টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৪]
১. লাইবেরিয়ানদের মুখে শর্টকাট ইংরেজি শুনে শিকদার স্যারের (ইংরেজি) উচ্চারিত একটা বাক্যের কথা মনে পড়ে গেল। স্যার বলতেন, “কালাকালিল্লা” – যার অর্থ “কালো কালির লেখা”।
২. পরীক্ষার আগে ইন্সট্রাকটরের কাছে সাজেশন চাওয়া হলে বললেন, “জাস্ট রিড অল দ্যা ব্ল্যাক পোরশন অফ হোয়াইট বুক। আই ক্যান সে দিস মাচ দ্যাট ইউ উইল গেট হান্ড্রেড পার্সেন্ট কমন”।
৩. এক অবিবাহিত বন্ধু সেদিন বহুত আক্ষেপ করে আমাদের বলল, “আমার তো হাতের রেখা মুইছা যাইতেছে ….তোরা কিছু একটা কর”।
৪. ময়মনসিংহের এক আপুর কথা শুনেছিলাম যিনি ভাইবা বোর্ডের সামনে যেয়ে রীতিমতোন কাঁপাকাঁপি করছিলেন। তখন এক রসিক সদস্য তাকে বলে বসলেন গান গাওয়ার জন্য। আপু গাইলেন, “আমি ভয় করব না ভয় করব না……”। ভয় তাড়ানিয়া গানই বটে।
৫. আমাদের সবগুলো কোর্সই হয় প্রচন্ড প্রেশারের উপর – খুব কম সময় কিন্তু অনেক বিষয় থাকে আয়ত্ব করার। সেমিস্টার সিস্টেমের মতোন এগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে না থাকলে, রাত জেগে পরিশ্রম না করলে ভালো করার কোন সম্ভাবনাই নাই। সেটাকেই স্মরণ করতে (এবং করিযে দিতে) বাথরুমের দরজার উপর কেউ একজন লিখে রাখল, “জেগে থাকো, লেগে থাকো”। লেখাটার উপর যৎসামান্য মেরামতির পর চেহারা দাঁড়ালো এরকম, “জেগে থাকো, লাগাইতে থাকো”।
৬. লাইবেরিয়া কালোদের দেশ হলে কি হবে এখানের সি-বীচগুলোতে উইকএন্ডে দেখার মতোন নানান উপাদান থাকে 😉 । সৈনিকদের একটা দলকে বীচে পাঠানোর সময় আমার এক কলিগ ব্রিফ করে দিচ্ছেন,”…..বীচে যাবি, ন্যাংটাপুটু দেখবি, চলে আসবি। কোন উল্টাপাল্টা ছবি তুলবি না, অসভ্যতা করবি না। বুঝছিস”?
৭. লাইবেরিয়ান ইংলিশ:
কুয়াটা = কোল্ড ওয়াটার। রাস্তায় পানি বিক্রি করার সময় “কুয়াটা কুয়াটা……ওয়াটাকু” শোনা যায়।
চুগা = চুইং গাম।
টুগা = টু গার্ল। একজন তার বাচ্চাকাচ্চা কতজন তা বর্ণনা করছিল।
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:boss: অসাধারণ হইছে ...........ডাবল অসাধারণ কমু যদি আমার নিচের কমেন্টটা একটু দয়াকরে মুছে দেন
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
ক্যান নিচের কমেন্ট কি দোষ করল :-/ ?? "জাস্ট" ভালোই তো হইছে 😛 😛 ।
Life is Mad.
সায়েদ ভাই, জাইগা থাকেন আর একের পর এক টুশকি লাগাইতে থাকেন :awesome: :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
ভাল হইছে। তিন নম্বরটা অসাধারন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ফয়েজ ভাই বলার পরে অসাধারণত্বটা টের পাইসি। :khekz: :khekz:
সাতেও নাই, পাঁচেও নাই
ক্যান?তারপর কি নিজের হাতের দিক তাকইছিলা?
:just: :pira:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
পিরা টুশকি...পিরা কমেন্ট...
:pira:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
=)) =)) :tuski: :tuski: :tuski: :tuski: :khekz: :khekz:
Life is Mad.
:goragori: :goragori: :goragori:
সায়েদ ভাই, :just: জাইগা থাকেন আর একটার পর একটা লাইগা থাকেন।
:pira: :pira:
আর তোমরাও :just: আমারে উৎসাহ দিতে থাক :guitar: :guitar: :awesome: :awesome: ।
থ্যাংকস ডিয়ার।
Life is Mad.
:)) :khekz: :khekz: :khekz:
:just: সিরুম সিরুম...
সুন্দর হইসে :clap:
লাইবেরিয়ানগুলাতো লাইবেরিয়ার ইংলিশ ভুল কয় x-(
টুগা = টু গার্ল হইলে চুগা = অন্যকিছু হবার কথা :-B :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
কি হওয়ার কথা রে 😕 😉 😉 😕 😛 😛 ????
Life is Mad.
কমু??
না থাউক, এডু স্যার আইসা থাবড়া দিবার পারে ;)) ;))
সংসারে প্রবল বৈরাগ্য!
ইয়াহুতে ক ব্যাটা 😉 ।
Life is Mad.
কড়ড়া ঝাল টুশকি নামছে এইবার :pira: :pira:
পোলাপাইন পানি খুইজা পাইবোনা :grr: :grr:
সংসারে প্রবল বৈরাগ্য!
পানি না পাইলে ফায়ার ব্রিগেড ডাকবো........নাম্বারটা কত যেন 😀 😀 ????
Life is Mad.
ছি ! ছি! ছি! সায়েদ ভাই এতো খারাপ। 😛
বাহ! বাহ! বাহ! টুশকি এতো ভালো। 😀
আমি জ্ঞিন হিরাবো মিরেই যিবো
বিঁচাতে পিরবেনা কিউ :khekz: :pira:
:khekz: :khekz: :pira: :pira:
সংসারে প্রবল বৈরাগ্য!
:tuski: :tuski: :awesome: :awesome: :)) :))
Life is Mad.
৩ আর ৬ এর জন্য আপ্নেরে :boss:
টুশকি রে টুশকি তুই এত ভস ক্যান????
অফ টপিক-এই :just: ইমোটা ভ্যান করপো :(( :(( :((
:just: ভ্যান ;)) ;)) ??
Life is Mad.
=)) :pira: :khekz: :)) :clap:
😀 😀
সায়েদ ভাই, এরপরের ছবি ব্লগটাতে লাইবেরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের উপর জোর দিয়েন... :-B
এই যেমন ধরেন...সি বিচ!!! O:-)
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সহমত :thumbup: :thumbup:
সায়েদের লাস্ট কোয়ার্টার চলতাছে লাইবেরিয়াতে
এই সময় 'প্রাকৃতিক সৌন্দর্যের' উপর জোর দিলে কচিকাচারা ঝালের চোটে ভস্ম হয়ে যাবার ব্যাপক সম্ভাবনা থাকলেও এই প্রস্তাবে :thumbup: না দিয়া পারতাছিনা 😀
সংসারে প্রবল বৈরাগ্য!
তাইলে তোমরা এক্ষুণি ওয়ার্ম আপ শুরু কর 😀 😀 😀 😀 😀 ।
Life is Mad.
আমি তো ওয়ার্ম আপের আগেই গরম হইয়া আছি। 😀
আন্টি ই ই ই ই ই, কামরুল ভাইএর বিয়ার বয়স হয়ে গেছে... :-B
:awesome: :awesome: :awesome:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
সায়েদ ভাই, এইবার পুরা ঝিপ টুশকি! :tuski: :tuski: :tuski:
আপনার সাথে দেখা হইলে প্রথমেই আপনারে :salute: দিমু।
ঝিপ'এর একটা ইমো থাকলে কেমন হইতো :-B
সংসারে প্রবল বৈরাগ্য!
বস্! আমি সহমত! 😀
ঝিপ এর ইমো 😮 😮 ????
এক ঝিকিপম নিয়াই যা হইছে ..........ইমো থাকলে না জানি কি হয়!!!!
(তয় প্রস্তাবটা পসন্দ হইছে 😛 😛 😛 😛 )
Life is Mad.
৩ আর ৬
:just: :pira: টাইপ :tuski:
:thumbup: :thumbup: :thumbup:
:tuski: (টুশকি) হাজার পর্ব হোক, পাঠকের অভাব হবেনা কোনদিন :awesome: :guitar:
:pira: :pira: :pira: :pira: :pira: :pira: :pira:
সায়েদ ভাই এগিয়ে চল,
আমরা আছি তোমার সাধে...
সায়েদ ভাই এর মার্কা,
"** **" মার্কা... 😀
:just: পুরা উরা ধুরা :awesome: :awesome: :awesome: :guitar: :goragori:
কি মার্কা রে?????
Life is Mad.
টুশকি এই ব্লগের সবচেয়ে জনপ্রিয় সিরিজ। আমি এসে কখনো এইটার পাঠক নম্বর ১০০ এর ভিতরে থাকতে পারলাম না। দেওয়ার সাথে সাথে কমেন্ট ও মাশাআল্লাহ যেই হারে পড়ে, সায়েদ ভাই সালাম বস আপনারে।
তোমার জন্য শুভেচ্ছা ভাইডি 🙂 🙂 ।
Life is Mad.
সায়েদ ভাই আমার চেয়ার ভাঙ্গার জন্য জরিমানা দিতে হবে। পিরতে পিরতে শেষ। :goragori: :goragori: =)) =))
আয় হায় :awesome: :awesome: :awesome: .............বীচে যাবি, ন্যাংটাপুটু দেখবি, চলে আসবি। কোন উল্টাপাল্টা ছবি তুলবি না, অসভ্যতা করবি না। বুঝছিস”?............।। =)) =)) =))
hridoyrakin...