কাজ করতে যাচ্ছি যেটা আমার জীবনে এর আগে কখনো করিনি।
……অবশেষে আমি একখানা ছড়া (নাকি কবিতা ঠিক জানিনা) লিখিয়া ফেলেয়াছি। লেখা পড়া করিতে করিতে যখন আমার আর কিছু ভালো লাগেনা, যখন মনের মধ্যে আত্মোপলব্ধি হইল যে, “জীবন তো একটাই, কি হবে এই একমাত্র জীবনটাকে এত কষ্ট দিয়ে” – ঠিক তখনই কাগজ কলম লইয়া বসিয়া গেলাম এবং যাহার ফসল নীচের এই শীর্ণ লাইন গুলো।
দয়া করিয়া নিজ দায়িত্বে পাঠ করিবেন। এডু-মডু কিংবা সম্পাদক যাহারাই আছেন, এই অখাদ্য লেখা খানি মান সম্পন্ন না হইলে তৎক্ষণাত মুছিয়া দিবেন, আমার কোন আপত্তি থাকিবেনা…
—————————————————————————————–
বড় হবো
আমি অনেক বড় হবো
লেখক হবো, কবি হবো
গায়ক নয়তো নায়ক হবো
হয়তো দেশের রাজাও হবো।।
মায়ের চোখের মণি হবো
বাবার হাতের লাঠি হবো
ভাইয়ের বুকের ছাতি হয়ে
বোনের ভালোবাসা হবো ।।
বান্ধবীদের সঙ্গী হবো
বন্ধুদের সব ঈর্ষা হবো
সব কিছু ছেড়ে ছুড়ে
প্রিয়ার ঠোঁটের হাসি হবো ।।
ছেলের চোখের স্বপ্ন হবো
মেয়ের সুখের উৎস হবো
সংসারের কর্তা হয়ে
বউয়ের কলুর বলদ হবো ।।
দাদা হবো নানা হবো
ডায়াবেটিসের রোগী হবো
জীবন নদী পাড়ি দিয়ে
ঐ ভূবনের সাথী হবো ।।
এত কিছু জানার পরেও
স্বপ্ন আমি দেখে যাবো
যায়না বলা হয়তো আমি
সত্যি-ই একদিন বড় হবো ।।
ভাইয়া, ১ম
এই দিহান ভাবীর অত্যাচারে আর কারো প্রথম হওয়ার উপায় আছে?যত্তসব......গ্ররররররররর......
হা হা হা হা...
মস্ফু,
চেষ্টা জারি রাখো...
আমার একটা কথা ছিলো এখানে, এই কয়দিন তোমাদের অত্যাচারে আমার প্রথম হওয়া সংকটের মধ্যে পড়ে গিয়েছিল। >:)
এখন আবার আমার দোষ দিচ্ছ। মাস্ফু ভাইয়া তুমিও। :((
ভাবী,
আপনি বরারবরই তাই...
ভাইয়া, কেন লজ্জা দিচ্ছেন? আপনি আসার পর তো আমার প্রথম স্থান যায় যায় অবস্থা।
মিথ্যা অপবাদ দিয়েননা ভাবী।
আমি মাত্র একটা কি দুইটা...এর বেশী না...
ভাইয়া, আজকে এসে দেখি সর্বোচ্চ মন্তব্যকারী মধ্যে আপনি প্রথম ... 😀
ভাইয়া'র পড়া নাই? 😕 ভালভাবে পরীক্ষা দিতে হবে কিন্তুক ... অবশ্য আপনার না পড়লেও চলবে। বিরাট বিদ্যাধরী আমার ভাইয়া। 😛
:shy:
সম্ভবত আজকে থেকেই কিঞ্ছিত আমাবস্যার চাদ হবো... তাই শেষ কামড়টা একটু দিইয়ে গেলাম আরকি...
পড়া লেখা আমার কাছে এখন একটা কম্প্লিকেটেড ব্যাপারে পরিণত হয়েছে...
আর আপনার শেষের কথাগুলো পড়ে বিপিক লিজ্জা পিলিম। (অবশ্য টিটকারি মারলেন কিনা সেটাও বুঝতে পারিনাই 😕 )
ভাইয়া, অমাবস্যার চাঁদ না হয়ে পূর্ণিমা'র চাঁদ হওয়া যায়না? 🙂
সত্যি কথা বললে দেখি কেউ বিশ্বাস করতে চায়না। 🙁
আহসান ভাই, আমিও বড় হপো...আর বড় হওয়ার আগেই আপনার বিয়া খাপো......(ওয়ায়া ওয়াআআআ...কান্নার ইমো)
কেন বড় হইলে কি খাইতে মানা আছে নাকি?
বড় হতে আর কতদিন লাগবে? :bash:
অফটপিকঃ ভাইয়া, আপনার পরীক্ষা শুরু আর শেষ কখন হবে?
আপনের উপর আমি গোস্বা করছি-আপনের ঘর সংসার নাই?যান অয়োময় আর যাভিয়েরকে সময় দেন,মঈন ভাইয়ের খিদমত করেন-রকিবের জন্য রান্না করেন...
অফ টপিকঃভাবী বিসিএস পরীক্ষার রিটেন দিছি ২৮তম এর,এখনো রেজাল্ট দেয় নাই।আর ২৯ তম এর প্রিলিমিনারি আগস্টের ১৪ তারিখ।সাথে গোঁদের অপর বিষফোঁড়া মাস্টার্স তো আছেই-এট্টু খাস দিলে দোয়া কইরেন......আমার "ঠোলা" হওয়ার বড়ই শখ...খিকয।
মাস্ফু ভাই, ভাল করে দেখ, সর্বোচ্চ মন্তব্যকারীর মধ্যে কে জানি ২য় আছে?
এখন কে কার উপর গোস্বা হবে, আহসান ভাই আপনি বিচার করেন।
ইনশাল্লাহ ভাইয়া, ঠোলা হওয়ার এত শখ যখন তখন তুমি হবে,:-P
মাস্ফু,
ভাবীরে কম জালাও...
আইহাই প্রশ্ন কারে করে আর উত্তর দেয় কে?!!!!!!!!!!!!!!ভাবি,আপনে নাম উল্লেখ করেন নাই কেন?দেখসেন আহসান ভাই ভুলে আমার উত্তর নিজেই দিয়া দিছে...আহসান ভাইয়ের ব্যাঞ্চাই।
অফ টপিক-দুরা আমি কখালি দধরা খাই...(দেওয়ালে মাথা বারি দেওয়ার ইমো)
*দুরো আমি খালি ধরা খাই
কি জামাই কাহিনি কি! এত্তো ভুল ক্যান। যা গিয়া নয়া সাইড বারের উপ্রে গিয়া লং আপ হয়া থাক :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
মাস্ফু ভাইয়া তুমি আমারে প্রশ্ন করেছ তাই আমি উত্তর দিলাম? এইখানে আহসান ভাই কখন উত্তর দিলো? বুঝিয়ে বল ...
ওহো!!! এত দেরীতে আসে। মাস্ফু ভাইয়া, আমি আহসান ভাইয়ার কাছে সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছিলাম, তাই উনি বিচার করল। (মুখ ভেংচি'র ইমো)
এই যে আপনে আমারে পরীক্ষার ডেট জিগাইছেন আর উত্তর দিছে আহসান ভাই---
অফ টপিকঃওই যে যান জাভিয়ের কানতেছে,নতুন পোস্টে আমি কমেন্ট না করা পর্যন্ত অর কান্না থামাইতে ব্যস্ত থাকেন...
অফ টপিক ২ঃভাবীগো,আমি আপনেরে খুব খুব খুব ভালা পাই।আপনে হইলেন বেস্ট ভাবী।
মাস্ফু ভাইয়া, আমি আহসান ভাইয়া'রে তারিখ জিগাইছিলাম। পোলাপাইন বেশি বুঝে।
আরে তুমি বুঝলে কেম্নে, যাভিয়ের আসলে'ই কান্না শুরু করছে।
থ্যাঙ্কু ভাইয়া।
ইশ ! চ্যাট করার জ্বালা বুঝি এভাবেই মিটাচ্ছে পোলাপাইন।
এডু মডুদের রিকোয়েস্ট, যারা অনলাইনে থাকবে তাদের চ্যাট এর ব্যবস্থা করেন।
আর আহসান ভাইয়ের কবিতা----সিম্পলী সুইটি
সহমত 😀
কোথায়?????
কখন?????????? (অবাক হবার ইমো)
😉
😀
সাব্বির,
চোখ টিপি আর দাঁত কেলানো হাসি কেনরে বাপ?
আমি যাহা লিখিয়াছি তাহা কেবল আমার জীবন না... মনে হয়েছে মানব জীবন চক্রটাই এমন...
এইটুকু পইড়াতো খুশি হয়া গেছিলাম 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
পরে কি কবিতা দেইখা দুঃখ পাইছো?
দুঃখ দেবার জন্য স্যরি। ভবিষ্যতে এহেন প্রচেষ্টা আর করবোনা...
কি কইলেন বস্ এইটা।
পরে খুশিটা বাস্তবে রূপ নেয়ার একটা ব্যাপক সম্ভাবনা দেখা দেয়ায় সেইটা আর খুশি নাই, এক্কেবারে বেসামাল আনন্দে টার্ণ করছে।
😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাইয়া খালি কি জানি খুঁজে।
কি খুঁজে?
সংসারে প্রবল বৈরাগ্য!
হেঁ হেঁ হেঁ
আমি কেম'রে বলছিলাম, আপনার খুঁজতে মনে হয় কষ্ট হচ্ছে।
এই আমরা ছোট ভাই-বোন থাকতে আপনাকে চিন্তা করতে মানা করেছিলাম। কিন্তু সে'তো হিংসিতো হয়ে, ওর জন্যে খোঁজা শুরু করতে বলেছে। (ইমো দরকার)
হাহাহা, ভালো কইসো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
দূর আহসান ভাই কাইয়ুম চাচা কি কয় আর আফনে কি বুজেন।উনি ভাবছিলেন আপনে ডাবল হয়া গেছিলেন আর সিঙ্গেল খাট বদলায়া ডাবল খাটের অর্ডার দিছিলেন...(আমি পলাই এখন,কমান্ডো আহসান ভাই ছুরি নিয়া তাড়া করতেছে...)
জামাই,
তোমার কপালে শনি আছে...
আহসান যতো বড়ো হবে
আমরা ততো ছোট হবো
বিয়ের বর যাত্রী হয়ে
কবজি ডুবাই কাচ্চি খাপো!!
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
আহসান ভাই 'লাড্ডু' খেলেই
আমরা তবে সিরিয়াল পাবো
ফলইন ব্রেকের সুযোগ পেয়ে
৫ নাম্বার গানটা গাবো 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
ঐ ব্যাটা কাইয়ুম,
তোমাদের সিরিয়াল কে আটকাইয়া রাখছে?
আমিতো বহুত আগেই সাইড দিয়া দিছি...ওভারটেক কইরা ফালাও...
অফটপিকঃ ৫নাম্বার গান কোনটা?
কাইয়ূম ভাইয়া বোধহয় এইটার কথা বলেছিলো।
হা হা হা হা হা
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আমিও কাচ্চি খাপো,আহসান ভাই আমার জন্য ইস্পিশাল ডেকচিতে অর্ডার দিয়েন......আর হ্যাঁ,আস্ত খাসি খাপো আমি আর সানা ভাই...
এত খাই খাই করলে, না খাইলেও কিন্তু ওজন বাড়বে... ১০ কেজি না ওজন কমাইতে চাইছিলা? এই খাপো খাপো করলে ২০ কেজি বাইড়া যাইব...
তাইলে ৩০ কগ ওজন কমাইয়া তারপর খাপো
আগে ১০ কেজি কমাইয়া নমুনা দেখাও...
লাবলু ভাইয়া :boss:
সানাউল্লাহ ভাই,
পোলাপাইনের লগে আপনিও...
কই যাই আমি...
লাবলু ভাই, আপনি তাড়াতাড়ি একটা ছড়ার সিরিজ ছাড়ে :boss:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
তাড়াতাড়ি ছাড়েন...
নাইওর আসবে দিহান, নুপুর
আরো আসবে স্যাম
রাত জাগবে দুষ্টুর দল
মাস্ফ্যু খাবে ল্যাং!! (ইমো : গরররররররর হাসি)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
হাহাহা হিহিহি হোহোহো
বস...বস...বস...
পুরা গুল্লি...
এইখানে মাস্ফ্যুর ল্যাং খাওয়া আসল কৈথিকা????
কারণ, মাস্ফু কারণে অকারণে ল্যাং খাইতে পছন্দ করে...
আর সবাই তারে ল্যাং দিতে পছন্দ করে...হি হি হি হি...
ছন্দ মিলাইতে পারি না তো, কমেন্ট করবো কিভাবে 🙁
বস, ছড়া সেই রকম ছিল... কিন্তু পড়ার সময় আমার খালি একটা দৃশ্য চোখের সামনে ভাসছিল... আপনি কমান্ডো গ্রাইন্ডে দাড়ায়া এই ছড়া পাঠ করছেন... আর আমরা শুনে হাততালি দিচ্ছি 😀
( ফ্রন্টরোল......... ফ্রন্টরোল......ফ্রন্টরোল...... আমি অত্র এলাকায় নাই, পালাই... )
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আ...কা...শ...,
কেয়ামত নাইমা আসবে কিন্তু...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
কলিজা খাইয়া ফালামু যদি কোন স্টুডেন্টরে বলছো এই কথা...
বস আমার ঘাড়ে মাথা একটাই আর সেইটারে আমি খুব ভালা পাই 🙁
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মনে থাকে যেন...। x-(
ভাইয়া আপনার প্রোফাইল এর ছবি'র সাথে আপনার ডায়লগ কোনমতেই মিলাতে পারছিনা। হাসতে হাসতে গড়াগড়ি ...
ভাবী,
কারণ, ছবিটা আমার না...(আমিও হাসতে হাসতে গড়াগড়ি)
ভাইয়া আপনার না হলেও, আপনাকে আমরা এই ইমেজে দেখছিতো। তাই ভাবতেই পারছিনা, চোখ লাল করে স্টুডেন্ট'দের ফ্রন্টরোল বলছেন।
হা হা হা...ভালো বলেছেন...
আমার বাসায়, আমি খুবই বোকা ছেলে...আমার মাথায় বুদ্ধি নাই...আল্লাহ একটা চাকরী দিয়েছিল বলে বেঁচে গেছি...ইত্যাদি নানা কথা শুনতে হয়। আমার আপন ছোট ভাইয়েরও হয়তো ধারণা তাই ছিল। তারা জানেনওনা যে আমি কি কাজ করি আর কতটুকু দায়িত্বপুর্ণ(চামে নিজের গুণ-কীর্তন করে নিলাম একটু)...
নীচের ছবিটির এই স্টুডেন্টটি আমার সেই ছোট ভাই... আশা করি এবার বাসায় আমার ইমেজ বদলাবে
🙁 বাপরে বাপ। কমান্ডো ভাই দেখি নিদারুন নিষ্ঠুর। 😉
যত যাই হোক
এক দফা এক দাবী
আহসান ভাই আনবে ভাবী। 🙂
ভাইয়া, প্রথম ছড়াতেই তো বাজিমাত করে ফেললেন। :boss:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব,
নিষ্ঠুরতা-ই যে মানুষটার পেশা, সেতো নিষ্ঠুর হবেই...
শোন, ঐসব দফা আর দাবী বাদ দাও...যাও, একটা দড়ি, একটা শক্ত কাঠি, একটা রুমাল আর একটা বুটলেস নিয়া আমার কাছে রিপোর্ট কর...
লজ্জা লাগতেছে...
আচ্ছা ঠিক আছে এখন রিপোর্ট করা লাগবেনা...
আচ্ছা আহসান ভাই এইডা কি ট্রেনিং?এইরাম কোরবানির গরুর মত বাইন্ধা রাখছে ক্যান?এট্টু খোলসা কৈরা কন তো বস...
এটাকে বলে গ্যাগিং।
সত্যিকার অর্থে গ্যাগিং করলে পরে একজন মানুষ ৭-১০ মিনিটের বেশী বাঁচবেনা।
শত্রু এলাকায় শত্রু ধরতে পারলে সাধারনতঃ এভাবে গ্যাগিং করা হয়। একইভাবে, নিজেরা যখন শত্রুর হাতে ধরা পড়ব, তখনও শত্রুর কাছ থেকে এরকম ট্রিটমেন্ট পাবার সমূহ সম্ভাবনা আছে। তাই একটু প্র্যাক্টিস আরকি...যাতে করে একটু ট্রিটমেন্ট পাইয়া ই জামাই বাবাজি'র মত হর হর কইরা সব কিছু শত্রুর কাছে না বইলা দেয়... 😀
x-( x-( x-( শত্রুরে আমি ল্যাম্ব রোস্ট বানায় খায়া ফেলুম x-( x-( x-( ার আমি শত্রুর কাছে কিছু কমুনা খালি ভাবীরে কমু(অদূর ভবিষ্যতে) যে আপনে কেমনে ছুডো ছুডো পুলাপাইনদের গ্যাগিং এর কথা কইয়া ডর দেখান :(( :((
মনে রইল কথাটা...যদি কখনো যুদ্ধে যাই, আমি সরকারের কাছে ওয়ার ইনক্রিমেন্ট হিসেবে তোমাকে চাইব...
সেই সুযোগ এত সহজে তুই পাবিনা শয়তান...হুহুহুহুহাহাহাহা... :grr:
ইয়ে আমি থাকুম শত্রুর সাপ্লাই কোর ধ্বংস করনের লাইগ্যা।আমি আর খাদক রেজওয়ান বইসা এক বেলার মইদ্যে অগো এক ডিভিশনের খাওয়া সাপটায় দিমু,আর ওরা না খাইতে পাইরা গিরগির কইরা সারেন্ডার কৈরা ফেলবো...তখন আপনে অগোরে গ্যাগিং করবেন 😀
ঠিক আছে... অতেই ছলবে... ;;;
আহসান ভাই,
আপনের সাথে কথা বলার আগে আমি দুই বার ভাবব।ওরে আল্লা রে এইডা কি দেখাইলেন??????
জ়ামাই মিয়া,
কেন কি হইছে????
আরে আমি তো তুমারে কত্ত ভালা পাই... (শয়তানি হাসির একটা ইমোর প্রয়োজনীয়তা অনুভব করছহি)
ওরে আল্লা গো এই ভিলেইনিশ হাসির পিছনে যে কি আছে আমার কপালে...আল্লাহ বাঁচাইছে আমি আর্মিতে নাই-নাইলে আহসান ভাই আমারে জ্যান্ত ল্যাম্ব রোস্ট বানাইত......ভ্যাঁআআআআআআআ... :((
আমার কাছে গ্যাগিং এর ভিডিও আছে কয়েকটা... নিজের না বলে দিলাম না, ঐ সময়ের গোঙ্গানির আওয়াজ না শুনলে এর গুনাবলি পুরোপুরি বোঝা যাবে না।
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ,
কোন বিসিসি'র ভিডিওটা আছে তোমার কাছে?
বিসিসি-৩৮, ভিডিও বলতে ছোট ছোট কিছু ক্লিপ
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রোস্টার কত????? x-(
ওই ভিডিওগুলা আমার কাছেও আছে...ভালোই লাগে আওয়াজগুলা... 😀 মন ভালো করতে হইলে মাঝে মাঝে শুনি... 😉
😮 😮
আমি বিসিসি-৩৯ , রোস্টার ৯
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মোমেনের প্লাটুনে ছিলা তাইনা?
বাইচা গেছ... তোমার খবর ছিল আমার প্লাটুন এ পরলে...
জীবনে শিওর কোন পূন্যের কাজ করছিলাম 😀
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
মন ভালো করতে হইলে মাঝে মাঝে শুনি… 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 😮 আমাগো ভোলাভালা আহসান ভাইয়ের আড়ালে যে একখান এরশাদ শিকদার লুকাই ছিল এইডা তো ঝানতাম না!!!!!
জামাই,
সব কিছু নেতিবাচক হিসেবে নেয়া তোমার তো অভ্যাসে পরিণত হইয়া যাইতেছে দেখি...
ব্যাপারটাকে কেন এভাবে দেখোনা যে আমি ধ্যাণে-জ্ঞানে, চিন্তায়-মননে পুরোপুরি কমান্ডো হয়ে গেছি?
গ্যাগিং ট্রেনিং এর ভিডিও? শেয়ার করা যাবে কি?
জামাই, তেমন কিছুই না...
তুমি আর্মিতে থাকলে তোমারে আদর কইরা শুলের উপর চড়াইয়া রাখতাম আর মুখে শাউট করাইতাম,
"আমি বিশ্বপ্রেমিক, বিশ্বজামাই
আমার কোন লাজ-শরম নাই"
আমি বিশ্বপ্রেমিক না, বিশ্বপ্রেমিক হৈল আপনের সাবেক বস লেজেহোমো এর্ষাদ x-(
ঠিক আছে তাইলে কারেকশন দেই..." নসু জামাই":D
:(( :(( :(( :(( নসু জামাই না আমি ক্যাডেটের জামাই হৈবার চাই......আমার "ইয়ে" এর বাপ আমার মতই এক্স ক্যাডেট... :shy: :shy: :shy:
😀 :)) :)) :khekz:
বাহ বাহ বাহ...
"শ্বশুর-জামাই ক্যাডেট ভাই
আহ্লাদের আর সীমা নাই"
ভাইরে কি জিনিস দিলেন 🙁 🙁 🙁
:(( :(( :(( :(( :((
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
কোনটা কোবতে নাকি ছড়া...নাকি অন্য কিছু???? ;;)
মনে হয় ছবি দেখে ডরাইছে... :grr:
পোলাপাইন গুলা হুদাই ডরায়... :no:
গ্যাগিং এ আসলে কি করা হয়? এই ট্রেনিং টা সম্পকে জানতে চাই।
ছড়া কমেন্ট পড়ে হাসতেই আছি । পরে ছবিটা দেখে ডরাইসি । আহসান ভাই কাচ্চি খাইতে মন চায়, তাড়াতাড়ি বিয়া করেন ।
হাসো...।কিন্ত ডরাইওনা...
কাচ্চি খাইতে মন চায় -যেকোন হোটেলে গিয়া ঢুইকা পড়...ঠিক আছে বিল না হয় আমিই দেব...
শুধু কাচ্চি খাওয়ার জন্য দেশে আসবো (মাথা ঠাডা পরার ইমো)
শখের তোলা আশি টাকা...
মন চাইছে কইরা ফালাও...এত্তকিছু চিন্তা করতে গেলে জীবনের অনেক সাধই অপূর্ণ থাইকা যাইব...
আমিও কাচ্চি খাপো :(( (ক,রা, ও ইমো- নসু জামাই)। 😛
:just: চইলা আসেন...(কঃরাঃ-নসু জামাই :khekz: )
হা হা হা হা ...
শেষ পর্যন্ত আমাদের আহসান ভাইয়া ছবি দিলেন, মেয়ে খুঁজতে সমস্যা হবেনা।
আমি অবাক হয়ে ভাবছি, ছবি'র মানুষটা'ই কি এত সুন্দর করে কবিতা লিখেছে? (অবাক হওয়ার ইমো)
আরে ভাবী, ছবি দিয়া আমার ফেসবুক আ্যকাউন্ট ছয়লাব কইরা ফালাইলাম, আর আপনি কইতেছেন শেষ পর্যন্ত দিলাম...।
বাই দ্য ওয়ে...অবাক হবার কিছু নাই...একটা কয়েনের তো দুইটা পিঠই থাকে তাইনা...
ভাইয়া আমি কিভাবে দেখব? 🙁 আমারতো ফেইসবুক এ্যাকাউন্ট নাই। তাই সিসিবি'ই ভরসা। 🙂 আমার বরের আছে, আপনাকে এড করে নিমুনে, দেন এড্রেস। 😀
ahr5484@yahoo.com
থ্যাঙ্কস ভাইয়া।
আহসান আই আপনে বস :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
লিজ্জা পিলাম...
সর্বনাশ !!!!
৩৪ বছর বয়েসী একটা লোক!
সে এখন বড় হইতে চায় !!
আর এই ছড়া-কবিতা এই বয়েসে ??????
(দেয়ালে মাথা ঠুকার ইমো...)
নাহঃ আর পারলাম না...
তুই কি বলতেছিস যে বস বুড়া হয়া গেছে?উপ্রের ছবি দেকছস?তোরে আমি ওইরাম কইরা বাইন্ধা পিটামু...গ্রররর......
আবার জিগায়?? 😉
আহসান ভাইয়ের এক পা এখন কবরে 😀
এই বয়েসে আর কেন বড় হওয়া... 😀
তবে ভাবী ব্যর্থ---
সংসারের কর্তা হয়ে
বউয়ের কলুর বলদ হবো ।।
কারণ আহসান ভাইয়ের এখনও আরো বলদ হওয়ার ইচ্ছে রয়ে গেছে
:frontroll:
ফয়সাল,
নাহরে ভাই, একটা দিক দিয়া আগাইয়া আছি...কলুর বলদ আল্লাহর অশেষ রহমতে এখনো হইতে হয়নাই...হা হা হা হা হা...(বিজয়ীর হাসি)
ভাইয়া এই টা আপনি কি বললেন? আমরা বুঝি জামাইদের কলুর বলদ করে রাখি? 😮
না...ইয়ে...মানে... ধুর, রকিব কই গেল এইসময়... ঐ ভাবীরে সুন্দর কইরা এককাপ চা লাগাওতো...
ভাবী, বিস্কিট দিতে বলবো? ভালো বেলা বিস্কিট আছে...কিংবা ব্রিটল...
ভাই হয়ে ছোট বোন কে এইভাবে বলতে পারলেন? :((
চা খাবনা ... বেলা বিস্কুট ভালা পাই। 😀
ভাইয়া, এখন থেকে মানে এই মুহুর্ত থেকে আমাকে "আপনি" আর "ভাবি" বলা বন্ধ করে দেন তো, দেখি পারেন নাকি? 😛
কান্না থামান...আর বলবোনা... :no:
রকিব, এক কার্টন বেলা বিস্কুট... 🙁
দেখতেই পারতেছেন...পারলাম না... :shy:
:bash: ~x(
মাথা ফাঁটানো কিংবা চুল ছেঁড়া কোনটাই স্বাস্থ্যের জন্য ভালোনা... 😀
ভাবী, আপনার পিচ্চি দুইটা এত্ত কিউট...মাশআল্লাহ...ছবি দেখলাম ওদের...
চুল ছেঁড়া বা মাথা ফাটা কি সাধে করি রে ভাইয়া? 🙁
আমার পিচ্চিদের সাথে রেসলিং করার জন্য রেডী হন 😛
থ্যাঙ্কস 🙂
এইটা কি বিজয়ীর হাসি নাকি দুঃখের ! ! ! দুঃখের হইলে আহসান ভাই এর দুঃখ কি??? বিষয়টা নিয়ে ভাবার অবকাশ আছে ! ! ! :-B :-B
ঐ মিয়া পরিস্কার লেখা আছে বিজয়ীর হাসি... নিজে নিজেই আবিষ্কার করলা "দুঃখের হাসি"...আবার এখন নিজেই ভাবা-ভাবির অবকাশ খুঁজতেছো...
হায়রে বাঙ্গালী...সাইধা পাকুড়া খাবার অভ্যাস আর গেলনা... :no:
মাস্ফু,
লোকে সত্য কথা তো বলবেই...
বয়সের ভারে এমনিতেই নুইয়া পড়ছি...তার উপরে একটা বছর বাড়াইয়া দিলা...
দেখ যা ভালো মনে কর আর কি...
ছড়া-কবিতা জীবনেও লেখিনাই...তাই জানিওনা কোন বয়স পর্যন্ত কোন টাইপের ছড়া-কবিতা লেখা যাইবে...(যাইহোক, মাথা ঠুইকোনা...আর ছড়া-কবিতা লিখুমনা)
আমি আবার ছোট হইতে চাই। এটলিস্ট কলেজের ১২ এ যাইতে চাই।
তপু,
যাইতে পারলে আমারেও যাওয়ার উপায়টা বাতলাইয়া যাইও...
কবিতা পড়ে ব্যাপক মজা পেলাম।
ইমো-লাজুক হাসি
বস !!!!! আপনে এখনও পিসি ছাড়েন নাই 😮
এইডা কি দিলেন বাহ বাহ :salute:
আর এই ছবিটা শেষ পর্যন্ত এইখানে দিলেন !!!!
আহহারে বেচারা রায়হান ভাই......
অঃটঃ ভাই/স্যার এই ছবি দেখলে যে কোন মেয়েই তো......
:frontroll: :frontroll: ওয়ে ওয়ে
ঠিক কইছস-মেয়েরা এইরাম রাফ এন্দ টাফই পছন্দ করে।আমি ৩ মাস মিলিটারি ট্রেনিং করছি এই গল্প দিয়া কত...(লজ্জার ইমো)
আমি শিউর আহসান ভাইরে এই ছবিতে দ্যাখলে শয়ে শয়ে প্রেমপত্র আসবে সিসিবি বরাবর...
জামাই,
সবাইরে দিয়া কি তোমার মত কাম হয়????
রেজু,
ছাড়ার বহুত চেষ্টা করছি...লাভ হয়না...নেটে আসার লোভে মাথা আরো বেশী কইরা জ্যাম হয়...
অনটপিকঃ তুই তাড়াতাড়ি ফ্রন্টরোল শুরু কর...
:frontroll: :frontroll: কিন্তু তারপরও :frontroll: :frontroll:
অন টপিকঃ ভাবীরে আবার গ্যাগিং কি জিনিস বুঝাইতে যাইয়েন না কিন্তু 😛 😛
:frontroll: :frontroll: কেয়ামত পর্যন্ত :frontroll:
রেজু,
বিসিসি'র প্রি-কোর্স করাইয়া দিমু কিন্তু... x-( (কি মজা ইমো পাইছি)
আইচ্ছা রেজু, তুই নাকি বসের সামনের ব্লকে থাকোস?খুব খিয়াল কৈরা কিন্তুক...যেই ছবি দেখলাম এর পরে তো উনার লগে কথা কইতে বুকে গিরগির করবো... :((
জামাই মিয়া,
মানুষ জনরে উস্কানী দিতে ভালা লাগে, তাইনা? 😡
আহসান ভাই আমারে খাওয়ায় নায়... :((
এর আগের একখান পুস্টে কি সোন্দ্র রসাইয়া রসাইয়া কত্ত কিছু লেখছিল......যে সিলোট আইলে এইডা খাওয়ামু,অইডা খাওয়ামু......কবুতরের রুস্ট... :dreamy:
সব স্বপ্নই রইয়া গেল :(( :(( :((
আপনেরা যারা যারা লোভে পরিয়া আসার চিন্তা ভাবনা কইরাছিলেন তেনারা ভাইবা দেইক্ষেন :thumbdown:
ঐ হারামী, তোর কোর্স কি শেষ হইছে?
তুই কি সিলেট ছাইড়া চইলা যাইতাছোস আজকে?
আমি কি কইছি তোরে খাওয়ামুনা?
ব্দের হাড্ডি, প্রোপাগান্ডা করার নামে ওস্তাদ তাইনা? x-( 😡 :chup:
ছবির রায়হান ভাই কি আপনার ছোট ভাই? আপন ছোট ভাই? 😮
ভাগ্যিস বোন হইয়া জন্মাইছিলাম ...। 🙂 তাও আবার ছুডু 😀
জ্বী ভাবি। আপন ছোট ভাই।
তিনিও এক্স-ক্যাডেট। বরিশাল ক্যাডেট কলেজের। যদিও আমি বের হবার পরে ও কলেজে ঢুকেছে...কিন্তু ও আমারই হাউসে ছিল...।
হায়রে, ব্লগে মনে হয় আমার ইমেজ শ্যাষ...
না ভাইয়া, ইমেজ কেন শেষ হতে যাবে? আমি বুঝাতে চাইছিলাম, আপনি বোনদের বেশি আদর করেন। 😛
যা কইছেন একদম খাঁটি গরুর দুধের মতো সত্য কথা, ছড়া অতিশয় ভালো হয়েছে/
থ্যাঙ্কু...থ্যাঙ্কু...
কলুর বলদ হইতে মন চায়না...
:boss: pic ta deikha doraisi :((
ডরানোর কিছু নাই তুহিন...
বাংলাদেশ আর্মির সকল অফিসারকেই এর স্বাদ নিতে হবে...
😮 :bash: :bash: :bash:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মাথা ফাটাইতেছো কেন? 😉
স্যরি, সব অফিসার না...। লেডি অফিসাররা বাদে...
;)) :)) =)) :goragori: :khekz: :pira:
😕 কিছু কই নাই :frontroll:
আমিতো কুন জুক্স কই নাই...এত হাসি কেন????? :-/
বস মনের দুঃখে একটা কথা বললো আর তুই কিনা হাসতে হাসতে শ্যাষ... বুঝলি না রে, বুঝলি না। ;;;
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আকাশ,
কিকৈবার্চাস????? 😡 x-( :chup: :gulti:
:no: :no: :no: কিচ্ছু না :no: :no: :no:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
রেজু হালা নরেশ হৈলি কবে থিকা? x-(
হাসেঁর ছানা ভাইয়া, তুমি ঠিকমত দৌড়াঁতে পেরেছিলেতো? ;;;
সত্যি অনেক ভালো লাগলো্। 🙂
ধন্যবাদ মহিব। 🙂
কবে হইবা?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইয়ে, মানে ফয়েজ ভাই, আপনারে খুব সোন্দর কইরা এক কাপ চা দিতে বলি?
ঐ রকিব, ফয়েজ ভাইরে কড়া কইরা কাঁচা পাত্তি দিয়া এক কাপ মালাই চা লাগা তো...
লগে এক কার্টন বেলা বিস্কুট...
আহসান ভাইয়া, মানুষের মুখতো আপনি বেলা বিস্কুট দিয়ে বন্ধ করতে পারবেন না। 😛
আমাদের আহসান ভাই এইটা লিখছে?? বিশ্বাস করতে বেশ সময় লাগছে।
ভালো লাগল ভাইয়া।
কমেন্ট পড়তে পড়তে :pira: :pira: