১।
লোডশেডিং এর অন্ধকারে
পাশের বাসার খন্দকারে
একলা ছাদে, নির্বিবাদে
শেখায় প্রেমের ছন্দ কারে?!
২।
পৌরুষ নারীরে কহে উচ্চ করি শির
লিখে রেখো কত ফোঁটা দিলেম শিশির!
৩।
ইচ্ছে ছিলো তীব্র, তবু রহিম কিছু পায়নি যে
পর্দাখানা ভেজিয়ে তাকে কেউই চুমু খায়নি যে!
দৃষ্টিক্ষুধা মিটিয়ে গেছে ইন্ডিয়ান আর চাইনিজে
বিয়ে করে রহিম এবার নায়ক হতে চায় নিজে!
৪।
নতুন কাপল মজলো ভীষণ ভালোবাসার কসরৎ এ
শেষ সবই, তাও রেশ থেকে যায় পরিধাণের বস্ত্র তে!
৫।
বরটা তাহার মালিকানা
করলে স্থাপন দাগ করে
বৌটা কপট রাগ করে!
সবগুলোই চরম ভাই......
কিন্তু এইটা কী ছিল?? 😛 😛
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
:p 😉
সাতেও নাই, পাঁচেও নাই
হ্যাঁ, আসলেই মিষ্টি...
🙂 😀 :)) 😛
Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.
ভাই, ভালোবাসার ডায়বেটিস থাকলে বেশি চেখে না দেখাই ভালো 😀
সাতেও নাই, পাঁচেও নাই
chorom
মিষ্টি যেন গুড়! 🙂
ধন্যবাদ, আপা! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
:gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: :gulli: দ্য ওয়ে উই থিংক উই ডু ইট!
চমচম টাইপের মিষ্টি সহ্য হইতাসেনা। আমার কাঁচা ছানা ভালু লাগে!
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\
কাঁচা ছানা? প্লীজ এক্সপ্লেইন! 😀
সাতেও নাই, পাঁচেও নাই
একেবারে ননভেজ মিস্টি 😉
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
খায়া মজা পাইসেন কীনা সেইটা কন। 😛
সাতেও নাই, পাঁচেও নাই
১ ও ৩ নম্বর- টক
৪ ও ৫ নম্বর- মিষ্টি
২ নম্বর- তীব্র ঝাল
:-B :-B :-B
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জুনাদার মিষ্টি, টক, নাকি ঝাল - কোনটা বেশি ভালু লাগে :grr:
সাতেও নাই, পাঁচেও নাই
ব্যাফুক। শীতকাল আসতেছে বুঝা যাচ্ছে। :))
ঢাকাতে ভাই আসি আসি করেও শীত আসতেসেনা বহুদিন হয় 🙁
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভাইর বিয়ের বয়স হইছে 😀
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
ফেসবুকে ছবি দেখলেই বুঝা যায় কার বয়স হইসে, আর কার হয়নাই 😉
সাতেও নাই, পাঁচেও নাই
এইটা কি দিলা জিহাদ।
হাসতে হাসতে তো গড়াগড়ি অবস্থা। 😀 😀
😀
সাতেও নাই, পাঁচেও নাই
দুষ্টু কবি জিহাদ
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
পঞ্চমধুকাব্য 😡 :-* 😀 :tuski: :grr:
পুরাদস্তুর বাঙ্গাল
জিহাদ ভাই অন ফায়ার :gulli2: :gulli2: :gulli2: