শোক সংবাদ

সিলেটের এহসান ভাই (৮৯-৯৫) এর বাবা গতকাল সন্ধ্যায় মারা গেছেন। উনার দাফন সম্পন্ন হয়ে গেছে এবং কুলখানী হবে আগামীকাল দেশের বাড়ি ফেনীতে।

পার্থিব কোন সান্ত্বনাই চলে যাওয়া প্রিয় মানুষের জন্য অনুভূত বেদনায় প্রলেপ বোলাতে পারেনা। প্রার্থণা করি এহসান ভাই দ্রুত মানসিকভাবে শক্ত এবং স্বাভাবিক হয়ে উঠুন।

সিসিবির আমরা সবাই এহসান ভাইয়ের সাথে সমব্যাথী এবং উনার বাবার পারলৌকিক মঙ্গলের জন্য প্রার্থনা করছি।

২৯ টি মন্তব্য : “শোক সংবাদ”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

    মরহুমের জন্য স্রষ্টার নিকট প্রার্থনা এবং এহসান ভাইয়ের পরিবারের জন্য সহমর্মিতা জানাচ্ছি।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. তানভীর (৯৪-০০)

    ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

    আল্লাহ নিশ্চয়ই উনাকে অনেক শান্তিতে রাখবেন।
    বাবা হারানোর কষ্টটুকু দ্রুত সামলে উঠুন এহসান ভাই- এই প্রার্থনা রইল।

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

    এহসান একদিন আমাকে কথায় কথায় বলেছিল, তার বাবা অসূস্থ এবং বাবার কাছে থাকার জন্যই তার দেশে চলে আসা উচিৎ।

    আল্লাহ তাদের সবার মংগল করুন।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. আহমদ (৮৮-৯৪)

    ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
    বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
    শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা রইল।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।