রকিব মিয়ার হোম ডেলিভারি সার্ভিস!!

রকিব মিয়ার চায়ের ব্যবসা ইদানিং ভালো যাচ্ছেনা। রোজার মাস বলে , নাকি রকিব মিয়ার নিয়মিত দোকানদারিতে আলসেমি – প্রকৃত কারণ কোনটা সেটা নিয়মিত ক্রেতারাই ভালো বলতে পারবেন।
তবে চায়ের মান ও গুনাগুন বৃদ্ধির ব্যাপারে দোকানদার কর্তৃপক্ষ কিন্তু সবসময়ের মতই সচেতন।

তাই আসছে ইদুল ফিতরকে সামনে রেখে চায়ের দোকানকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। এখন আর কষ্ট করে দোকান অবধিও হেঁটে যেতে হবেনা। সবার জীবনযাপনকে আরো দুই চিমটি সহজ করতে শুরু হয়ে গেল রকিব মিয়ার হোম ডেলিভারি সার্ভিস!

শুধু একটু কষ্ট করে আমার লকার থেকে “চায়ের দোকান” এ ক্লিক করলেই ব্রাউজারের নিচের অংশে চা নিয়ে হাজির হয়ে যাবে রকিব মিয়া।

তবে এর জন্য বাড়তি কোন পয়সা পাত্তি দেবার দরকার নেই। সেই পুরনো এডোবি ফ্ল্যাশ প্লেয়ার নাইন অথবা তার উপরের ভার্সন দিয়েই হোম ডেলিভারি সার্ভিস উপভোগ করতে পারবেন। চায়ের দোকান থেকে বেরিয়ে আসতে চাইলে বার এর ডান দিকের close বাটনে ক্লিক করলেই সাইন আউট হয়ে যাবেন ।

আর বরাবরের মতই ধন্যবাদ www.bowob.com কে।

প্রধাণ চ্যাটরুম (ALL Users)

প্রধাণ চ্যাটরুম (ALL Users)

ব্যাক্তিগত চ্যাট উইন্ডো

ব্যাক্তিগত চ্যাট উইন্ডো

৩,৭৫৭ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “রকিব মিয়ার হোম ডেলিভারি সার্ভিস!!”

  1. রকিব (০১-০৭)

    ভাবী, খুব একটা ভালো নাই। কষ্টে আছি আইজুদ্দিন টাইপ অবস্থা। 😛

    আপনার খবর কি? মইন ভাইয়া কেমন আছেন? ভাতিজারা কেমন আছে?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)

    হোম মেড সার্ভিসের প্রথম কাস্টমার মনে হয় আমি। অবশ্য আমি ঢুইকা এডু মডু দুইজনরে পাইছি। যাহোক রকিব মিয়া তুমি চায়ের দোকানের কাজে বেশি ডজিং মারতেসো। সো :frontroll: শুরু করে দাও।

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    ধুরু ফকির কন ক্যান!! আমাদের একটা পেরেস্টিজ আছে না :shy:
    কন ইফতার কালেক্টার, নামের মধ্যেই কেমন একটা কেউকেটা টাইপ ভাব আছে B-) ।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    আমার পেইজে চ্যাট লোডিং দেখাচ্ছে, কিন্তু আসছেনা।

    ওয়ান্স আনলাকি অলওয়েজ আনলাকি :((
    আমার ফ্ল্যাশ প্লেয়ার ১০ ইন্সটল আছে তাও আগে Loading error খাইছি এখনো chat(Loading) ~x( x-( 😡

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।