কই গেল?! কই গেল?! কই গেল?!

বহু হলো নাক ডাকা, সাথে “ধীরে চল্”
কই সব পলাতক ব্লগারের দল?

কই গেল জাস্ট ফ্রেন্ড মাস্ফূ দ্যা ঠোলা
কুড়িগ্রাম , চুয়াডাঙা, নাকি গেছে ভোলা?
কই গেল রায়হান আবীরের লেখা
কেন আর টিটো দা কে যায়নাকো দেখা।
কই গেল টুশকিটা ? মদীনা, না কাবা?
কই গেল আমাদের রুমকির বাবা?
কই গেল বাথরুমে টেনে আসা বিড়ি
কই গেল তাইফুর মাম্মার সিঁড়ি?
কিই গেল পিরা দা, কই গেল রাশু
যেখানেই থাকোনাকো , দাও দেখা আশু
কই গেল সামিয়াটা, কই তার খোমা
কই গেল আইসক্রীম, চকলেট, বোমা?
ইস্ সিরে পোস্ট আজ নাই কেন ম্যালা?
মালসিংহের পিছে চলো দেই ঠ্যালা
কই গেল ব্লগ প্রিন্-সিপালের ঝাড়ি
কই গেল ফ্রিজে রাখা মিষ্টির হাড়ি?
কই গেল কনফু’দা, পোস্ট পরিপাটি
কই গেল ব্লগ থেকে আচার এর বাটি?
কই গেল জুনিয়র সব ছানা পোনা?
কই গেল নালায়েক বৃক্ষ দ্যা জুনা?
কই গেল পোস্টেতে ফার্স্ট হওয়া দাবী
কই গেল সে দিহান , আমাদের ভাবী
কই গেল সিসিবির শওকত, শান
কই গেল বিজ্ঞানী মুহাম্মদ, খান?
কই গেল সিসিবির মিস্টার, ম্যাম?
কই গেল আমাদের যদু, মধু, শ্যাম?

ব্লগে কেন পুরাতন পাপী গুলা নাই
এ ব্যাপারে কী বলেন কাইয়ুম ভাই?

৩৭ টি মন্তব্য : “কই গেল?! কই গেল?! কই গেল?!”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    এই খুশিতে ফ্রিজ থেকে একটা মিষ্টি খেয়ে আসি 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    সিরাম সিরাম :boss:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।