টুশকি ৩১

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [২৯] [৩০] [৩২]

১. প্রতিবেশী এক পিচ্চির চাচা ফুফুর সংখ্যা মোটামুটি হাফ ডজন। আমাদের বাবু হবে জানতে পেরে তারও ভীষণ শখ হল আরেকটা বাবুর। মাকে যেয়ে সে তার আবদার পেশ করল। মা তাকে এটা সেটা বোঝানোর পর বললেন, “দেখো মা, আরেকটা বাবু নিতে গেলে আমি একদম মরে যাব”। এটা শুনে পিচ্চির তড়িৎ উত্তর, “কেন, দাদী তো মরে নাই। তুমি মরবে কেন?”

২. আরেক পিচ্চির কথা – সে খেয়াল করেছে যে বাবা মা পরস্পরকে অনেক ভালোবাসে। আর এ থেকে তার মাথায় গেঁথে গেছে যে, মানুষ যাকে সবচেয়ে ভালোবাসে তাকেই বিয়ে করে।
আশেপাশে সে তার ভালোবাসার মানুষ খুঁজে পেতে দেড় বছর বড় বোনকে পেল। রীতিমতোন আযান দিয়ে বলে রেখেছে বড় হয়ে সে তার বোনকেই বিয়ে করবে!!

৩. পরীক্ষার সিজনে আমি টেবিল ফাঁকা গড়ের মাঠ করে তাতে দুই পা তুলে দিয়ে কোলের উপর বই রেখে পড়াশোনা করি। এতে খানিকটা আরাম হয়, অনেক্ষণ একটানা পড়া যায় – উপরন্তু পড়াটাও ভালো হয়। কিন্তু বউ এর একটা মোক্ষম অর্থ বের করেছে। ওর মতে কোলের উপর রাখা বইটা হাঁটুর কাছাকাছি থাকে বলেই নাকি আমার পড়াটা ভালো হয়!!

৪. গত ৮/৯ মাস ধরে নানান দিক থেকে গর্ভাবস্থায় বাচ্চা বিষয়ক নানা উপদেশ পেয়েছি। এর বিপরীতে প্রশ্ন করে সবসময় যে যুক্তিগ্রাহ্য উত্তর পেয়েছি তা নয় তবে বেশ মজা হয়েছে। তার কয়েকটা এরকম:

* মা’কে খেতে না দিলে বাচ্চা ছোঁচা হয়।
* ডিম খেলে বাচ্চার চোখ গোল গোল হয়।
* ডাবের পানি চোখ বন্ধ করে খেতে হয় – তা না হলে বাচ্চার চোখ সাদা হয়ে যায়।
* দুধ এবং ভিটামিন সি খেলে বাচ্চা ফর্সা হয়।
* কোক খেলে বাচ্চা কালো হয়ে যায়।
* ন্যাশনাল জিওগ্রাফিতে বান্দর দেখলে বাচ্চা বান্দর হয়!!

৫. গ্রামে তখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। সমর্থকদের তোড়জোড়ে এক অন্তঃসত্ত্বা মহিলা এক রকম জোর করেই রওয়ানা দিলেন ভোট কেন্দ্রের দিকে এবং রাস্তাতেই বাচ্চা প্রসব করলেন।
বিশ্বাস করুন আর নাই করুন সেই বাচ্চার নাম হয়ে গেল “ভোটার মোল্লা”!!!

৬. আমার পিচ্চিটা হবার পর এক সহকর্মী আমাকে কংগ্রাচুলেট করলেন, মা-বাচ্চার খোঁজ নিলেন এবং জিজ্ঞেস করলেন, “স্যার বাচ্চা কি সিজারিং নাকি নরমালিং”?

৭. এক পরিবারে দুই বোনের নাম যথাক্রমে সারা ও যারা। এরপর যখন তৃতীয়জনের আবির্ভাব হলো তখন ধারাবাহিকা বজায় রাখতে যেয়ে নাম দাঁড়াল “াড়া”।

৮. আমার মেয়েটার নাম নিয়ে ভালোরকম কেরদানি চলছে। সবাই যার যার পছন্দসই নামে ডাকাডাকি করছে। আমি চুপচাপ – ভাবছি বউয়ের দেয়া বড় নামটার পাশে ডাকনাম হিসেবে “টুশকি” দিয়ে দিব কিনা।

আমার পিচ্চি "টুশকি"
৭,০২১ বার দেখা হয়েছে

৬৫ টি মন্তব্য : “টুশকি ৩১”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
    ওর মতে কোলের কাছে রাখা বইটা হাঁটুর কাছাকাছি থাকে বলেই নাকি আমার পড়াটা ভালো হয়!!

    দোস্ত ... ভাবীকে বিপ্লবী সালাম ...
    ভাতিজী মাশাল্লাহ দারুন কিউট ...

    জবাব দিন
  2. জুলহাস (৮৮-৯৪)

    😀
    ওকে।
    টুশকি-ই ফাইনাল!!!!!!!!!!!!!!!!!!
    পিচ্চি এতো কিউট ক্যান্‌????? 😡 😡 😡
    পিচ্চি রে, বড় হয়ে আর যাই হোস্‌ ক্যাডেট হোস্‌ নে...!!! তাহলে... তুই অনেকের কপাল পোড়াবি 😉


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    ভাতিজির টা জানি না, তবে টুশকি ৩১ যে সিজারিয়ান-সেইটা শিওর... :-B
    পুরা আট মাস পর দিলেন... 😡

    টুশকি বিনতে সায়েদ পুরা কিউট হইছে... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. আফতাব (১৯৯৩-১৯৯৯)

    সায়েদ ভাই,
    টুশকি তো মাশা`ল্লাহ ভালো হইসে। শুভেচ্ছা।

    কোলের কাছে রাখা বইটা হাঁটুর কাছাকাছি থাকে বলেই নাকি আমার পড়াটা ভালো হয়!!

    অসাধারণ। =))

    “স্যার বাচ্চা কি সিজারিং নাকি নরমালিং”

    :bash:

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    * দুধ এবং ভিটামিন সি খেলে বাচ্চা ফর্সা হয়।

    দুধ আর ভিটামিন সি কি বাবাকে খেতে হয়? বেচারা সায়েদ, নয় মাস তোমার খুব কষ্ট হইছে বুঝি!! ;;;

    টুশকি মামনির জন্য আদর।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. রাজীউর রহমান (১৯৯৯ - ২০০৫)

    আমি সিসিবিতে রেগুলার ঢু মারা শুরু করার পর আপনার সবগুলা টুশকি এক বসায় শেষ করেছিলাম।

    একসাথে সব টুশকি তো আর প্রিয়তে নেওয়া যায় না। প্রথম আর শেষ টুশকি ২টা সবসময় প্রিয়তে রাখবো বলে ঠিক করেছি।
    🙂

    জবাব দিন
  7. আহমদ (৮৮-৯৪)
    বইটা হাঁটুর কাছাকাছি থাকে বলেই নাকি আমার পড়াটা ভালো হয়!!

    :khekz:

    ন্যাশনাল জিওগ্রাফিতে বান্দর দেখলে বাচ্চা বান্দর হয়!!

    :pira:

    টুশকি সোনামনি দারুন কিউট। 🙂


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  8. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    সায়েদ ভাই রাখুক আর না রাখুক,আমি আমাদের টুশকিমনিকে টুশকি বলেই ডাকব-আজ থেকে ১০/১৫ বছর পর সায়েদ ভাইয়ের বাসায় বেড়াইতে গেলে যখন মামনিকে টুশকি মা বলে ডাকব তখন সে নিশ্চয়ই মহা বিরক্ত হবে!! :))

    জবাব দিন
  9. সামিয়া (৯৯-০৫)
    ওর মতে কোলের কাছে রাখা বইটা হাঁটুর কাছাকাছি থাকে বলেই নাকি আমার পড়াটা ভালো হয়!!

    হাসতে হাসতে যথারীতি...
    টুশকি সোনাকে টকাস টকাস করে দুইটা আদর...

    জবাব দিন
  10. আহসান আকাশ (৯৬-০২)

    বস, কতদিন আপনার টুশকি পাই না, তাড়াতাড়ি একটা ছাড়েন...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।