ক্লান্ত চোখে একটু জমা শিশির
আর পুরোনো লক্ষ জোনাক তারা
ভাবছি বসে নতুন কারা এলো
আর হারালো আমায় ছেড়ে যারা।
যেই দিনটা সারা দুপুর জুড়ে
হাসলো ভীষণ রোদের ছায়ায় মিশে
একটু রাতের আড়াল পেয়েই দেখো
কাঁদলো অঝোর সব হারানোর বিষে।
ভাবছো তুমি খুব বোকা ও, তাই
অতীতটাকে ভাবছে আজো মিছে
অনেকটা পথ একলা হেঁটে এসেও
ডাকছে যাকে আসলো ফেলে পিছে।
সামনে কত ঘাস ফুলেদের মিছিল
বলবে তুমি ভুলবো সকল হারা
ভাবছি আমি ভাবছি মিছেই তাদের
ভাবনা ঝেড়ে ফিরবেনা আর যারা।
কিন্তু তুমি একটা কথা ভাবো
মেঘগুলো কি একটা দিনও শুকোয়?
ঝঝঝকে দিন যায়না মুছে, শুধু
রাত্রি ছায়ায় একটুকু মুখ লুকোয়।
যেই তারাটা পড়লো হঠাৎ খসে
ভাববে – ও তো গেছেই চলে দূরে
উহু! তুমি দেখছো না কোন স্মৃতি
জ্বলছে আমার একলা আকাশ জুড়ে?!
ভাইরে জীবনের সিকি আনাও যায় নাই, স্মৃতি নিয়া টানাটানি শুরু করলা।
আমরা তো তাইলে কবরের গান শুরু করি দেই কি বল।
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
স্মৃতি আপারে সবার সামনে টানাটানি করার জন্যে জিহাদের ব্যাঞ্চাই। 😉
কবিতার সাথে বাস্তবতার জোরপূর্বক মিল স্থাপনের চেষ্টা করার জন্য ফয়েজ ভাই, সাথে সহযোগী হিসেবে কামরুল ভাইয়ের ব্যাঞ্চাই।
সাতেও নাই, পাঁচেও নাই
সিলভার
দেখছো নি কান্ডটা, আমি গোল্ড পাইয়া মাতি না, হেয় সিল্ভার নিয়া লাফায়।
কই যে যাই?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ভালো হয়েছে তবে আরো ভালো করার অবকাশ আছে 😀
খুব সুন্দর।
অনেক মায়া জড়ানো একটি লেখা।
সুর দিলে মিষ্টি একটা গানও হতে পারে।
শুভেচ্ছা নিও নিরন্তর।
:thumbup:
সৈয়দ সাফী
হুম...
লা লা লা লা লা...
:guitar: :guitar: :guitar:
সুরটা দিয়েই দিলাম... B-)
গান গাইবে কোকিল কন্ঠী কামরুল ভাই... :clap:
সাথে কাইয়ূম ভাইএর নাচ... :thumbup:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:clap: :clap: :clap: :clap:
নিরিহ দর্শক...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
সুযোগসন্ধানী দর্শক :grr: :grr:
:clap: :clap: :clap:
জুনায়েদ ভাই কি কামরুল ভাইয়ের নামটা ভুইলা গেছেন? 😮 ওইজে কি তাজ যেন? মনে পড়ছে ভাই?
লগ ইন না কইরা কমেন্ট করলি কেন??? 🙁
তোর ব্যান চাই... x-(
আর কমেন্টে কি বুঝাইতে চাইলি আমি বুঝলাম না কেন বলে আবার তোর ব্যান চাই... 😡
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
:clap: :clap: :clap: :clap:
Life is Mad.
সুন্দর কবিতা ... চমৎকার ছন্দ ...
জিহাদ, তুই কি কবি নাকি ??
আমার তো মনে হইতেছে তুই কবি ...
এহহে ... এইডা আমার আগেই সন্দেহ করা উচিৎ ছিল।
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
জিহাদকে সন্দেহ করায় তাইফুর ভাইকে আমার সন্দেহ হচ্ছে 😉
জিহাদ আর তাইফুরকে সন্দেহ করায় আমার কামরুলকেও সন্দেহ হচ্ছে B-)
সংসারে প্রবল বৈরাগ্য!
জিহাদ...কবিতা ভালো হয়েছে।
আশাবাদী মানুষদের আমি সবসময়ই পছন্দ করি।
হুম.. বিজয়ীরা বরাবর ভগবান এখানেতে, পরাজিতরাই পাপী এখানে...
সাতেও নাই, পাঁচেও নাই
রাম-রাবনের কেচ্ছা ...
পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥
অই এইডা কি জিনিস। নতুন আমদানী করছ নাকি কিছু?
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
ছবি+কবিতা= ছবিতা
জিহাদ ব্যাডায় কবিতা দিছে , কিন্তু ছবি দিতে ভুইলা গেছে 😉
ছড়া + কবিতা = ছবিতা
মাঝে মাঝে এইরকম যেগুলা লিখি সেগুলা না হয় ছড়া , না হয় কবিতা। এই জন্য দুইটা মিলায়া খিচুড়ি পাকানো নামকরণ।
ভুল ব্যাখ্যা দেয়ার জন্য কামরুল ভাইয়ের ব্যাঞ্চাই।
সাতেও নাই, পাঁচেও নাই
এই কবিতাটা কত সুন্দর তুমি নিজেও জানো আন :))
অফটপিকঃ সত্যই সুন্দর B-) (ভাব নিলাম একটু)
জানো না হবে 😕