কয়েকদিন আগে ইয়াহু মেসেঞ্জারে সামিয়ার প্রস্তাব শুনে যখন আমি ওর কথায় সায় দিলাম তখনো ভাবিনি খুব বেশি কিছু হবে। বড় জোর দশ কিংবা পনেরো হাজার টাকা। তারপরও ভালো লাগছিল। আমরা এগিয়ে এলে একজন অভাবী মানুষও যদি একটু আরামে এই হাড় কাঁপানো শীতের রাতে চোখ বুজতে পারে, খারাপ কি ?
আমি যে বড় একটা বেকুব সেটার প্রমাণ দিতে সিসিবিবাসী খুব একটা দেরি করেনি।
এখন পর্যন্ত হাতে পাওয়া এবং হাতে পেতে যাওয়া টাকার সর্বমোট পরিমাণ: ৳ ৯৫ হাজার ৪৩৮ টাকা।
ইতোমধ্যে ঢাকা এবং এর আশেপাশে বিতরণ করা হয়েছে ১৪৫টা কম্বল।
আর কাল সাতক্ষীরা যাচ্ছি সিসিবির আমরা ছয়জন। সাথে নিয়ে যাচ্ছি দুইশো কম্বল। তবে সাথে করে নি:সন্দেহে সবচে বেশি নিয়ে যাচ্ছি সিসিবিবাসীর ভালোবাসা।
শীতে কষ্ট পাওয়া মানুষগুলোর জন্য যারা সাহায্যের হাত বাড়িয়েছেন নি:স্বার্থ হৃদয়ে, তাদের সবাইকে স্যালুট। কেননা, অপরের জন্য নিজের বেঁচে থাকার প্রেরণাটা আরো ভালোভাবে জাগিয়ে দিয়েছেন আপনারা।
আপনাদের হাত ধরে মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে সিসিবি হাটি হাটি পা পা করে যে পথচলা শুরু করলো আশা করি ভবিষ্যতে তার পরিধি দিন দিন কেবল বিস্তৃতই হবে।
সবার প্রতি আবারো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
:thumbup: :thumbup: :thumbup:
সিসিবিয়ানদের :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
:clap: :clap: :clap: :clap:
:clap: :clap: :boss: :boss: :hatsoff: :hatsoff: :salute: :salute:
সাবাস। 🙂
সাবাস! :clap:
আমার বন্ধুয়া বিহনে
উত্তরাঞ্চলে যাবার কোন পরিকল্পনা+দেবার মত গরম কাপড় আছে কি? ঢাকায় আর না দেয়াটাই ভাল। সবাই ঢাকাতেই দেয় কারন দিতে তেমন কস্ট হয় না। ডুপ্লিকেট হবার সম্ভাবনাও থাকে।
রংপুরের দিকে দিতে পারলে খুব ভাল হত। তোমাদের অনেক অনেক ধন্যবাদ এমন ভাল একটা উদ্যোগ নেবার জন্য :clap: :clap:
:clap: :clap: :clap:
:boss: :boss:
রংপুর এবং কুড়িগ্রাম এলাকার খুব খারাপ অবস্থা.....
আমরা সেনাবাহিনীর তরফ থেকে হাজার তিনেক শীতবস্ত্র দিয়েছি, কিন্তু তা দিয়ে ১০০ ভাগের ১০ ভাগও পূরন হয় না....
সাতক্ষীরা কবে আসছো.........আমি ্যশোরে......আছি..৩ দিন আরো...।।.।
আসার আগে জানিও
চমৎকার... অনেক কষ্ট করছো তোমরা... কাছে থেকে করতে পারলাম না... দূর থেকে করার চেষ্টা করলাম।
:clap:
জিহাদ ভাই, আপনারে বোকা বানানোর আর চান্স কি আছে ? আমি এই ব্লগে নতুন তো- কোথায় কিভাবে কি করতে হবে একটু ডিটেইলস বললে সুবিধা হইতো ...আপনারে আরেকটু বোকা প্রমাণ করার চেষ্টা করতাম 🙂 ...
এখানে ডিটেইলস এ বলা আছে...
এখানে আছে...
:clap: :clap: :hatsoff:
মানুষ তার স্বপ্নের সমান বড়
অসুস্থতার জন্য তোদের সাথে থাকতেই পারলাম না। তোদের সবাইকে স্যালুট .......
someone pliz contact with maj aziz vae(BCC\8th) he is in congo but he told me to collect his contribution from his family.
his email address: eiti.ahmed@gmail.com
সামিয়া, জিহাদ, আবীরসহ আরো যারা এই মানবিক উদ্যোগে শ্রম-ঘাম-ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে :hatsoff:
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:hatsoff: :salute:
চ্যারিটি বিগিনস এট হোম
আজকে ভোর চারটায় সাতক্ষীরা থেকে ফিরলাম আমি, জিহাদ, মুহাম্মদ, ইকবাল, সামিয়া, লিজা। মোট ২০০ টি কম্বল বিতরণ করা হয়েছে। ৫০ টি সাতক্ষীরা জেলায়, ১৫০ টি আশাশোনা উপজেলায়। পুরোদিন জুড়ে আমাদের অকল্পনীয় সহায়তা করেছেন সাতক্ষীরার ডিসি, আশাশোনার ইউএনও। ডিসি স্যার সার্কিট হাউসে থাকা- খাওয়ার ব্যবস্থা সহ সারাদিনের জন্য মাইক্রোবাস দিয়েছিলেন, আর অপরদিকে ইউএনও আমরা আসবো এই খবর পেয়ে ভোরবেলা থেকে বেড়ি বাধে লোক পাঠিয়ে একটি লিস্ট করে রেখেছিলেন। পরে আমরা লিস্ট ধরে ডেকে ডেকে কম্বল বিতরণ করেছি। সংগে ছিলেন ইউএনও, যুব উন্নয়ন কর্মকর্তা, নিবার্চন কমিশন অফিসার সহ আরও অনেকে।
যুদ্ধাপরাধী বিচারের দাবীতে বছরখানেক আগে কাইয়ূম ভাইয়ের করা ডিজাইনের বেশ কয়েকহাজার স্টিকার বের করেছিলাম আমরা, মনের সুখে লাগিয়েছিলাম জায়গায় জায়গায়। কিন্তু কয়েক হাজার নিতান্তই কম সংখ্যা তাই স্টিকারটি নিজের বাসার দরজা ছাড়া আর কোথাও তেমন চোখে পড়েনি। কিন্তু সাতক্ষীরায় এক বাসার দরজায় সেটা লাগানো দেখে আনন্দে উদ্বেলিত!
আগামীকাল যাচ্ছি বান্দরবন।
:hatsoff: :salute:
:salute: :salute: :salute:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
উদ্যোক্তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো...
:hatsoff:
:salute:
তোমাদের কি বলে ধন্যবাদ জানাব জানিনা। সমস্ত সিসিবিয়ানদের :boss: :boss:
একটা পেপাল একাউন্ট খুলে রাখা যায় যে কোন সময় এরকম কাজে টাকা পাঠানোর জন্য তাহলে বাইরে যারা থাকে তাদের জন্য পাঠাতে সুবিধা হয়।