কালকে মাসরুফ ভাই আর আমি এম এস এন এ গ্যাজাইতেসিলাম। তখনই কথাটা প্রথম পাড়লাম।
– মাসরুফ ভাই, ফেসবুকে একটা গ্রুপ খুললে ক্যামন হয়? ক্যাডেট কলেজ ব্লগের নামে?
– কি কস! ফেসবুকে গ্রুপ খুইলা কি হইব?!
মাসরুফ ভাই টাশকি খায়। ব্লগ থাকতে গ্রুপ দিয়া কি হবে এইটা ভেবে। টাশকি খাইলাম আমিও। এই পাবলিক কয় কি! ক্যানভাস করার জন্যে ফেসবুক এর কোন বিকল্প আছে নাকি!
– না যেমন ধরেন এই কয়দিন সার্ভার ডাউন ছিল। কাউরে কিছু জানাইতে পারলাম না ক্যামনে কি। একটা গ্রুপ থাকলে কমিউনিকেট করা সুবিধার হইতোনা?
– হ, তাইতো। মাসরুফ ভাই এইবার মনে হয় কিছুটা লাইনে আসে। পুরাপুরি লাইনে আনতে আমারে আরো কিছুক্ষণ গুতাইতে হয়। এরকম গাইগুই করতে করতে একসময় ক্যাডেট কলেজ ব্লগ গ্রুপ খোলা হল ফেসবুকে।
কিছুক্ষণ পর মাসরুফ ভাই স্মাইলি দিয়া কেলাইতে কেলাইতে বললো
-তোর গ্রুপ রেডি। চেক কইরা দেখ। ঘড়িতে তখন বাজে বারোটা সাইত্রিশ।
এখন বাজে রাত এগারোটা এক। গ্রুপ তৈরির পর ২৪ ঘন্টা পার হতে এখনো একঘন্টা সাতাশ মিনিট বাকি।
মাসরুফ ভাইয়ের কথামত কোনই কামে না লাগা গ্রুপ এর মেম্বার অলরেডী ১০১ এ দাঁড়িয়েছে। একদিন না পেরোতেই! ক্যাডেট কলেজ ব্লগের প্রতি এই আগ্রহ আর ভালবাসায় মুগ্ধ না হয়ে পারিনা।
মাসরুফ ভাই, আপনার কি আর কিছু বলার আছে?
ব্লগ খোলার আইডিয়াটা কার মাথায় থেকে বাইর হৈছিল দেখতে হবে না। B-)
মাথা থিকা বাইর হওনের পর কারা কারা ওইডারে কোলে তুইলা মানুষ করলো সেটাও দেখতে হবেনা 😛
সাতেও নাই, পাঁচেও নাই
তোর মাতৃত্বসুলভ মনোভাবেক সালাম.. :boss:
তোরেই খালি মানুষ করতে পারলাম না। এই যা আফসোস :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
ঐ...... তোমরা এত ভালো কেন?
ফেসবুক rocks!!আমিও কালকেই জয়েন করসিলাম।আজকে ঢুকে দেখি ১০১ মেম্বারস!ফেসবুকে ক্যাডেটদের এই ব্লগের মত বাংলায় ১টা application খোলা গেলে জোস হইত।
চব্বিশ ঘন্টা হইতে আরো ৩২ মিনিট বাকি। সদস্য সংখ্যা ১১৭!!
আর ফেসবুক এর কাছে আর কত চাও। এখন একটু শান্তিতে থাকতে দাও। একই অংগে এত রুপ থাকলে তো বিপদ!! 😛
সাতেও নাই, পাঁচেও নাই
হ!!
জিহাদের বাচ্চার দাদার ছেলের বৌয়ের জামাই(বর), আগেরবার তো গোপনে গোপনে কাসেম বানাইছিলি , এইবার কাসেম তো বানাইছস,সেইটা আবার ব্লগ আকারে লেইখা হগগল রে জানান দিছস।ভালো মন্দ যা খাওনের খায়া নে,বুঝসই তো দুই দিনের দুনিয়া...
প্রিয় ক্যাডেটবৃন্দ, এই জিহাদ পুলাটা যে রেগুলার বেসিসে তার ২ বছরের বড় ভাইরে "কাসেম" বানাইয়াই যাইতেছে,আমি এর তীব্র প্রতিবাদ জানাইতেছি। গত গেট টুগেদারে বর্ষা কেসে "সাইজ" করার কথা থাকিলেও এত ক্যাডেট একসাথে দেইখা দেখিয়া স্মৃতিকাতর হইয়া পড়ায় আমার দেহের অর্ধেক আকারের কিন্তু বিটলা বুদ্ধিতে আমার ১০ গুন এই পোলারে "বানানো" হয়নাই।
আহসান ভাই,আপনে তো কমান্ডো টাইপ লোক, এরে কি করা যায় কন তো?
ব্লগের সবার কাছ থিকা "পরামর্শ" আশা করতেছি।
বাংলাদেশ ক্রিকেট টীমরে যা করছিলাম তা করা যাইতে পারে...। কিন্তু পরে আমরা যে সিসিবি নিয়া প্রব্লেম এ পরবো...। তারচেয়ে থাক বাদ দাও...। দেখো ভবিষ্যতে আর কি করে...।
ওয়াও আহসান ভাই, ২০-২০ ওয়ার্ল্ড কাপের আগে বিডি টীম কি আপনার কাছেই ট্রেনিং পেয়েছিল???আপনি তখন সিলেটে????
......হুম, এইবার বুঝলাম কেমনে ওয়েস্ট ইন্ডিজকে হারাইছিলো বাংলাদেশ।
আহসান ভাই ,আমার তো ভাব বেড়ে গেল,খেলা নিয়ে কথা হইলেই এখন বলব-"জানিস আমার ঐ ভাই বিডি টীমকে ত্রেনিং দিছে সিলেটে...উনি বিনা পয়সায় যেই ট্রেনিং দিছে সেইটা দিয়া কি রেজাল্ট আসছে দেখ আর সিডন্সের ট্রেনিংএর রেজাল্ট দেখ"...... B-)
আহসান ভাই, এইটা নিয়া একটা ব্লগ লিখেন না ভাইয়া!প্লিজ প্লিজ প্লিজ জানতে চাই পেপারে যা লিখেছে সেইগুলা সত্যি কিনা......মাশরাফি নাকি দারুণ শার্পশুটার এইটা কতটা সত্যি ইত্যাদি ইত্যাদি...
ওকে...।লিখবো...।এখানে ছবি আপলোড কি করে করে তা জানিনা...জানলে সচিত্র প্রতিবেদন ই দেব ইনশাল্লাহ...।
লম্বা মানুষ, বুদ্ধি শুদ্ধি হাটুতে, তাই আহসান ভাইয়ের কথা বুঝতে পারি নাই। মাসরুফও লম্বা, কিন্তু আমার থাইকা কম। হাটুটা তার মাথার কাছে (অন্তত আমার থাইকা কাছে)। তাই সে বুইঝা ফালাইছে। আহসান ভাই, বাংলাদেশ টিম নিয়া লেখা চাই।
ওই মিয়া আমারে খাটো কন কেন? আপনের থিকা ইঞ্চি দুয়েক লম্বা ছিলাম পরিস্কার মনে আছে।এমনিতেই জিহাদ আমারে রেগুলার বেসিসে কাসেম বানাইতাছে এর পরে আপনে বড়ড় ভাই হয়া আমার হাইটে হাত দেন?আপনের কি বাপ ভাই নাই?
অই মিয়া তোমার হাইট কত? B-)
আল্লায় হাইটাই যা একটু ভালো কইরা দিছে আমারে 🙁 , তুমি সেইখানে হাত দিতে চাও ক্যান? 😕 তোমার বাপ ভাই নাই??? x-(
:))
ফেইসবুক 😐 ...আজাইরা
এক্কেবারে খাঁটি কথা :boss: । খালি পুলাপানের লগে কমিউনিকেশনের জন্যই রাখছি।
আজাইরা-টাজাইরা কইয়া সবাইরেইতো ইউজ করতে দেখি....বাঙ্গালী.... 😕
কিছু কইলাম না!!!
ভাবটা দ্যাখছস তার?? 😛
তুহিন দিনের বেলায় ফেসবুকে কমিউনিকেট করে আর রাইতের বেলায় ফুনে যোগাযোগ করে 😛
সাতেও নাই, পাঁচেও নাই
পুলাপাইনের লগে?? :boss: :grr: :boss:
তুহিন বাবা, তুমি ত সেইদিনও আরেকটা প্রোফাইল খুল্লা...আমারে এড রিকুয়েস্টও পাঠাইলা।
কমিউনিকেশনের জন্য কয়টা একাউন্ট লাগে তোর।
😛
আগেরটা ফালায়া দিছি। বহুত ছ্যারাব্যারা লাইগা গেছিল আগেরটাতে।
ফেসবুকটা রাখছি যাতে বহুত মাইনষেরে হাতের কাছে পাওয়া যায়। কাউকে কোন মেসেজ দেয়া দরকার না হইলে আমি ঢুকি না।
রায়হান শালায় সারাদিন আমার পিছে লাইগা থাকস ক্যান?
তুই তো সারাদিনই মাইয়াগো প্রোফাইলে কমেন্ট দিয়া ব্যাড়াস। :boss:
ভর্ষা, মুষ্ফিখা, আরো কত কত আছে তোর... কে জানে।
এই যে ইংরাজ সাহেব, আমার প্রোফাইল খুইজা বাইর কর, তারপর দেখো আমি কি কি করসি 😀
ইংরাজ ক্যাডা? 😕
ও আইচ্ছা বুঝছি....
আসলে তোর দোষ নাই..আসলে তুই আর কতদিক স্মলাবি... তারচে েযইখানে আছস ওইখানেই থাক....েফইসবুক তোগো লাইগা না... :grr: :grr:
ফুয়াদের কমেন্টে মজা পাইলাম। :grr:
www.tareqnurulhasan.com
এখন রাইত ৪ টা ৩৫ আর মেম্বার ২৮০।হেহেহেহে দেখতে হইবোনা কেডা বানাইছে গ্রুপ টা? B-)
অনেক দিন পর চোখে পড়ল এই লেখাটা... 😀