আহমদ ভাইয়ের লেট করার রোমান্টিক স্টোরি পড়ে অনেকেই নিশ্চয়ই ভেবেছেন আর যাই হোক এইরকম ভুল পুরো দুনিয়া করলেও আপনি করবেন না। কিন্তু কথা হচ্ছে আমরা যা ভাবি হয় তার উল্টা। বিশ্বাস হচ্ছেনা? যদি এখনি প্রমাণ করে দেই যে আপনিও আপনার প্রিয় মানুষটির কথা বেমালুম ভুলে গিয়ে বসে আছেন?
সুপ্রিয় সিসিবিবাসী, বলতেই হচ্ছে, আপনাদের দলে আমিও আছি। আপনাদের মত আমিও প্রিয়জনের বিশেষ উপলক্ষ্যের দিন ভুলে বসে আছি বেকুবের মত।
কারণ আজ সিসিবির তৃতীয় জন্মদিন!
টাইম লস না করে আসেন সবাই মিলে বলি: হ্যাপি বাড্ডে সিসিবি! (সময়: রাত বারোটা ;;; )
শুভ জন্মদিন!!!!
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
শুভ জন্মদিন সিসিবি। শতেক সন্তানের জনক-জননী হও! (কপিরাইট : ফয়েজ) ~x( ~x( ~x(
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
~x( ~x(
কারও মনে ছিলনা!! এইটা কেমনে হয়???
...ভাল থেকো সিসিবি...শুভ জন্মদিন...জানোই তো ক্যাডেটরা একটু ডজার টাইপ হয়, রাগ করো না প্লীজ, ভুইলা গেছিলাম সবটিতে মিলে 🙁
শুভ জন্মদিন :clap: :clap: :clap:
আমি আজকে সারাদিন এই জন্মদিনের পোস্টটার জন্য অপেক্ষা করছি.... 🙁
শুভ জন্মদিন সিসিবি। অনেক অনেক দিন বেঁচে থাক সুখী হয়ে। 🙂
শুভজন্মদিন সিসিবি..... :party:
জন্মদিন প্রিফেক্ট কই????
কেক খাইতে মন্চায় :(( :((
সিসিবিরে :boss: :boss:
শুভ জন্মদিন সিসিবি 🙂
আমিও জানতাম জন্মদিন কিন্তু 🙁
শুভ জন্মদিন সিসিবি 😀
মানুষ তার স্বপ্নের সমান বড়
:party: :party: :party:
:salute: :salute: :salute:
:hug: :hug:
Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet
শুভ জন্মদিন সিসিবি :party: :party: :party: :party:
(এতক্ষনে কারোরই মনে পড়ে নাই, এইটা একটা কাজ হইলো....মাস্ফু কই গেলি....তাড়াতাড়ি লুংই পিরা লংআপ হ :grr:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
শতেক হলে চল্বেনা। সহস্র হতে হবে। ডিজিটাল গতিতে এগিয়ে চল।
এতক্ষনে কারোরই মনে পড়ে নাই, এইটা একটা কাজ হইলো….মাস্ফু কই গেলি….তাড়াতাড়ি লুংই পিরা লংআপ হ x-( x-(
শুভ জন্মদিন... :party:
আমি যখন অনেক বড় হব, তখন তোরে তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব... :dreamy:
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জন্মদিন প্রিফেক্ট এর কোনো খোজ নাই, কিন্তু এসিস্টেন্ট প্রিফেক্ট হিসেবে জিহাদ দায়িত্বশীলতার পরিচয় দেয়ায় :salute:
😕 ইয়ে মানে উনি তো ব্লগে নাই
হ্যাপি বাড্ডে... সিসিবি :party:
এক দুই
বড় হবি তুই
(কপিরাইটঃ পোলাটার নাম ভুইলা গেসি 😕 )
শুভ জন্মদিন।
ওয়ে ওয়ে হোয়ে হোয়ে...সিসিবির আইজ তৃতীয় জন্মদিন...জন্মদিনে খানা খাইতে মঞ্চায় 😛
শুভ জন্মদিন সিসিবি ...
শুভ জন্মদিন সিসিবি। শতেক সন্তানের জনক-জননী হও! (কপিরাইট : ফয়েজ ভাই)
:party: :party: :party:
কিন্তু পরিসংখ্যান তো বলতেছে সিসিবি ইতিমধ্যে সহস্র সন্তানের জননী !
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:party: সবাই মিলে রেটিং করেন ... আমি ৫ তারা দাগাইছি :party:
চ্যারিটি বিগিনস এট হোম
কথায় আছে প্রিয়জনের প্রতি ভালবাসা নাকি সামনা সামনি প্রকাশ করতে নেই-কিন্তু কথাটা এ মুহূর্তে মানতে ইচ্ছে করছেনা।সিসিবি আমার কাছে একটা ব্লগমাত্র নয়-আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।শুধু লেখাই নয়-একটা কমেন্ট মিস করলেও মনকে সান্তনা দিতে পারিনা-বার বার ফিরে আসি।
জয়তু সিসিবি।
তুই এখনো লং আপ হস নাই x-(
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:((
:pira: :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
মাস্ফ্যু, সহমত :thumbup:
চ্যারিটি বিগিনস এট হোম
:shy: থেঙ্কু
বড় হ, লক্ষ কোটি লেখক লেখিকার জনক হ, তিন প্রহরের বিলে পইড়া থাকা লোকজনের কাছে থেকে দূরে থাক, আর......আর......নাহ, মনে আসতেসে না...... :(( :(( :(( ইমোশনাল হইয়া গেলাম :(( :(( :((
আয় বাজান, কাছে আয় :-*
চ্যারিটি বিগিনস এট হোম
শুভ জন্মদিন সিসিবি।
শতেক ছাড়িয়ে সহস্র সন্তানের জনক-জননী হয়েছো। জন্ম-নিয়ন্ত্রন তোমার জন্য না। বৃক্ষের মতো ছায়া দিয়ে কখনো ক্লান্ত, কখনো দূরন্ত, কিম্বা অশান্ত অথবা মৌন ক্যাডেটদের দুদন্ডের শান্তি দিয়ে তুমি অবিচল স্থির। তুমিই আমাদের বনলতা সেন, তুমিই তিন প্রহরের বিল। তুমিই কেক তুমিই বিস্কিট। বেঁচে থেকো ততদিন যতদিন এ পৃথিবীতে অন্তর্জালেরা ছড়িয়ে থাকে জড়িয়ে ধরে প্রতিটি অক্ষাংশ - দ্রাঘিমাংশ।
“Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
― Mahatma Gandhi
শান্তাপি, গ্রেট।
মনটাই ভালো করে দিলেন।
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
:thumbup: :thumbup: :hatsoff: :salute: :hatsoff: :hatsoff: :salute: :hatsoff: :salute:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
:just: :pira: :khekz:
সেইসাথে :boss: :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
পিরা গেসি পরথম লাইনটার জন্য। পরের লাইঙ্গুলার জন্য :salute: :boss:
চ্যারিটি বিগিনস এট হোম
ব্যানারটা ব্যাপক হইছে... :thumbup:
চার্লস ব্যানারম্যান ভাই রে বিশাল থ্যাংকু... :salute:
কি বলেন কাইয়ূম ভাই??? ;))
ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ
জটিল :khekz:
চ্যারিটি বিগিনস এট হোম
;)) ;)) ;)) ;))
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
শিভ জ়িন্মদিন সিসিবি
=)) =)) =))
শুভ জন্মদিন 🙂
শুভ জন্মদিন সিসিবি। ফয়েজ ভাই দোয়া করার আগেই এইবেলা ব্যবস্থা নিয়া নে। 😉
সিসিবি, তোমার সাথে আছি তাও প্রায় ১ বছরের উপর হয়ে গেলো। জীবনের কঠিন বাস্তবতার সম্মুখীন আমি তোমার সাথে দেখা করতে পারি না এখন আর, তোমার সাথে কথা হয় না, তোমাকে চিঠিও লেখা হয় না অনেকদিন। কিন্তু জানো কি প্রতিদিনই তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখে যাই। যতদিন যাচ্ছে তুমি আরও সুন্দর হচ্ছ। এতদিনের দুরত্বের পর আমাকে ভুলে যাও নি তো? অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা তোমাকে আজ। দেখতে দেখতে ৩ বছরের হয়ে গেছ। আরও হাজার বছর হোক তোমার বয়স, কাইয়ুম ভাইয়ের চেয়েও বড় হও।
:thumbup:
শুভ জন্মদিন! কেক কুক খাইতাম চাই। :goragori:
তৃতীয় নাকি দ্বিতীয়? তি-ন বছর হয়ে গেলো, কেম্নে কী??
www.tareqnurulhasan.com
শুভ জন্মদিন।
এখানেই থেমে থাকলে চলবে না কিন্তু!
সংসারে প্রবল বৈরাগ্য!
শুভ জন্মদিন :)) :))
শুভ জন্মদিন।
:awesome: :awesome: :awesome: :goragori:
:party: শুভ জন্মদিন সিসিবি
:-B সন্তানে হোস নাকো হিসিবি
:no: এখানেই থেমে থাকলে চলবে না
:dreamy: তিন প্রহরের বিলে যেতে বলবে না?
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
জন্মদিন ব্যানারটা অসাধারণ হইছে।
৩০০ তম জন্মদিনে আমি একখান গল্প লেখুম।
শুভ জন্মদিন সিসিবি। তোমার জন্মদিনে ব্লগের সবার জন্য আমার দোকানের চা-কফি-টোষ্ট বিস্কুট ফ্রি। আ লাভু সিসিবি। 😀
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
শুভ জন্মদিন সিসিবি :gulli2: :gulli2:
ব্যানারটা দেইখা ইমোশনাল হয়া গেলাম। :(( :(( :((
চউখের সাম্নে সিসিবি কত্তো বড় হয়া গেল। :tuski: :tuski: :tuski:
লেট কামার, তাই লেট কইরা হইলেও, হেপি বাড্ডে সিসিবি... :awesome: :awesome: :awesome:
সিসিবি অমর হোক, সিসিবি জিন্দাবাদ। 😡 😡 😡
😡 😡 😡 😡 😡 😡 😡 😡
(সো ফার এই ইমোটা ব্যবহার করতে পারি নাই 😀 )
Life is Mad.
আগে কিছু :frontroll: দেই দেরী করার জন্যে
সিসিবি কে :hatsoff: :hatsoff:
আর সবাই আসেন আমরা :hug: করি আর :teacup: খাই।
একটু ফুর্তি করি এইবার :awesome: :awesome: :awesome: