বন্ধুতুড়ে

বন্ধু তুমি ভাবছো একা বসে
ভাবছো তুমি বন্ধু বোধহয়
হারিয়ে গেছে একলা তোমার দোষে।

বন্ধু তোমার নেইতো কিছু ভাবার
যে রয়ে যায় ঠিক রয়ে যায়
সেই চলে যায় যার তো কথা যাবার।

বন্ধু তুমি ভাবনা ঝেড়ে ফেলো
কেউ ভুলে যায় এই অবেলায়
তার বদলে বন্ধু যারা এলো

তুমি তাদের কথা ভাবো
রইলো যারা সকাল সাঁঝে
তোমার সকল দুখের মাঝে

আগলে রেখো তাকে
কেমন আছো? – বলবে হেসে
ক্লান্ত অবশ দিনের শেষে
সকল রকম ব্যস্ততাদের ফাঁকে।

বন্ধু তুমি ভাবো
আরেকটিবার ভাবো
সত্যিকারের বন্ধু যারা
হারিয়ে গেলে কোথায় তাদের পাবো?

২,২০০ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “বন্ধুতুড়ে”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    সত্যিকারের বন্ধু যারা
    হারিয়ে গেলে কোথায় তাদের পাবো?

    দুর্দান্ত!
    নিজেকে খুবই স্বার্থপর মনে হচ্ছে ছবিতাটা পড়ে।
    দারুন জিহাদ, দারুন :hatsoff: :hatsoff:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    সুন্দর। :clap:

    জামাই মাস্ফুরে নিয়া একটা ছড়া লিখতো, তোরে ম্যাঙ্গো জুস খাওয়ামু। 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    জিহাদ,
    কবিতাটা একটু সাধারণ হয়ে গেছে। আমাদের এন্টেনার উপর দিয়ে যায়নি। সহজেই বুঝে ফেললাম। তোমাকে পরাবাস্তব কবিতা লিখতে হবে। কি লিখবা নিজেও বুঝবা না। সমালোচকরা বিশ্লেষণ করার পর ওইটা একটা পরিণত রূপ পাবে। B-) B-) B-)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. যে রয়ে যায় ঠিক রয়ে যায়
    সেই চলে যায় যার তো কথা যাবার।

    সেইরকম সত্য কথা :dreamy:

    সুন্দর কবিতা দোস্ত। শব্দচয়ণ, আর প্রকাশ খুব সাধারণ আর সরল। কিন্তু স্বাভাবিকভাবে মনের ভাব প্রকাশ হয়ে মন ছুঁয়ে গেছে পাঠকের।

    চালিয়ে যা বন্ধু। '৯৯ সত্যিই ফর্মে আছে দেখতেছি :thumbup: :thumbup:

    জবাব দিন

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।