বন্ধু তুমি ভাবছো একা বসে
ভাবছো তুমি বন্ধু বোধহয়
হারিয়ে গেছে একলা তোমার দোষে।
বন্ধু তোমার নেইতো কিছু ভাবার
যে রয়ে যায় ঠিক রয়ে যায়
সেই চলে যায় যার তো কথা যাবার।
বন্ধু তুমি ভাবনা ঝেড়ে ফেলো
কেউ ভুলে যায় এই অবেলায়
তার বদলে বন্ধু যারা এলো
তুমি তাদের কথা ভাবো
রইলো যারা সকাল সাঁঝে
তোমার সকল দুখের মাঝে
আগলে রেখো তাকে
কেমন আছো? – বলবে হেসে
ক্লান্ত অবশ দিনের শেষে
সকল রকম ব্যস্ততাদের ফাঁকে।
বন্ধু তুমি ভাবো
আরেকটিবার ভাবো
সত্যিকারের বন্ধু যারা
হারিয়ে গেলে কোথায় তাদের পাবো?
কতদিন পর লিখল ছেলেটা। সুন্দর।
দুর্দান্ত!
নিজেকে খুবই স্বার্থপর মনে হচ্ছে ছবিতাটা পড়ে।
দারুন জিহাদ, দারুন :hatsoff: :hatsoff:
সংসারে প্রবল বৈরাগ্য!
৯৯ এর সব দেখি ফর্মে আছে।
:thumbup:
মানুষ তার স্বপ্নের সমান বড়
দারুন লিখছ জিহাদ।
:boss: :boss:
ঠিক বলছিস ।
দূর্দান্ত :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:thumbup: :thumbup:
সবাইকে ধন্যবাদ! :hatsoff:
সাতেও নাই, পাঁচেও নাই
সুন্দর। :clap:
জামাই মাস্ফুরে নিয়া একটা ছড়া লিখতো, তোরে ম্যাঙ্গো জুস খাওয়ামু। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
কামরুল ভাইয়ের প্রস্তাবের সাথে পুরা সহমত... ছড়া লিখে ফেল একটা জামাইয়ের নামে... তারপর ক্যান্টিন থেকে আমার নামে যা খুশি খায়া নিস
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
আইচ্ছা। কিন্তু খাওয়ার আগে বিসমিল্লাহ বলবো নাকি আপনের নাম বলবো? 😀
সাতেও নাই, পাঁচেও নাই
এই সব ডাউট বাদ দিয়া আগে ছড়া ল্যাখ...
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
প্রস্তাব পছন্দ হইসে , কিন্তু উপঢৌকন পছন্দ হয়নাই। ম্যাংগো জুস আমগো ক্যাফেটেরিয়ায় সপ্তাহে দুই দিন দেয় এম্নিতেই। আরেকটু ভাল কিছু অফার করেন। নিশ্চিত হয়ে যাবে তাইলে :grr: 😀
সাতেও নাই, পাঁচেও নাই
ছড়া সেইরকম হইলে যা খাইতে চাস তা-ই সই। 😉
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
আমারে কিছু খাওয়াইলেই হইবো ভাই। না খাওয়াইলেও মাইন্ড খামু না।
শুধু যদি আমারে একটু ব্যাক-আপ দেন, তাইলেই চলবো 😀
কারণ, আইডিয়াটা জোশ লাগছে 😛 😛
ব্যাক আপ লাগবো না, পোষ্ট দেবার পর আপনি একেবারে বিনা টিকেটে আপ (মানে উপরে চলে যাবেন :grr: )। আমিন
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
অসাধারন ...... :clap: :clap: :clap: :hatsoff: :hatsoff: :hatsoff:
ছড়াকার বহুদিন পর ছড়ার ঝুলি খুললেন।
অসাধারণ কবিতা।
নেন :teacup: খান।
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
বলার সময় বললি ছড়াকার
তারপর আবার কবিতা।
সিনিয়রের লগে মস্করা, না?! 😡 😡
সাতেও নাই, পাঁচেও নাই
😕 😕
ভাই ডা উয়ে, সিসিবির নতুন রংটা বড় ভালো লাগছে, হাউস কালার। গ্রীণ গ্রীণ আপ আপ :thumbup: :thumbup: :thumbup:
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
গ্রীণ গ্রীণ আপ আপ :thumbup: :thumbup: :thumbup: :thumbup:
আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷
:dreamy: :thumbup: :hatsoff:
মানুষ তার স্বপ্নের সমান বড়
জিহাদ,
কবিতাটা একটু সাধারণ হয়ে গেছে। আমাদের এন্টেনার উপর দিয়ে যায়নি। সহজেই বুঝে ফেললাম। তোমাকে পরাবাস্তব কবিতা লিখতে হবে। কি লিখবা নিজেও বুঝবা না। সমালোচকরা বিশ্লেষণ করার পর ওইটা একটা পরিণত রূপ পাবে। B-) B-) B-)
"মানুষে বিশ্বাস হারানো পাপ"
:khekz: :khekz:
---------------------------------------------------------------------------
বালক জানে না তো কতোটা হেঁটে এলে
ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।
সেইরকম সত্য কথা :dreamy:
সুন্দর কবিতা দোস্ত। শব্দচয়ণ, আর প্রকাশ খুব সাধারণ আর সরল। কিন্তু স্বাভাবিকভাবে মনের ভাব প্রকাশ হয়ে মন ছুঁয়ে গেছে পাঠকের।
চালিয়ে যা বন্ধু। '৯৯ সত্যিই ফর্মে আছে দেখতেছি :thumbup: :thumbup:
দিব নাকি একটা পোস্টায়া?
জোশ পাইতেছি মনে। ;;;
দিয়া ফেলেন, যা থাকে কপালে!!!!!!!!!!!!!!!!!!
আমি তবু বলি:
এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..
ছবিতা ভালো হইছে কালকে তোমারে কইছি না একবার! 😀
পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না
আপনার কথা শুইনাই তো এইটা এইখানে দিলাম 😀
সাতেও নাই, পাঁচেও নাই
জিহাদ ভালো লাগল খুব পড়ে
ধন্যবাদ, সামি ভাই 🙂
সাতেও নাই, পাঁচেও নাই