টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৩] [২৫]
১. আমার এক বন্ধুকে তার সিও’র চার বছর বয়সী ছেলে জিজ্ঞেস করছে: “আঙ্কেল আপনি কি এ্যাডজুট্যান্ট”?
বন্ধু বলে: “না”।
: “তাহলে আপনি কি কোয়ার্টার মাস্টার”?
: “না”।
: “তাহলে আপনি কি”?
কি বললে কি বুঝবে ইত্যাদি ভেবে বন্ধু বলল: “আঙ্কেল, আমি স্পেয়ার পার্টস”।
২. ক্লাস সেভেন থেকে কেবল ক্লাস এইটে উঠেছি। ফর্ম মাস্টার জামশেদ স্যার (জীববিজ্ঞান) সেন্ট্রাল ক্লাসে “জনসংখ্যা বৃদ্ধির কারণ” পড়াচ্ছেন। ১৬টা আলাদা আলাদা কারণ ব্যাখাসহ বলে ১৭ নম্বর পয়েন্ট “বিনোদনের অভাব” বলে আর আগান না। খানিক্ষণ চুপ থেকে এই পয়েন্টটা কেটে দিতে বললেন। সেই ব্যাখ্যা জানতে জানতে আমাদের আরও বেশ কিছুদিন লেগেছিল 😛 ।
৩. “কোথাও কেউ নেই”এর বাকের ভাই তখন খুব হিট। আমাদের অল্টারনেটিভ সিনিয়র ভাইয়ারা বাকের ভাইকে তুলে আনলেন স্টেজে। সেখানে বাকের ভাইয়ের হাতে বদির চড় খাওয়ার একটা দৃশ্য আছে। রিহার্সালে বাকের ভাই চড় মারলেও (জোড়ে মারার ভাব করলেও তাতে তেজ থাকে না) বদিরূপী মঞ্জুর ভাইয়ের (যতদূর মনে পড়ে) হাসি হাসি মুখ আর গোমড়া হয় না। ফর্ম মাস্টারের বারংবার সংশোধনীর পরও যখন সেটা ঠিক হলো না তখন স্যার বাকের ভাইকে বলে দিলেন আসল অনুষ্ঠানের সময় কড়া করে আসল চড় বসিয়ে দিতে।
যথারীতি সেই চড়ের গুণে আমরা দর্শকরা শতভাগ নির্ভুল অভিব্যক্তিসহ বদির অভিনয় পেয়েছিলাম।
৪. আব্দুর রহমান নামের একজন একবার ভালো ঝামেলায় পড়লেন। ইতিমধ্যে একজনের নাম “রহমান” হয়ে যাওয়াতে তাকে “আব্দুর” নামটাই নেমপ্লেটে লাগিয়ে ঘুরতে হল কয়েকদিন। ব্যাপারটা কর্তৃপক্ষের কোন একজনের পছন্দ না হওয়াতে নামটা “এ রহমান”এ পরিবর্তিত হল। এইবার শুরু হল সতীর্থদের কেরদানী। ইংরেজিতে “A Rahman” মানে হলো “একটি রহমান”। তারা শেষমেষ সেটাকে কিঞ্চিত সাইজ করে বানিয়ে দিলেন “AR Ahman”…..উচ্চারণের ঠ্যালায় তার শেষ পরিণতি হলো “Air Ahoman” বা “এয়ার অহোমান”!!
৫. টিজিং এর খপ্পর থেকে রবীন্দ্রনাথও বাদ পড়েননি। কলেজে তার একটা গানের প্যারোডি হয়েছিল এইরকম:
“সেদিন দুজনে েেছিনু বনে
সারা বনে পানি ছিল না,
কচু পাতা দিযে োা মুছেছিনু
চুলকানি আজও গেল না….।”
৬. অনেকদিন আগের পত্রিকায় দেলোয়ার হোসেন সাঈদীর কথা পড়ছিলাম। তিনি সংসদে বক্তৃতা রাখার সময় মানব দেহের হাড়বিহীন অঙ্গ প্রত্যঙ্গসমূহের এক এক করে নাম বলেছিলেন। কিন্তু কেমন করে যেন বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গটার নাম বেমালুম ভুলে গিয়েছিলেন 😀 ।
৭. এখানে Wulki Farm নামে একটা ব্যক্তিগত ফার্ম হাউস আছে যেটাকে হলিডে রিসোর্ট বা মিনি চিড়িয়াখানা হিসেবে ব্যবহার করা হয়। গত উইকএন্ডে সেখানে যেয়ে মর্কটকূলের একাকী এক সদস্যের সাথে দেখা হলো। সে তার অন্যান্য ভাই বেরাদরের তুলনায় অনেক বিষন্ন, দুঃখী। বেচারার জন্য মায়াই লাগল।
বয়েজ,
টুশকি চব্বিশ নাইমা গেছে....
জলদি ফল ইন এ নাইমা যা সবাই :clap: :clap:
অন প্যারেড অল কারেক্ট :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
এই ফক্স কলিং রাইতে দেখি 1st হইয়া গেলাম :guitar: :awesome: :awesome: যাই পড়ি গিয়া :tuski:
সংসারে প্রবল বৈরাগ্য!
বস, চার জন নাই... O:-)
দুইজন নন-মুসলিম, আর দুই জন হিঁন্দু... :-B :khekz:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:)) :)) :)) :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:tuski: -২৫ (টুশকি-২৫ ) আসতেছে শিগগির :party: টুশকির তো এইবার রজতজয়ন্তী পালন করতে হয়। ফৌজি আর তাইফুর, কি কস?
কামরুল, জিহাদ এবং অন্যান্য ব্লগ এডু, মডু ও ছুডু ভাইয়েরা,
টুশকির রজত জয়ন্তী কে কিভাবে পালন করতে চাও জানাও তো দেখি তোমাদের আইডিয়াগুলা...
😕 😕 😮 :shy: :shy: 😡 😡
Life is Mad.
প্রথম
প্রথম হওয়ার জন্য রবিনকে নোবেল প্রাইজ দিলুম :khekz: :khekz: :khekz: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:(( :((
কান্দিস না বাপ........কান্দিস না।
তোরে লজেন কিন্না দিমুনে 😛 😛 ।
Life is Mad.
:)) :)) :)) :))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আমিও আছি,প্ র্থম না লাস্ট এইটা বুঝি না,কইবার পারি যে আমিও আছি..................সায়েদ বস,বড় ই সুন্দর হইছে...............।। :gulli2: :tuski: :guitar:
হেল্লো ব্রাদার,
তোমাকে অনেকদিন পর দেখলাম মনে হচ্ছে।
থ্যাংকস :shy: :shy: ।
Life is Mad.
দোস্ত, বরাবরের মতো এবারো টুশকি হিট। ৫ নম্বর টা তো পুরা সিরাম 😛 ;))
:just: :pira:
এত কিছু থুইয়া তোর ৫ নম্বরটা মনে ধরল 😉 😉 😉 ?
Life is Mad.
তুই তো জানিসই প্যারোডি কবিতা, ছড়া বা গানের প্রতি আমার দূর্বলতার কথা, তাই... 😛
জটিলস, ঝাক্কাস।
থ্যাংকু..... :shy: ।
Life is Mad.
জামশেদ স্যারের কথা মনে পইড়া গেল। আমাদের তখন এইচএসসি থিওরী শেষ, প্র্যাক্টিকাল বাকি। একদিন ডিনার শেষে আমরা এক রুমে বসে টোবাকো মিক্চার বানাচ্ছি 😛 , স্যার প্রেপ গার্ডে যাবার সময় হাউজে একটু উঁকি দিলেন পরীক্ষার্থিরা পড়াশুনা করছে কিনা তার খোঁজ নিতে, যথারীতি স্যারের কাছে ধরা :bash: । ওনার কোমরে হাত দিয়ে কথা বলার অভ্যাস ছিল। উনি বললেন, "আর ক'দিন পরতো চলেই যাবে, তখন আমাকে এসে বোল, বোতল কিনে দেব; এই কটা দিন এসব না করলেই কি নয়?" 😀 যাই হউক ওগুলো সীজ্ করে নিয়ে গেলেন। আমরা কলেজ ছেড়ে চলে আসার দিন সবকিছু ফেরৎ দিয়ে দিয়েছিলেন। :awesome:
সায়েদ ক্যারি অন ব্রো, ভাল হচ্ছে।
জামশেদ স্যার বস পাবলিক।
আমরা খুব অল্প সময়ের জন্য পাইছিলাম।
Life is Mad.
২ নাম্বারটা পড়ে একটা কথা মনে পড়লো। এটা সম্ভবত ক্লাস নাইন-টেনের সামাজিক বিজ্ঞান বইতে পড়েছিলাম।
জনসংখ্যা বৃদ্বির একটি কারন হচ্ছে, ক্ষুধার্ত মানুষের যৌন চাহিদা বেশি থাকে। অভাব অনটনের আমাদের এই দেশে তাই জনসংখ্যাও মাশাল্লাহ। 😀
সবাই খাইয়া না খাইয়া াগায়না রে ভাই, কেউ কেউ শুধু না খাইয়া াগায়। 😀 😀 😀 😀
আমি শুধু একটা কথাই বলি সবসময় ,টুশকি চলছে চলবে। :tuski:
আমাদের অর্থনীতি বইতে জনসংখ্যা বৃদ্বির একটি কারন হচ্ছে,
lack-age of recreation:-গ্রাম এর বধুরা recreation করার খুব একটা
সুযোগ পায়না তাই তারা অধিক সন্তান জন্ম দিয়ে তাদের নিয়ে খেলা ধুলা করে তাদের সময় কাটায়
ছুড পুলাতো তাই বুঝে নাইক্কা। আসলে অন্য বিনোদনের কথা বোঝানো হইছিলো। :-B 😉 😉
হুমমমম......ব্যাপারটা মাথায় থাকল 😉 😉 😀 ।
Life is Mad.
যারা বেশি কস্ট করে তাদেরও। আইসিসিএসএম প্র্যাক্টিসের সময় হাড়ে হাড়ে টের পাইছি।
কী বলেন স্যার কিছু বলেনাই 😮
😮 😮
আমি ধরা খাবার পর বলসে যা যা আসে সব জমা দিয়া যাও
আমি ২টা লাঠি আর একটা আগুন দিয়া আসলাম
অগুলা আর ফেরত দিলনা :bash:
আর ৪/৫ দিন পরেই আমাদের কলেজ ছেড়ে একবারে চলে আসার কথা তাই কিছু বলেনাই।
ওহ স্যার টাও বোধহয় ভাল ছিল :boss:
তুমারে ধরছিল ক্যাডায় 😛 😛 😉 ???
Life is Mad.
আপনেরা বোধহয় পাননাই স্যার তখন FCC তে ছিল।
অখিল কুন্ডু স্যার। 😐
অখিল চন্দ্র কুন্ডু স্যার আমাদের কলেজে ছিলো। ইনি একবার আমাদের পিকনিকে গান গাইছিলেন।
সায়েদ ভাই, একদম ঝাক্কাস! :tuski: :tuski: :tuski:
২,৩,৫ একেবারে :gulli2: :gulli2: :gulli2:
আপনার টুশকি হইল এই ব্লগের প্রাণ। :salute:
থ্যাংকু.......।
আর তোমরা হইলা টুশকির প্রাণ :boss: :boss: ।
Life is Mad.
সায়েদ ভাই
সত্যি আপনি ভাই :boss: :boss: :boss:
আপনা আপনি মাথায় হাত উঠে গেল :hatsoff: :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:thumbup: :thumbup: :salute:
সংসারে প্রবল বৈরাগ্য!
:dreamy: :dreamy: ভাবতাছি.......ক্যাম্নে কি?????
Life is Mad.
টুশকি উদযাপন প্রসঙ্গেঃ
আচ্ছা টুশকির রজত জয়ন্তী উপলক্ষে একটা প্রীতি ভোজ করলে কেমন হয়?ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে স্পন্সর করবেন সায়েদ ভাই 😀 😀 😀 ভাইবোনেরা কে কে আছেন হাত তুলেন!!!!!!
প্রীতি ভোজের আইডিয়াটা দারুন। :clap:
তবে মাস্ফ্যুর খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণের গ্যারান্টি দিতে হবে। :grr: :grr:
:thumbup: :thumbup:
সংসারে প্রবল বৈরাগ্য!
:just: ইমো ইউজ কইরা নিজের কমেন্ট কাউন্ট বাড়ানোর অপরাধে কাইয়ুম ভাইয়ের ব্যাঞ্চাই! 😀
কাউরে কইসনা 😀 খালি প্রথম দিনই ফেরাস্ট হইতে পারছিলাম, এর পর থেইকা আর একদিনও ধারে কাছে যাইতাম পারিনাই :(( আইজকা পোলাপাইন কম দেইখা একটা হার্ড টেরাই দিতাছি 😀 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
আপনিও কাউরে কইয়েন না, আমিও একই ধান্দায় আছি। 😀
এখন পর্যন্ত ৩য় এর বেশী হইতে পারলাম না। 🙁
কিরে আমার আর তোর কথা কাম্রুল শুনলো ক্যামনে
ফুচকি দিয়া আমাগো শলা পরামর্শ শুইনা ফালানোর জন্য কাম্রুলের ব্যাঞ্চাই 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই, কামরুলের মনে হয় বডিতে সিভিল পানি বাইড়া গেছে। ভালোমত রগড়া দেন! 😡 😡 😡
:)) =)) =)) :khekz: :khekz:
Life is Mad.
আইজকা আমি আছি। 😀
চিপা দিয়া ফার্স্ট হওয়ার টেরাই করার জন্য আপনার ব্যাঞ্চাই। x-(
১টা বাজলেই দিনের সর্বোচ্চ মন্তব্যকারীর নতুন লিস্ট আইবো। তাড়াতাড়ি বাড়াইয়া লই। 😀 😀
ফয়েজ ভাইরে ধরা খুব মুশকিল। 😕 😕 😕
উনি গতকাল্কের ফার্স্ট। আইজকা উনার খাওয়া নাই। 😀 😀 😀
বলা তো যায়না! উনি কোন চিপা দিয়া আইসা আবার ফার্স্ট হইয়া যায়!
মামদোবাজি শুরু করছ না। খাড়াও
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
অক্কি! আপনি কুন দিয়া আইলেন 😛
হায় হায়! ফয়েজ ভাই কোনদিক থাইক্যা আসল!
কামরুল, চল পালাই!
ফয়েজ ভাই হা-জি-র ........।
Life is Mad.
হাত তুলার ইমো নাই, তাই আপাতত আঙ্গুল তুললাম :thumbup:
হাত তুলা মানে তো সারেন্ডার 😕 😕 😕 😕 ।
ক্যান ভাই??
Life is Mad.
:hatsoff:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
প্রীতি আইব নাকি??? কস কিরে মাস্ফু 😮 😮 😮 😮 😮
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্যাটরিনা কাইফ আইলে বেশি খুশি হইতাম... :-B
আহ... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
দুইজনই আসুক 😡 😡
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:awesome: :awesome: :tuski: :awesome: :awesome:
:party: :party: :tuski: :party: :party:
মাস্ফ্যু :thumbup: :tuski: :thumbup: :thumbup:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
টুশকি ভাই,
CPAG...চোখে পানি এসে গেল... :tuski:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
7ND (৭ নম্বরটা দেইখা? 😉 )
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
আমারো CPAG 😀
এক বাক্সে ইমো আরেক বাক্সে লেখা এই ভাবে এক কমেন্ট ২ ভাগ কইরা দেবার জন্যে তানভীরের ব্যাঞ্চাই। x-(
সিপ্যাগ(CPAG) কি???? :-/
ওই মিয়া, তুমি সাকেব ভাই এর মত বস্ মানুষের কমেন্ট মিস করলা!!! সাহস তো কম না! এক্ষুনি লং আপ হইয়া থাক! 😡 😡
তানভীর তার আগে ওরে লুঙ্গি পইড়া নিতে কইস কিন্তু। :grr:
CPAG আমিও বুঝি নাই। ক্যাম্নে????
Life is Mad.
Chokhe Pani Ashe (E হইলে ভাল হইত... :-B ) Gelo... B-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
হুম ঠিক ঠিক :-B
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
CPAG…দেইখাই CPAG… আইসা গেল :((
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
আইনের কথার বলার কারনে আগে থেকেই সুরি। আমাদের একটা কেস আছে CPAG(Child Poverty Action Group) নামে।
আমাদের আশরাফকে জিজ্ঞেস করি- কীরে মাসুদ নাকী এডজুটেন্ট, ড়্যাংকও পড়লো সব পোলাপান, তোর এই অবস্থা ক্যান?
ও বলে- আমি জমাখানায় জমা হয়ে গেছি। আমারে দিয়ে কিচ্ছু হবে না। 😀
আমার মন্তব্যের জবাব নাই 🙁 🙁
এই জো্কটা ভালো হইছে =)) :goragori: :khekz: :pira:
জোক তো করি নাই। 😕
আরে র এর পর য- ফলা দেওয়া যাইতোনা। তাই র এর য-ফলা আছে, এমন সব কিছুতে "ড়্য" লেখার অভ্যাস হয়ে গেছে। :bash: :bash:
ইন্টাড়্যাকশন, ড়্যাব ব্লা ব্লা ব্লা।
যত যাই হোক জুক্সটা ভালো হইছে 😀 😀 😛 😛 ।
Life is Mad.
আমি অনেকদিন ব্লগে ছিলাম না বইল্যা আপনার টুশকী বেশিরভাগই পড়া হয় নাই।
সময় কইরা দৌড়ামু।
কড়া হইছে। 😀 😀 😀 😀
থ্যাংকু..... :shy: ।
Life is Mad.
তানভীর, আমি ঠিকই ধরসিলাম...তুমি অনেক দুষ্টু আছো x-(
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
আয় হায়! এইটা কি বললেন ভাইয়া! 🙁 আমি তো খুব ভালো ছেলে, মোটেই দুষ্টু না! :no: :no:
আমাদের একজন ছিল, চিনবা মনে হয়, ডন। এখন আর্মিতে। ওর পুরো নাম মাহমুদ মাওলা ডন।
যখন কলেজে ডুকি তখন ওর নাম "মাওলা" তো মাওলা ছিল ওদের ফ্যামিলি টাইটেল, বাপে পোলায় এক লগে ঘুরলে, কেউ যদি মাওলা বলে ডাকে, দুইজনি জবাব দেয়। এই বিড়ম্বনা থেকে বাচানোর জন্য ওর নাম চেঞ্জ করে দেয়া হল "ডন", কারন মাহমুদ নামে আর একজন আছে। পড়ে প্রিন্সিপাল স্যার "ডন" চেঞ্জ করে বানিয়ে দিলেন "মাহমুদ" আর প্রথম মাহমুদ হয়ে গেল সৈয়দ।
লেখা ভাল হইছে।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
২০০৭ এর প্রথম দিকে ডন স্যার সিলেটে একটা কোর্সে আমার ইন্সট্রাকটর ছিলেন 😀 😀 । কোর্স সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানে উনার নাম নিয়ে আমরা ছোট্ট একটা ফান করছিলাম 😛 😛 । ঐটা টুশকি ২৫ এ শেয়ার করব 😀 😀 ।
বসের ক্যামেরায় হাত খুব খুব ভালো। উনার ক্যামেরাটা চামে চিকনে ব্যবহার করার সুযোগ হইছিল।
আপনাকে ধন্যবাদ ভাইয়া।
Life is Mad.
সায়েদ ভাই এর অনুমতি পেলে আমি টুশকির (১-২৪) পর্বের ই-বুকটির ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিতে পারি 😉
এইটা আবার কি জিনিস 😮 😮 😮 ?????
১-২৪ পর্বের ই-বুক আইলো কোথ্থিকা????
ওই মিয়া কি কও????
Life is Mad.
ই-বুক??? 😮
বিলাডি নাজমুল...রয়ালিটি মানি কই??? x-(
কপিরাইট মামলায় কিন্তু ফাঁইস্যা যাইবা... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
রয়্যালিটি মানি?? কপিরাইট???
তলে তলে বহুত কিছু চলতাছে মুনে অয় :-B :-B ।
Life is Mad.
বস
এই দুইডারে কেয়ামতের আগ পর্যন্ত রগড়াইতে হবে। অনুমতি দেন তো শুরু করি। 😉 😉
অনুমতি দেয়া হইলো 😀 ।
খালি একটু খেয়াল কইরো রগড়াডা যেন প্যারেড গ্রাউন্ডে দুক্কুর বেলা হয় 😉 😉 ।
Life is Mad.
আল্লাহ আমারে সাহায্য করসে ভাগ্যিস ইবুক টা লাষ্টে হয়নাই। 😛
কবীর ভাই এখনো বেশি বিক্রী হয়নাই ২০০০ কপি বিক্রী হওয়ার সাথে সাথে আপনারে কিছু টাকা দিমু 🙁
আর সায়েদ ভাই কে ধন্যবাদ 😀
ওই মিয়া তোমারে পারমিশন দিল ক্যাডা?
আমি তো কামরুলরে পারমিশন দিছি তোমাগো ধইরা রগড়ানি দেয়ার লাইগা 😛 😀 ।
Life is Mad.
আমি তো বিক্রী করতেসি লুকাইয়া 😉
অনুমুতি লাগবেনা :))
সায়েদ মামা,নিজামিরে নিয়া সেই জুকটা আমার ন্যাংটা কালের হইলেও লুকায় লুকাইয় যায়যায়দিন(বিশেষ কইরা প্রেমলীলা সেকশন) পড়তে গিয়া চোখে পড়ছিল। নিজামী সংসদে কইছিলেন যে জিহবা মানব দেহের একমাত্র হাড়হীন অংগ,এইটার পবিত্রতা বজায় রাখা উচিত।এই কথার সমালোচনা কইরা যাযাদিতে লিখা হইছিলঃমানব দেহের আরেকটা অংগ আছে হাড়হীন কিন্তু নিজামী সাহেবের ওই অংগ সম্ভবত এত শক্ত যে তিনি তা হাড়হীন কিনা বুঝতে পারেন না 😀 😀 😀
এইডা নিজামী না সাঈদী 😕 😕 😕 😕 ????
Life is Mad.
ছিঃ কী খারাপ কথা 🙁
আমি তো জানি এইটা সাঈদী(মাওলানা সেলোয়ার হোসেন দাঊদী-আনীসুল হক এর বইয়ের একটা চরিত্র,বইয়ের নাম বোধহয় অন্ধকারের কয়েকশ বছর খুব ভাল একটা বই)
:boss: :boss: :boss:
সায়েদ ভাই,.................সিরুম................. :just: সিরুম
:goragori: :goragori: :goragori: :goragori: :goragori:
:party:
বান্দরের ছবিটা বহত খুব...
আপনার টুশকি পড়ে যে কি কমেন্ট দিব...অনেক ভাবনা চিন্তা করেও খুজে পাইনা 🙁
শ'খানেক গুলি ফুটাও আর হালি চারেক বুমা ফাটাও 😀 😀 😛 😛 ।
Life is Mad.
সায়েদ ভাই আপনারেতো বস মানছি অনেক আগেই। আরো টুশকি চাই।
তা তো বুঝলাম, কিন্তু গত কয়েকদিন আছিলা কোথায় 😛 ???
Life is Mad.