টুশকি ২৩

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৮] [১৯] [২০] [২১] [২২] [২৪]

১. লাইবেরিয়ানদের মুখে শর্টকাট ইংরেজি শুনে শিকদার স্যারের (ইংরেজি) উচ্চারিত একটা বাক্যের কথা মনে পড়ে গেল। স্যার বলতেন, “কালাকালিল্লা” – যার অর্থ “কালো কালির লেখা”।

২. পরীক্ষার আগে ইন্সট্রাকটরের কাছে সাজেশন চাওয়া হলে বললেন, “জাস্ট রিড অল দ্যা ব্ল্যাক পোরশন অফ হোয়াইট বুক। আই ক্যান সে দিস মাচ দ্যাট ইউ উইল গেট হান্ড্রেড পার্সেন্ট কমন”।

৩. এক অবিবাহিত বন্ধু সেদিন বহুত আক্ষেপ করে আমাদের বলল, “আমার তো হাতের রেখা মুইছা যাইতেছে ….তোরা কিছু একটা কর”।

৪. ময়মনসিংহের এক আপুর কথা শুনেছিলাম যিনি ভাইবা বোর্ডের সামনে যেয়ে রীতিমতোন কাঁপাকাঁপি করছিলেন। তখন এক রসিক সদস্য তাকে বলে বসলেন গান গাওয়ার জন্য। আপু গাইলেন, “আমি ভয় করব না ভয় করব না……”। ভয় তাড়ানিয়া গানই বটে।

৫. আমাদের সবগুলো কোর্সই হয় প্রচন্ড প্রেশারের উপর – খুব কম সময় কিন্তু অনেক বিষয় থাকে আয়ত্ব করার। সেমিস্টার সিস্টেমের মতোন এগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে না থাকলে, রাত জেগে পরিশ্রম না করলে ভালো করার কোন সম্ভাবনাই নাই। সেটাকেই স্মরণ করতে (এবং করিযে দিতে) বাথরুমের দরজার উপর কেউ একজন লিখে রাখল, “জেগে থাকো, লেগে থাকো”। লেখাটার উপর যৎসামান্য মেরামতির পর চেহারা দাঁড়ালো এরকম, “জেগে থাকো, লাগাইতে থাকো”।

৬. লাইবেরিয়া কালোদের দেশ হলে কি হবে এখানের সি-বীচগুলোতে উইকএন্ডে দেখার মতোন নানান উপাদান থাকে 😉 । সৈনিকদের একটা দলকে বীচে পাঠানোর সময় আমার এক কলিগ ব্রিফ করে দিচ্ছেন,”…..বীচে যাবি, ন্যাংটাপুটু দেখবি, চলে আসবি। কোন উল্টাপাল্টা ছবি তুলবি না, অসভ্যতা করবি না। বুঝছিস”?

৭. লাইবেরিয়ান ইংলিশ:

কুয়াটা = কোল্ড ওয়াটার। রাস্তায় পানি বিক্রি করার সময় “কুয়াটা কুয়াটা……ওয়াটাকু” শোনা যায়।
চুগা = চুইং গাম।
টুগা = টু গার্ল। একজন তার বাচ্চাকাচ্চা কতজন তা বর্ণনা করছিল।

৪৬ টি মন্তব্য : “টুশকি ২৩”

  1. রায়হান আবীর (৯৯-০৫)

    সায়েদ ভাই, :just: জাইগা থাকেন আর একটার পর একটা লাইগা থাকেন।

    ..বীচে যাবি, ন্যাংটাপুটু দেখবি, চলে আসবি। কোন উল্টাপাল্টা ছবি তুলবি না, অসভ্যতা করবি না। বুঝছিস”?

    :pira: :pira:

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    সায়েদ ভাই, এরপরের ছবি ব্লগটাতে লাইবেরিয়ার প্রাকৃতিক সৌন্দর্যের উপর জোর দিয়েন... :-B
    এই যেমন ধরেন...সি বিচ!!! O:-)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. কামরুলতপু (৯৬-০২)

    টুশকি এই ব্লগের সবচেয়ে জনপ্রিয় সিরিজ। আমি এসে কখনো এইটার পাঠক নম্বর ১০০ এর ভিতরে থাকতে পারলাম না। দেওয়ার সাথে সাথে কমেন্ট ও মাশাআল্লাহ যেই হারে পড়ে, সায়েদ ভাই সালাম বস আপনারে।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।