টুশকি ১৬

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২] [১৩] [১৪] [১৫] [১৭]

১. “বাংলা গু ফে”র মতোন আরও কিছু লাইবেরিয়ান ইংলিশ:

ক. কানে রঃ = কানেক্টিং রড।
খ. উ কা = ইউ কাম। প্রথমে বেশ কয়েকবার বুঝিইনি যে আমাকে ডাকছে।
গ. লে গো = লেটস গো।
ঘ. কেনজু = সুগারকেইন জুস। আখের রস থেকে ঢুকুঢুকু নেশার জিনিস তৈরী হয় বলে লাইবেরিয়ানরা এর খুব ভালো সমঝদার 😛 ।
ঙ. বানবা = ব্যানব্যাট (বাংলাদেশ ব্যাটালিয়ন)।
চ. বির = বিয়ার। অনেকবার বলেও যখন আমাকে বোঝাতে পারল না তখন রাস্তা ধরে ডিরেকশন দিয়ে বিয়ার ফ্যাক্টরী চেনাতেই আমি বুঝলাম “বির” কি জিনিস।

২. বিএমএ’তে হর্স রাইডিং ক্লাসটা বেসিক্যালি হাতেকলমে স্টাফরাই নিতেন। সেটার ইনট্রোডাকশনের সময় চিফ ইন্সট্রাকটর বলছেন, “জেন্টলমেন, স্টাফ উইল লার্ন ইউ হাউ টু রাইড অন হর্স”।

৩. এমআইএসটি’তে আমাদের ক্লাস নিতেন আইইউটি থেকে সদ্য পাশ করে বের হওয়া কিবরিয়া স্যার। মেরুদন্ডের ব্যথাজনিত কারণে সিএমএইচে যাওয়ার প্রয়োজনে মুশফিকের অনুমতি প্রার্থনা, “স্যার আমি আজ ক্লাস টেস্ট দিতে পারব না। আমার বোনে (Bone) প্রবলেম তো, সিএমএইচ যেতে হবে”। এটা শুনে স্যার বললেন, “আপনার বোনের প্রবলেম? বোনের প্রবলেমে ভাইকেই আগায়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে আমি না হয় আপনার পরীক্ষাটা পরেই নিব”।

৪. আমরা অফিসার্স মেসে খাবারে বৈচিত্র্য আনার জন্য অধিকাংশ সময়েই ডিমের উপর নির্ভর করি। ব্যক্তিবিশেষের রুচিভেদে নানান রকম ডিম ভাজির অর্ডার প্লেস করা হয়।

কারও নরম কুসুম পোচ চাই তো কারও শক্ত কুসুম পোচ।
কারও আস্ত কুসুম পোচ তো কারও ভাঙ্গা কুসুম পোচ।
কারও পোচ তেলে তো কারও পানিতে।
কারও ডিম ভাজিতে পেঁয়াজ মরিচ হবে তো কারও হবে না।
কারও ডিমে লাল মরিচের গুঁড়ো হবে তো কারওটা হলুদে হলুদে একাকার।
কারও ডবল ডিম ভাজি তো কারও ঝুড়ি ভাজি।
কারও ডিমে টমেটো মিক্সড হয়ে কিম্ভুত চেহারা হয় তো কারও ডিমে মিশে যায় টম্যাটো সস।

এইরকম বৈচিত্রের ধারাবাহিকতায় একটা ডিম ভাজির আদেশ হলো এরকম, “বাইরে পোড়া পোড়া কিন্তু ভিতরে নরম হতে হবে”। এই আদেশ শুনে ওয়েটার যেই রওয়ানা দিয়েছে সাথে সাথে আরেকজনের ডিম ভাজির নির্দেশ, “বাইরে কাঁচা কিন্তু ভিতরে হবে পোড়া পোড়া, বোঝা গেছে”?

৫. ডিম ভাজি কেমন হবে তা বোঝাতে জনৈক অফিসারের বক্তব্য, “শোন ডিমটারে ভালোমতো রগড়ায়ে নিয়ে আসবি। ঠিক আছে”?

৬. ম্যালিঙ্গারিং করে আমাদের ৫ জন সৈনিক একসাথে সিএমএইচে ভর্তি হলে তাদের জন্য বিশেষ ব্যবস্থায় বক্সিং কম্পিটিশনে ভ্যাকেন্সি আনা হয়েছিল। দশাসই চেহারার ট্রেনার আর প্রতিপক্ষের রামঘুষি খেয়ে তারা পুরো ইউনিটের সামনে “ম্যালিঙ্গারিং’কে না বলুন” এর যোগ্য মডেল হয়েছিল।

৭. একটা ছেলে বসে বসে ট্রানসিলেশন পড়ছে। ইংরেজিটা কোনরকমে ঠিক থাকলেও বাংলায় আর আঞ্চলিকতা সামলাতে পারছে না:

হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয় – উগ্গা এউগ্গা গম ফুয়া, উগ্গা এউগ্গা গম ফুয়া।
হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয় – উগ্গা এউগ্গা ুানির ফুয়া, উগ্গা এউগ্গা ুানির ফুয়া।

*********

কৃতজ্ঞতা: মুশফিক (এমসিসি, ১৯৯২-১৯৯৮)

৬৫ টি মন্তব্য : “টুশকি ১৬”

  1. ডিমটারে ভালোমতো রগড়ায়ে নিয়ে আসবি।

    :khekz: :gulti: :khekz: :gulti:
    সায়েদ ভাই
    'টুশকি' নামটারে আপ্নে তো ব্র্যান্ড বানাইয়া ফেললেন। জিহাদ আসলে অচিরেই 'টুশকি' নামে একটা নতুন ইমো এড করতে কইতে হবে। 😉

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আমি ভাবতাছি অন্য জিনিস... :dreamy:

    সায়েদ ভাই, মিশন শেষে আসার পরও দূরত্ব যতই হোক আমাদের(সিসিবির) কাছে থাকবেন তো...???


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয় - উগ্গা এউগ্গা গম ফুয়া, উগ্গা এউগ্গা গম ফুয়া।
    হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয় - উগ্গা এউগ্গা ুানির ফুয়া, উগ্গা এউগ্গা ুানির ফুয়া।

    =)) =))
    মামা আরেকটা আছেতো,
    হি ইজ এ স্মার্ট বয়, হি ইজ এ স্মার্ট বয় - উগ্গা এউগ্গা লাল ফুয়া, উগ্গা এউগ্গা লাল ফুয়া। 😉 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    ৭ নাম্বার টা পুরা :gulli2: :gulli2: :gulli2:
    =)) =)) =)) :khekz: :khekz: :khekz:
    :guitar: :guitar: :guitar:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  5. মুসতাকীম (২০০২-২০০৮)

    ওয়ে ওয়ে টুশকির এমো আইয়া পরছে :tuski: :tuski: :tuski:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  6. রেজওয়ান (৯৯-০৫)

    ওয়ে ওয়ে ওয়ে......আইছে আইছে ইমো আইছে... :tuski: :tuski:
    বস মজাক পিয়া পিরা গিলাম... :goragori: :goragori:

    হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয় - উগ্গা এউগ্গা ুানির ফুয়া, উগ্গা এউগ্গা ুানির ফুয়া।

    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মন্তব্য পড়ার আগেই মন্তব্য লিখতে বসলাম। কারণ ওগুলো পড়তে পড়তে মন্তব্য "বহুমাত্রিকতা" পায়।

    হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয় - উগ্গা এউগ্গা গম ফুয়া, উগ্গা এউগ্গা গম ফুয়া।
    হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয় - উগ্গা এউগ্গা ুানির ফুয়া, উগ্গা এউগ্গা ুানির ফুয়া।

    সায়েদ এইটা কি সিসিবির কারো উদ্দেশ্যে? বিএমএটা চাটিগা না হয়ে মির্জাপুর হলে ট্রান্সলেশন হতো "ইহা একটি ...ল ছেলে"।

    বাইরে পোড়া পোড়া কিন্তু ভিতরে নরম

    এইটা কেডা? জুনায়েদ?

    বাইরে কাঁচা কিন্তু ভিতরে পোড়া পোড়া

    এইডারে চিনছি। মাস্ফু। ঠিকনা?


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. জুনায়েদ কবীর (৯৫-০১)
    এইটা কেডা? জুনায়েদ?

    সানাউল্লাহ ভাই, আমার চেহারা খারাপ বইল্যা আমারে অপমান করলেন...আপনি জানেন, ইন দ্যা ইয়ার নাইন্টিন...আমারে সবাই 'কি কিউট বেবি!!' কইত???? x-(

    আমার দুর্বল জায়গায় (চেহারায়!! অন্য কিছু না...) হাত দেবার জন্য...আপনার...আপনার...নাহ্‌, সাহসে কুলাইল না!!! আপনার কাছে 'রে ব্যানে'র সানগ্লাস চাই!!! 😡


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।