গানটা যখন প্রথম শুনি তখন মনে মনে বলেছিলাম, আহা! মেয়েটা কত জোস গায়। সেই ভালোলাগার রেশ থাকতে না থাকতেই মেয়েটা সম্পর্কে আরো গভীর কিছু জানার আশায় লাগাইলাম উইকিতে সার্চ। এবং আমাকে বেক্কল বানায় দিয়ে উইকি ঘোষণা দিল – তুমি যাকে এতদিন যাহা ভাবিয়াছো সে আসলে তাহা নয়। মেয়েটা আসলে মেয়ে না। মেয়েটা হলো একটা ছেলে। এবং রীতিমত জুনিয়র গোত্রীয়।
নাম তার ডেকল্যান গ্যালব্রেইথ। জাতে আইরিশ। জন্ম ১৯৯১ সালের ১৯ ডিসেম্বর। এই ছেলের ক্যাডেট কলেজে পড়ার সৌভাগ্য হলে তাকে ক্লাস সেভেনে পাইতাম।
কুষ্ঠি ঘেঁটে দেখা যায় এর দাদাও একটা ব্যান্ড টীমে জড়িত ছিল । (কি ইয়ো দাদা রে বাবা!) দাদার করা একটা কনসার্টে গিয়ে এই পিচ্চি স্কটিশ- আইরিশ ট্রেডিশনাল সুরের ওপর আকৃষ্ট হয়। এবং সেই আকর্ষণের রেশ চুড়ান্ত পর্যায়ে গিয়ে পরিণতি পায় যখন ২০০২ সালে মাত্র এগারো বছর বয়েসে তার প্রথম এলবাম “ডেকল্যান” রিলিজ পায়।
ওর গাওয়া আমার প্রথম শোনা গান “An angel”. এটি ২০০৬ সালে বের হওয়া ওর দ্বিতীয় এলবাম “Thank U” এর প্রথম ট্র্যাক। এবং এই গানটা শুনে আমি যাকে বলে রীতিমত মুগ্ধ হয়ে গেছি। শেয়ার করলাম সবার সাথে।
লিরিকস: An Angel
wish I had your pair of wings
Had them last night in my dreams
I was chasing butterflies
Till the sunrise broke my eyes
Tonight the sky has glued my eyes
Cause what they see’s an angel hive
I’ve got to touch that magic sky
And greet the angels in their hive
Sometimes I wish I were an angel
Sometimes I wish I were you
Sometimes I wish I were an angel
Sometimes I wish I were you
And all the sweet honey from above
Pour it all over me sweet love
And while you’re flying around my head
Your honey kisses keep me fed
I wish I had a pair of wings
Just like last night in my dreams
I was lost in paradise
I wish I’d never opened my eyes
Sometimes I wish I were an angel
Sometimes I wish I were you
But there’s danger in the air
Tryin’ so hard to be unfair
Danger’s in the air
Tryin’ so hard to give us a scare
But were not afraid
Sometimes I wish I were an angel
Sometimes I wish I were you
Wish I were you
Oh I wish I were you
গানটা শুনতে পারেন এখানে:
ডাউনলোড করতে চাইলে ক্লিক করুন এখানে
সমাপনী স্বীকারোক্তি: বাংলাতে গুটিকয় যে কয় লাইন চাপা মারলাম তা’ যদি পছন্দ না হয়ে থাকে তবে ইংরেজী চাপার জন্য ক্লিক করতে পারেন এখানে
জিহাদ,
পোলা আর মাইয়ার পার্থক্য বুঝোনা 😮
তোমার জন্য মায়া লাগতেসে 😀
(কনফেশনঃ শুইনা দেখলাম, গলাটা আসলেই কনফিউজিং!)
তবে, গানটা পুরা পাংখা :hatsoff:
"আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"
কি করবো বলেন। সবই বয়সের দোষ। কোন মিষ্টি গান শুনলেই ভাবতে ইচ্ছে করে এইটা নিশ্চয়ই আমাকে ভেবেই গাওয়া 😡
তবে এই পিচ্চির কন্ঠ শুনে প্রথম ধাক্কায় বুঝা আসলেই টাফ। :no:
সাতেও নাই, পাঁচেও নাই
হাহ হাহ হা :))
এইডা কি কইলি ??
এই পুলাডা তোরে ভাইবা গান গায় ভাবসস ???
:khekz:
অঃটঃ এইডা আসলেই পুলা ??? 🙁
পিসিসি নাকি ?
ডেকল্যান গ্যালব্রেইথ পিসিসি তে পড়তো কীনা সেইটা নিয়া অবশ্য উইকিতে কিছু লেখা নাই :-B
সাতেও নাই, পাঁচেও নাই
মোবাইলে স্থান পাইয়াছে।
গলার নীচে নামলে ছেলে মেয়ে পার্থক্য বোঝা যায় তো ভায়া?? 😉
:khekz: :khekz:
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
উইকিতে গলার নীচে নামা যায় না ...
সাইকো, এর পর গেমস, এরপর কবিতা, মাঝে এক বার আইছিল সিনেমা, এখন গান।
গান ডাউনলোড করতে করতে তো পাগল হই গেলাম।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
জিহাদ ভাইতো esnips এর add দিতেসে 😮
ডাউনলোড করতে গেলে sign up করতে হয় :bash:
আমি যেই ডাউনলোড লিংক দিসি ওইটা তে সাইন ইন এর দরকার নাই তো।
সাতেও নাই, পাঁচেও নাই
আমিও দেখলাম সাইন ইন চাচ্ছে... 🙁
আমি এই রকম ধরা খাইছিলাম শের (Cher) এর গান শুনে... 🙁
প্রথমে মনে হইছিল, লোকটা তো ভস গায়... B-)
পরে দেখি... =))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
আরে আমি তো আমাদের আর্কের হাসানরেই প্রথমে শুইনা মেয়ে ভাবছিলাম ;;;
:khekz: :khekz:
কি কইলেন :goragori: :pira:
আমিও ডাউনলোড করতে পারলাম না
প্রথমবার যখন গানটা দিসিলা তখন ধুম করে নেট চলে গেলো, আসেনাই। এখন নামাইলাম। 🙂 থেঙ্কু
আমিও ভালই গান গাইতাম, কলেজে কখনো রুমে সঙ্গীত (অপ)চর্চা শুরু করলেই পোলাপাইন কেমন যেন করুণ দৃষ্টিতে তাকাইতো। আমার কাছে অবশ্য প্রশংসার দৃষ্টিই মনে হইতো।
😡 😡 😡 আসলে গুণীর কোন কদর নাই।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
"জন্ম ১৯৯১ সালের ১৯ ডিসেম্বর। এই ছেলের ক্যাডেট কলেজে পড়ার সৌভাগ্য হলে তাকে ক্লাস সেভেনে পাইতাম।"
- ক্লাস সেভেনে পাইলে কি করতিস ?!!!!!!?
তোর চরিত্র নিয়ে সন্দেহ হইতেছে ।