টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৬] [১৭] [১৯]
১. আমার দুই ক্লাসমেট সামিরুল আর কাওসার যথাক্রমে রংপুর ও যশোর ক্যান্টনমেন্ট থেকে ঢাকায় এসে ছুটি কাটাচ্ছিল। খেলা পাগলা এই দু্জন রামপুরা আর হাতিরপুল থেকে লম্বা দূরত্ব ঠেঙ্গিয়ে বিকেলে চলে আসত এমআইএসটি’র মাঠে ফুটবল খেলতে। সব পরিচিত মুখের মধ্যে দুইটা অপরিচিত মুখ দেখে মাঠের বাইরে জনৈক ইন্সট্রাকটর আমাকে জিজ্ঞেস করলেন, “ওরা কারা”? আমি ওদের পরিচয় জানালাম। ক্যান্টনমেন্টের বাসিন্দা ছুটিতে এসে অন্য এক ক্যান্টনমেন্টে সময় কাটাচ্ছে ব্যাপারটা তার ঠিক মাথায় ঢুকছিল না। তার বিস্মিত প্রকাশ, “….ওদের কি কামড়ায়”?
২. তখন রঙ্গিলা’র উর্মিলা খুব হিট। সেই গান দেখতে এক পিচ্চির আবদার, “ঐ হাফপ্যান্ট পড়া আন্টিটার গান দেখবো….”।
৩. মাটিতে গড়াগড়ি করে আমাদের উইনিফর্মে ভালোমতোন কাদামাটি লাগালে অনেকটা বিডিআর এর ইউনিফর্মের মতোন দেখতে হয়। কম্যান্ডো কোর্সের স্টাফরা ডিসিপ্লিন ঠিক রাখার জন্য প্রায়শই মনে করিয়ে দেন, “স্যার, যা বলি ঠিকঠাক শুইনেন। নইলে ধইরা বিডিআর বানাই দিব কিন্তু”।
৪. অনেক দিন আগে উম্মাদের কোন একটা সংখ্যায় ফ্রেঞ্চ ল্যাংগুয়েজ কোর্স করা কোন একজনকে নিয়ে ফান করা হয়েছিল। তার বলা চন্দ্রবিন্দুবহুল (ঁ) ডায়লগ শেষ হয়েছিল অনেকগুলো ডট দিয়ে। কারণ হিসেবে নিচে আলাদা করে কোট করা হয়েছিল “কম্পিউটারে আর চন্দ্রবিন্দু নাই বলে ডায়লগ শেষ করা গেল না”।
কাহিনী হচ্ছে, আমি সত্যি সত্যিই সেটা বিশ্বাস করেছিলাম 😛 ।
৫. আমাদের এক হুজুর কোন একটা কাজে অফিসে গেলে জনৈক সিনিয়র অফিসারের সামনে পড়ে যান, “….আপনার পিছনে যারা মুনাজাত ধরে তাদের বেহেশতে যাওয়া নিয়ে বহুত সন্দেহ আছে। আপনার চাইতে ড্রাইভার রমজান বরং অনেক ভালো”। বেচারা হুজুরের তো আক্কেল গুড়ুম। বলে কি? কারণ জিজ্ঞেস করতেই জবাব এলো, “আপনি মুনাজাত ধরলে পিছনের সবাই তো ঘুমায়। রমজানরে দেখেন। ও যখন গাড়ি চালায় তখন পিছনের সবাই জোরে জোরে আল্লাহ আল্লাহ করে আর তওবা কাটে। তাইলেই বোঝেন……”।
৬. ইউনিটের জুনিয়রমোস্ট সেকেন্ড লেফটেন্যান্ট সিও’র মন্তব্যের বিরোধিতা করে কমেন্ট করে বসল ভরা মজলিশে। মুহূর্তে সব চুপ….পিনপতন নিরবতা। না জানি কি হয়, না জানি ক্যামনে বোমাটা ফাটে। সিও চিবিয়ে চিবিয়ে বলে উঠলেন, “তোমার গলাটা ইদানিং বেশি লম্বা হয়ে গেছে”। সেকেন্ড লেফটেন্যান্ট তখন বেপরোয়া, “স্যার, খাবার সময় যখন চিকেন সার্ভ করা হয় তখন আপনি থেকে শুরু করে সবার সামনে দিয়ে আমার পর্যন্ত যখন আসে তখন থাকে শুধুই গলা। আমার গলা তো লম্বা হবেই”।
৭. ১৬ কিমি দৌড় হচ্ছে। মহিলা সহকর্মীর ওয়াটার বটলের কভারে বলপেনের কালিতে কি যেন একটা লেখা আছে। ব্যাপারটা শুরুতে খেয়াল করলেও দৌড়ের কারণে পড়তেই পারছিলাম না। ১৪ কিমি পার হবার পর হঠাৎ করে গতি কমলে বুঝতে পারলাম লেখা আছে “১৮ বেঙ্গল”। এক জুনিয়র কলিগের সাথে বিষয়টা শেয়ার করতেই মাথায় হাত দিয়ে ৩২ টা দাঁত বের করে দিল, “মাই গড……স্যার, আপনে ওর পিছে পিছে ১৪ কিলোমিটার দৌড়াইছেন এই লেখা পড়ার জন্য”???
এইবার আমারে বিট দিতে পারবোনা কেউ, হেহেহেহে, আমিই পরথম 😀
যাই টুশকি পড়ি মন লাগায়া :boss:
সংসারে প্রবল বৈরাগ্য!
:boss: :boss: :boss:
;)) ;)) :)) :)) =)) =)) :goragori: :goragori: :khekz: :khekz:
:khekz: :khekz: :goragori: :goragori: :goragori:
সংসারে প্রবল বৈরাগ্য!
পোলাপাইন বহুত ফাজিল হয়া গেছে x-( x-( x-( x-( x-( x-( x-( x-( 😛 ।
ব্যাত আনুম 😉 ???
Life is Mad.
কন কি কন কি ... হাছা কথা কৈলাম কইয়া পিটাইবেন?
তাও তো ভাল বোতল দেখার তালে ছিলেন, নেমপ্লেট এ নাম পড়ার চেষ্টা বেশি করেন নাই B-) B-) তাইলে কইলাম আপ্নে ফিনিশ লাইনের ১ মিটার পিছে থাকতেই লাইন পার হইয়া যাইতেন।
ইফতেখার ভাই,আসলে সায়েদ মামা নেমপ্লেট ই পড়তে গেছিলেন আর এই ঘটনা উনার বিবাহের আগে ঘটছে।
এখন মামির ভয়ে আর আমাদের সামনে ভদ্র সাজতে নেমপ্লেট রে পানির বোতল বানাই দিছেন 😀
সায়েদ মামা,ঠিক কইছি না??? 😀 😀 😀
বানা বানা ....নতুন নতুন থিওরী বানা x-( ।
ব্যাটা ফাজিল।
:chup: :duel: :chup: :duel:
Life is Mad.
না না পিডামু ক্যান? পিডামু না।
খালি তোমাগো দিয়া ব্যাতটারে সালাম করায় রাখুম 😉 😀 😛 😛 😉 ।
Life is Mad.
😕 আচ্ছা বটল কি কোমরে বেল্টের সাথে বানধা থাকে নাকি গলায় ঝুলানো থাকে?
লাস্ট ইউনিফর্ম পড়ছি সেই ২০০৪ এ-কেউ এট্টু মনে করাই দেন না-তাইলে আমিও এরিয়াডা "ভিজুয়ালাইজ" কর্তে পারি 😛
হ রে, নস্টালজিক হয়ে গেলাম :shy: হাফপ্যান্ট পড়া আন্টিটারে মোটরসাইকেলের উপর বসায়া (মানে শোয়ায়া আর কি 😛 ) মোচ অলা আন্কেলটার (জ্যাকিশ্রফ 😀 ) সেই মোচ নাড়ানি হাসিটা মনে পিড়া গিলো।
এখনকারদিনে যা অবস্থা, পিচ্চিদের আব্দার হইবো 'সেই আন্ডি পড়া আন্টিটার....... :grr: :grr:
ইক্কেরে ঠাশ কইরা পিরা গেলাম :goragori: :goragori:
সেইরকম আরেকটা টুশকিরে, এই ফক্স কলিং গভীর রাইতে চিল্লায়া হাসতেই আছি =)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
পিরা গেছিস ভালো কথা।
হিসতে হিসতে বাড়ির লোকজনের কাছে আবার পিগল (পাগল) বনিস না যেন 😀 😀 😀 ।
Life is Mad.
আমিও আন্ডি পরা মিনিশা লাম্বা(আমির খানের ভাতিজা ইমরান খান অভিনীত কিডন্যাপ দ্রষ্টব্য) আন্টির নাচ দেখপো :(( :((
সায়েদ ভাই এই ব্লগের মাধ্যমে হাফ সেঞ্চুরি করলেন।
তা-ই নাকি? তা-আ-ই নাকি??
তাইতো তাইতো....... 🙂 🙂 ।
Life is Mad.
দোস্ত, শেষের টা পড়ি মিজা পিলাম, ইফতেখারের কমেন্ট পড়ি মিজার পরিমান আরো বাড়ি গেল। 😛 কিন্তু ঝাল আরেট্টু বাড়াতি হবি। চটপটির ঝাল দিন দিন কমি যাইচ্ছে। নেক্সটাতে আরো ঝাল চাই 😡 । :tuski: - ১৯ এর অপেক্ষায় রইলাম
কিন্তু বেশি ঝালে যদি জিহবা পুড়ে যায় 🙁 🙁 ??? তখন কি হবে রে?
Life is Mad.
বাহ রহমান ভাইও তো দেখি "পিরা" ভাষায় কথা কইতাছেন!!!হিপ হিপ হিররে!!!!!
মিস্ফ্যু,
ইটা ইকটা সিংক্রামক ব্যিধি :-B । সিসিবিতে ইসে ইমিও ই রিগে ইক্রান্ত 😛
😮 😮 😮
আইহাই আগে ছিল মাস্ফ্যু,সেইখান থিকা মিস্ফ্যু...এর পর কি হইব?????
রহমান ভাই,সব ছাইড়া ছুইড়া ভালো হয়া যান নাইলে ভাবীরে আপনের নামে খ্রাপ কথা কমু 😀
এরপর হইব "মসি ফুউউ"
😉 😉 :khekz: :khekz: :khekz:
:awesome: :awesome: :khekz: :khekz: :khekz: :awesome: :awesome: =)) =))
Life is Mad.
সিরাজ ভাই,আপনে কি যাস্ট ফ্রেঞ্চ শিখতাছেন নি? 😛
আসলে ওইটা হবে "মিস ফু" 😛 😛 😉 😉 ।
Life is Mad.
;;) ;;) :)) :)) =)) =)) :khekz: :khekz: :goragori: :goragori:
x-( আপনে হাসেন ক্যানে?অন্যের হেনস্থা দ্যাকলে হাসি পায়???খাড়ান দেখতাছি আপনেরে বাঁশ দেওন যায় কেমনে :grr:
😮 😮 ~x( ~x( :(( :((
😀 :khekz: :khekz: :awesome: :awesome: 😀 😉
আমারও হাসি পায় 😀 😛 ।
Life is Mad.
ইয়ে মানে সায়েদ ভাই,আমার এক সহপাঠিনীর বড় বোন(আমাদের ১০ বছর সিনিয়র)বাইরে পিএইচডি করার ফাঁকে সামারে আমাদের ক্লাস নিতেন।উনাকে আমরা মিস+আপু=মিসপু ডাকতাম।৫ ফিট ৬ ইঞ্চি লম্বা,সুকেশিনী অ সুহাসিনী মিসপু আমাকে বড়ই স্নেহ করতেন।আমিও উনাকে অনেক ভাল পাইতাম।এতই ভাল পাইতাম যে আমার সেই সহপাঠিনীকে নামের পরিবর্তে শ্যালিকা বলিয়া ডাকিতাম এবং তার বাসায় দূরালাপনীতে যোগাযোগ করার সময় সে আসিলে বলিতাম যে আমি তোর দুলাভাই বলিতেছি।এই মাসদুয়েক আগে সেই আপু আবার আসিয়াছে,আমি সেই খবর জানি না।আর দূরালাপনীতে উহাদের দুই বোনের গলা যে হুবহু এক তাহাও আমি বুঝ নাই।তো যোগাযোগ করার সময় আমি বলিতেছিলাম"হ্যালো আমি মিস "..." এর হাজবেন্ড বলছি,আমার খুব একা একা লাগে আমি কি এখন তার বাসায় আসতে পারি তার বোন তথা আমার শ্যালিকার সাথে গল্প করিতে?"
সাথে সাথে কিন্নরী কণ্ঠের খিলিখিলি হাসির সাথে শুনিলাম তিনি বলিতেছেন -"এই বাঁদর ছেলে আমি জানি যে তুমি আমার উপর ক্রাশ খাইসো,আমার বোনকে আমার সামনে ইচ্ছাকৃতভাবে শালী ডাকো এইটা খেয়াল কইরাও আমি কিছু বলি নই-কিন্তু ডায়রেক্ট আমার হাজব্যান্ড হওয়ার দাবীটা একটু বেশি হয়ে গেল না??"
মনে মনে বলিলাম হে ধরনী দ্বিধা হও আমি তন্মধ্যে প্রবেশ করি।
এই ঘটনার পর থিকা আমার সেই সহপাঠিনীর সাথে যাবতীয় কাজ বিদ্যালয়েই সম্পন্ন করি,যদিও এই ঘটনা আমার ইঁচড়ে পাকা সহপাঠিনী তার পুরা পরিবার সহ আমার বন্ধু মহলে ছড়াইয়া দেবার ফলে বেশ কিছুদিন আমাকে মান সম্মান রক্ষার তাগিদে "লো প্রোফাইল" বজায় রাখিতে হইয়াছিল।এই ঈদেও শুনিয়াছি মিসপু ফোন করিয়া "আমার জামাই কেমন আছে" টাইপ প্রশ্ন করিয়াছে...বেইজ্জতি হইতে রক্ষা পাইতে এই কারণে ঈদ পরবর্তী আড্ডায় উহাদের বাসার ছায়াও মাড়াই নাই...
মিস ফু তথা মিসপু শুনিয়া কত কিছু মনে পড়িয়া গেল মামা... :shy:
😮 😮 😮 😮
সংসারে প্রবল বৈরাগ্য!
:khekz: :khekz: :khekz:
নাহ্! দুনিয়া আসলেই আগাইয়া গেছে, আমিই খালি পিছাইয়া আছি! 🙁
@তানভীর ভাই,মনে হইতাছে আপনে আমার নির্দোষ একটা কথাকে ঘুরায় পেচায় অশালীন ইংগিত দেওয়ার অপচেষ্টা কর্তাছেন।
এডু মডু দুইজনের কাছেই আপ্নেরাইপিসহভ্যান্দাবিকর্লাম x-(
মাস্ফু, তোমার এহেন বাক্যালাপে যেই প্রকারের কুকীর্তির ইংগিত দেয়া হইয়াছে আমি তাহাতে শুধুমাত্র আলোকপাত করিলাম। :grr: :grr: :grr:
:(( :(( :((
তানভীর মামা,আমি আপনের কুন বাড়া ভাতে ছাই দিছিলাম যে এমনে আমার মত ইনোসেন্ট পোলারে এমনে বাঁশ দিতাছেন? :(( :((
তুই ইনোসেন্ট 😮 😮
ঝাস্ট বাশে হইবোনা, পুরা ঝাড় লাগবো 😡
সংসারে প্রবল বৈরাগ্য!
আমার এক কলিগ এমন অবস্থাকে বর্ণনা করেন এইভাবে:
Life is Mad.
😮 😮 😮 কন কি!!!
@কাইয়ুম ভাই-আরি আচ্চায্য, এতে এত অবাক হওনের কি আছে?কো এডে পড়াকালে সহপাঠিনীর সাথে বইসা এসাইন্মেন্ট,হোমওয়ার্ক,গ্রুপ প্রোজেক্ট এইগুলা করেন নাই???এতে এত অবাক হৈবার কি আছে? 😕 😕
সেইটা সেই তেপ্পান্নসালের কাহিনিতো, তাই ভুইলা গেছিলাম :)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
কাইয়ুম ভাই কি সেই তেপ্পান্ন সাল থেকে সহপাঠিনীর সাথে যাবতীয় কাজ বিদ্যালয়েই সম্পন্ন করেন নাকি? 😮
কেমনে কি???
সেই তেপ্পান্ন সাল থেকে করতাম কিনা সেইটাও ভুইলা গেছি 😀 বহুত আগের কথাতো তাই 😛 😛
সংসারে প্রবল বৈরাগ্য!
😛 না এখন নিজের বাসা আছে সেইখানেই যাবতীয় ঝিপ চলে।
অফ টপিকঃঝিপ=ঝিকিঝিকি পমপম 😛
অফ টপিক ২-ছি কাইয়ুম ভাই, এই জন্যই তাইলে আমাদেরকে বাসায় যাইতে ডিস্কারেজ করেন?আর সতর্কতা হিসাবে আপনের বাসায় যাওয়ার আগে ফোন দিতে বলেন?
দুইন্না থিকা দ্বীনি শিক্ষা উইঠা গেছ... 🙁
কই ডিস্কারেজ কর্লআম ব্যাটা x-( x-(
আইচ্ছা এরপরথেইকা ফোন না দিয়াই চইলা আসিস 😀
তেপ্পান্ন সালের পপর থেইকা ঝিপ কি জিনিস সেইটাও ভুইলা গেছি 😉
সংসারে প্রবল বৈরাগ্য!
😮 তার্মানে ১৯৫৩ সালের আগে খালি ঝিকিঝিকি পমপম ই চলত??
তাই তো কুই আমাগো কাইয়ুম ভাই এত্ত শুকনা ক্যান 😛
ভাবসিলাম সিনিয়রের লগে ডাউট নিবার লাইগা তরে পাংগামু 😀 কিন্তু শুকনা কইছস দেইখা তরে মাফ কিরা দিলাম :hug: :hug:
সংসারে প্রবল বৈরাগ্য!
শুকনা তো আর ব্যায়াম কইরা বা খাওন কমায়া হন নাইক্কা-সব এনার্জি তো ঢালছেন ঝিপের উপরে...আবার শুকনা শুইন্না খুশিও হন.........
নাহ,কেয়ামতের বেশি দেরি নাই গো মামা...
যাক, আমার পিরা যাওয়া ভাষা দেখি চিরম হিট।
সায়েদ ভাইরে সশস্ত্র সালাম... :salute: এবং প্রাণঢালা অভিনন্দন হাফ সেঞ্চুরীর জন্য। :guitar:
টুশকি পিড়া যথারীতি হাসতে হাসতে মিরা যাইতাছি। :khekz:
কেউ 'মিরা' গেলে আমার কিন্তুক দুষ নাই :no: :no: ।
থ্যাংকু :shy: :shy: ।
Life is Mad.
x-( x-( x-( x-( x-( x-( x-(
😡 😡 😡 😡 😡 😡 😡
আমার ১৮ বেঙ্গলে কুনু মহিলা সহকর্মী নাই...। খেলুম না...আমি এর তিরিব্র পরতিবাদ জানাইতাছি...
~x( ~x( ~x( ~x( ~x( ~x( ~x(
যেয়াই হোক, মজাক পাইলাম বহুত...আর আম্নেরে অভিনন্দন...৫০ মারার লইগ্যা...... :clap: :clap:
আরে ব্যাটা, ওয়াটার বোতলের কি হাত বদল হইতে ইচ্ছা করে না 😉 😛 😛 😀 ?
থ্যাংকু :shy: :shy: ।
Life is Mad.
তাও ভাল, ওয়াটার বোতলের হাত বদল হইতে ইচ্ছা করছে। আমি তো ভাবলাম তোর আফসোসঃ "আমি কেন কোমরের বিছা হইলাম না" অই গানটার মতো তুই বলবিঃ "আমি কেন ওয়াটার বোতলের কাভার হইলাম না" :dreamy: ~x( :((
অফ টপিকঃ ভাবী কি তোর এই ১৬ কিঃমিঃ দৌড়ের ঘটনাটা জানে ? ;;) 😀
আর কিছু বাকি আছে 😉 😛 ???
Life is Mad.
সায়েদ ভাইকে প্রথমেই হাফ সেঞ্চুরীর শুভেচ্ছা! :clap: :clap: :clap:
যথারীতি সিরাম টুশকি!
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
ভাই, এত মজা করে লেখেন কেমনে? আমাকেও একটু শিখাইয়া দিয়েন!
থ্যাংকস ব্রাদার।
তবে প্রথম হাফ সেঞ্চুরীটা কিন্তু করছে কামরুলতপু - আরও চারদিন আগেই। ওরে :salute: :salute: :salute: ।
ক্যামনে লিখি? তোমাদের দেখেই তো শুরু করছি, এখনও শিখতেছি 🙂 🙂 😛 ।
Life is Mad.
মিজা পাইলাম =)) =)) =)) =)) =)) =))
হাফ সেঞ্চুরীর অভিনন্দন :salute: :salute: :salute:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
থ্যাংকস 😛 ।
জয়েনিং লেটার আসছে :awesome: :awesome: ?
Life is Mad.
নারে ভাই এখনো আসে নাই :no: :no: :no: :no:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
“স্যার, খাবার সময় যখন চিকেন সার্ভ করা হয় তখন আপনি থেকে শুরু করে সবার সামনে দিয়ে আমার পর্যন্ত যখন আসে তখন থাকে শুধুই গলা। আমার গলা তো লম্বা হবেই”
তাও ভালো, কোনো ফ্রুট এর নাম বলে নাই :-B
ফ্রুটের নাম বললে কি হইতো :-B :-B :dreamy: ?
Life is Mad.
ফ্রুটের নাম কলা বললে সমস্যা ছিল বৈ কি... 🙁
মুরগির গলা খেয়ে যদি গলা লম্বা হয়ে থাকে...তাহলে কলা খেলে তো... :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এইখানে উল্টা ব্যাপার ঘটত 😀 । এর ভাগ্যে আর কলা জুটত না 😀 😛 😉 ।
Life is Mad.
😮 😮 আমি যা ভাবতাছি আপনেরা কি সেইটাই মিন করছেন?? 😮 😮
তোর মাথায় এত বুদ্ধি কেন 😀 😛 ??
Life is Mad.
সায়েদ ভাই,ওই বিদ্রোহী সেকেন্ড লেফটেনেন্ট কি মদ খাইয়া ঢুকছিল????আমি সিভিলিয়ান মানুষ আমারই তো মাথা ঘুরাইতেছে কাহিনী শুইন্না 😮 😮 😮
আরে না। বেচারা মুখ ফসকায়া বইলা ফেলছে। পরে সেইটা ধইরা রাখছিল - আর কিছু না :shy: :shy: ।
Life is Mad.
আমার ক্যাঞ্জানি মনে হইতেছে ওই বিদ্রোহী সেকেন্ড লেফটেনেন্ট টা আপনি ছিলেন 😀
ওয়াও সায়েদ ভাই জাসট ওয়াও
:clap: :clap: :clap:
কোনটা বাদ দিয়ে কোনটা বলব
:boss: :boss: :boss:
সব গুলোই পুরা সেইরম হইছে
:tuski: :tuski: :tuski:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:tuski: :tuski: :tuski: :tuski: :tuski:
থ্যাংকস।
Life is Mad.
এরাম সিরাম সিরাম লেখা পরতে পারি বইলাই তো আমি সিসিবিরে ভালাবাসি। 😉 😉
৭ নাম্বারটা পুরা উড়াধুড়া হইছে। :tuski: :tuski: :tuski:
হাফ সেঞ্চুরীর অভিনন্দন। :thumbup: :thumbup:
😀 😀 😀
জুনিয়র অফিসাররে :gulli2: :gulli2: :salute: :salute:
=)) =)) =))
হাফ সেঞ্চুরীর অভিনন্দন। পরিশেষে আমিও বলি, হ্যাফপ্যান্ট দেখপো
শার্লী, কামরুল, রায়হান - সবাইরেই অনেক থ্যাংকস 🙂 🙂 ।
Life is Mad.
এমুন গাব'ও দুইন্নাত আছে ?? :khekz: :khekz: :khekz:
হাফসেঞ্চুরী'র অভিনন্দন।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
:bash: :bash: :bash: :bash: :bash:
Life is Mad.
কতদিন পর গাব গালিটা শুনলাম :shy:
=)) =))
সংসারে প্রবল বৈরাগ্য!
হাসবি না? হাসবিই তো.......... x-( x-(
একদিকে সর্বনাশ হইলে আরেক দিকে পৌষমাস বানাইতে হইব না 😀 😀 !!
Life is Mad.
জটিলস হইছে বস
:tuski: :tuski: :tuski:
:awesome: :awesome: :awesome:
:guitar: :guitar: :guitar: :guitar:
:goragori: :goragori: :goragori:
থ্যাংকু :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: :tuski: ।
Life is Mad.
ভাইয়া আপনার টুশকি অসাধারণ । ঝাক্কাস। আমার কেমন যেন ইমো দেওয়ার অভ্যাস নাই নইলে ... হাফসেঞ্চুরির শুভেচ্ছা।
আপনার কমেন্ট না পড়লেই জানতামই না যে আমিও হাফসেঞ্চুরি মেরেছি। তবে পার্থক্য আছে আপনার হল আশরাফুলীয় স্টাইলে আর আমি হইলাম গুল্লু স্টাইলে
থ্যাংক ইউ ব্রাদার।
আমি মনে মনে তোমার কমেন্টের জন্য অপেক্ষা করছিলাম 🙂 ।
আশরাফুল বা গুল্লুতো কম বুঝি 😛 .........খালি বুঝি সিসিবি'তে ভালো লাগে। এই ভালো লাগাটাই চালায় 🙂 ।
আবারো ধন্যবাদ।
Life is Mad.
সায়েদ, ৫, ৬, ও ৭ অসাধারণ!! :hatsoff:
বাসর রাতের অভিজ্ঞতা শেয়ার করার এক পর্যায়ে আমাদের এক শিক্ষকের উক্তি এখানে উদ্ধৃত করার লোভ সামলাতে পারলাম না।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
😮 😮 😮 কন কি সানা ভাই!!!!!!সেই শিক্ষক কি বায়োলজির????
থ্যাংকস সানাউল্লাহ ভাই।
আপনার এই কমেন্টটা "টুশকি"র মতোই হইছে :)) =)) :tuski: :tuski: ।
Life is Mad.
:goragori: :goragori: :goragori:
সেইটা সেই তেপ্পান্নসালের কাহিনিতো, তাই ভুইলা গেছিলাম :)) :))
সংসারে প্রবল বৈরাগ্য!
সায়েদ ভাই,খুব অন্যায় যে আপনি এখন আর টুশকি দ্যান না।টুশকিরেমিস্করি 🙁
বি ব্রাদার দিব...........
Life is Mad.
:)) :)) :)) :
:)) :)) :)) :)) হাফ পেন্ট পরা আন্টি! :awesome: :awesome:
:)) :)) :))