বহু হলো নাক ডাকা, সাথে “ধীরে চল্”
কই সব পলাতক ব্লগারের দল?
কই গেল জাস্ট ফ্রেন্ড মাস্ফূ দ্যা ঠোলা
কুড়িগ্রাম , চুয়াডাঙা, নাকি গেছে ভোলা?
কই গেল রায়হান আবীরের লেখা
কেন আর টিটো দা কে যায়নাকো দেখা।
কই গেল টুশকিটা ? মদীনা, না কাবা?
কই গেল আমাদের রুমকির বাবা?
কই গেল বাথরুমে টেনে আসা বিড়ি
কই গেল তাইফুর মাম্মার সিঁড়ি?
কিই গেল পিরা দা, কই গেল রাশু
যেখানেই থাকোনাকো , দাও দেখা আশু
কই গেল সামিয়াটা, কই তার খোমা
কই গেল আইসক্রীম, চকলেট, বোমা?
ইস্ সিরে পোস্ট আজ নাই কেন ম্যালা?
মালসিংহের পিছে চলো দেই ঠ্যালা
কই গেল ব্লগ প্রিন্-সিপালের ঝাড়ি
কই গেল ফ্রিজে রাখা মিষ্টির হাড়ি?
কই গেল কনফু’দা, পোস্ট পরিপাটি
কই গেল ব্লগ থেকে আচার এর বাটি?
কই গেল জুনিয়র সব ছানা পোনা?
কই গেল নালায়েক বৃক্ষ দ্যা জুনা?
কই গেল পোস্টেতে ফার্স্ট হওয়া দাবী
কই গেল সে দিহান , আমাদের ভাবী
কই গেল সিসিবির শওকত, শান
কই গেল বিজ্ঞানী মুহাম্মদ, খান?
কই গেল সিসিবির মিস্টার, ম্যাম?
কই গেল আমাদের যদু, মধু, শ্যাম?
ব্লগে কেন পুরাতন পাপী গুলা নাই
এ ব্যাপারে কী বলেন কাইয়ুম ভাই?
১ম, কতোদিন পর
২য় 😀
মাল্কবি ভাই ব্যাক টু ফর্ম; বস কোন ডিভাইস থেইকা লিখছেন? আই-ডেল-নাকী অ্যান্ড্রু 😉
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
৩য় আমি ঃড
৪র্থ 😀
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
সেই রকম কবিতা হইছে। পুরাতন সবাই ফিরে আসুক। সিসিবির এই রূপটা আসলেই ভাল লাগছে।
:boss:
সেরাম সেরাম
ব্যাপক মাল্কবি।
আমার নাম নিয়া খাইয়া লইস।
বিলিটেড হ্যাপি বাড্ডে।
এই খুশিতে ফ্রিজ থেকে একটা মিষ্টি খেয়ে আসি 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমিও লাইন দিলাম কামরুল ভাইয়ের পিছে।
কি বলেন কাইয়ূম ভাই?
সুইডেন আসলাম ভাই, ছড়া ব্যাপক হয়েছে।
এখন তো, ডেনমার্ক তরফদার।
আমার বন্ধুয়া বিহনে
সুইডেন না ডেনমার্ক এই নিয়ে কনফিউশন থাকলে একসঙ্গে আমরা জিহাদরে 'স্ক্যানডিনিভিয়া তরফদার' বলতে পারি 😀
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
হাসতে হাসতে পিরা গেলাম =)) =)) =))
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
এইটা একটা ভাল কথা বলছেন 😀
গুল্লি! কুপা শামছু হইছে ... 😀
আমার বন্ধুয়া বিহনে
:clap:
জিহাদ ছড়া ভালা পাইছি
সিরাম সিরাম। আমাদের মাল্কবি পুরা ফর্মে.................. 😛
চ্রম হইছে মাল্কবি...এখন একটা ব্লগর ব্লগর লেখ তাড়াতাড়ি...
সিরাম সিরাম :boss:
"আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"
দারুণ হইছে `কই গেল' :gulli2: :hatsoff:
আছিস কেমন, হ্যালো..
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
সবাই আছে ভালো,
জ্বলুক সিসিবির আলো।
মুছে যাক সব কালো।
রিবিন ভি এর সেঞ্চুরী
কইরে মিষ্টির হাঁড়ি ?
চল যাই তাড়াতাড়ি
রিবিন ভি এর বাড়ি.... :bash:
সেই রকম,,,পুরাই আইপ্যাড 😉
মাল্কবি, ওয়েল্কাম্ব্যাকডুড......উইমিসডু :hug:
পুরা রকায়ে দিলি :awesome:
মাল্কবি, স্টার্ট ফ্রন্ট্রোল... x-(
(বিশেষণটার জন্য... :chup: )
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
শওকত কারে কইলা?
অমিতাভরে কইছে ভাইয়া, দেখেন না "শান" 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আয়া পড়ছি!
সেইরাম হইছে :thumbup: :thumbup:
আহা সাধু সাধু....পুরান পাপীরা সব ফিরত আসছে দেখতেই ভাল্লাগতেছে... :clap:
:((
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
ভাই সিরাম হইসে :boss: :boss: :boss:
:thumbdown: :thumbdown: :thumbdown:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:tuski: :tuski: 🙂
Life is Mad.
সায়েদ ভাই!!! কতদিন পর!! কেমন আছেন??