সিলেটের এহসান ভাই (৮৯-৯৫) এর বাবা গতকাল সন্ধ্যায় মারা গেছেন। উনার দাফন সম্পন্ন হয়ে গেছে এবং কুলখানী হবে আগামীকাল দেশের বাড়ি ফেনীতে।
পার্থিব কোন সান্ত্বনাই চলে যাওয়া প্রিয় মানুষের জন্য অনুভূত বেদনায় প্রলেপ বোলাতে পারেনা। প্রার্থণা করি এহসান ভাই দ্রুত মানসিকভাবে শক্ত এবং স্বাভাবিক হয়ে উঠুন।
সিসিবির আমরা সবাই এহসান ভাইয়ের সাথে সমব্যাথী এবং উনার বাবার পারলৌকিক মঙ্গলের জন্য প্রার্থনা করছি।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন
শোক সন্তপ্ত পরিবারের জন্যে সহমর্মিতা।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
মরহুমের জন্য স্রষ্টার নিকট প্রার্থনা এবং এহসান ভাইয়ের পরিবারের জন্য সহমর্মিতা জানাচ্ছি।
সংসারে প্রবল বৈরাগ্য!
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন.
মরহুমের বিদেহী আত্মার জন্য প্রার্থণা আর এহসান ভাইয়ের পরিবাবের জন্য সহানুভূতি
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
আল্লাহ নিশ্চয়ই উনাকে অনেক শান্তিতে রাখবেন।
বাবা হারানোর কষ্টটুকু দ্রুত সামলে উঠুন এহসান ভাই- এই প্রার্থনা রইল।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।দোয়া করা ছাড়া আর কী বা করতে পারি। 🙁
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
এহসান একদিন আমাকে কথায় কথায় বলেছিল, তার বাবা অসূস্থ এবং বাবার কাছে থাকার জন্যই তার দেশে চলে আসা উচিৎ।
আল্লাহ তাদের সবার মংগল করুন।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন।
আল্লাহ আংকেলকে বেহশত নসিব করুন।
বাবার জন্য শ্রদ্ধা এহসান। উনার সঙ্গে চমৎকার সব স্মৃতিগুলো স্মরণ করো। ভালো থেকো।
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন ।
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন
আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন ... এবং উনার পরিবারকে এই ক্ষতি কাটিয়ে উঠার তৌফিক দিন - আমিন।
আল্লাহ উনার আত্মাকে শান্তিতে রাখুন
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
...............................
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন.
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন.
আল্লাহ আঙ্কেলকে জান্নাত নসিব করুক...
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহি রাজেউন ।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন
আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করুন
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
আমার সমবেদনা। আপনার এবং আপনার পরিবারের কথা ভাবছি।
আমার বন্ধুয়া বিহনে
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
এহসান ভাই, শক্ত থাকবেন। আল্লাহ ওনাকে শান্তিতে রাখবেন।
আল্লাহ ওনার আত্মাকে শান্তি দিন
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। আল্লাহ আঙ্কেলকে জান্নাতবাসী করুন।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন...
আল্লাহ উনাকে শান্তিতে রাখুন
"Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
- A Concerto Is a Conversation
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা রইল।
চ্যারিটি বিগিনস এট হোম
আমাদের ব্লগের সবাই যারা এখানে ও ফোনে আমাকে মনে করেছেন... আমার বাবার জন্য দোয়া করেছেন... সবাইকে অনেক ধন্যবাদ।