রকিব মিয়ার চায়ের ব্যবসা ইদানিং ভালো যাচ্ছেনা। রোজার মাস বলে , নাকি রকিব মিয়ার নিয়মিত দোকানদারিতে আলসেমি – প্রকৃত কারণ কোনটা সেটা নিয়মিত ক্রেতারাই ভালো বলতে পারবেন।
তবে চায়ের মান ও গুনাগুন বৃদ্ধির ব্যাপারে দোকানদার কর্তৃপক্ষ কিন্তু সবসময়ের মতই সচেতন।
তাই আসছে ইদুল ফিতরকে সামনে রেখে চায়ের দোকানকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এখন আর কষ্ট করে দোকান অবধিও হেঁটে যেতে হবেনা। সবার জীবনযাপনকে আরো দুই চিমটি সহজ করতে শুরু হয়ে গেল রকিব মিয়ার হোম ডেলিভারি সার্ভিস!
শুধু একটু কষ্ট করে আমার লকার থেকে “চায়ের দোকান” এ ক্লিক করলেই ব্রাউজারের নিচের অংশে চা নিয়ে হাজির হয়ে যাবে রকিব মিয়া।
তবে এর জন্য বাড়তি কোন পয়সা পাত্তি দেবার দরকার নেই। সেই পুরনো এডোবি ফ্ল্যাশ প্লেয়ার নাইন অথবা তার উপরের ভার্সন দিয়েই হোম ডেলিভারি সার্ভিস উপভোগ করতে পারবেন। চায়ের দোকান থেকে বেরিয়ে আসতে চাইলে বার এর ডান দিকের close বাটনে ক্লিক করলেই সাইন আউট হয়ে যাবেন ।
আর বরাবরের মতই ধন্যবাদ www.bowob.com কে।
১ম 😀
৩য়
:teacup: :teacup: :teacup:
:teacup: :teacup: :teacup: :teacup:
ভাল কাজ, এখন দেখা যাক দোকান কেমন চলে!
ভাইয়া, আমার পেইজে চ্যাট লোডিং দেখাচ্ছে, কিন্তু আসছেনা। 🙁
এই হোম ডেলিভারী সার্ভিসটা আমার পছন্দ হইছে। :thumbup:
তানভীর ভাইয়া কেমন আছেন? 🙂
ভাবী, খুব একটা ভালো নাই। কষ্টে আছি আইজুদ্দিন টাইপ অবস্থা। 😛
আপনার খবর কি? মইন কেমন আছে? ভাতিজারা কেমন আছে?
আইজুদ্দিন কষ্টে আছেন ক্যান? 😛
মঈনও অবশ্য কষ্টে আছে আইজুদ্দিন টাইপ কষ্টে ;)) বাসা আর অফিস।
ভাতিজারা আর তাদের মা আল্লাহ'র রহমতে ভালো আছে, 🙂
মা যে ভালো আছে, সিসিবি এর কমেন্ট কর্নার দেখলেই বুঝা যায় 😉
রিবিন ভি, কিমিন ইছিন? 😛
ইমি ভিলি ইছি
ভাবী, খুব একটা ভালো নাই। কষ্টে আছি আইজুদ্দিন টাইপ অবস্থা। 😛
আপনার খবর কি? মইন ভাইয়া কেমন আছেন? ভাতিজারা কেমন আছে?
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
এই পোলা আমার কমেন্ট কপি-পেস্ট করছে কেন? x-( x-(
এই পোলা তানভীর ভাইয়ের কমেন্ট কপি-পেস্ট করছিস ক্যান? 😛
হোম মেড সার্ভিসের প্রথম কাস্টমার মনে হয় আমি। অবশ্য আমি ঢুইকা এডু মডু দুইজনরে পাইছি। যাহোক রকিব মিয়া তুমি চায়ের দোকানের কাজে বেশি ডজিং মারতেসো। সো :frontroll: শুরু করে দাও।
:(( :frontroll: :frontroll: :frontroll: 😕
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ওরে। রোযা রমজানের দিন। তাই তাড়আতআড়ি ছাইড়া দিলাম। গেট আপ। 🙂
চলেন একটা কাজ করি আমিন ভাই। দুইজন মিলে ছিড়া পাঞ্জাবী পড়ে আজকে মানুষের বাসায় গিয়া দরজা নক করে বলি, "খালাম্মা ইফতারী দেন।" 😀 😀
(এইটা আমার বহুতদিনের শখ :shy: )
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ভালো কথা কইসোস তো। আমার এমনিটে ঠ্যাং মচকানো। ফকির হিসাবে মানবে ভালো 😀 😀
=)) =)) =)) =)) =))
😮 😮 😮 😮
ধুরু ফকির কন ক্যান!! আমাদের একটা পেরেস্টিজ আছে না :shy:
কন ইফতার কালেক্টার, নামের মধ্যেই কেমন একটা কেউকেটা টাইপ ভাব আছে B-) ।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
(সকল পেশার প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বক)
ডেইলি স্টার ম্যাগাজিনে এইরাম কিছু নাম দিছেঃ
ফ্যাক্টরির শ্রমিক=মাস প্রোডাকশন টেকনিশিয়ান
ডিশ ওয়াশার=গ্যাস্ট্রোনমিকাল হাইজিন ফ্যাসিলিটেটর
পেপার বয়=মাস মিডিয়া ডিস্ট্রিবিউটর
টোকাই=আরবান স্ট্রীট ক্লিনিং হেল্পার
কত রঙ দেখি দুনিয়ায়!
:goragori: :goragori: :goragori:
জট্টিল নাম দিছে তো ! ! ! 😀
বাহ, সেই রকম 😀 😀 😀
:thumbup: :thumbup: :thumbup: :boss: :boss: :boss:
Life is Mad.
এত সব অপশন মনে হয আর কোনো ব্লগে নেই................
থ্যাংকস জিহাদ :hatsoff:
আপনারে আমি খুঁজিয়া বেড়াই
মামা তোমারে :-* :-* :-*
ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি :((
আমার ফ্ল্যাশ প্লেয়ার ১০ ইন্সটল আছে তাও আগে Loading error খাইছি এখনো chat(Loading) ~x( x-( 😡
কোন ব্রাউজারে?
সাতেও নাই, পাঁচেও নাই
আমি মজিলা ফায়ারফক্স ৩.৫ ইউস করি
ওকে। সেটিংস থেকে একটু শিওর হয়ে নিন আপনার ব্রাউজারে ফ্ল্যাশ ব্লক করা আছে কীনা।
আর টুলস > এডঅনস > প্লাগইনস এ গিয়ে দেখুন ফ্ল্যাশ ভার্সন কত প্রদর্শন করছে সেখানে।
সাতেও নাই, পাঁচেও নাই
:thumbup:
কেমনে হোম মেড সার্ভিস ব্যবহার করতে হয় ওইটা দেইখাও বুঝলি না যে প্রথম কাস্টমার আমি B-)
জোশ অপশন, খুবই পছন্দ হয়েছে ।
তরুণ,দরিদ্র ও মেধাবী ব্লগারদের খুবই কাজে আসবে ;;; ;;;
:khekz: :khekz: :khekz: