টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৪] [২৫] [২৬] [২৭] [২৮] [২৯] [৩০] [৩২]
১. প্রতিবেশী এক পিচ্চির চাচা ফুফুর সংখ্যা মোটামুটি হাফ ডজন। আমাদের বাবু হবে জানতে পেরে তারও ভীষণ শখ হল আরেকটা বাবুর। মাকে যেয়ে সে তার আবদার পেশ করল। মা তাকে এটা সেটা বোঝানোর পর বললেন, “দেখো মা, আরেকটা বাবু নিতে গেলে আমি একদম মরে যাব”। এটা শুনে পিচ্চির তড়িৎ উত্তর, “কেন, দাদী তো মরে নাই। তুমি মরবে কেন?”
২. আরেক পিচ্চির কথা – সে খেয়াল করেছে যে বাবা মা পরস্পরকে অনেক ভালোবাসে। আর এ থেকে তার মাথায় গেঁথে গেছে যে, মানুষ যাকে সবচেয়ে ভালোবাসে তাকেই বিয়ে করে।
আশেপাশে সে তার ভালোবাসার মানুষ খুঁজে পেতে দেড় বছর বড় বোনকে পেল। রীতিমতোন আযান দিয়ে বলে রেখেছে বড় হয়ে সে তার বোনকেই বিয়ে করবে!!
৩. পরীক্ষার সিজনে আমি টেবিল ফাঁকা গড়ের মাঠ করে তাতে দুই পা তুলে দিয়ে কোলের উপর বই রেখে পড়াশোনা করি। এতে খানিকটা আরাম হয়, অনেক্ষণ একটানা পড়া যায় – উপরন্তু পড়াটাও ভালো হয়। কিন্তু বউ এর একটা মোক্ষম অর্থ বের করেছে। ওর মতে কোলের উপর রাখা বইটা হাঁটুর কাছাকাছি থাকে বলেই নাকি আমার পড়াটা ভালো হয়!!
৪. গত ৮/৯ মাস ধরে নানান দিক থেকে গর্ভাবস্থায় বাচ্চা বিষয়ক নানা উপদেশ পেয়েছি। এর বিপরীতে প্রশ্ন করে সবসময় যে যুক্তিগ্রাহ্য উত্তর পেয়েছি তা নয় তবে বেশ মজা হয়েছে। তার কয়েকটা এরকম:
* মা’কে খেতে না দিলে বাচ্চা ছোঁচা হয়।
* ডিম খেলে বাচ্চার চোখ গোল গোল হয়।
* ডাবের পানি চোখ বন্ধ করে খেতে হয় – তা না হলে বাচ্চার চোখ সাদা হয়ে যায়।
* দুধ এবং ভিটামিন সি খেলে বাচ্চা ফর্সা হয়।
* কোক খেলে বাচ্চা কালো হয়ে যায়।
* ন্যাশনাল জিওগ্রাফিতে বান্দর দেখলে বাচ্চা বান্দর হয়!!
৫. গ্রামে তখন ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। সমর্থকদের তোড়জোড়ে এক অন্তঃসত্ত্বা মহিলা এক রকম জোর করেই রওয়ানা দিলেন ভোট কেন্দ্রের দিকে এবং রাস্তাতেই বাচ্চা প্রসব করলেন।
বিশ্বাস করুন আর নাই করুন সেই বাচ্চার নাম হয়ে গেল “ভোটার মোল্লা”!!!
৬. আমার পিচ্চিটা হবার পর এক সহকর্মী আমাকে কংগ্রাচুলেট করলেন, মা-বাচ্চার খোঁজ নিলেন এবং জিজ্ঞেস করলেন, “স্যার বাচ্চা কি সিজারিং নাকি নরমালিং”?
৭. এক পরিবারে দুই বোনের নাম যথাক্রমে সারা ও যারা। এরপর যখন তৃতীয়জনের আবির্ভাব হলো তখন ধারাবাহিকা বজায় রাখতে যেয়ে নাম দাঁড়াল “াড়া”।
৮. আমার মেয়েটার নাম নিয়ে ভালোরকম কেরদানি চলছে। সবাই যার যার পছন্দসই নামে ডাকাডাকি করছে। আমি চুপচাপ – ভাবছি বউয়ের দেয়া বড় নামটার পাশে ডাকনাম হিসেবে “টুশকি” দিয়ে দিব কিনা।
😀
😀 😀
২য়
R@fee
মাশাল্লাহ খুব্বি সুইট একদম ভাবীর মত :thumbup:
দিহানাপ্পি, তুমি ভাবীকে কবে দেখলা ;;)
😀 😀 😀 :boss: :boss: পিচ্ছিটা আসলেই টুশকি হইছে :grr: :grr:
মুহাহাহাহা :grr: কিরে পিন্টুস, কিতা, বালা নি?
দিয়া দেন ভাই। 😀 😀
R@fee
অভিনন্দন, দোস্ত। টুশকি দেখতে খুবই কিউট। 🙂
আমার বন্ধুয়া বিহনে
😀 😀 😛
Life is Mad.
বাহ টুশকি চাচ্চু'র বদৌলতে একখানা টুশকি পাইলাম :awesome:
পিচ্চিটা মাশাল্লাহ দারুন চুইট 🙂
দোস্ত ... ভাবীকে বিপ্লবী সালাম ...
ভাতিজী মাশাল্লাহ দারুন কিউট ...
কখন রায়হান আবীর এসে এই লাইনটাই কোট করে তাই ভাবতেছি 😀 :D।
Life is Mad.
=)) =)) =)) ভাবী এইটা কি ডায়ালগ দিল!!! =)) =)) =))
পিচ্চি আসলেই "টুইট" 😀 😀
আকীকার দাওয়াত কবে পাচ্ছি ভাই??? 😀
😀
ওকে।
টুশকি-ই ফাইনাল!!!!!!!!!!!!!!!!!!
পিচ্চি এতো কিউট ক্যান্????? 😡 😡 😡
পিচ্চি রে, বড় হয়ে আর যাই হোস্ ক্যাডেট হোস্ নে...!!! তাহলে... তুই অনেকের কপাল পোড়াবি 😉
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
ভাতিজির টা জানি না, তবে টুশকি ৩১ যে সিজারিয়ান-সেইটা শিওর... :-B
পুরা আট মাস পর দিলেন... 😡
টুশকি বিনতে সায়েদ পুরা কিউট হইছে... 😀
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
ক্যান, আট মাস পর নরমালিং হইতে পারে না 😛 ??
Life is Mad.
অনেক অনেক অভিনন্দন। টুশকি মাশাল্লা খুব কিউট হইসে :tuski:
অভিনন্দন ভাই 😀 "টুশকি" মাশাল্লাহ দারুন কিউট :hug: 😀
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
অনেক অনেক অভিনন্দন, টুশকি মাশাল্লা খুব কিউট হইসে :tuski:
অভিনন্দন সায়েদ ভাই!! 🙂
'টুশকি'মণিকে অনেক অনেক আদর। খুবই সুন্দর হৈছে। মানুষের মতো মানুষ হয়ে উঠুক সেই কামনাই করি!
আর টুশকি বরাবরের মতোই! :boss:
থ্যাংকু ব্রাদার।
Life is Mad.
“টুশকি”কি cute মাশাল্লাহ 🙂 🙂
ইনশাল্লাহ বড় হয়ে cadet হবে আমাদের কলেজের :awesome:
😀 😀 😀 😀
Life is Mad.
অভিনন্দন ভাইয়া :goragori:
টুশকি কে অনেক অনেক অনেক......আদর 🙂
সায়েদ ভাই, একটা কথা কই। টুশকি নামটা ফাইনাল করে ফেলেন 😀
আর অনেক অনেক শুভকামনা টুশকিমণির জন্য। 🙂
সাতেও নাই, পাঁচেও নাই
ডাকনাম টুশকি হইলে আমাদের টুশকিমনি বড় হয়ে তার বন্ধু বান্ধব্দের সাথে মজা করে এই টুশকিগুলা পড়তে পারবে-যেসব যায়গা কিঞ্চিৎ সেন্সর করা লাগবে(সায়েদ ভাইয়ের বিব্রতকর অবস্থায় পড়া থেকে বাঁচতে) সেগুল নাহয় তখন ঠিক করে দেবেন!
😀 😛 😛 😀
Life is Mad.
শুভকামনা রইল পিচ্চির( টুশকি ) জন্যে
অ ভি ন ন্দ ন
সায়েদ ভাই,
টুশকি তো মাশা`ল্লাহ ভালো হইসে। শুভেচ্ছা।
অসাধারণ। =))
:bash:
লেখাটা পরে হাসতে হাসতে মারা গেলাম......টুশকি সবার জীবনে এমন হাসি বয়ে আনুক।।অভিনন্দন। :)) :)) :)) :)) :))
অভিনন্দন সায়েদ ভাই । আর টুশকি মামনি মাশাল্লাহ অনেক কিউট হয়েছে ।
সব্বাইকে অনেক ধন্যবাদ 🙂 ।
Life is Mad.
অভিনন্দন সায়েদ।
মামনি বড় হয়ে বাবা-মার বুক ভরিয়ে তুলুক আনন্দে এই দোয়া করি।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
সায়েদ ভাই জানে, রায়হান আবীরের কোনটা সবচেয়ে বেশি ভালু লাগছে 😛
😛 😛 😛 😛
Life is Mad.
ভাইয়া আমি আপনার টুশকিগুলার বড়ই ফ্যান,এখন এই পিচ্চি টুশকিরও ফ্যান হৈলাম। ইনশাল্লাহ রিইউনিয়নে গিয়া টুশকির সাথে আমাদের দেখা হবে
ইনশাআল্লাহ 🙂
Life is Mad.
দুধ আর ভিটামিন সি কি বাবাকে খেতে হয়? বেচারা সায়েদ, নয় মাস তোমার খুব কষ্ট হইছে বুঝি!! ;;;
টুশকি মামনির জন্য আদর।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😕 😕 😕 😕 😕 😕
Life is Mad.
প্রিসু স্যার,
এইটা কি দিলেন। :khekz:
এক্কেরে :pira:
চ্যারিটি বিগিনস এট হোম
=)) =)) =)) বেচারা সায়েদ, নয় মাস তোমার খুব কষ্ট হইছে বুঝি =)) =)) =))
ন্যাশনাল জিওগ্রাফিতে বান্দর দেখলে বাচ্চা বান্দর হয়!! :)) :)) :)) :))
আমি সিসিবিতে রেগুলার ঢু মারা শুরু করার পর আপনার সবগুলা টুশকি এক বসায় শেষ করেছিলাম।
একসাথে সব টুশকি তো আর প্রিয়তে নেওয়া যায় না। প্রথম আর শেষ টুশকি ২টা সবসময় প্রিয়তে রাখবো বলে ঠিক করেছি।
🙂
:shy: :shy:
Life is Mad.
অভিনন্দন সায়েদ ভাই, টুশিকির জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।
আর টুশকি হয়েছে বরাবরের মতই ফাটাফাটি... 😀
টুশকি বাবুটা অ-----------------------নে----------------ক কিউটু মিউটু 🙂
অভিনন্দন সায়েদ ভাই, আরো অ---------নে------------ক টুশকি চাই :guitar:
😮
😛
শতেক টুশকি?? :-/
চ্যারিটি বিগিনস এট হোম
ন্যাশনাল জিওগ্রাফিতে বান্দর দেখলে বাচ্চা বান্দর হয়!! :)) :)) :)) :)) :pira:
সায়েদ ভাই, অনেক অভিনন্দন বাবা হওয়ার জন্য।
টুশকি মামনি দারুণ কিউট, ইনশাল্লাহ বড় হয়ে আপনাদের মুখ উজ্জ্বল করবে। 🙂
:goragori: :goragori: :thumbup:
টুশকিমনি খুবই কিউট। ওর জন্য রইল অনেক আদর আর ভালবাসা।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Life is Mad.
মাশা আল্লাহ অনেক কিউট বাচ্চা। ছবি দেখে টুশকির গাল টিপে দিতে ইচ্ছা করছে। 🙂
:khekz:
:pira:
টুশকি সোনামনি দারুন কিউট। 🙂
চ্যারিটি বিগিনস এট হোম
সায়েদ ভাই রাখুক আর না রাখুক,আমি আমাদের টুশকিমনিকে টুশকি বলেই ডাকব-আজ থেকে ১০/১৫ বছর পর সায়েদ ভাইয়ের বাসায় বেড়াইতে গেলে যখন মামনিকে টুশকি মা বলে ডাকব তখন সে নিশ্চয়ই মহা বিরক্ত হবে!! :))
আমার কিন্তু ঠিকই মনে থাকবে 🙂 😛 😛 😀
Life is Mad.
হাসতে হাসতে যথারীতি...
টুশকি সোনাকে টকাস টকাস করে দুইটা আদর...
আমি অবশ্য ঢিশ্যুম ঢিশ্যুম আওয়াজ পাইলাম 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
আমিও 😛
Life is Mad.
বস, কতদিন আপনার টুশকি পাই না, তাড়াতাড়ি একটা ছাড়েন...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রথম থেকেই টুশকির মহা ফ্যান .......আজকেরটা চরম হইছে
আপনার টুশকির জন্য শুভো কামনা :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
থ্যাংকস 🙂 🙂
Life is Mad.