সিসিবিতে শেষ কবে লেখা দিয়েছিলাম ঠিক জানিনা। আমার দীর্ঘ অনুপস্থিতি নিয়ে সবাই বলতে বলতে এখন অনেকে বলা ছেড়েই দিয়েছে। কি কারণে কিংবা কোন পরিস্থিতিতে আমি লিখিনি, তা বলার মত তেমন কোন সদুত্তর আমার কাছে নেই। আশা করি কেউ আবার এটাকে সিসিবি’র প্রতি আমার রাগ বা অভিমান ধরে নেবেননা। সিসিবি’তে আমি না লিখলেও এমন কোন একটি দিন যায়নি যেদিন আমি সিসিবিতে আসিনি, বা লেখা পড়িনি। শুধু ব্যতিক্রম ছিল, আমি নিজে লিখিনি কিংবা কোন মন্তব্য করিনি।
ভাবছেন হঠাৎ তাহলে আজ আমার কি হলো? হ্যাঁ, কিছু একটা তো হয়েছেই যা আমাকে আমার এতদিনের নীরবতাকে ভেঙ্গে চুড়মার করে দিয়েছে। এক দূর্নিবার আত্মার টানে আমার আঙ্গুলগুলোকে কি-বোর্ডের সাথে সখ্যতা করতে বাধ্য করেছে। শত দ্বিধা-দ্বন্দ্ব, আলসেমী, মন খারাপ, কাজের চাপ, পড়া শুনা, পারিবারিক সমস্যা কোন কিছুই আজ আর বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি। এ এক অসীম শক্তি।
লেঃ মঈনুলের অকাল প্রস্থান আমাদের সিলেট ক্যান্টনমেন্টের জীবন যাত্রাকে হঠাৎ করেই যেন থামিয়ে দিয়েছে। রেজওয়ানের লেখাটা আপনারা নিশ্চয়ই পড়েছেন। বড় দিশেহারা হয়ে পড়েছে আমাদের এই ছোট্ট পাগল ভাইটা। চোখের সামনে কোর্সমেটের নিথর ছিন্ন ভিন্ন দেহ দেখে আর নিজ হাতে সেই নিথর দেহকে বিদায় দিয়ে, ও এবং ওর সব বন্ধুরা আসলেই পাথর হয়ে গিয়েছে। এখনো কানে বাজে ফোনে পাগলা রেজওয়ানের ডুকরে কেঁদে ওঠা, “আহসান ভাই, আমার মত খারাপ ছেলে থাকতে কেন মঈনুলের মত এত ভালো একটি ছেলে চলে গেল?” পাগলটা জানেওনা যে, এই কথাটা বলেই ও ওর ভেতরের ভালো মানুষটিকে আমার সাথে আরো একবার পরিচয় করিয়ে দিলো।
সামনে আমার পরীক্ষা। সবাই নাওয়া খাওয়া ভূলে লেখাপড়া করে যাচ্ছে। গত প্রায় দেড় মাস ধরে বইয়ের সাথে আমার কোন সাক্ষাৎ হয়নি। বেসিক কমান্ডো কোর্স চলাকালে একদমই লেখা পড়ার আশপাশ দিয়েও যেতে পারিনি। আজ অফিস থেকে ফিরে বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছিলাম আমার হাতে সময় আছে মাত্র একটি মাস। এই একটি মাসে আমি যদি প্রতিটি সেকেন্ডকেও কাজে লাগাই, তাহলেও আমার বর্তমান মেধা দ্বারা পরীক্ষার পাহাড়সম পুরো সিলেবাস শেষ করা যাবেনা। কি করা যায়…। ঠিক এই সময়ে মুঠোফোনটা বেজে উঠলো। একটা নাম্বার, যেটা আমি চিনিনা (আসলে আমি কোন ফোন নাম্বারই চিনিনা। কারণ, ফোন নাম্বার আমি মনে রাখতে পারিনা)। তার উপরে কিছুদিন আগে আমার ফোনটা নষ্ট হয়ে যাওয়ায় অনেকের নাম্বারই আমার কাছে নেই। তাই অনেক পরিচিতজন ফোন করলেও নাম্বারটা আমার কাছে অচেনাই মনে হয়।
যাহোক, ফোন রিসিভ করার পরে জানতে পারলাম ফোন যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের সিসিবি’র ছোটবোন সামিয়া। সামিয়া নাকি লেঃ মঈনুলকে নিয়ে রেজওয়ানের লেখাটা আজকেই পড়েছে এবং প্রচন্ড মর্মাহত হয়েছে। ফোন করে তাই আমরা কেমন আছি জানতে চাইলো এবং আমরা যেন সাবধানে থাকি সেটা বলতেও ভূললোনা। নিজের ফোনে টাকা ছিলোনা তাই বন্ধুর মোবাইল থেকে ফোন করেছিলো বলে আমিই কথা সংক্ষিপ্ত করে ফোনটা রেখে দিলাম।
আমি ছেলেটা অনেক ইমোশনাল জানি। কারণে অকারণেই আমি ইমোশনাল হয়ে যাই। কিন্তু সামিয়ার ফোনটা আজ যেন আমাকে একটু বেশীই ইমোশনাল করেছে। সত্যি কথা বলতে আজ দ্বিধা নেই। এরকম একটা মর্মান্তিক খবর শোনার পরে আমার অনেক নিকটাত্মীয়ও ফোন করে আমার খোঁজ নেয়নি। বলেনি আমাকে সাবধানে থাকতে। অথচ, সামিয়া (সিসিবি পরিবারের প্রতিনিধি) অন্য আরেকজনের ফোন নিয়ে ফোন করে জানতে চাইলো কেমন আছে সিলেটে থাকা তার ভাইগুলি। ভাইদের প্রতি তার দায়িত্ববোধ কিংবা ভালোবাসা থেকেই সাবধানে থাকার কথাও মনে করিয়ে দিল।
চিনিনা, জানিনা, দেখিনি কখনো অথচ কি ভালোবাসা ভাইয়ে-ভাইয়ে কিংবা ভাইয়ে-বোনে অথবা বোনে-বোনে। পৃথিবীর আর কোথায় আছে এমন ভালোবাসা, এমন আত্মার টান কেউ বলতে পারবেন আমাকে? তুহিনের দূর্ঘটনার পর সবার অকৃত্রিম উৎকন্ঠা, ঢাকা মেডিকেলে ছুটে যাওয়া, একটু ভালো খবরের জন্য নেটের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা কিংবা কামরুল তপুর অসুস্থ্যতা শুনে সবার উদ্বিগ্ন হওয়া, এগুলো তো কোন রুপকথা বা কল্প-কাহিনী নয় বরং ভালোবাসার এক জ্বলন্ত সত্য আর বাস্তব উদাহরণ। গভীর রাতে সানাউল্লাহ ভাইকে কিংবা খুব সকালে মাসুম ভাইকে টিভির পর্দায় দেখেই অন্য সব চ্যানেল বাদ দিয়ে মুগ্ধ হয়ে টিভির পর্দায় তাকিয়ে থাকা আর মন্ত্রমুগ্ধের মত তাদের আলোচনা শোনা যেন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ। এই ভালোবাসা, এই আত্মার সম্পর্ক আজ আমাকে নতুন করে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে।
মাঝে মাঝে নিজেকে এত ভাগ্যবান মনে হয় যে, জীবনের কাছে, সৃষ্টিকর্তার কাছে সমস্ত সত্ত্বা দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেও হয়তো দায়মুক্ত হতে পারবোনা। আজো তাই মনে হচ্ছে। সিসিবি পরিবার এবং এই পরিবারের প্রতিটি সদস্য যে অকৃত্রিম ভালোবাসা দিয়েছে, তা কোনদিনই ভোলার নয়। কিছু কিছু ঋণ আছে যা কোনদিন শোধরাবার নয়, কিংবা শোধ করার মত দুঃসাহস করা উচিত নয় (যেমন মায়ের দুধের ঋণ)। সিসিবি পরিবার এবং এই পরিবারের প্রতিটি সদস্য যে ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছে তা কি করে শোধ করবো আমি ভেবে পাইনা। এ ঋণ কি আদৌ শোধ করার মত?
ঝিম মেরে বসে থাকি। কোন উত্তর পাইনা। হঠাৎ করেই যেন আমার ভেতরের “আমি” এই আমাকে বলে ওঠে, এ ঋণ শোধ করার মত দুঃসাহস আমার স্বপ্নেও দেখা উচিৎ না। এ ঋণ এমনই এক আকাংক্ষিত ঋণ, যে ঋণে শুধু আবদ্ধই হওয়া যায়। কৃতজ্ঞ আমি সিসিবি পরিবারের প্রতিটি সদস্যের কাছে। বিশেষ কৃতজ্ঞতা সামিয়ার কাছে, দীর্ঘ এই বিরতির পরে আমাকে আবার সিসিবি’র লেখার জগতে ফিরিয়ে আনার জন্য। জানিনা সবার মত এত ভালোবাসতে পারবো কিনা – কিন্তু এটুকু বলতে পারি আমার সমস্ত সত্বা দিয়ে আমি সিসিবি পরিবার আর এর প্রতিটি সদস্যকে ভালোবেসে যাবো।
(পরীক্ষা শেষ না হওয়া পযর্ন্ত আগামী দেড় মাস আবার আমাবস্যার চাঁদ হয়ে যাবো। তবে মেঘের আড়াল থেকে সবার অজ্ঞাতে মাঝে মাঝে উঁকি দিতে ভূলবোনা)
😀 😀
১ম হইছি। পইড়াই :awesome: :awesome:
ভাই অসাধারন লাগলো। :boss: :boss: :boss:
😀
ধন্যবাদ।
অসাধারন লাগল বস :hatsoff: :hatsoff: পরীক্ষার জন্য শুভকামনা রইল
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
শুভকামনার জন্য ধন্যবাদ ভাইয়া।
কিন্তু কি যে করবো আমি তা বুঝে উঠতে পারছিনা।
বেশী বেশী দোয়া কইরো।
x-( x-( x-( x-( আহসান ভাই,পরীক্ষায় এইবার এক্কেবারে উড়াধুড়া লাগায়া দেন x-( x-( x-( কমান্ডো মানুষ আপনি, বাঘে মোষে এক ঘাটে পানি খায় আপনের ভয়ে আর সামান্য একটা পরীক্ষা আপনেরে কাবু করে ফেলবে?খায়া না খায়া শুরু করেন দেখবেন কেমনে কেমনে সিলেবাস কম্পলিট হয়ে গেছে।
অফ টপিক-বড়ই মিস করি আপনেকে 🙁 🙁 (আর কি জানি একটা গুজব শুনছিলাম আপনেরে নিয়া :shy: :shy: :shy:
মাসরুপ,
"সেই দিন আর নাই রে নাতি
খাবলাইয়া খাবলাইয়া বাতাসা খাতি..."
আমার অবস্থাও এখন তাই... দিনে দিনে মনে হয় দুব্বল কমান্ডো হইয়া যাইতাছি তাই পরীক্ষা ভয় লাগতেছে।
মিস তো আমিও করি রে...(আমারে নিয়া কোন গুজব হয় নাই, কারণ আমি কোন সেলিব্রিটি না)
ইয়ে কামরুল ভাই সেইদিন কইছিল আপনের নাকি "ডাবল" হওয়ার পর্ব পেরায় ঠিক ঠাক-শিজ্ঞিরি সিসিবির ব্যানারে বাস নিয়া নাকি আমাগোরে দক্ষিণ বঙ্গে যাইতে হইবো 😉 😉 😉
কামরুলরে সহ তোরে :frontroll: দেওয়াপো...
বস সালাম :salute: :salute: :salute: ভাই বিএমএর এত কষ্টের মাঝেও সিসিবিরে ভুলতে পারি না। একটু সময় পেলেই মনে হয় না জানি কত নতুন লেখা আসছে সবাই সেই লেখা নিয়ে মন্তব্য কইরা কইরা কি বোর্ড ভাইঙ্গা ফালাইতেছে আর আমি বইসা বইসা পাঙ্গা খাইতাছি :bash: :bash: :bash: তাই ছুটিতে আইসাই সিসিবিরে নিয়া বসছি। কিন্তু এতদিনের জমানো লেখা কি আর এই কয়দিনে শেষ করা যায় 😕 😕 আসার পর থেকে আপনি, তাইফুর ভাই, সায়েদ ভাই, রহমান ভাই এদের খুব মিস করতে ছিলাম। হঠাৎ কইরা গতকালকে রহমান ভাই পোষ্ট দিল সাথে দেখি সায়েদ ভাইও কমেন্ট করা শুরু করছে। আজ আপনি লেখা দিলেন :thumbup: :thumbup: :thumbup: দেইখাই দিল পুরা খুশ। এখন খালি তাইফুর ভাই বাকি। বসে আসলে পুরা ষোলকলা পূর্ণ হয়। তা পরীক্ষা কোন ব্যাপার হইল। :-B :-B এখন পরাশুনা শুরু করেন ইনশআল্লাহ্ ভাল করবেন। আর সময় পাইলে একটু উঁকিঝুকি মাইরা যাইয়েন 😀 😀 😀
( বি দ্রঃ লেখা পুরা পাংখা হইছে :thumbup: :thumbup: :thumbup: )
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
Vai....Apne je koto boro morale amader jonno....
Ei jonnoi to mon beshi kharap thakle apnake disturb dei... :salute:
রেজওয়ান,
তুই আসলেই একটা পাগল...
বস :salute: :salute: :salute: ভাই বিএমএতে এত কষ্টের মাঝেও সিসিবিরে ভুলতে পারি না। খালি মনে হয় না জানি কত নতুন লেখা আসল আর তাতে মন্তব্য কইরা কইরা একেকজন কিবোর্ড ভাইঙ্গা ফালাইতেছে আর আমি এইখানে বইসা পাঙ্গা খাইতাছি। তাই ছুটিতে আইসাই সিসিবি নিয়া বসছি। কিন্তু এত লেখা কি আর এই কয়দিনে শেষ করা সম্ভব :bash: :bash: :bash: আসার পর থেকে আপনি, তাইফুর ভাই, সায়েদ ভাই, রহমান ভাই এদের খুব মিস করতে ছিলাম। কিন্তু গতকাল্কে রহমান ভাই লেখা দিল। সায়েদ ভাইও দেখি মন্তব্য করা শুরু করছে। আজকে আপনিও লেখা দিলেন :thumbup: :thumbup: :thumbup: দেইখা তো পুরা দিল খুশ 😡 বস পরীক্ষা কোন ব্যাপার হইল :-B :-B আজকে থেকে শুরু করেন দেখি কে আপ্নারে ঠেকায় 😡 আর সময় পাইলে মাঝে মাঝে উঁকিঝুকি মাইরা যাইয়েন 😀
লেখা সিরাম হইছে বস। লেখার জন্য আপনারে :salute: :salute: আর লেখার পিছনের কারিগর সামিয়া আপুর জন্য :hatsoff: :hatsoff: :hatsoff:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
ভাল থাকবেন আহসান ভাই। আশা করি পরীক্ষাটাও ভাল হবে
মানুষ তার স্বপ্নের সমান বড়
রাশেদ,
ধন্যবাদ ভাইয়া।
তুমিও ভালো থেকো।
দোয়া করো।
বস :salute: :salute: :salute: ভাই বিএমএতে এত কষ্টের মাঝেও সিসিবিরে ভুলতে পারি না। খালি মনে হয় না জানি কত নতুন লেখা আসল আর তাতে মন্তব্য কইরা কইরা একেকজন কিবোর্ড ভাইঙ্গা ফালাইতেছে আর আমি এইখানে বইসা পাঙ্গা খাইতাছি। :bash: :bash: তাই ছুটিতে আইসাই সিসিবি নিয়া বসছি। কিন্তু এত লেখা কি আর এই কয়দিনে শেষ করা সম্ভব ~x( ~x( আসার পর থেকে আপনি, তাইফুর ভাই, সায়েদ ভাই, রহমান ভাই এদের খুব মিস করতে ছিলাম। কিন্তু গতকাল্কে রহমান ভাই লেখা দিল। সায়েদ ভাইও দেখি মন্তব্য করা শুরু করছে। আজকে আপনিও লেখা দিলেন 😡 দেইখা তো পুরা দিল খুশ বস পরীক্ষা কোন ব্যাপার হইল :-B আজকে থেকে শুরু করেন দেখি কে আপ্নারে ঠেকায় 😡 আর সময় পাইলে মাঝে মাঝে উঁকিঝুকি মাইরা যাইয়েন 😀
লেখা সিরাম হইছে বস। লেখার জন্য আপনারে :salute: :salute: :salute: আর লেখার পিছনের কারিগর সামিয়া আপুর জন্য :hatsoff: :hatsoff:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বস :salute: :salute: :salute: ভাই বিএমএতে এত কষ্টের মাঝেও সিসিবিরে ভুলতে পারি না। খালি মনে হয় না জানি কত নতুন লেখা আসল আর তাতে মন্তব্য কইরা কইরা একেকজন কিবোর্ড ভাইঙ্গা ফালাইতেছে আর আমি এইখানে বইসা পাঙ্গা খাইতাছি। :bash: :bash: :bash: তাই ছুটিতে আইসাই সিসিবি নিয়া বসছি। কিন্তু এত লেখা কি আর এই কয়দিনে শেষ করা সম্ভব ~x( ~x( আসার পর থেকে আপনি, তাইফুর ভাই, সায়েদ ভাই, রহমান ভাই এদের খুব মিস করতে ছিলাম। কিন্তু গতকাল্কে রহমান ভাই লেখা দিল। সায়েদ ভাইও দেখি মন্তব্য করা শুরু করছে। আজকে আপনিও লেখা দিলেন 😡 দেইখা তো পুরা দিল খুশ বস পরীক্ষা কোন ব্যাপার হইল :-B আজকে থেকে শুরু করেন দেখি কে আপ্নারে ঠেকায় 😡 আর সময় পাইলে মাঝে মাঝে উঁকিঝুকি মাইরা যাইয়েন 😀
লেখা সিরাম হইছে বস। লেখার জন্য আপনারে :salute: :salute: :salute: আর লেখার পিছনের কারিগর সামিয়া আপুর জন্য :hatsoff: :hatsoff: :hatsoff:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
বস :salute: :salute: :salute: ভাই বিএমএতে এত কষ্টের মাঝেও সিসিবিরে ভুলতে পারি না। খালি মনে হয় না জানি কত নতুন লেখা আসল আর তাতে মন্তব্য কইরা কইরা একেকজন কিবোর্ড ভাইঙ্গা ফালাইতেছে আর আমি এইখানে বইসা পাঙ্গা খাইতাছি। :bash: :bash: :bash: তাই ছুটিতে আইসাই সিসিবি নিয়া বসছি। কিন্তু এত লেখা কি আর এই কয়দিনে শেষ করা সম্ভব ~x( ~x( আসার পর থেকে আপনি, তাইফুর ভাই, সায়েদ ভাই, রহমান ভাই এদের খুব মিস করতে ছিলাম। কিন্তু গতকাল্কে রহমান ভাই লেখা দিল। সায়েদ ভাইও দেখি মন্তব্য করা শুরু করছে। আজকে আপনিও লেখা দিলেন 😡 দেইখা তো পুরা দিল খুশ বস পরীক্ষা কোন ব্যাপার হইল :-B আজকে থেকে শুরু করেন দেখি কে আপ্নারে ঠেকায় 😡 আর সময় পাইলে মাঝে মাঝে উঁকিঝুকি মাইরা যাইয়েন 😀
লেখা সিরাম হইছে বস। লেখার জন্য আপনারে :salute: :salute: :salute: আর লেখার পিছনের কারিগর সামিয়া আপুর জন্য :hatsoff: :hatsoff: :hatsoff:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
মুসতাকীম,
তোমার অনুভূতিগুলো অসাধারণ। বিএমএ'র কঠিন সময়গুলোর মাঝেও যে ছেলে সিসিবি'র বিরহে কাতর থাকে, তার কাছে আমার অনুভূতিতো কিছুই নয়। :salute: তোমাকে।
দোয়া করো আমার জন্য। চেষ্টা করবো এই এক মাস। বাকীটা আল্লাহ'র মর্জি।
ভালো থেকো।
ভাই দোয়া কইরেন :salute: :salute: :salute:
আর জুনিওররে লজ্জা দিবার জন্য আপনার ব্যাঞ্ছাই :grr: :grr:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
আগামী দেড়মাস আমি অটো ব্যান্ড হয়ে যাবো... 😀
ওই মুস্তা শিগগিরি তোর নাম্বার দে x-(
ওই মাস্ফু,
তুহিনের নাম্বার আছে?
Kemn asen vai? Are boss porikkha kono matter na, khaya na khaya start koren, dekhben je hoye gese. Best of luck. Uki diyen majhe majhe.
Obosheshe: keda ahsan vai naki?
Oi rokib, valo koira kacha patti dia ekkhan cha de vaire.
তুহিন,
তুমি তাড়াতাড়ি তোমার ফোন নম্বর দাও।
আমি তোমার সাথে কথা বলতে চাই...এক্ষনি...
সালাম ভাইয়া, অনেকদিন পর আপনার লেখা পড়ছি। কালকে রেজওয়ান ভাইয়া লেখা পড়ে, খুবি কষ্ট লাগছিল। বুঝতে পারলাম আপনারা সবাই কিভাবে কাজ করেন। আমরা বাইরে থেকে কিছুই বুঝতে পারিনা।
ঠিক বলেছেন, এই ঋণ শোধ হবার নয়। আমি এইখানে এসে, সবাইকে দেখে, সবার লেখা পড়ে তা বুঝতে পারলাম।
তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন আবার।
ভাইয়া ভালভাবে পরীক্ষা দেন, সাবধানে থাকবেন।
দিহান,
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
দোয়া করো।
ভালো থেকো।
বস্,
ইয়ে মানে, এইডা হইলো আমাগো দিহান ভাবী। ;)) । যাউগগা, ব্যাপার না :no: । আপনি তো ম্যালা দিন পরে আইছেন তাই নতুন অনেকরেই চিনেন না।
এইটা হইলেই চলবে। :awesome:
আপনার লেখা পড়ে আরো ইমোশনাল হয়ে গেলাম বস্। ভাল থাকবেন, সাবধানে থাকবেন। :salute:
রহমান,
অনেক অনেক ধন্যবাদ ভূলটা ধরিয়ে দেবার জন্য। ভাবী না জানি কি মনে করেছেন... 🙁
এত ভালো কেন তোমরা...??? কেন এত মায়া বাড়াও...???
দিহান ভাবী,
দয়া করে অধমের অজ্ঞতাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন...
আশা করি আর ভূল হবেনা।
আহসান ভাইয়া,
ভাইয়া-ভাবী সবই সমান, সবাইতো একি পরিবারের, ক্যাডেট পরিবারের অংশ।
কোন ব্যাপার না 😀
অফটপিকঃ ভাইয়া আমি ভাবছিলাম আপনি আমাকে ছোট বোনের মত আদর করে "ভাইয়া"
লিখেছেন। 🙁
থ্যাঙ্ক্যু ভাবী।
অফটপিকঃ আমি আপনার নামটা দেখে প্রথমে একটু সন্দিহান ছিলাম যে "দিহান" নামটা ছেলেদের নাকি মেয়েদের। সন্দেহ ছিল বলেই ভাইয়া বলে চালিয়ে দিয়েছিলাম...কিন্তু শেষ রক্ষা আর হয়নি... :((
@ahsan vai: sorry vai, late hoye gelo. Amar no holo 01719 35 65 88
late korar jonno :frontroll: start kore disi. 😀
আহসান ভাই, আপনার কথা সবসময়ই মনে পড়ে যখনি সিসিবিতে আসি। পরীক্ষা পর্যন্ত অফ যান, কোন সমস্যা নাই। কিন্তু তারপর আপনার বকেয়া ব্লগের তালিকা কিন্তু আমি এখনো মনে রাখছি। কংগো অভিযান, মালয়েশিয়া নির্বাসন, ক্রিকেটার সাইজ - পরীক্ষার পর এগুলোর অপেক্ষায় থাকবো।
জানি সাবধানে থাকতে বললে লাভ হবে না, যে কাজ করেন তাতে ঝুঁকি থাকবেই। তবু আমাদের কথা মনে করে যতটুকু সাবধানে থাকা যায়।
আর আপনি মানুষটা আসলেই অসাধারণ।
তৌফিক,
তোমার স্মৃতি এত প্রখর কেন? এত মানুষ এত কিছু ভূলে যায়, তুমি কেন এই তিনটা টপিক ভূলে যাওনা????? :((
তোমরা কি আজ পণ করছো যে আমাকে কাঁদিয়ে ছাড়বা?
x-( কেডা আহসান ভাইরে কান্দায় শুনি?কাঁচা খায়া ফেলমু না স্টার কাবাবের ল্যাম্ব রোস্টের মত? x-( x-( x-(
🙂 🙂 🙂
আহসান ভাই... :hug: :hug: :hug: :hug: :hug:
ম্যালাদিন পর.... :guitar:
পড়েন পড়েন...পড়ালেখা করলে শরীর ভাল থাকে :-B
ওই রকির,ভাইর জন্য কেবিন খালি কর..... :grr: :grr: :grr:
সামিয়ারে.. :hatsoff: :hatsoff: :hatsoff:
ফুয়াদ রে,
কেমন আছিস? :hug: :hug: :hug: :hug:
আজ মনটা এত বেশী ভালো লাগতেছে যে কি বলবো। মনে হচ্ছে অনেক দিন পরে ছুটিতে নিজের বাড়িতে আসছি। এই খুশীতে আজ সন্ধ্যা থেকে সিসিবি'তে লগড ইন থেকেছি। পড়া শুনা কাল থেকে শুরু করবো... 😀
বহুত বহুত বহুত মিস করছিলাম আপনাকে ভাইয়া। কেমন আছেন????
:teacup: :teacup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
রকিব,
এই মুহুর্তে আমি অনেক সুখী একটা মানুষ।
তুমি কেমন আছো ভাইয়া? আমিও প্রচন্ড মিস করেছি রে ভাইয়া...
ও হ্যাঁ, চা টা জটিল হইছে... :thumbup:
আমি তো মনে শুনছিলাম আহসান ভাইয়ের বিয়ার বাদ্য বাজতাছে, তাই অফ দিছিলেন B-) 😛
অ ট আপনি যে আমাদের ভুলবেন না এইটা আমি জানি। রেজওয়ানের লেখাটা পড়ে সত্যি খুব খারাপ লাগসে।
সাব্বির,
আমিতো তোমার জন্য মেয়ে ঠিক করছি... 😉 বাদ্য তোমারটা বাজানোর চেষ্টা করতেছি...।
কন্যারে তোমার ছবিও দেখাইছি...। কন্যা আবার অস্ট্রেলিয়াতে পড়তে যাবে বলতেছে...। কি চলবেনা?
ভাই আমি আপনার কি ক্ষতি করলাম 😕
অ ট ইয়ে আমার মনে হয় ছবি দুইজনেরই দেখা উচিত, সে আমার টা দেখবে আমি তার টা দেখব না, এটা তো বেইন্সাফি :-B
সাব্বির ভাই আপনের উপর বিশ্বাস রাখতে পারতেছে না...শেষে কি না কি গছায়া দ্যান... :khekz: :khekz: :khekz:
তোর কি মনে হয় আহসান ভাই আমারে একটা মাল (goods)ধরাইয়া দিবে আর আমি বাড়িত লইয়া যামু x-( x-(
কি না কি দিয়া কি বুজাইবার্চাস 😡 😡
আমি একটা সম্ভাবনা দেখতে পাইতাছি বাগ্রা বাদাইস না B-)
ফুয়াদ,
এটা কি সাব্বিরের মনের কথা নাকি তোমার নিজের... 😉
ওরে বাবা...
দেখার জন্যতো সাব্বির একদম আকুপাকু করতাছো...
সবুর করো... কইন্যা আমার ফেসবুকের ফ্রেন্ড... তারে জিগাইয়া লই ছবি দিমু কিনা...
পোলা মানুষের ছবি না জিগাইয়া দিলেও খুব একটা গুরুতর অপরাধ হয়না... কিন্তু মেয়েদের ছবি তার পারমিশান না নিয়ে দেয়া ঠিক না...
ছবি দিমু...কিন্তু টাল্টি বাল্টি করতে পারবানা... সিরিয়াস না হইলে তোমারে দেখামুইনা...
কি কন আমি পুরা সিরিয়াস 😮
ইয়ে মানে আপনার ফ্রেন্ড হলে আমার সাথে বয়সে মিলবে তো 😕 আর আমি যে পুরা হীরার টুকরা ছেলে সেটা ঠিক মত বলছেন তো :shy:
ফেসবুকের ফ্রেন্ড হইতে হইলে একই বয়সের হইতে হবে এইটা কোন জায়গায় লেখা আছে?
আর তোমার ডাউট হইলে বাদ দিয়া দেই... নাকি?
সাব্বির ভাইয়া, আহসান ভাইতো বলেছে, আপনার জন্য ঠিক করে দিবে, আপনি কি উনার উপর ভরসা করতে পারছেন না? :-B ;;)
বাদ দিয়া দেই...কি বলেন ভাবী?
ভাইয়া, বাদ দিলেতো এখন সাব্বির ভাইয়া আমারে ধরবে অন্য কাউকে ঠিক করে দেয়ার জন্যে ... আমার হাতে এই মুহুর্তে কেউ নেই, আপনিই বরং ঠিক করে দেন।
ভাবী,
এটা কিন্তু ঠিক না। কেন আপনার হাতে কেউ থাকবেনা? এত্তগুলা ভাই/দেবর থাকতে আপনি তো খালি হাতে থাকতে পারেন না...।
তাড়াতাড়ি স্টক পুরা করে রাখেন...সাথে কিছু রিজার্ভ ও...যাতে স্টক খালি হবার সাথে সাথে আবার ফিল আপ করতে পারেন...।
আহসান ভাই কি কোন ইঙ্গিত দিতেছেন ভাবীরে 😕
সাব্বির ভাইয়া, এখন থেকে আহসান ভাইয়া সাথে কথা বলতে সাবধান, তোমার ভবিষ্যত কিন্তু এখন উনার হাতে !!! :grr:
অবশ্যই ভাবী, আহসান ভাইয়ের মত মানুষই হয় না। উনি হইতাছে ফেরেশ্তার কাছাকাছি মানুষ। এক দিকে হে সিলেটের কমান্ডো ট্রেনিং স্কুলের বিরাট ইনস্ট্রাকটর। তার কথায় সবাই কাঁপে।
অন্য দিকে সে গানের পাখি। কলেজে থাকাকালীন সময় পল্লীগীতি তে দশ ক্যাডেট কলেজ কাপাইছে।
একি অঙ্গে বহুরুপের অধিকারী। বিয়ার বয়স পার হইয়া যাচ্ছে, কিন্তু কেউ পদক্ষেপ নিচ্ছেনা। তাই সে বলল আপনাকে এগিয়ে আসতে হবে :shy:
যার জন্য করি চুরি, সে-ই কয় চোর...
x-( 😡 :chup: :gulli: :gulli2:
যার জন্য করি চুরি, সে-ই কয় চোর… 😕
কথা ফেরৎ দিলা নাকি?
আহসান ভাইয়া, কমান্ডো ট্রেনিং স্কুলের ইনস্ট্রাকটর বলেই কি শুধু :gulli2: :gulli: করতে পছন্দ করেন? 😀
তাহলেতো ভাইয়া একদিন আপনার গান শুনতে হয়। :dreamy:
কখন আসব শুনতে বলেন?
ভাবী, ব্যাপারটা ঠিক তা না... এইটা specially সাব্বির শয়তানটার জন্য...
সত্যি কথা বলতে কি ভাবী, এখন আর আগের মত সুন্দর হয়না গানগুলো...তাই কাউকে শোনাতে লজ্জা লাগে... :shy:
আহসান ভাইয়া, আমিতো আর বিশেষ কাউকে শোনাতে বলছিনা। 😛
আমাদের শোনান আগে তাহলে আমরা সার্টিফিকেট দিতে পারব। 😉
ইয়া আল্লাহ... :shy:
ঠিক আছে... কোন একদিন হবে হয়তো...
কিন্তু সার্টিফিকেট দিতে ভুইলেন না কিন্তু... 😀
সার্টিফিকেট দিতে ভুলবনা, এইবার হলতো? 🙂
ঠিক আছে...
আর... একটু আদা-চা এর ব্যবস্থা রাইখেন...
সাথে একটু লবণ আর আদা কুচিও রাইখেন একটা পিরিচে...
আর বাসায় না থাকলেও যদি দোকান থাইকা জষ্ঠিমধু আনাইয়া রাখেন, তাইলে আমি অবশ্য মনে কিছু করবনা...
হাল্কা গরম পানিতে একটু লবণ মিশাইয়াদিয়েন গড়গড়া করার জন্য...
আর বেশী আয়োজন লাগবেনা...শুধু গান শোনানোর জন্য এত আয়োজন আমি পছন্দও করিনা... 😉
সব হবে, চিন্তা করবেননা ... তারপর গান করতে পারবেনতো?
বড় গায়ক'দের জন্যে এমন আয়োজনতো করতে'ই হয়। 😛
বড়-ই শরমের মধ্যে ফালাইলেন... আয়োজনের লিস্টিটা একটু লম্বা করছিলাম এই আশায় যে আপনি বিরক্ত হইয়া ক্ষেইপা বলবেন, "ধুত্তুরি, গান শোনার খ্যাতা পুরি..."
কিন্তু এইডা কি হইল...?
দুইন্নইডা এমন ক্যান?
সাব্বির ভাইয়া,
উনার বিয়ের বয়স পার হচ্ছে, কে বল্ল? মাত্র বিয়ের বয়স শুরু হল ...
তোমার'ই তো বিয়ের বয়স এখনও আসেনি। শিখো, বড় ভাইয়ার কাছ থেকে কিছু শিখো। ;;;
যাক, বুকে বল পাইলাম...
ভাবী থ্যাঙ্ক্যু... আর পোলাপাইনগুলারে এই কথাটা একটু ভালো মত বুঝাইয়া দিয়েনতো... এইগুলা খালি প্যাঁচায়...
ভাইয়া, পোলাপাইন মানুষতো, বড় ভাইয়ের সাথে একটু তামাশা করছে মনে হয়। 😕
খাইসে রে ...আমি আগে কয়েকটা :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: মাইরা লই...
ঐ মিয়া,
ফ্রন্ট্ররোল থামাইয়া সাউট ইওর রোস্টার নাম্বার (কোন বিসিসি সেটা সহ)...
হায়রে ~x( ~x(
বিসিসির টাইমে হেইডা কেন যে জানতে পারলাম না????
:bash: :bash: :bash:
দেওয়ালে মাথা ঠুকাইতে আছো কেন?
জানলে কি করতা?
তোমার কি ধারণা এস ডব্লিউ উইং এর ইন্সট্রাক্টররা স্টুডেন্টদের গান শোনায়?
আহসান ভাইয়া, স্টক খালি বলতে বুঝালাম, আমার ভাই-দেবরদেরতো আর এমন-তেমন মেয়ে দিলে হবেনা। সবাই যেমন ১০০ তে ২০০ তেমনি মেয়েকে ও তো হতে হবে তেমনি, তাইনা?
ইয়ে ভাইয়া, আপনার কথা'তো তেমন শুনা হলোনা। নতুন পাঠক তো তাই অনেক কিছু বোধহয় মিস করলাম। 😕
ভাবী,
আপনার আর দশটা ভাইয়ের মতো আমিও আপনার একজন ভাই। এই আর কি... তবে বাকীদের মত কোন বিশেষত্ব নাই আমার মাঝে...
এর চেয়ে বেশী আর কিছু জানানোর নাই যে ভাবী...
আহসান ভাইয়া, সেঞ্চুরী থেকে বেশী দূরে না।
থামবেননা। :thumbup:
দেখেন চেষ্টা করে ৫২৩ করতে পারেন নাকি।
অফটপিকঃ আপনার না পরীক্ষা? না পড়ে সিসিবি'তে কি করছেন? 😮
ভাবী,
সেঞ্চুরীই আমারে দিয়া হয়না আবার ৫২৩...
সমস্যা হচ্ছে, সিসিবি'তে একবার ঢুকলে আর বের হতে ইচ্ছে করেনা...
তাই নতুন সিস্টেম করছি...লগড ইন অবস্থায় থাকি...পড়ার ফাকে একটু পর পর এসে দেখে যাই নতুন কি আছে, বা কে কি বললো...
অন টপিকঃ অনেক অনেক ধন্যবাদ পরীক্ষার কথা স্মরণ করিয়ে দেবার জন্য।
ভাইয়া, আমরা থাকতে চিন্তা করেন কেন? আমরা সবাই মন্তব্য করে যাচ্ছি। দেখি সেঞ্চুরী হতে কে আটকায়? 😀
ভাবী,
অনেক ধন্যবাদ।
কিন্তু সেঞ্চুরী করানোর জন্য টেনে টেনে মন্তব্য বাড়ানোর পক্ষে আমি নই। সতস্ফুর্ততার মজাই আলাদা... আপনারও কি তাই মনে হয়না?
লেখার চেয়ে আমি মাঝে মাঝে মন্তব্য পড়ে প্রচুর মজা পাই... কারণ, মন্তব্যের মাধ্যমে একজন আরেকজনের খুব কাছে চলে যেতে পারে বলে আমি মনে করি। আর টক-ঝাল-মিষ্টি ঝগড়াগুলো, একজন আরেকজনের পিছনে লেগে থাকা.... প্রচন্ড উপভোগ করি এই ব্যাপারগুলো...
ভাইয়া ঠিক বলেছেন। আমারো খুব ভাল লাগে, এই মন্তব্যের মাঝে আমরা একে অন্যের সাথে খুনসুটি করছি। আপনারা একে অন্যের সাথে মজার ঝগড়া করছেন। তাই আমিও বারবার আপনার লেখায় ফিরে এসে, মন্তব্যগুলোর জবাব দিয়ে যাই। 😀
সহমত। :thumbup:
আহসান ভাই,সাব্বির ভাইয়ের চরিত্র কিন্তু পুরাই ঝিকিঝিকি পমপম মার্কা।বুইঝেন কিনুত,উনার কাহিনী আমি এক্কেবারে প্রমান আর লিঙ্ক সুদ্দা সেভ কইরা রাখছি।আমারে ঠিক মত না খাওয়াইলে আমি হাটে হাড়ি ভাইঙ্গা দিমু 😀 😀 😀
মাস্ফু ভাইয়া, তুমি কারে কি কও? 😮
কয়জন বসে আছে তোমার হাটে হাড়ি ভাঙ্গার জন্যে সে খবর কি রাখো? :-B
দিহান ভাবী,
সহমত... :thumbup:
মাস্ফু,
সাব্বিরের টা কি ঠিক তোমার মত...নাকি কম বা বেশী?????
মাস্ফু পাব্লিকের মুখ তো আর বন্ধ করতে পারবিনা :grr:
সবাই জানে তোর :just: চরিত্র সম্পর্কে B-)
প্রমাণ চান?দিমু নাকি লিঙ্ক?সাব্বির ভাই আমার এক বান্ধবির সাথে ফেসবুলে ফেলার্ট করতে গিয়া ডায়রেক্ট ধরা খাইছে x-( x-( x-(
সাব্বির ভাইয়া, ভয় পাচ্ছেন নাকি? মাস্ফু ভাইকে বলেন, আমাদেরকে দেখাতে। 😀
@মাস্ফু,
প্রমাণ ছাড়া কাউকে তুমি এভাবে জনসম্মুখে বলতে পারোনা...
You must talk with proper evidence...
@সাব্বির,
তুমিও তাই... মাস্ফু'র ব্যাপারে বলতে হলে তোমাকেও প্রমাণ দেখাতে হবে...
মাস্ফু ও সাব্বির ভাইয়া, হয়ে গেল তোমাদের মিটমাট। বড় ভাইয়া থাকতে চিন্তা কিসের? 😉
মোটেও মিটমাট হয়নাই।আমার কাছে প্রমাণ আছে কিন্তু উনার নাই x-( x-(
আমরা প্রমাণ দেখতে চাই... দুইজনেরটা ই...
:-B
মানে, :just: পরীক্ষা নীরিক্ষা করে দেখার জন্য...
😀 সহমত ...
আহসান ভাই, দিহান ভাবী আমি জীবনেও ফেসবুলে যাই না 😮 এইটা কুন দেশ তাও জানি না।
সিনিয়ারের নামে মিথ্যা অপবাদের জন্য আমি আগামী ছয় ঘন্টার জন্য আমরণ অনশন করলাম। x-(
(দোয়া কইরেন ঘুমটা যেন ভাল হয় 😉 )
সাব্বির ভাইয়া, সারারাত জেগে এখন ঘুমাতে যাচ্ছেন, ব্যাপার টা কি? 😮
@ভাবী,
সাব্বির এখন না ঘুমালে ওর চাঁদ বদনখানি যে নষ্ট হয়ে যাবে... চোখের নীচে কালি পড়বে... 😉
সাব্বির আবার প্রচন্ড ত্বক সচেতন কিনা... 😛
সাব্বির,
উপটান যা নিয়া গেছিলা দেশ থেকে তা কি আছে নাকি সব শেষ করে ফেলছো... আরো কি পাঠাইতে হবে? :))
যা আনছিলাম সব শেষ। সকালে ব্রেড দিয়া খাই আর রাতে পরটা দিয়া। দুই বেলা করে খাইলে কি আর এত দিন থাকে। আপনার স্টক থেকে দুই প্যাকেট পাঠাইয়া দিয়েন 😉 আপনি তো যখন ইচ্ছা কিনে ইউস্ করতে পারবেন।
অ ট জনসমুক্ষে আমাকে পঁচানোর চেষ্টা করার জন্য আমাদের বৃষ্টি ভাবীর কাছে নালিশ করব। আমি হাটে হাড়ি ভাংতে চাই না :no:
:-/ :-/ :-/
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
বৃষ্টি ভাবী আবার কে?
আমিতো সিসিবি'তে শুধু দিহান ভাবী আর টুই ভাবীর নাম শুনছি...নতুন কোন ভাবী আবার জয়েন করছে নাকি?
দিহান ভাবী,
দেখছেন, একরাতের মধ্যেই সাব্বির পল্টি দিছে...
আপনারে বাদ দিয়া নতুন কার কাছে জানি বিচার দিতেছে...
ওরে সাইজ করেন...
আহসান ভাইয়া, সাব্বির ভাই পল্টি দিলো তো বৃষ্টি ভাবীর কাছে, তাই মাফ। 😛
অফটপিকঃ কিন্তু বৃষ্টি ভাবী'টা কে? ছি!!! ছি!!! আহসান ভাইয়া, আপনি আমাকে আগে বললেন না। 🙁
ভাবী,
আমি অনেকদিন পরে আসার কারণে আপনারেই চিনতে পারিনাই... বৃষ্টি ভাবীরে চিনুম কেমনে?
তবে,যদ্দুর জানতাম, বর্ষা/বৃষ্টি শব্দ দুইটার উপরে খালি জিহাদেরই হক আছে (কপি রাইটঃ কামরুল)...
আমি ভাবী এর থেকে বেশী কিছু আর জানিনা...
~x(
:))
চুল ছিড়েন ক্যান...? :))
হায় হায়... সাব্বির, উপটান মাইখা-ই ক্ষান্ত হও নাই ...খাইছোও... খাইলেও কি ত্বক সুন্দর হায় নাকি? জানতাম না তো...
দিহান ভাবী,
ব্যাপারটা একটু ক্লিয়ার কইরেনতো...
ভাইয়া, ক্লিয়ার কিভাবে করব? আমি নিজেই'তো জানিনা। আপনাদের কাছ থেকে শুনলাম, উপটান এর কথা। আমি আরো ভাবছিলাম, আপনাদের কে পাঠাতে বলব আমার জন্য, আমিও দেখি জিনিসটা কি? 😛
ইয়া আল্লাহ... আপনি উপটান চিনেন না ভাবী?????
সাব্বির, কচু গাছ খুঁইজা গলায় দড়ি দাও...। দড়ি না পাইলে আমারে কইও... কিইন্না দিমু...
কেন ভাইয়া? কি হয়েছে? আমি কি করলাম? 🙁
উপ্টান চেনা কি খুব দরকার? :-/
ভাবী,
সাধারণত মেয়েরা রুপচর্চা সংক্রান্ত জিনিস পত্র ছেলেদের চেয়ে বেশী চিনবে সেটাই স্বাভাবিক জানতাম...
তো, সেই ধারণার বশবর্তী হয়েই আমি কমেন্ট করেছিলাম...
কিন্তু যখন দেখলাম আপনি রুপচর্চার এই উপকরণটা চেনেন না, অথচ, সাব্বির সেই উপকরণ ব্যবহার তো করছেই আবার খাইছেও...তাই ওরে গলায় দড়ি দিতে কইলাম... 😀
আমি ভীষণ অলস তো, রুপচর্চা করার সময়টা ঘুমিয়ে নয়ত গল্পের বই পড়ে কাটাতাম। আর এজন্য আমার মায়ে'র কাছে কম বকুনি খায়নি। 😛
হা হা হা হা...
সাব্বিরের কাছ থাইক্কা মাঝে মাঝে বিউটি টিপ্স নিয়েন...
ভাবী শুধু রাত না, সকাল,দুপুর,বিকাল সব সময়ই জেগে থাকি। গত দশ/বার দিন ধরে আমি ফুল insomnia র পেশেন্ট হইয়া গেছি ~x(
অসুবিধা নাই...ছবি দেখাইলে ছবির মানুষটারে স্বপ্নে দেখার জন্য সারাদিনই ঘুমাইবা... তখন আর এইসব ইংরেজী রোগ থাকবেনা...
সাব্বির ভাইয়া, এমন করে চুল সব ছিড়ে ফেললে, ফেইসবুকের বান্ধবী পালাবে। 😕
:khekz: :khekz: :khekz:
জন্যঃ ফেসবুল
পড়ুনঃ ফেসবুক
সাব্বির ভাইয়ের এইসব অশালীন দেখাদেখিকে আমি চরম নিরুৎসাহিত করছি :-B :-B
মাস্ফু,
তোমার মতলবটাও বইলা ফালাইও... 😉
ঐ ... 😀
বস এইটাতো ঠিকনা, চুপিচুপি এসে আবার পালিয়ে যান । এখন থেকে ব্লগ লেখেন না লেখেন কমেন্ট করবান পিলিজ । আর পরীক্ষাতো কোন ব্যাপারিনা । আর সাবধানে থাকবেন ।
আদনান,
ধন্যবাদ ভাইয়া।
ইনশাল্লাহ কমেন্ট করার চেষ্টা করবো...। কিন্তু সমস্যা হচ্ছে, সিসিবি'তে একবার ঢুকলে আর বের হতে ইচ্ছে করেনা...।
দোয়া করো...।
:guitar: :guitar: :guitar: ওরে ওরে আহসান আমার নাম নিছে রে!!! 😀
অফটপিক : আহসান, ভালো থেকো ভাই। পরীক্ষাটা ভালো করে দাও। সিসিবির দরজা তোমার জন্য পরীক্ষার পরই খুলবে!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই,
কেন লজ্জা দিচ্ছেন? আপনার মত একজন মানুষের নাম নেবনা তো কার নাম নেব?
আপনি যে আমাদের কাছে কত্ত বড় মাপের মানুষ তা হয়তো আপনি নিজেও জ়ানেননা।
দোয়া করবেন ভাইয়া।
:salute: :salute: :salute: :salute:
Life is Mad.
সায়েদ,
এই দুষ্ট ছেলে, কেমন আছ? কি এত ব্যস্ততা তোমার হা?
ভাবীকে সালাম দিও।
ব্যস্ততা??? এই টোনাটুনি ফ্যাক্টর আর কি 😀 😀 ............
Life is Mad.
হি হি হি হি হি... 😀
লোড শেডিং এর কারণে কমেন্ট মিস করে গেছিলাম গতকালকে। আহসান ভাইকে অনেকদিন পরে দেখে ভালো লাগছে। আর মাইনুল ছেলেটার জন্য শুধুই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া।
আমিন,
সবার সাথে কথা বলতে পেরে আমার ও খুব ভালো লাগছে। এতদিন শুধু নীরব পাঠক ছিলাম, গতকাল আর আজ একদম বাচাল হয়ে গেছি...।
মাইনুলের জন্য দোয়া করার জন্য ধন্যবাদ।
ভাইয়া দেরিতে হলেও আপনার লেখাটা পড়ে ইমোশনাল হয়ে গেলাম। আমি ভাল আছি ভাইয়া এখন। আপনারাও অনেক অনেক ভাল থেকেন।
হেই তপু,
আলহামদুলিল্লাহ...তুমি ভালো আছো যেনে খুবই খুশী হলাম...।
আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে।
দোয়া করো ভাইয়া...।
:gulli2: :gulli2: :gulli2:
সেঞ্চুরি পিটাইলাম! জয়সুরিয়া হইয়া গেলাম তো!!
নাও আহসান এইবার লেখাপড়া-পরীক্ষা অথবা অসম লিঙ্গে বিয়ে সম্পর্কে তোমার নতুন পোস্ট নামাইয়া ফালাও। 😀 😀 😀
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
সানাউল্লাহ ভাই :salute:
ভাইয়া, ব্যাপারটা ক্যামনে কি হয়, একটু বুঝাইয়া কইবেন? আমার নিকট ব্যাপারটা বড় ই ঝাপসা ঠেকতেছে...
মানে তো ফকফকা........। একটা মেয়েরে বিয়া কইরা ফালাও!! :grr: :grr: :grr:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
মানে... ইয়ে... :shy:
লজ্জার কিছু নাই, লাবলু ভাই মনে হয় বৃষ্টি ভাবীর খবর টা পায় নাই 😀
বৃষ্টি ভাবী?????? :-/
কে সে?
সিসিবি'তে নতুন আবার কোন ভাবী আসছে নাকি? পরিচয় হয়নাই এখনো। একটু পরিচয় করাইয়া দিওতো...
আহসান ভাই, একটা গান শোনেন...
খুক খুক...(গলা পরিষ্কার করে নিলাম... B-) )
আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম...
:guitar: :guitar:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুমমম... ঠিক আছে...
চেষ্টা ভালো ছিলো... গলায় সুর ও আছে...
তবে আরো সাধনা করে যেতে হবে...
জুনা ভাবী রে নাম ধইরা ডাকস্ x-( x-(
আহসান ভাই রাগ করবে না 😕
তুই এই ভাবে গাইতে পারতি,
খুক খুক…(গলা পরিষ্কার করে নিলাম… B-) )
:guitar: :guitar: আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি ভাবী তোমাকে দিলাম… :guitar: :guitar:
সাব্বির,
আমি কেন, সিসিবি'র যে কেউই রাগ করবে...
জুনি, তুমি বৃষ্টি ভাবী'র নাম এভাবে কেন নিলে?
:bash: :bash:
বুঝতে পারছি ছাই দিয়া ধরতে হবে B-)
ছাই না শুধু.... বালু নিয়া নামো... 😛
" আয় বৃষ্টি ঝেঁপে
ধান দেব মেপে "
😛
ঘটনা কি ভাবী, হঠাৎ কইরা ছুড বেলার ছড়া জাবর কাটতেছেন?????
ইয়ে মানে আহসান ভাই, এইটা হইল নন-পিসিসি বিবাহ :shy: :shy: আর পাত্র হইলেন আপনে :shy: :shy: :shy: বাভীসাবের ছবি সুদ্দা বিবাহের অগ্রগতি জানতে মঞ্চায় :shy: :shy: :shy: :shy:
জন্যঃ বাভী
পড়ুনঃ ভাবী
মাস্ফু,
গায়েবানা জানাযা হয় জানতাম...কিন্তু গায়েবানা বিয়ে হয় তা কিন্তু আমার জ্ঞানে নাই...
পাত্র আমারে বানাইছো বুঝলাম...কিন্তু পাত্রী কই...?
আমারে জানাও তাড়াতাড়ি...
#দিনের সর্বোচ্চ মন্তব্যকারীঃ
* আহ্সান (৮৮-৯৪) (৪২)
* দিহান (অতিথি) (২৯)
* সাব্বির (৯৫-০১) (২২)
😀 😀 😀
😀 😀 😀
:boss: :boss: :boss:
তবে সাব্বির,
তোমরা সবাই মিলে আমার পিছনে এভাবে না লাগলে আমার এত্তগুলা মন্তব্য হইতোনা...
অনেকদিন পর আহসান ভাই। ওয়েলকাম ব্যাক। :hug: :hug:
মন লাগাইয়া পড়েন, মানুষের জন্য কোন কিছুই অসম্ভব না।
তানভীর,
ধন্যবাদ ভাইয়া।
দোয়া করো আমার জন্য।
ভালো থেকো।
ahsan vai, etto sundor ekta post e benglish e cmmnt korte hocche baparta dukkhojonok. kintu bortomane amar net nai. r ei pc te bangla nai.
eituku ekta phn e apni eto khusi hoben janle to 200 bar phn diye ditam. valo moto porikkha diyen, r apni sabdhane theken, bakider sabdhane rekhen.
allah valo rakhuk sobaike.
সামিয়া 'পু,
ব্যাপার না। কমেন্ট করেছ, সেটাই আসল।
শোন আপু, মানুষ অনেক ছোট ছোট ব্যপারেও প্রচন্ডভাবে আলোড়িত হয় আবার অনেক বড় বড় ব্যাপারও তাকে স্পর্শ করেনা। মানুষ যেখানে খুব দূর্বল থাকে, সে ব্যাপারগুলো তাকে খুব নাড়া দেয়। সিসিবি আর সিসিবি পরিবারের সদস্যরা আমার তেমনই একটা দূর্বল পয়েন্ট। তাই এদের খুশীতে সুখী হই...আবার দুঃখে কষ্ট পাই।
দোয়া করো আমার এবং আমাদের জন্য।
ভালো থেকো।
ভাইয়া, আপনার ফোন নাম্বার দিয়েন, তাহলে আপনার আরেকটা ছোট বোন যোগ হল। 😀
সিসিবি'র কল্যাণে অনেক বড় আর ছোট ভাইয়া পেলাম, আমার উপরি পাওনা। 🙂
ভাবী কি আমারে কইলেন নাকি সামিয়ারে... :-/
আমি কি আপনার মত, সামিয়া'রে ভাইয়া ডাকতে পারি? 😛
দুইজন'ই যদি কষ্ট করে আপনাদের নাম্বার টা দিতেন ... 🙂
আমি কিন্তু স্যরি বলছিলাম। আর শরম দিয়েন না...।
আমারে +৮৮০১৭১৩৪২৩৮৪৮ নম্বরে পাইলেও পাইতে পারেন... 😀
আর সামিয়া'পুর নাম্বারটা না হয় তিনিই দিয়ে দেবেন...
সেকি আমিতো বড় ভাইয়ার সাথে দুষ্টামী করছিলাম। আচ্ছা আর লজ্জা দিবনা।
এইবার আমিও স্যরি বললাম। 🙂
থ্যাঙ্কু ভাইয়া। চেষ্টা করব। পাইলেও পেতে ... 😛
ধুর আহসান ভাইরে কতদিন দেখিনা-উনারে দেখতে মঞ্চায়।কামরুল ভাইয়ের বাসায় হাতে কইরা কাবাব পরোটার প্যাকেট নিয়া উনার হাসি হাসি মুখটা বড়ই মিস করতেছি 🙁 🙁
হবে রে পাগল... আবার হবে ইন্শাল্লাহ...
আল্লাহ শুধু সুস্থ্যভাবে বাচিয়ে রাখুক আর ঝামেলাগুলো একটু কমুক... কেমস'র বাসায় কিংবা অন্য কোনখানে আবার হানা দেব সবাইকে নিয়ে...
(অফটপিকঃ সানাউল্লাহ ভাইয়ের ঐখানেও যাইতে পারি, তয় সানাউল্লাহ ভাই যদি শিওরটি দেন যে, কথা বন্ধুগো উনি গত গেট-টুগেদারের মত ছুটি না দিয়া আমাগো লগে কথা কওনের লাইগা রাইখা দিবেন...দরকার হইলে ওভারটাইম দিয়া... 😉 )
😮 😮 😮 😮 😮 নাহ আমাদের কমান্ডো ভাইরে শিগ্রি বিয়া দেওন দরকার-উনার মত লাজুক মানুষের মুখেও এই কথা!!!!!!!!
কিছু কইলেই খালি বিয়া বিয়া আর বিয়া... x-(
নাহ্... আর কিচ্ছুই কমুনা কুন দিন... :no:
মিয়া আমরা কত ডাকলাম, পাত্তাই দিলেননা 😡
এইবার ভইনে ডাইকা আনছে, আবার ডুব দিয়েন্না কিন্তু বস্ 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ূম ভাইয়া, জানেননা বুঝি? ভাইদের চেয়ে ভইনের আদর একটু সবসময় বেশী।
হ, ঠিকই কইসোগো ভইন :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug:
ভাবী,
ধন্যবাদ... অভিযোগ থেকে বাঁচানোর জন্য...
পাত্তা দেইনাই কথাটা ঠিক না...
আমি সিসিবি'তেই ছিলাম... তফাৎটা ছিল, তখন নিশ্চুপ ছিলাম...কথা বলতাম না...
আশা করি থাকবো ভাইয়া...
:party: :hug: :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
:hug: :hug: