সিসিবি পিকনিক! (আপডেট)

আপডেট ১৯ ডিসেম্বর’২০১৩:
———————–

তারিখ: ২৫ডিসেম্বর, বুধবার। (ক্রিসমাসের ছুটি)
সময়: সকাল টু সন্ধ্যা
স্থান: রোড: এস ১, ব্লক: এফ, ইস্টার্ন হাউজিং, বর্ধিত পল্লবী, মিরপুর
চাঁদা: ১০০০ টাকা (চাকুরীজীবি)
৩০০টাকা (ছাত্র)

ম্যাপ:
uttarayan

গুগল ম্যাপ লিংক: এখানে

এখন পর্যন্ত যারা উপস্থিতি নিশ্চিত করেছেন:

১। লাবলু ভাই
২। রাব্বী (৯২-৯৮)
৩। কামরুল (৯৪-০০)
৪। মুসতাকীম (২০০২-২০০৮)
৫। মোঃ সাদাত কামাল [০১-০৭]
৬। রায়হান আবীর (৯৯-০৫)
৭। সামিয়া (৯৯-০৫)
৮। রেজা শাওন (০১-০৬)
৯। জিহাদ (৯৯-০৫)
১০। রাব্বী (২০০৫-২০১১)
১১। টিটো (৯৪-০০)
১২। শাহরিয়ার (২০০৬-২০১২)
১৩। মাহবুব (৯৯-০৫)
১৪। তাইফুর (৯২-৯৮)
১৫। রবিন (৯৪-০০)
১৬। কামরুল তপু (৯৬-০২)
১৭। হাসান (৯৬-০০)
১৮। ফারাবী (২০০০-০৬)
১৯। সামিউর (৯৭-০৩)
======================================
আপডেট: ১১ ডিসেম্বর

বহুদিন, বহুবছর কোন পিকনিক হচ্ছেনা, গেট টুগেদার হচ্ছেনা। এমন করে তো বেশিদিন চলতে দেয়া যায়না। তাহলে সৌরজগতে বিপুল বিপর্যয়ের সম্ভাবনা আরো প্রবলতর হবে। কাজেই আমরা ঠিক করেছি শীগ্রই একটা গেটটুগেদার/পিকনিক করবো।

সম্ভাব্য তারিখ : ২৭ ডিসেম্বর।
স্থান : আমাদের বাসা। (বাসা আসলে লাবলু ভাইয়ের। উনার দয়ার শরীর, তাই আমাদের থাকতে দিসেন আর কি) পল্লবী , মিরপুর

এখন এটা হবে কি হবেনা তা নির্ভর করছে পুরোপুরি আপনাদের রেসপন্সের উপর। কাজেই যত জোরে হাউকাউ হবে, গেটটুগেদার হবার সম্ভাবনা তত বেশি। চলেন তাইলে কমেন্ট সেকশনে হাউকাউ শুরু করা যাক

৩,১১১ বার দেখা হয়েছে

৪৪ টি মন্তব্য : “সিসিবি পিকনিক! (আপডেট)”

  1. মোকাব্বির (৯৮-০৪)

    স্কাইপের ব্যবস্থা রাখা হোক। ১২,১৩‍‍১ কিলোমিটার দূ্র হতে অংশ নিতে চাই!


    \\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
    অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    প্রথম প্যারায় ট্রাক ভর্তি লাইক, কিন্তু দুই নম্বর প্যারায় গিয়ে আটকায় গেলাম। আমার মনে হয় তারিখ নির্ধারনটা আমরা তারানাকো সাহেবের উপর ছেড়ে দেই। উনি সংলাপ টংলাপ করে একটা তারিখ ঠিক করে দিক, যাতে আমরা ঢাকার বাইরের লোকজন সহি সালামতে সময়মত পিকনিকে হাজির হইতে পারি 😛


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. মাহমুদ (১৯৯০-৯৬)

    সিসিবি'র পিকনিক হওয়া অবশ্যই জরুরী। কিন্তু উল্লিখিত সম্ভাব্য সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে বিশিষ্ট এস্ট্রলজিস্ট লেজেহোমো এরশাদ মনে করছেন যে, তখন যারা এইজাতীয় খানাপিনায় অংশ নিবে, তারা প্রবল পেটের পিড়ায় আক্রান্ত হতে পারে। 😛

    কাজেই, এই পিকনিক আরো মাসখানেক পিছিয়ে ২০১৪ তে নিয়ে যাওয়া হোক। জানুয়ারীর শেষে সামান্য একটা সম্ভাবনা আছে আমার বাংলাদেশ সফরের। তখন গ্রহ-নক্ষত্রও ঠিক জায়গায় অবস্থান করবে বলে জাতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাষ দিয়েছে 😀


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  4. মাহমুদুল (২০০০-০৬)

    ও ভাই, হেলিকপ্টার সার্ভিসের ব্যাবস্থা করা যায়??? নীলফামারী থেকে আইয়া পড়তাম। হরতাল অবরোধকে কাচকলা দেখিয়ে ফেলতাম 🙁 🙁


    মানুষ* হতে চাই। *শর্ত প্রযোজ্য

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    বাব্বাহ সিসিবির পিকনিক হচ্ছে তাহলে। আমি ভাবছি আমি যতদিন আর বাংলাদেশে থাকব ততদিন কিছু হবে না।
    আমি আসব ইনশা আল্লাহ।
    একটা অন ট্র্যাক কথা, সিসিবির জন্মদিন কেউ স্মরণ করল না কেন?

    জবাব দিন
    • কামরুলতপু (৯৬-০২)

      আরে রিবিন ভি যে? কিমিনি আছেন ভি? আপনি নাই দেখে পিরা ভাষা প্রায় বিলুপ্তির পথে। যারা পিরা ভাষা পারে তাদীর ভর্তুকি, সার্টিফিকেট এবং সম্মানী দিয়ে পিরা ভাষা কে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য আকুল আবেদন জানাচ্ছি।

      এরকম পিকনিক পোষ্ট আসলে পুরানো সবাইকে আবার পাওয়া যায়। বুঝা যায় যে কেউই লুকিয়ে লুকিয়ে সিসিবিতে আসা এখনো ছাড়ে নাই। তানভীর ভাই কই ভাইয়া?

      জবাব দিন
  6. নাফিস (২০০৪-১০)

    মেকার র প্রোগ্রামের মতো এই খানেও লাইভ স্ট্রিমিং প্রচার করার দাবি জানাচ্ছি 🙁 কোনো কিছুতেই থাকতে পারলাম না এই জীবনে। সব মিস...
    কোনো এক পূর্ণদৈর্ঘ্য বাংলা বই তে প্রিয়া কে কাছে না পেয়ে চিত্র নায়ক ওমর সানি আক্ষেপ সহকারে আবেগঘন কন্ঠে কাদতে কাদতে বলেছিলেন," যদি প্রিয়াকেই কাছে না পাই, তাহলে এ জীবন রেখে কি লাভ" :no: :gulli2: :gulli2:
    ওমর সানির মতোই আক্ষেপ হচ্ছে ! সিসিবি র পিকনিক এ যেতে না পারলে এ জীবন রেখে কি লাভ ? 🙂 (সম্পাদিত)

    জবাব দিন
  7. দিবস (২০০২-২০০৮)
    সিসিবি'র পিকনিক হওয়া অবশ্যই জরুরী। কিন্তু উল্লিখিত সম্ভাব্য সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থান দেখে বিশিষ্ট এস্ট্রলজিস্ট লেজেহোমো এরশাদ মনে করছেন যে, তখন যারা এইজাতীয় খানাপিনায় অংশ নিবে, তারা প্রবল পেটের পিড়ায় আক্রান্ত হতে পারে। 😛

    কাজেই, এই পিকনিক আরো মাসখানেক পিছিয়ে ২০১৪ তে নিয়ে যাওয়া হোক। জানুয়ারীর শেষে সামান্য একটা সম্ভাবনা আছে আমার বাংলাদেশ সফরের। তখন গ্রহ-নক্ষত্রও ঠিক জায়গায় অবস্থান করবে বলে জাতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাষ দিয়েছে

    মাহমুদ ভাই আমার সকল কথা বলে দিছেন। 😀 😀 😀


    হেরে যাব বলে তো স্বপ্ন দেখি নি

    জবাব দিন
  8. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কয়েকদিন লগ ইন করেও লেখার সুযোগ পাইনি। পিকনিক ৫ জানুয়ারির ঐতিহাসিক নির্বাচনের পরে করলে ভালো হয়। শাওন কতোদিন থাকবে? ওর ফোন নম্বর কতো?


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  9. রায়হান (১৯৯৮-২০০৪)

    আসার তো সেই লেভেলের ইচ্ছা
    কিন্তু দেশের এই গ্যাঁড়াকলে ওই দিন ফ্রি থাকুম কিনা কিডা জানে


    একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার,সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার

    জবাব দিন
  10. রাজীব (১৯৯০-১৯৯৬)

    ২৫ শে ডিসেম্বর চমৎকার দিন।
    যিশু এবং জিন্নাহ র জন্মদিন।
    আমি যেতে পারবো না তাতে কি!
    যারা যাবেন তারা উপভোগ করবেন এই আশা রাখি।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন
  11. টিটো রহমান (৯৪-০০)

    :brick: আসিতেছি...................... :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: :party: :awesome: (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত)


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  12. শাওন (৯৫-০১)

    অফিসের একটা ইভেন্ট থাকতে পারে। এখনও শিওর না। যদি থাকে আসতে আসতে সন্ধ্যা হইলেও আমি আসতেছি ইনশাল্লাহ। হাজার হইলেও খাওয়া আর আড্ড:-D । জিহাদ, একটা সীট রাখিস ভাই বসায়:-D ...


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।