ডায়লগ মাসালা (মেড ইন কুমিল্লা)

# “পাখিটাকে কি বাতাস খাওয়াচ্ছো?”
-রাজ্জাক স্টাফ জনৈক ক্যাডেটের প্যান্টের জিপার খোলা দেখে

# “এই ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ব্যাগের উপর বাস উঠাও।”
-রসায়নের রফিক স্যার

# “আরি,আডা লাগলো ক্যামনে?”
-১৫ তম ইনটেকের মজিব কর্তৃক ১৪তম ইনটেকের গ-৭২৫ এর টাইতে সুপার গ্লু লাগিয়ে দেবার পর

# “স্যার,প্যান্ট ফাডি গ্যাসে”
– পিটিতে এডজুটেন্টের কাছে রিপোর্ট দিতে গিয়ে সি এইচ এম আইউব স্টাফের উচ্চস্বরে চিৎকার এবং তার দুই হাত তখন প্যান্টের ছেঁড়া জায়গা ঢাকতে ব্যস্ত

# “আক্কাস,দাও নিয়া আয়”
-১৫ তম ইনটেকের মোস্তফার বগলে লম্বা লোম দেখে এডজুটেন্ট মইনুদ্দীন মাহমুদ

# “আম্মা,আম্মা এই স্যার না খালি আমার কাছে টাকা চায়”
– ফর্মের জানালার কাঁচ ভাংগার কারণে ফর্ম মাস্টার রফিক স্যার ১৫তম ইনটেকের ওমরের কাছে জরিমানার টাকা চাওয়ার পর প্যারেন্টস ডে তে স্যারের সাথে দেখা হবার সাথে সাথে অভিভাবকের কাছে ওমরের অভিযোগ এবং এই কথা শুনেই স্যারের চম্পট

# বরাবর তৃতীয় স্থান অর্জন থেকে তিতাস হাউসকে রক্ষা করতে লাইটস অফের পর বিশেষ ব্যবস্থায় প্রাইভেট টিউশন প্রোগ্রাম চালু করা হল
-(অফ টপিক) টার্ম এন্ড পরীক্ষা শেষে দেখা গেল ছাত্ররা সবাই উত্তীর্ণ হল ঠিকই কিন্তু একাদশ ইনটেকের শিক্ষক নাজমুল এবং আরিফ মারলো ডাব্বা

# কলেজে তখন মাত্র চালু হল বি এম এ স্টাইলের বাটি ছাঁট।আর সেই বাটি ছাট থেকে বাঁচতে নাপিত বজলু ভাইকে উৎকোচ প্রদান করে ক্যাডেট আমজাদ।বজলু ভাই আপেল ভক্ষণ করল ঠিকই কিন্তু এরপর আমজাদের মাথায়ও আপেল ভেঙ্গে পড়লো।রীতিমত ন্যাড়া আমজাদের এরপর নাম হল আপেল কাট।
(অফটপিক) আপেল দিয়ে দূর্নীতি জীবন শুরু করা আমজাদ এখন দেশের গুরুতর অপরাধ দমন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োজিত।

(উপরের ডায়লগগুলো কুমিল্লা ক্যাডেট কলেজের ৪র্থ রি ইউনিয়ন উপলক্ষ্যে প্রকাশিত স্যুভেনির “পঁচিশের জানালায় রোদ্দুর” থেকে তুলে দেয়া হল)

১,৭৩৭ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “ডায়লগ মাসালা (মেড ইন কুমিল্লা)”

  1. চরম মজা পাইলাম। এক্সদের স্যুভেনির থেকে আরও লেখা চাই। কুমিল্লার সবাই আশা করি বুঝতে পারছে, তাদের কাছে আমাদের প্রত্যাশা এই মুহূর্তে সবচেয়ে বেশী। কারণ, তারা মাত্র রিইউনিয়ন করে এসেছে।

    আরও অ্যাকটিভ হ কুমিল্লার সবাই।

    জবাব দিন
  2. খালি তুহিন রে ডাকাডাকি ক্যান?? কলেজে কি আর কেউ পড়েনাই নাকি।যার যা মনে আছে তাই লিখে পোস্ট কর।আমার যা মনে আছে তাই পোস্ট করছি।আরো কিছু মাথায় আছে।ওগুলোও শিগ্‌গির পোস্ট করবো। অন্যরাও এগিয়ে আয়।

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।